![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃথা আসি, বৃথা যাই / কিছুই উদ্দেশ্য নাই
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।
ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাঁও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৪
ফয়সল নোই বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা সেলিম আনোয়ার । ভালো থাকবেন ।
২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০১
আলপনা তালুকদার বলেছেন: অসংখ্যবার পড়েছি। ভীষণ ভাল লাগে!!!
কুঁড়ে, বাঁশি, গাঁও - এই তিনটা বানান ঠিক করলে ভাল হয়।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪১
ফয়সল নোই বলেছেন: বানান ঠিক করেছি । অনেক ধন্যবাদ ।
৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:১০
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল থাকবেন ফয়সাল নোই