![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: শরিফুল ইসলাম লিংকন বাবা: মো: শরিয়ত উল্ল্যাহ আম্মা: মীর ফরিদা আক্তার রক্তের গ্রুপ : বি+ (B+ve) জন্ম : ৩১ মে ১৯৯২ রাশি : মিথুন প্রিয় রং : সাদা-কালো প্রিয় ফুল : কলমি ফুল জীবনের লক্ষ্য: এখনো স্থির করতে পারিনি……………
যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান শাহবাগের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করার জন্য কিছুক্ষণ আগে ভারতীয় বিমানে করে তসলিমা নাসরিন বিমান বন্দরে পৌঁছলেন। কঠোর নিরাপত্তায় বলয়ে প্রায় ২৫ জন দেহরক্ষি নিয়ে তিনি বাংলাদেশে আসলেন প্রায় ১৫ বছর পর। কর্তব্যরত বিশেষ সংবাদ দাতার কাছ থেকে জানা যায় যে তিনি কোন হোটেলে না উঠে সরাসরি ভারতীয় দূতাবাসে উঠবেন এবং আগামী কাল বিকেলে শাহবাগে উপস্থিত হবেন।
র্যাবের বিশেষ টিম তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিশেষ নিরাপত্তা জনিত করণে তার আসার ব্যাপারে সরকারি ভাবে পূর্ব থেকে কোন ঘোষনা দেয়া হয়নি।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মাগুর বলেছেন: এই খবর কই পাইলেন?
কর্তব্যরত বিশেষ সংবাদ দাতা টা কে? আর খবরের সূত্রটাই বা কি? জানিয়ে বাধিত করবেন।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
আমরা তোমাদের ভুলব না বলেছেন: যান, এক শট মাইরা আসেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
আজিজুল পারভেজ বলেছেন: এটা মিথ্যা অপপ্রচার। রাজাকারপন্থীরা ধরমীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে ক্ষেপানোর অপচেষ্টা চালাচ্ছে। এই মিথ্যেবাদী, প্রতারকদের থেকে সবাই সাবধান।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
অজানাবন্ধু বলেছেন: Need News Link
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: লং শট দিবেন । তবে ব্লগার ইমরান আপনাকে ডটেড বেলুন সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছেন । আপনার নিরাপত্তার জন্য ডটেড বেলুন ব্যবহার করতে হবে ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
শরিফুল ইসলাম লিংকন বলেছেন: সূত্র আনন্দ বাজার প্রত্রিকা- কলকাতা সূত্র আনন্দ বাজার প্রত্রিকা- কলকাতা
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
লীনা জািম্বল বলেছেন: জব্বর খবরতো
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
আনমনা 007 বলেছেন: সত্য হইলে খেলা জমবো
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
লীনা জািম্বল বলেছেন: লিংক টা খুললে সব ফকফকা ---------
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
বইয়ের পোকা বলেছেন: আপনের মাথা পুরাই গেছে। কইলেন আনন্দ বাজার প্রত্রিকা- কলকাতা!!!!! আর লিংক দিলেন কিসের কি তুফান না কি???? আগে মাথা থিক কইরা আইসা ঠিকমতো পোস্ট দেন।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
আফিফা মারজানা বলেছেন: আনন্দ বাজার খুঁজে তো কিছুই পেলাম না
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
মুহতাসিম তাহমিদ বলেছেন: তসলিমা নাসরিন এর বাংলাদেশ এ আশার প্রশ্নই উঠে না। তিনি বাংলাদেশে নিষিদ্ধ
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
শরিফুল ইসলাম লিংকন বলেছেন: আমার এই ব্লগের জন্য সবার কাছে ক্ষমা চাই। আসলে একটু মজা করে লেখাটি লিখেছি.............(হুজুগে বাঙ্গালি) তা প্রমান করার জন্য। তবে ভাল লাগলো যারা আমার কথায় গা বাসিয়ে দেননি তার জন্য!
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
মাগুর বলেছেন: সম্মানিত লেখক,
দেশের বর্তমান পরিস্থিতী বিবেচনা করলে এটা মোটেও মজা করার সময় নয়। আপনার শেষ কমেন্ট টা পোস্টের সাথে জুড়ে দিন। সব চেয়ে ভালো হয় পোস্টটি রিমুভ করে দিন। এমনিতেই ব্লগারদের নামে অনেকেই কুৎসা রটাচ্ছে। আপনার এ ধরণের পোস্ট সেই মিথ্যাচারকে সত্য করে তোলার জন্য যথেষ্ঠ! আশা করি বুঝতে পেরেছেন।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
শিশু বিড়াল বলেছেন: আপনার তো মাথায় সমস্যা আছে। চিকিৎসা করান।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
অপর্না হালদার বলেছেন: ওরে ভাই আপনি তো সেরা অলরাউন্ডার ।
এই নিউজি ব্লগে প্রচার করে আপনি কি বোঝাতে চাইলেন ঠিক বোঝা গেল না ।
আপনাকে নজরদারীর মধ্যে রাখা হল ।