![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ক’ তার বান্ধবী ‘খ’ রে ফোন দিছে। ক্রীং ক্রীং!
খঃ হ্যালো, ‘ক’ জানু কেমুন অাছো? কি খবর? উম্মাহ :-*
কঃ জানিস, ঐ পোলাটা অামারে ডাইকা নিয়া টিপ মারছে
খঃ কস কি! তোর কি অনেক মজা লাগছে :3
কঃ তুই, এ কথা বলতে পারলি! অামি বিশ্বাস করে, বোকামী করে…
খঃ চুপ থাক। ‘চাইপা যা ‘ ‘ধাঁমাচাপা দে ‘।
ধামরী তুই বেক্কলের মতো গেছস কেন
কঃ অামি না হয় বোকার মতো গেছি, কিন্তু সে কেনো এমন করলো! সে তো বোকা না! বুদ্ধিমান।
খঃ ধুররর (-_-) প্যাঁচাল বাদ দে। জীবন অনেক বড়ো। এসব মানুষে শুনলে তুই মুখ দেখাতে পারবি? বেক্কল সব কথা সবখানে বলতে হয়না। সামনে এগিয়ে যা, প্রতিষ্ঠিত হ।
মাথা(হিন্দি চুল) উচু করে চল।
দশ টাকা দিয়া ডেটল সাবান কিনে গোসল করে ফেল। সব ঠিক। কোনো ময়লা থাকবেনা।
অালাপচারিতা এখানেই শেষ হলো।
[[উল্লেখ্য, ক দশ দিনের পরিচয়ে স্যোশাল মিডিয়ায় পরিচিত এক ছেলের সাথে দেখা করতে গেলে ঐ নপংশুক তাকে ফাঁদে ফেলে ধর্ষন করে। জাঁ এখন সে ঐ স্যোশাল মিডিয়াতে প্রকাশ করলে, তার তথা কথিত রোকেয়ার আদর্শে দীক্ষিত নারীবাদী বন্ধুরা ধামাচাপা দিতে বলে। ]]
খ তার স্যোশাল নেটয়ার্ক প্রোফাইলে পোষ্ট দিলোঃ
“কোনো পুরুষকে ছাড় দেয়া হবেনা।!(ধাঁমাচাপা দে)
ধর্ষনের জন্য পোশাক দায়ী না।!(ধাঁমাচাপা দে)
নারী-পুরুষ সমান অধিকার।! (ধাঁমাচাপা দে)
বেহেনারা, তোমরা ঘর থেকে বাইরে বের হও!(ধাঁমাচাপা দে)
অামাদের অধিকার অাদায় করতে রাজপথে
সংগ্রাম করতে হবে।(ধাঁমাচাপা দে)
তোমরা অার চুপ করে থেকো না।(ধাঁমাচাপা দে)
অার মুখ বুঝে ধাঁমাচাপা দিও না।(ধাঁমাচাপা দে)
খুলে দাও অত্যাচারী, প্রতারক পুরুষের মুখোশ।(ধাঁমাচাপা দে)
ভেঙ্গে দাও! গুড়িয়ে দাও! বেহেনা তোমরা এগিয়ে অাসো।(ধাঁমাচাপা দে)
অামি অাছি তোমাদের সাথে।
হাটবো বেগম রোকেয়ার দেখানো পথে।! “(ধাঁমাচাপা দে)
এটা পড়ে ক অার খ’ র বন্ধু A মনে মনে বলতাছে,
” খোদা, ইহাকেই বুঝি বলে, মাননীয় স্পিকার, অামিতো *** হয়ে গেলাম “।
[[‘সময়’ সবচেয়ে বড়ো বিচারক বন্ধু। যে ডেটল সাবানের কথা বলে তোমরা তাদেরকে অবলা করে রাখতেছ বছরের পর বছর! সেই সময়ই একদিন তোমাকে ডেটল সাবান উপহার দিবে। থুহ! ]]
১০ ই মে, ২০১৫ সকাল ১০:১১
ফেরেশতা বলছি বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩১
শতদ্রু একটি নদী... বলেছেন: সলিড রিয়েলিটি এইটাই। কঠিন বাস্তব।
ধামাচাপা দ্যান।