নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু পথ পারি দেবার পর বুঝেছি, বহু জীবনের সাথে পথচলে বুঝেছি,\"হৃদয় থাকা একটা পাপ।\"

ফেরেশতা বলছি

সাধারন

ফেরেশতা বলছি › বিস্তারিত পোস্টঃ

আমদের বাবা কে একটু সাহায্য করবেন!

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

অামি গর্ব করে বলতে পারি অাপনারা এই লেখাটা পুরাটা পড়বেন।
গর্ব করে বলতে পারি অাপনারা কমেন্ট করবে।।
Farjana Jyoti অামার ফেবু বন্ধু। জটিল মায়োপ্যাথি রুগে অাক্রান্ত। ক্লাস সিক্স পর্যন্ত হাঠতে পেরেছে তারপরে অাস্তে অাস্তে নার্ভ দুর্বল হতে হতে সে এখন অার হাঠতে পারেনা। হুইল চেয়ার ব্যাবহার করে।
ফেসবুকের মাধ্যমে তার সাড়াদিন কাটে। সকল শখ, অাহ্বলাদ, স্বপ্ন, ভাবনা, তার বাবাকে ঘিরে।
হৃদয়বিদারক ঘটনা হঠাৎ করে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছে।
দুটা কিডনিই নষ্ট হয়ে গেছে।
প্রাইভেট কম্পানীতে চাকরী করা ভদ্রলোক এখন অসহায়, মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। না পারতেছে মেয়ের চিকিৎসা করতে, না পারতেছে মেয়ের চিকিৎসার খরচ চালাতে।
অাপনারা যদি একটু সহানুভূতি দেখান। তবে বেঁচে যেতে পারে একটা প্রাণ। যাকে ঘিরে পঙ্গু হয়ে যাওয়া মায়োপ্যাথি পেশেন্ট অামার বন্ধুর বেঁচে থাকা।
ইভেন্টের লিংক + মিডিয়া কাভারেজের লিংক কমেন্টে দেয়া হলো।
অাপনাদের ইচ্ছা অার অাল্লাহর অশেষ কৃপায় অামরা নিশ্চই জয়ী হবো এ যুদ্ধে।
যোগাযোগেরঃ
ব্যাংক হিসাব নং-
Dilruba Yesmin
W/O – Mr.Golam Rabbani Ferdous
A/C-147.151.20882
Dutch-Bangla Bank Limited
Bashudhara Branch,Dhaka.

bKash No.- 01760529359 (personal)

গোলাম রব্বানী ফেরদৌস C/O-মোঃ শাহিদুর রহমান দেউয়ান বাড়ি, ৪১৮/১(প্রথম তলা),দক্ষিণ মানিকদি ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬ । মোবাইল নং-০১৭৬০৫২৯৩৫৯

Event link Click This Link

Media update : Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.