![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: শরিফুল ইসলাম লিংকন বাবা: মো: শরিয়ত উল্ল্যাহ আম্মা: মীর ফরিদা আক্তার রক্তের গ্রুপ : বি+ (B+ve) জন্ম : ৩১ মে ১৯৯২ রাশি : মিথুন প্রিয় রং : সাদা-কালো প্রিয় ফুল : কলমি ফুল জীবনের লক্ষ্য: এখনো স্থির করতে পারিনি……………
এই মহিলা এত সাবলিল ভাবে এত খারাপ খারাপ ভাষায় কবিতা লিখেছেন তা- ভাষায় প্রকাশ করা যাবে না। তসলিমা নাসরিনের আমি একজন অন্ধ ভক্ত। তসলিমা নাসরিনকে আমি নারী জাগরণের কবি সুফিয়া কামাল আর রোকেয়া সাকাওয়াতের সাথে তুলনা করি। পার্থক্য হচ্ছে তারা সুন্দর ভাষায় লিখেছে আর তসলিমা নাসরিন একটু বাঁকা ভাবে লিখেছেন। আমার এই সব কথা গুলো কারো সাথে শেয়ার করতে পারিনা। যদি করি সবাই আমাকে নারীবাদী, নাস্তিক সহ আরো অনেক কথা বলবে।
পারো তো ধর্ষণ করো
পারো তো ধর্ষণ করো
আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দু:সংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা হারামজাদার দল।
আমি আর দেখতে চাইনা একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,
আর দেখতে চাইনা পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং ধর্ষণ করতে আসা পুরুষের পুরুষাঙ্গ কেটে ধরিয়ে দাও হাতে, অথবা ঝুলিয়ে দাও গলায়।
খোকারা এখন চুষতে থাকো যার যার দিগ্বিজয়ী অঙ্গ, চুষতে থাক নিরুপায় ঝুলতে থাকা অন্ডকোষ, গিলতে থাক এসবের রস,কষ।
ধর্ষিতা হয়ো না, পারো তো পুরুষকে পদানত কর, পরাভূত কর,
পতিত করো, পরমাল করো
পারো তো ধর্ষণ করো,
পারো তো ওদের পুরুষত্ব নষ্ট করো।
লোকে বলবে, ছি ছি, বলুক।
লোকে বলবে এমন কী নির্যাতিতা নারীরাও যে তুমি তো মন্দ পুরুষের মতই,
বলুক, বলুক যে এ তো কোনও সমাধান নয়, বলুক যে তো তবে ভালো নও
বলুক, কিছুতে কান দিও না, তোমার ভালো হওার দরকার নেই,
শত সহস্র বছর তুমি ভালো ছিলে মেয়ে, এই বার একটু মন্দ হও।
চলো সবাই মিলে আমরা মন্দ হই,
মন্দ হওয়ার মত ভালো আর কী আছে কোথায়!
----------------------------------
এই কবিতার জন্যই আমি তসলিমা্ নাসরিনকে নারী জাগনণের কবিদের সাথে তুলনা করি।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
ভুল উচ্ছাস বলেছেন: হা হা হা
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রমনা টেক বলেছেন: আমরা তোমাদের ভুলব না বলেছেন: অতীব গিয়ানি পুস্ট, ইহা মানব জাতির জন্য পাথেয় স্বরুপ,
বুদ্ধিমানদের জন্য এক বিরাট দিকনির্দেশনা।
এই পোস্ট পাঠ করিয়া আজ আমি ধন্য হলাম।
আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা হারায়ে ফেললাম।
বাল পোস্ট
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বাক স্বাধীনতা বলেছেন: বাংলা সাহিত্যের সূচনা লগ্ন থেকে আজ অবধি তসলিমা নাসরিনের মত মহান, গিয়ানী, বুদ্ধিমতি ও মানবজাতির দিকনির্দেশক লেখিকার জন্ম হয়নি। তাকে লেখিকা বলে লিঙ্গায়িত করাটা মনে হয় ঠিকও হচ্ছে না। তিনি সমস্ত লেখক ও লেখিকার মাঝে সেরা। আর এই জিনিসটা পৃথিবীতে মাত্র দুইজন উপলব্ধি করতে পেরেছে। প্রথমজন আপনি। আর আপনার দেখাদেখি আমি। ভাই, কী বলে যে, আপনাকে ধন্যবাদ জানাব বুঝতে পারিছি না। আপনার এই পোস্ট পুরো মানব জাতির কলঙ্ক মোচনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
শরিফুল ইসলাম লিংকন বলেছেন: এত দিন আপনি কই ছিলেন ভাই??? দু'এক কথা কইবের মানুষ ন পাই!
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
নিষ্কর্মা বলেছেন:
রোকেয়া বেগমের লেখা সেই আমলের সাথে তুলনা করলে এখনকার তসলিমা নাসরিনের চাইতে কম কিছু না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শরিফুল ইসলাম লিংকন বলেছেন: একটা জব্বর কথা কইছেন.......
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
আমি ব্লগার হইছি! বলেছেন: আহ! কি মধুর কবিতা!
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
jotejoy বলেছেন: মজা পাইলাম
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
কাল্পনিক বলেছেন: বেগম রোকেয়া আপনার তসলিমার ধারে কাছে যাওয়ার ক্ষমতা রাখেনা...
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
আমরা তোমাদের ভুলব না বলেছেন: অতীব গিয়ানি পুস্ট, ইহা মানব জাতির জন্য পাথেয় স্বরুপ,
বুদ্ধিমানদের জন্য এক বিরাট দিকনির্দেশনা।
এই পোস্ট পাঠ করিয়া আজ আমি ধন্য হলাম।
আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা হারায়ে ফেললাম।
বাল পোস্ট