নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনারে গেছি ভুলে, চাও গো মুখানি তুলে / ধর সখি দুইটি চুম্বন !

ফয়সল নোই

বৃথা আসি, বৃথা যাই / কিছুই উদ্দেশ্য নাই

ফয়সল নোই › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আবুল হাসানের প্রেমিকার প্রতি

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

বাঁকা রেখা - পাশের গলিপথ, যে মাঠে বিকালের একটু আগে থেকে বসে আছো -- পেছনের গাছ,
হলুদ পাজামা-ওড়না-জামা, দায়িত্ত্বহীন বখাটে মেঘ, বৈশাখ মাস , আহ্লাদি বাতাস, পশ্চিম দিক,
কোলে গুটানো হাত, নির্মলেন্দুর কবিতা, বৃষ্টি -- তোমার পক্ষে আছে

সম্ভাব্য তোমার সকল ঢেউয়ে আছড়ে পড়া যে কোন প্রেমিক যেকোন নামে তোমাকে ডাকুক
-- আমি তার স্বাক্ষ্য আছি

তারা উপায়হীন দেখবে, এক অবাধ্য কিশোর কারো কথা শোনে না
তোমার ডান সিঁথির চুল, বুক ঢেকে কালো কাতালের বিলে সারা বেলার ঝড় বাদল
দুঃখ হারানো বুনো হাঁস আনমনে ঘুরে বেড়ায়
একটা প্রজাপতি উড়ে যায় তরুন পাখা, একটা কালো পাখি উড়ে যায় তরুন পাখা

তোমার দু’ঠোঁটের বিদেশি ভাষা যত প্রেমিকের বিরুদ্ধে হাসে -- পিঠে ছড়ে পড়া বাঁ সিঁথির চুল
যত প্রেমিকের বিরুদ্ধে হাসে -- আমি তার পক্ষে আছি

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: অন্য রকম ভালো লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

ফয়সল নোই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সুমন কর।

২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

ফয়সল নোই বলেছেন: থ্যাংকস হাসান মাহবুব।শুভেচ্ছা।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

মানবী বলেছেন: সর্বনাশ!! দেড় বছর ধরে লেখা কবিতা!!!
বড় বড় কবিদের ব্যাপারই অন্যরকম!! :-)

ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ ফয়সল নোই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

ফয়সল নোই বলেছেন: সময়কে বড় কিছুর মাপকাঠি ধরলে আরো কিছু হিসাব বাকি আছে মানবী ।

কবি আবুল হাসান মারা গেছেন ৪০ বছর আগে।(২৬/১১/১৯৭৫)আর উনি যার প্রেমে পড়ে ছিলেন সেই বিদুষী মারা যান ৮ বছরেরও বেশি হলো। (২৫/৫/২০০৭ ) আপনিও বোধ হয় ব্লগে আসলেন বছর পাঁচেক পর (৮/৩/২০১১ থেকে ) :)

কবিতা ভালো লেগেছে জেনে পরিশ্রম সার্থক হয়েছে মনে করছি । আনন্দিত । মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

মানবী বলেছেন: বাহ! পুরো হিসেবের খাতা সামনে!! :-)

তবে কবিরা যে অন্য কবিদের সম্পর্কে এতো খোঁজ রাখেন এবং মনে রাখেন তা দেখে ভালো লাগলো। শুধু কবি নয় সেই সাথে কবিদের পরিবার পরিজন এমনকি প্রেমিকার খোঁজ ও রেখেছেন জেনে চমৎকৃত(বানা ঠিক হয়েছে কিনা বুঝতে পারছিনা) হলাম!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

ফয়সল নোই বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা।

ভালো থাকবেন মানবী। অনেক অনেক শুভ কামনা।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুন কবিতা

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০

ফয়সল নোই বলেছেন: থ্যাংকস রুদ্র জাহেদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.