![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃথা আসি, বৃথা যাই / কিছুই উদ্দেশ্য নাই
আর হাসি লুকিয়ে কথা বলো না
আমার মন-বাঁধানো ঘাট, সেই ঘাটলার সিঁড়ি
দিনের অপচয় শেষে
হাতের মুঠোয় কিছুই থাকে না
শুরু হয়, এভাবেই শুরু হয়
কিছু হারানোর বেদনা
কোন বিভ্রম ছিল না যেখানে ছিল না মায়াজাল
অনেক্ষণ একসাথে বসে কথা বলা লোকগুলো
অল্প কিছু দিন থেকে চলে যাবে , ভালো লাগে না
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
ফয়সল নোই বলেছেন: ,থ্যাংকস হাসান ভাই ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার +++