![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
১। সুন্দর পাত্র + অসুন্দর পাত্রী = ( পাত্র এর মাথায় ছিট )
২। অসুন্দর পাত্র + সুন্দর পাত্রী = ( পাত্র বেজায় ধনী )
৩। সুন্দর পাত্র + সুন্দর পাত্রী = ( এক সংগে বাস প্রায় অসম্ভব)
৪। অসুন্দর পাত্র + অসুন্দর পাত্রী = ( সন্তান সুন্দর হবে )
৫। সুন্দর যুবক+ সুন্দর যুবক = ( ছবিতে ফলাফল দেয়া আছে )
৬। সুন্দরী যুবতী+ সুন্দরী যুবতী = ( ছবিতে ফলাফল দেয়া আছে; শত্রু )
৭। অসুন্দরী যুবতী+ অসুন্দরী যুবতী = ( ছবিতে ফলাফল দেয়া আছে )
৮। অসুন্দরী যুবতী+ সুন্দরী যুবতী = ( ছবিতে ফলাফল দেয়া আছে; আজীবন বন্ধু )
৯। অসুন্দর যুবক+ অসুন্দর যুবক = ( ছবিতে ফলাফল দেয়া আছে; বন্ধু )
১০। অসুন্দর যুবক+ সুন্দর যুবক = ( ছবিতে ফলাফল দেয়া আছে; বন্ধু )
কেউ অংকটি সিরিয়াসলি নেবেন না(অনুরোধ)। এটাকো অংকের বদলে থিউড়ি বললেও চলবে।
০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩৫
ফেরদাউস আল আমিন বলেছেন: আপনি জটিল থিউড়ি দিয়ে দিলেন।
দেখি পাঠক রা কি সমাধান দেন!!!
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৯
একজন ঘূণপোকা বলেছেন:
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
একজন ঘূণপোকা বলেছেন:
ফেবুতে দিছি, কার্টেসি সহ
০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩৭
ফেরদাউস আল আমিন বলেছেন: দেন, আরও কয়েক স্থানে দিতে পারেন।
বিয়ের আগেই এই অংক কষা উচিত।
৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৫১
দালাল০০৭০০৭ বলেছেন:
৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:০০
জেনারেশন সুপারস্টার বলেছেন: দেখি পাবলিক কিছু বলে কিনা।
অফটপিক,আপনার শিক্ষাজীবন দেখছি অনেক জায়গায় কেটেছে।জন্মেছেন পিন্ডিতে,আবার চাঁদপুরেও লেখাপড়া করেছেন।আবার লাদেন যেখানে মরেছে সেখানেও পড়েছেন।ইন্টার,ইঞ্জিনিয়ারিং এদেশে।সিটিজেনশিপ পেতে কি কোন ঝামেলা পোহাতে হয়েছে?পাসপোর্ট কোনদেশী?কিছু মনে করবেন না জাস্ট ইন্টারেস্ট।
১০ ই মে, ২০১৪ ভোর ৬:৫১
ফেরদাউস আল আমিন বলেছেন: কি করব, সবই আল্লাহ তা'লা তথা উপরওয়ালার কৃপা।
৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:০৬
মোমের মানুষ-৩ বলেছেন: হ্যা হ্যা চ্রমমমমমমমমমমম
৭| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: কাপল ডাইনামিকস থিউরি
৮| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:১৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: পোস্টাকারে দিচ্ছি
৯| ১০ ই মে, ২০১৪ রাত ২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
১০| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬
সাদা মনের কালো মানুষ বলেছেন: আমার ঘটনা খারাপ!!
১১| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৩২
ফেরদাউস আল আমিন বলেছেন: কি রকম?
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: স্বামী বড় ছেলে+স্ত্রী বড় মেয়ে=চিন্তাধারা ভিন্ন হলেও পরিকল্পনা ও দায়িত্বশীলতায় সুন্দর সমন্বয় হওয়ার সম্ভাবনা বেশী।
স্বামী পরিবারের বড় ছেলে+স্ত্রী নিজ পরিবারের ছোট মেয়ে=দুজন একঘরে ৩০ বছর বাস করলেও মনের মিল হওয়ার সম্ভাবনা কম।
স্বামী পরিবারের ছোট ছেলে+স্ত্রী নিজ পরিবারের ছোট মেয়ে=আধুনিক চিন্তাধারার সমন্বয়ে অনেক এডভেঞ্চারাস অনেক কিছুই ঘটতে পারে।
স্বামী পরিবারের ছোট ছেলে+স্ত্রী নিজ পরিবারের বড় মেয়ে=যাই কিছু হউক স্বামীর স্বাধীনতা সার্বভৌমত্বে এক সপ্তায় মাটি
স্বামী পরিবারের বড়/ছোট+স্ত্রী মেজ=???????