নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে ১০০০মিটারের ইমারত

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:০০

উচ্চতার সাথে আরব দেশের নির্বাহি প্রধানদের মনে হচ্ছে একটি নিরব প্রতিযোগিতা চলছে।

দুবাইতে বুর্জ আল খলিফা নির্মান করার পর এখন জানা যাচ্ছে সৌদি আরবে ১০০০মিটারের ইমারত নির্মান করা হবে, শহরটি হচ্চে জেদ্দাহ।



দুবাই এর বুর্জ আাল খলিফার উচ্চতা ছিল, ৮২৮ মিটার। ২০১০খৃঃ সালে এটির নির্মান কাজ সম্পন্ন করা হয়।



সৌদি আরবে ১০০০মিটারের ইমারত এর নাম দেয়া হচ্ছে "কিংডম টাওয়ার"। এর বিস্তারিত বিবরন হচ্ছে

নির্মাতা: কিংডম হোল্ডিং, ধনকুব পৃন্স আল ওয়ালিদ কর্তৃক পরিচালিত

= নির্মান ব্যয় প্রক্কলিত ১,২০০,০০০,০০০ অর্থাৎ ১দশমিক২ বিলিয়ন ডলার

= চারটি চার ঋতুর হোটেল সহ চার ঋতুর বাসা বড়ি, এপার্টমেন্ট, দাপ্তরিক জায়গা ইত্যাদি থাকবে এই ইমারতে।

= ৫৯টি লিফ্ট থাকবে সর্বোচ্চ তলার কাছাকাছি য়াবার জন্য, গতি ২২দশমিক৩ মাইল প্রতি ঘন্টায়

= ১২ টি চলন্ত সিঁড়ি

= একটি ৯৮ ফুট ব্যস এর পেন্ট হাউস থাকবে ১৫৭ তলায়

= ফ্লোর স্পেস পাওয়া যাবে ৫০০,০০০ বর্গমিটার



তেল ফুরিয়ে গেলে এই দৈত্য ইমারত কি কাজে আসবে, তা সহজেই অনুমান করা যায় (অর্থাৎ কোন কাজে আসবে না)



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এদের সম্পর্কে রাসুল(সাঃ) বলেছে- কেয়ামত ততদিন হবে না, যতদিন না আরব বেদুইন রাখাল রা সুউচ্চ প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা না করবে।

আজকে এরা এতো ধন সম্পদের মালিক যা কিনা মুসলিম উম্মার সম্পদ বলে বিবেচিত তা দিয়ে আমেরিকার মনপুরতিতে ব্যস্ত। আজকে আমাদের দেশের মুসলিম গরিব খেটে খাওয়া স্রমিকদের তারা অবৈধ বলে বিবেচিত করে কিন্তু সেখানে তাদের কাজকরে খাওয়া ইসলাম প্রদত্ত অধিকার যা কিনা এইসব আরব শেইখ গন বঞ্চিত কড়ছে

২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এদের সম্পর্কে রাসুল(সাঃ) বলেছে- কেয়ামত ততদিন হবে না, যতদিন না আরব বেদুইন রাখাল রা সুউচ্চ প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা না করবে।

আজকে এরা এতো ধন সম্পদের মালিক যা কিনা মুসলিম উম্মার সম্পদ বলে বিবেচিত তা দিয়ে আমেরিকার মনপুরতিতে ব্যস্ত। আজকে আমাদের দেশের মুসলিম গরিব খেটে খাওয়া স্রমিকদের তারা অবৈধ বলে বিবেচিত করে কিন্তু সেখানে তাদের কাজকরে খাওয়া ইসলাম প্রদত্ত অধিকার যা কিনা এইসব আরব শেইখ গন বঞ্চিত কড়ছে

৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:২২

তৌফিক মাসুদ বলেছেন: যেদিন ভাল হইবার প্রতিযোগিতায় নামবে সেদিন আমি ওদের প্রশংসা করব তার আগে নয়।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

ফেরদাউস আল আমিন বলেছেন: সঠিক বলেছেন, দুঃখটা ওখানেই

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: পেটের ভাত বেশী তো...ভাতে টান পড়লেই এইসব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.