![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
অনেকেই হয়তো জানেন এবং অনেকেই হয়তো জানেন না, বর্তমানের সারা জাগানো চৌকস মোবাইল ফোন এর চালনা শক্তি হচ্ছে এন্ড্রয়েড। এন্ড্রয়েড এর চালনা শক্তি কিন্তু আবার লিনাক্স। যিনি এন্ড্রয়েড চালনা শক্তি উন্মুক্ত করেছেন, তিনি গুগলের এন্ড্রয়েড বিষয়ক প্রকল্প প্রধান (এ বিষয়ে এই সাইটেই আমার আরেকটি লেখা রয়েছে)। এন্ড্রয়েড নামকরনে রয়েছে প্রচলিত পশ্চিমা সভ্যতার মিস্টান্ন খাবার সমূহ।
এখন তারই বিস্তারিত বিবরন এখানে দেবার চেষ্টা করছি।
এতে করে আপনি ও জানতে পারবেন কোন এন্ড্রয়েড চালিকা শক্তি হচ্ছে সর্বশেষ উন্মোচন।
১। Android 1.5, i.e. Cupcake; সর্বপ্রথম ফোনের সংস্করন; প্রায় ছ' বছর আগে।
২। Android 1.6, i.e. Donut, সেপ্টেম্বর ২০০৯ সালে উন্মোচন
৩। Android 2.0 / 2.1, i.e. Eclair
৪। Android 2.2, i.e. Froyo
৫। Android 2.3, i.e. Gingerbread; তবে এটির খাবার হিসেবে মোটেও মিস্টান্ন ভাগে পরে না কিন্তু এটিই চৌকশ মোবাইল বাজারে প্রথম সাফল্যজনক চালিকা শক্তি। উন্মোচন ২০১১সাল হবে।
৬। Android 2.4: Still Gingerbread
৭। Android 3.0 / 3.1 / 3.2 i.e. Honeycomb
৮। Android 4.0 and later: The REAL "Ice Cream Sandwich" সবচেয়ে প্রসিদ্ধ চালিকা শক্তি
৯। Android 4.1: Jelly Bean & 4.2.2 etc are all Jelly Bean and as off 2013 July the latest Android OS; অর্থাৎ এ বছরের জুলাই পর্যন্ত এন্ড্রয়েড এর উন্মোচিত সর্বশেষ ভার্সান।
১০। এর পরের এনড্রয়েড ভারসান হবে বা হতে পারে Android 5.0: Key Lime Pie?
এখন যদি আপনি এন্ড্রয়েড ফোন কিনতে চান, তা হলে এই তথ্য আপনার বিশেষ ভাবে কাজে আসবে। কারন এখন আপনি সর্বশেষ ভারসানটি দোকানিকে জিজ্ঞেস করতে পারবেন বা স্পেক থেকে পড়ে নিতে পারবেন। আরও আপনার জেনে নিতে হবে চালিকা শক্তির ভার্সান আপগ্রেডেবল কি না। (কারন আমার স্যমসান্গ এইস টু এক্স টি জেলি বীন এ উত্তরন করা যায় না)
আর উবুন্টু লিনাক্স এর ন্যয় নতুন এন্ড্রয়েড চালিকা শক্তি(চাশ) উন্মোচনের কোন সময় সূচী নেই বলে আমার জানা।
যেই সাইট থেকে এই তথ্য নেয়া হয়েছে, সটি হোলঃ-
Click This Link
ওখানে কোন মিস্টান্নের কি চবি তাও দেয়া আছে।
২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
ফেরদাউস আল আমিন বলেছেন: Dhonnobad shobaike porar jonno
Blackberry phone theke uttar dilam, etate bangla likha jai na
৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
ফেরদাউস আল আমিন বলেছেন: সবাইকে পড়ার জন্য বাংলায় ধন্যবাদ জানালাম, কারন এখন কম্পুটার থেকে লিখছি।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: Android ১০ থেকে মিষ্টি দিয়ে নামকরণ আর নেই !
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ। অনেক কিছু জানলাম