![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Every body wants happiness Nobody wants pain. But you can't have a rainbow without a little rain.
শাহবাগ মোড় ! শুধুমাত্র একটা শাহবাগ মোড় দিয়ে আপনি পুরো বাংলাদেশটাকে বিচার করতে পারেননা। কিছু অতী উৎসাহী 'হাওয়ার মিঠাই' সবর্দা আছে, ছিল এবং থাকবে। এরা রসিয়ে রসিয়ে কথা বলতে পারে, সুন্দর করে সাগর তীরে বালি দিয়ে তাহরীর স্কয়ার বানাতে পারে কিন্তু বাস্তবে এদেরকে আপনি কোথাও পাবেননা। একটা ককটেল, শুধুমাত্র একটা ককটেল ফুটুক শাহবাগ মোড়ে তারপরের কাহিনী সিনেমাকেও হার মানাবে..
পুনশ্চ: স্মরন করিয়ে দেওয়া দরকার এই হাওয়ার মিঠাই বাঘের বাচ্চারা কিছু দিন পূর্বে মালালার ধোলাই খেয়ে এখন 'বিড়ালের বাচ্চার' টাইটেল গলায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের এই অপবাদ ঘুচানোর দাবীতে শাহবাগ মোড়ে দুনিয়ার মজনুরা এক হোন।
পরিশেষে শাহবাগ মোড়ের একখানা আপডেট ফটো দিলাম যাকে নিয়ে এত মাতামাতি তা মন ভরে দেখুন আর গননা করতে থাকুন-
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
েফিরওয়ালা বলেছেন: ছাগু বলবেন। বলুন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: একশটা ছাগলের চেয়ে একটা বাঘ অনেক বেশী শক্তিশালী।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
েফিরওয়ালা বলেছেন: দেখতে বাঘের মতো বিড়াল কে যদি ভুল করে আপনি বাঘ বলেন তবে তার দায় আমার নয়। চকচক করলেই সোনা হয়না।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
বাঙ্গালী মামুন বলেছেন: বাংলাদেশের মিডিয়া লজ্জার মাথা অনেক আগেই খেয়েছে। এখন শুরু করছে রাজনৈতিক বেশ্যাবৃত্তি। আপনাকে ধন্যবাদ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
শুক তারা বলেছেন: ফেরিওয়ালার কাছ থেকে এর চেয়ে বেটার লেভেল এক্সপেক্ট করাও যায় না। প্রশংসা না করতে পারলে চুপ থাকবেন, এসব সেনসিটিভ বিষয়ের সমালোচনা করার আধিকার কে দিলো? যাদের হাওয়াই মিঠাই বলছেন তারা আর যাই করুক ঘরে বসে বসে খুত বের করছে না। কারো এত শখ লাগেনি কারণ , উদ্দেশ্য ছাড়া এই রোদে ,হরতালের দিন রাস্তায় বসা। তারা ককটেল ফুটালে গায়েব হয়ে যাবে, আপনি ককটেলের কথা চিন্তা করেই বের হননি। তো আপনাকে দিয়ে এসব পোস্ট দেওয়া মানায় না
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
ময়ূরকণ্ঠী বলেছেন:
এটা কিন্তু প্রথম দিকের ছবি...
এখন দৃশ্য অনেক বদলেছে...
সবাই যদি সাদা কে সাদা আর কালো কে কালো বলত তাহলে আর আমাদের দেশের এ অবস্থা হতনা...
শাহবাগে মানুষ স্বতস্ফূর্ত ভাবেই আসছে... আসবে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
একজন অপদার্থ বলেছেন: এসব কি বলচেন??? আপনার লক্ষণ তো ভালা না বস