![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
প্রতিটি সরকার অতি যত্ন করে দেশের উন্নয়নে হাত দেয়। আর সরকারের মেয়াদেই যাতে জনগন তার সুফল ভোগ করতে পারে তার প্রতি সরকারের বিশেষ বিবেচনা থাকে। নিচে উদাহরন দেখুনঃ-
১। Quick Rental Power System
জানা যায় ৫০টির ও অধিক Quick Rental Power System এর অনুমোদন সরকার দিয়েছে।
জনগন কি ফল ভোগ করবে দেখা যাক।
২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনতিন ধাপে প্রতি ইউনিট ২.৩৭টাকা বাড়িয়ে ২০১২ সালে ইউনিট প্রতি ৪.৭০টাকা করেছে। অর্থাৎ দ্বিগুন, ইনশাল্লাহ "কমিশন" জানিয়েছেন উন্নয়নের স্বার্থে এই দর আরও বৃদ্ধি করা হবে।
লোড শেডিং কি কমেছে, মনে হয় না খুব একটা কমেছে, যা কমেছে তা একান্তই বিদ্যুতে দাম বাড়ার কারনে জনগন এখন প্রয়োজন ছাড়া বিদ্যুত না ব্যবহারে সচেতন হয়েছেন(এটা অবশ্যই শুভ দিক, সুতরাং পানি, গ্যস, বাস ভাড়া ইত্যাদি সব সেবার দাম বাড়াতে হবে, জন গন তাতে সেবা কম ব্যবহার করবে এবং সেবা খাতে কোন সংকট থাকবে না।
২। পদ্মা সেতু --------- কবে শুরু হবে জানি না।
তবে পার হতে (আগামি বছর শেষ হলেও!!!!!!!!) আপনাকে আমাকে নিচের হারে প্রতি পারাপরে মাসুল দিতে হবে
ক) সাইকেল ------------------ ১০০টাকা
তিন চাকা, নসিমন করিমন, ভটবটি ইত্যাদি পারাপার নিষেধ।
খ) মটর সাইকেল -------------- ৩০০টাকা
গ) কার - মাইক্রো ------------- ১০০০টাকা
ঘ) জীপ - মিনি বাস ----------- ১৫০০ টাকা
ঙ) বাস ----------------------- ২০০০টাকা
চ) ট্রাক "৫টনি সমগ্র বাংলাদেশ"- ৪০০০টাকা
ছ) কভার্ড ভ্যান ও ২০টনি-------- ৬০০০টাকা
জ) লম্বা ট্রাক ৪০ টনি ----------- ১০,০০০টাকা
যদি ২০২০ সালে শেষ হয় বা পদ্মা সেতু চালু হয়, মাশুল তিনগুন ধরে নিন।
(আরও উন্নয়নের ফলাফল দেবার চেষ্টা করব)
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
ফেরদাউস আল আমিন বলেছেন: দুঃক্ষিত একমত হতে পারলাম না। কাজ তো সব দেশে, সারা বিশ্বে নয়।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
ভিটামিন সি বলেছেন: চোরের দলে দেশের কি উন্নয়ন করবে, নিজেদের পেটই তো ভরে না। তার উপর আবার দেশ প্রেমিক উপাধি পাওয়া।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: ওরা তো চুরি করতে ক্ষমতায় আসছে, দেশের জন্য কাজ করতে না। সালা বিশ্ব চোর।