![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃথা আসি, বৃথা যাই / কিছুই উদ্দেশ্য নাই
ছ- অক্ষরটি একদমই সহ্য হয়না আর
সুতরাং- কিশোরীর মতো ছটফটে পায়ে চলে যায়
বৃদ্ধ পিতার পাশে বসে আছি
আমিও শুনেছি কোথাও বৃক্ষ আছে, বিল, টলটলে জল
মৃত নদীর পাশে একটা পুরাতন বাড়ি
শহর থেকে অচেনা মানুষ ঘুরতে যায়
কোন কাজ ছিল না সেই মাসগুলোর কথা মনে পড়ে
এমনই থাকে মানুষের মুখ
দলের মধ্যে একজন থাকেন বয়স চল্লিশ
অন্য কোন মুখে পরিচিত অন্য কারো হাসি দেখে
মনে করতে পারি না , সহ্য হয়না আর
রাস্তাগুলো কারো প্রয়োজন পড়েনা
রাত্রিতে নির্জন হয়ে যায়, অসহ্য লাগে !
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
ফয়সল নোই বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ । মন্তব্যের জন্যও।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ফেলুদার তোপসে বলেছেন: "রাস্তাগুলো কারো প্রয়োজন পড়েনা
রাত্রিতে নির্জন হয়ে যায়, অসহ্য লাগে !"
ভালোলাগা থেকেই গেলো,যদিও নির্জন রাস্তা আমার খুব পছন্দের।