নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরান খান সবুজ

ভবঘুরে আমি।

ইমরান খান সবুজ › বিস্তারিত পোস্টঃ

ইস.........আমি যদি হিজড়া হতাম!!!!

০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৯

অফিসে বসে আছি, এমন সময় অফিসের পিয়ন ভাই (আমার চেয়ে বয়সে বড় তাই ভাই সম্ভোধন করি)বলল একটা খবর শুনছেন!!! প্রশ্নের ধরণ আর তার চেহারা দেখেই বুঝলাম সে আর্শ্চযজনক কিছু শুনাবে।

তুমুল আগ্রহ মনে চাপা রেখে বল্লাম কই নাতো............ কি?



``চ্যানেল আই‘র প্রতিবেদনে দেখলাম প্রতি উপজেলায় নাকি দুইজন করে হিজড়া নিয়োগ দেয়া হবে!!! এইডা অইল....?`` (কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় শুনতে ভালই লাগল)



আমি তো আকাশ থেকে নাকি আরও উপর থেকে পড়লাম বুঝতে পারলাম না। মনে মনে অস্ফুটস্বরে বললাম ইস আমি যদি প্রতিবন্ধী, উপজাতি, মুক্তিযোদ্ধার জেনারেশন, আনসার, মহিলা বা হিজড়া হতাম তাহলে এই অভাবের বাজারে কত্ত সহজে একটা ভাল চাকরি পেতাম!!!



ইস.....আমি যদি হিজড়া হতাম।



বি:দ্র: আমি কোন সূত্র দিতে পারবনা জাষ্ট শুনলাম আর সবার সাথে শেয়ার করলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার কথা শুনে মন হচ্ছে আপনি চাকরিরতই আছেন, তাহলে আবার হিজড়া হতে চাচ্ছেন কেন??

আরেকটা ব্যাপার কি, যদি খবরটা সত্য হয় তবে বলব এটা খুবই একটা ভাল উদ্যোগ। কারণ, এই হিজরা জনগোষ্ঠীকে আমরা মূল ধারার বাইরে রেখেছি বলে আজ ওরা কোন কাজ করে না, মানুষকে উত্যক্ত করে খায়। পৃথীবির আর কোন দেশে এরকম আছে কিনা আমার সন্দেহ। আমি থাইল্যান্ডে দেখেছি, ফিলিপিনসে দেখেছি হিজড়ারা মূল ধারার মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে এবং স্বাভাবিক জীবন যাপন করছে। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। আমরাই পারি হিজড়াদের প্রতি আমাদের দৃষ্টিভংগি পরিবর্তন করে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে। :|

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৩

ইমরান খান সবুজ বলেছেন: আমিও চাই তাদেরকে সুযোগ দেয়া হোক। কিন্তু তারা যখন উত্যক্ত করে বা অপরাধ করে তখন যেন প্রশাসন এড়িয়ে চলার পরামর্শ না দিয়ে প্রচলিত আইনে বিচার করে।

আমার বাসা কোন এক রেলওয়ে জংশনের কাছে। প্রায়ই রেলওয়ে পার্কে বিড়ি টানতে যাই (অন্যকিছু ভাববেন না)। সেখানে দেখি হিজড়াদের কত্তরকম বেআইনী কর্মকান্ড। আর উদের উত্যক্তের মুখে পড়লে আপনার মুখের এমন সুন্দর ভাষা হারিয়ে যাবে।

মাইন্ড খাইয়েন না।

২| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৫

জাহুমুজামা বলেছেন: Hijra gulore dola dewa ucit...mairer upre oshudh nai...

Kuno kaj dile kaj korena abar chadabaji...jara jara sympathy dekhacchen tader boli, kaj korte ki kuno lingo lage naki jounango dekhiye kaj korte hoy, taile oder kaj kprte somossata ki...
Ora ottachar korei jabe r proshashon bolbe eriye jan...etato grohonjuggo na...oder soman sujug dewa ucit n oporadh korle soman sasti dewa ucit

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৪

ইমরান খান সবুজ বলেছেন: আমি আপনার সাথে একমত

৩| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১২

মেহেদীডেভিড বলেছেন: দোয়া করি আল্লাহ আপনাকে ১০০% হিজডা করে দেখ ?

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৫

ইমরান খান সবুজ বলেছেন: তখন যে আপনাকেও আমি সঙ্গী হিসেবে চাইব..........


হাহাহাহাহহাহাহাহা

৪| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২১

আরমিন বলেছেন: ফিলিপাইনে তো প্রায় এক চতুর্থাংশই হলো হিজড়া। কিন্তু ওরা আর সবার মতই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। চাকরি করছে। পার্লার গুলোতে তো ওদের নিয়োগ দেয়া অনেকটা বাধ্যতামূলক! এছাড়া মিডিয়াতেও দেখি কাজ করে!

কিছুদিন আগে খবরের কাগজে দেখেছিলাম, উত্তরাতে হিজড়াদের যন্ত্রনাদায়ক ক্রিয়াকর্ম! এরচেয়ে এদেরকে পুনর্বাসন করাই কি শ্রেয় না?

আমরাই পারি হিজড়াদের প্রতি আমাদের দৃষ্টিভংগি পরিবর্তন করে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে।
জহির ভাইয়ের সাথে একমত।

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯

ইমরান খান সবুজ বলেছেন: আমিও আপনার সাথে একমত।
কিন্তু

অনেক কাজ আছে যা বিদেশে কিছুইনা বাংলাদেশে অনেককিছু বা অসামাজিক।
থাইল্যান্ড সরকার পারে বলেই যে আমরা করতে পারব তারই বা গ্যারান্টি কি?

আমরা তো শুরু করি সব কাজই কিন্তু শেষ করতে পারি কি..........?

৫| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪

কামরুজ্জামান (নয়ন) বলেছেন: সবাইকে যোগ্যতা প্রমান করে চাকরি পেতে হবে। এই কোটা সুবিধার কারনে অনেক যোগ্য প্রার্থীকে ডিঙ্গিয়ে অযোগ্যরা চাকরি পায়।

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৬

ইমরান খান সবুজ বলেছেন:
ধন্যবাদ । আগে থেকে বিভিন্ন কোটার জ্বালায় অস্থির। এখন আবার নতুন যন্ত্রনা।


ভাল্লাগেনা।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৭

রাইসুল জুহালা বলেছেন: ``চ্যানেল আই‘র প্রতিবেদনে দেখলাম প্রতি উপজেলায় নাকি দুইজন করে হিজড়া নিয়োগ দেয়া হবে!!!

কিছুই বুঝলাম না! প্রতি উপজেলায় দুইজন হিজরাকে কোন পদে বা কোন অফিসে নিয়োগ দেয়া হবে? নাকি শুধু দু'জন হিজরাকে র‍্যানডমলি পছন্দ করে তাদের ভাতা দেয়া হবে?

অসম্পূর্ন খবর, তাও আবার কোন সুত্র নাই।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১২

১১স্টার বলেছেন: কয়েকদিন আগে এই ব্লগে দেখলাম যে হিজড়াদের অত্যাচারে নাকি বাংলাদেশের লোক অতিষ্ঠ। তখন অনেকেই মতামত দিয়েছিলো সরকারীভাবে হিজড়াদের পুনর্বাসন করা হলে তারা এধরনের আচরন থেকে সরে আসবে। সেই উদ্যোগের একটি অংশ এটি আমাদের উচিৎ পদক্ষেপটাকে স্বাগত জানানো। মালয়েশিয়তে দেখেছি অনেক গুরুত্বপূর্ণ পদে হিজড়ারা কাজ করে তাদের দিকে বাকা চোখে তাকানোর সুযোগ নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২

ইমরান খান সবুজ বলেছেন:

আমিও আপনার সাথে একমত।
কিন্তু

অনেক কাজ আছে যা বিদেশে কিছুইনা বাংলাদেশে অনেককিছু বা অসামাজিক।
থাইল্যান্ড সরকার পারে বলেই যে আমরা করতে পারব তারই বা গ্যারান্টি কি?

আমরা তো শুরু করি সব কাজই কিন্তু শেষ করতে পারি কি..........?


৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ৭:০১

সুদীপ্ত কর বলেছেন: হিজরা পুনর্বাসন করাটা জরুরী। পরিস্থিতি আন্তে আস্তে ঠিক হবে

০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৩

ইমরান খান সবুজ বলেছেন: আমিও আপনার সাথে একমত।
কিন্তু

অনেক কাজ আছে যা বিদেশে কিছুইনা বাংলাদেশে অনেককিছু বা অসামাজিক।
থাইল্যান্ড সরকার পারে বলেই যে আমরা করতে পারব তারই বা গ্যারান্টি কি?

আমরা তো শুরু করি সব কাজই কিন্তু শেষ করতে পারি কি..........?

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, হিজড়াদের উৎপাত আমার চেয়ে হয়ত আপনি বেশী ফেইস করেন নি। আমার বাসায় ছোট বাচ্চা থাকায় ওরা এ পর্যন্ত দু'বার এ দুই হাজার টাকা নিয়ে গেছে !

এখন কথা হল, ওদের এই পরিণতির জন্য আসলে কে দায়ী? আমার মতে সর্বপ্রথম দায়ী হল একজন হিজড়ার বাবা-মা ! একজন হিজড়াকে কিন্তু কোন হিজড়া জন্ম দেয়নি, বরং জন্ম দিয়েছে স্বাভাবিক নারী-পুরুষ। সে যে একজন হিজড়া সেটা কিন্তু তার কোন অপরাধ না। বাবা-মা'র ঘরে জন্ম নিয়ে সে কেন আজ হিজড়াদের দলে ভিড়তে পারল? তাকে কেন বাড়ীর বাইরে বের করে দেয়া হল? বরং তাকে আর দশটা ছেলে মেয়ের মতই বড় করে লেখা পড়া শিখিয়ে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা যেত। ওরাও আমাদের মত কাধে কাধ মিলিয়ে কাজ করে খেত। কিন্তু আমাদের দৃষ্টি ভংগির সংকীর্ণতার কারণেই আজ ওরা এই অবস্থায়!

বুকে হাত দিয়ে বলেন দেখি, আপনার পাশে যদি একজন হিজড়া থাকে তাকে কি আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন? তার সাথে দু'টো কথা স্বাভাবিকভাবে বলেন? বরং আমাদের আচরণে মনে হয়, ওরা যেন নরকের কীট ! এমন কেন ভাই? একজন হিজড়াও তো রক্ত মাংসে গড়া মানুষ !!

আর এই পরিস্থিতিটাই থাইল্যান্ড, মালয়শিয়া বা ফিলিপিনসে নাই ! আপনাকে কেউ বলে নি থাইল্যান্ডের পতিতাবৃত্তির সংস্কৃতিকে এ দেশে নিয়ে আসতে, শুধু এই ভাল দিকটা নিয়ে আসলেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.