![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
গুগল একটি রাস্তা চারিদিকের ছবি নিয়ে সেটি তার মানচিত্রের সাথে সংযোগ ঘটিয়ে দেয়। ব্যপারটি আপনারা ইন্টারনেটে এবং নিজেও হয়তো দেখেছেন।
এই জিনিষটি করার জন্য তারা সম্ভবত চতুর্মাত্রিক ক্যমেরা গাড়িতে বসিয়ে প্রথমে প্রত্যেকটি সড়ক ছবি জরিপ করেন। অতঃপর তাদের ইন্টারনেট মানচিত্রের সাথে এই স্থান ভিত্তিক স্বমন্বয় ঘটিয়ে উপস্থাপন করেন।
বাংলাদেশে এটি আনুষ্ঠানিকভাবে গত ফেব্রুয়ারী মাসে যোগাযোগ মন্তৃ উদ্বোধন করেন।
গত ২৯শে এপৃল চট্টগ্রমের হালিশহরের "এইচ" ব্লক এ গাড়িটি চলন্ত অবস্থায় জরিপ করতে দেখলাম।
এই বছরের শেষ দিকে বাংলাদেশের মনচিত্র স্টৃট ভিউ আকারে দেখা যাবে বলে ফেবরুয়ারীর ঐ খবর থেকে জানা যায়।
আপনারা কেউ কি এই গাড়িটি জরিপ করতে দেখেছেন?
২| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:১০
রবিমুন বলেছেন: দেখেছি। গাড়িটি আমাদের এলাকায়ও এসেছিল।
৩| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:১২
রিমন রনবীর বলেছেন: এটা কি সব জেলায়,সব থানায় যাবে জরীপ করার জন্য?
// হরতালে ভাংচুরের শিকার না হলেই হয় :-&
৪| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:১৭
ফেরদাউস আল আমিন বলেছেন: প্রাথমিকভাবে (সম্ভবত এ বছরের শেষ দিকে) শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের জন্য। পর্যায়ক্রমে অন্যান্য জেলা গুলো আশার কথা।
৫| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:৩২
বিডি মিউজিক ক্যাফে বলেছেন: আমি দেখেছি মৌচাক এ।
৬| ০১ লা মে, ২০১৩ দুপুর ১২:২০
শাহরিয়ার রোমান বলেছেন: আমি রাস্তায় কখনো দেখিনি । কিন্তু গাড়ি'র বাড়ি গুলশানের ১৩৮ নং রোডে । ২ টা গাড়ি দেখেছি ওখানে
৭| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৩২
লিংকন১১৫ বলেছেন: জী আমার বাসার সামনে দেখছি
আমার অনুমতি ছাড়া দেহি ছবি তুলতাছিল
দিলাম ধাওয়া , এক দৌরে পগার পার
৮| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:০৩
রিমন রনবীর বলেছেন: গাড়ির ভিত্রে কি মানুষ থাকে?
০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৫৮
ফেরদাউস আল আমিন বলেছেন: থাকতে দেখছি, বাংলাদেশে তো কোন ট্রাফিক নিয়ম চলে না, মানুষের নিয়ম লাগে। ঐটা সামলানের জন্য় মানুষই লাগে।
৯| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৩২
আরিফ আরাফাত রুশো বলেছেন: মি দেখেছি।বনানী তে হাটছিলাম হটাত দুই টা গাড়ী ,মাথায় এলিয়েন টাইপ কি যেন।আমি তো অবাক,পেপার এ আগে থেকে পড়া ছিল-তাই বুঝলাম কিছুক্ষন পরেই,এটা ওই স্ট্রীটভিউ
১০| ১২ ই মে, ২০১৩ সকাল ৮:০৩
ফেরদাউস আল আমিন বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ সকাল ১১:০৩
মৃদুল মিয়া বলেছেন: দেখিছি। অবশ্যই ভালো উদ্যোগ।