![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
এতদিন আমি জানতাম ছোট দোকানদারা ভ্যাট না নিয়ে সরকারের রাজস্ব দিচ্ছে না। এখন দেখি ব্যপারটা বিপরীত। খুচরা জিনিষের নির্ধারিত মূল্য (যা গায়ে মুদ্রিত থাকে) তাতে ভ্যাট অন্তর্ভুক্ত।
অর্থাৎ উৎপাদনকারীই ভ্যাট দিয়ে থাকেন।
এখন দেখছি ডাবল ভ্যাট নিয়ে সুপারশপ মালিকরা ই ক্রেতা সাধারনকে ঠকাচ্ছে । কারন প্রতিবার "সুপারশপ" এ বাজার করতে গিয়ে দেখেছি ভ্যাট এর নাম করে ৪% থেকে মাঝে মধ্যে ১৫% আাদায় করত এই বৃহতকায় ঠকবাজ "সুপারশপ" গুলি।
বাকিটুকু
খবরটি সঠিক না হয়ে থাকলে banglanews24.com এর অসৎ উদ্দেশ্য রয়েছে।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
ফেরদাউস আল আমিন বলেছেন: এ বিষয়ে ব্যখ্যা দেবার জন্য আয়কর বিভাগের এগিয়ে আসা উচিত এবং যদি ক্রেতা সাধারনকে ভ্যাট দিতে না হয়, সেই নোটিস প্রত্যেক "সুপারশপ" এর সেলস তথা ক্যাশ কাউন্টারে দৃশ্যত ঝুলিয়ে রাখা আইনত উচিত।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২২
েফরারী এই মনটা আমার বলেছেন: সহমত । @ফেরদাউস আল আমিন বলেছেন: এ বিষয়ে ব্যখ্যা দেবার জন্য আয়কর বিভাগের এগিয়ে আসা উচিত এবং যদি ক্রেতা সাধারনকে ভ্যাট দিতে না হয়, সেই নোটিস প্রত্যেক "সুপারশপ" এর সেলস তথা ক্যাশ কাউন্টারে দৃশ্যত ঝুলিয়ে রাখা আইনত উচিত।
Click This Link
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০
বাক স্বাধীনতা বলেছেন: অ।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
ভিটামিন সি বলেছেন: অ।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
রাজীব বলেছেন: একমত।
আমি অনেকবার ভেবেছি এটি নিয়ে অভিযোগ করবো কিন্তু ঝামেলা মনে করে করা হয় নি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: হুম!!