![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
প্রথম পর্ব
আই এস আই এর কর্মকান্ড ও সংগঠনটির হঠাৎ করে আত্ম প্রকাশ এবং অমানবিক কর্ম কান্ড গুলো দেখে শুরু থেকেই খটকা লেগেছিল। কারনঃ-
১। যে কোন একটি রাজনৈতিক সংগঠন গড়ন ও পরিপূর্ণ তা অর্জন সাধারনতঃ দু এক বছরে হএয়ে ওঠে না।
২। কোন একটি বিপ্লবী সংস্থা বা রাজনৈতিক সংগঠন এর মাধ্যমে বিপ্লপ ঘটানো আরও কঠিন।
৩। একটি রাজনৈতিক সংগঠন, হোক বিপ্লবী বা সাধারন, তাদের সাংগঠনিক নীতি মালা রয়েছে। যার বাইরে ঐ সংগঠনের দ্বারা কাজ করা আরও কঠিন।
আই এস আই এর জঘন্য কর্ম কান্ড, জগৎব্যপী সমালোচনার ঝ্ড় শুরু হয়ে গেছে। বিনা বিচারে বা একতরফা ভাবে বিচার করে ছুরি দিয়ে শরীরের মূল অংগ বিচ্ছেদ করত ফাঁসি কার্জকর করন, কোন রকমেই কোন ধর্ম সমর্থন করে বলে আমার জানা নেই।
বর্তমানে ফ্রান্সের একটি সন্ধানমুলক প্রতিবেদন দিয়ে ওয়েব এর মাধ্অমে জানালেন যে আই এস আই এর মূল হোতা একজন "মোসাদ" এর এজেন্ট।
আল বাগ্হদাদি তথা সাইমন ইলিয়ট একজন ঈহুদী মোসাূ এজেন্ট। তার পিতা মাতা দু' জনই ঈহুদি ধর্মালম্বী।
নিচে তার ছবি দেখুনঃ-
দাড়ি ওয়ালা ভদ্রলোক(অনেকে তার জন্য এই সন্মোধন এ আপত্তি করতে পারেন(আমি অপরাধকে ঘৃনা করি, অপরাধীকে নহে।)
যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র কি ভাবে আইএসআইকে তাদের আকাশ শক্তি দিয়ে সাহায়তা করছে, তার বিবরন পরে দেবার চেষ্টা করব।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪
ফেরদাউস আল আমিন বলেছেন: তারা কম জানে কি না জানি না,
যুক্তরাষ্ট্র থেকে আমার এক বন্ধু এসে জানালো আই এস আই এর কর্মকান্ড তার পক্ষে তার সতীর্থদের ব্যখ্যা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে(কারন মুসলমান হওয়া সত্যেও সে স্থানীয় ইউরোপীয়ান গোত্রের মহিলার সংগে সংসার করছে)
এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি আমার খুব একটা বোধগম্য নয়, তাই ইন্টারনেট এ যোক্তিক উত্তর বা ব্যখ্যা অনুসন্ধানে ব্যস্ত থাকি।
মাঝে মাঝে মনে পাঠক কুলের ও এ বিষয়ে জানা উচিত, তখন আপনাদের কে এই মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি মাত্র।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৪
খেলাঘর বলেছেন:
আপনার বন্ধু আমেরিকার প্রেসিডেন্টের এডভাইজার?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
ফেরদাউস আল আমিন বলেছেন: বক্তব্য অনুসারে কথা বলুন বা প্রশ্ন করুন।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১১
কামের কথা কন!! বলেছেন: েখলাঘর তুিম িক সবসময় মাল খেয়ে টাল হয়ে সামু তে আস নি
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
খেলাঘর বলেছেন:
ইরাক সিরিয়ার যারা আইএসআইড়স এ যু্ধ করছে, তারা আপনার চেয়ে কম জানে?