![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Every body wants happiness Nobody wants pain. But you can't have a rainbow without a little rain.
শাহবাগে অবস্থানরত একজন নতুন প্রজন্মের আন্দোলনকারীর সাথে কথা হল কাল রাতে। নতুন প্রজন্মের ব্যনারের এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা দেশে। একে একে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করছে আওয়ামীলীগসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সময়ের পরিক্রমায় আমি কিংবা আপনিও যোগ দিবো তাদের সাথে। তাই আসুন এই আন্দোলনে যোগ দেওয়ার আগে তাদের এই আন্দোলন এবং আন্দোলনকারী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
১.শাহবাগে কারা আন্দোলন করছে?
উ: নতুন প্রজন্ম।
২.নতুন প্রজন্ম কারা? শিবির?
উ: আরে ভাই ওটা তো জামাত-শিবিরের বিরুদ্ধে আন্দোলন ওখানে শিবির পাবেন কোথায়।
৩.তাহলে নিশ্চয়ই ছাত্রদল?
উ: ধুর মিয়া আপনি দেখছি কোন খবরই রাখেন না। আমাদের দাবীর সাথে ছাত্রদল একাত্মতা ঘোষনা করেনি।
View this link
৪. তাহলে ওরা কারা?
উ: নতুন প্রজন্ম। যারা শুধু বাংলাদেশকে ভালবাসে।
৫.মানলাম শিবির এবং ছাত্রদল বাংলাদেশকে ভালবাসেনা এবং এটা নতুন প্রজন্মের আন্দোলন। তা এই নতুন প্রজন্মেরা নিশ্চয়ই শিবির এবং ছাত্রদল নয়।
উ: হ্যাঁ তা বলতে পারেন।
৬.বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। যেহেতু এটা শিশু এবং পাগলদের কোন আন্দোলন নয় তা আপনি কি নিশ্চিত করতে পারেন ওই আন্দোলনকারীরা নিরপেক্ষ?
উ: তাদের নিজস্ব দল থাকতে পারে তবে এখানে কোন দলীয় ব্যনারে আন্দোলন হচ্ছেনা। এখানে আন্দোলন হচ্ছে সম্মিলিত আন্দোলন।
(পাঠক ছাত্রদল এবং শিবির ছাড়া এই দেশের বাকী দলগুলো কি কি তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়।)
৭. এই আন্দোলনের উদ্দেশ্যটা যদি একটু বলতেন।
উ: সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে আমরা মাঠে নেমেছি।
৮.ভাল কথা, তা যুদ্ধাপরাধী কি শুধু জামাত আর বিএনপির ভিতর আওয়ামীলীগ কি যুদ্ধাপরাধীমুক্ত দল এবং শেখ হাসিনার বেয়াইকে আপনি কোন চোখে দেখেন?
উ: দেখুন সুপষ্ট অভিযোগ ছাড়া কাউকে অভিযুক্ত করা যায়না। এটা আইনের ব্যাপার। আমরা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই সেটা যে দলেরই হোক।
(পাঠক হাসিনার বেয়াই বলার সাথে সাথে এটা আইনের ব্যাপারে চলে গেছে!)
৯. মানলাম আইনের ব্যাপার এটা। তা আইনের মাধ্যমেই তো কাদের মোল্লার যাবতজীবন হয়েছে তাহলে এখানে বির্তক কিসের?
উ: দেখুন আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা রাজাকারদের ফাসীঁ চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
১০. যেহেতু আপনাদের দাবী একটাই সকল রাজাকারের ফাঁসী তবে আর ট্রাইব্যুনাল কিংবা আইনের দরকার কি? ধরে ধরে ফাঁসী দিলেই তো সব কিচ্ছা খতম। আর যে ট্রাইব্যুনাল রাজকারের ফাঁসী দেয়না সেই ট্রাইব্যুনাল বাতিল করা দরকার নয় কি?
উ: এতক্ষনে বুঝলাম আপনি একটা ছাগু। এখানে ট্রাইব্যুনাল বাতিলের দাবী করা হচ্ছেনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসী দাবী করা হচ্ছে।
ওরা বলছে ওরা নাকি নতুন প্রজন্ম। ওরা ছাত্রদল-বিএনপি কিংবা জামাত-শিবির নয়। তাহলে ওরা কারা? ছাত্রলীগ এবং বামদলগুলো ছাড়া তো এইদেশে তো আর কোন দলের অবস্থান নাই বললে চলে। শাহবাগে গিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রির সুভেচ্ছাদূত। নিশ্চয়ই ছাত্রলীগ তাদের নেত্রীর সুভেচ্ছাদূত কে অপমান করার কথা নয়। তবে ওরা কারা? হ্যাঁ ওরা হচ্ছে খাটি বাম। যারা মুজিবের চামড়া তুলে নিবো আমরা স্লোগানে বিশ্বাসী ছিল এবং যাদের কে এই আওয়ামীলীগই ধ্বংস করেছিল। সাধারনভাবে এখন প্রশ্ন হচ্ছে আসলে কী চায় তারা? ওরা সকল রাজাকারের ফাঁসী দাবী করছে এবং সেটা আইনের মাধ্যমে। আবার আইনের মাধ্যমে হওয়া রায় ও মানছেনা। রাজাকারের ফাসীঁর দাবীর আড়ালে তাহলে তাদের উদ্দেশ্য কি?হ্যাঁ তাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে পরিস্থিতি ঘোলাটে করে দেশের ভিতর গৃহযুদ্ধ বাঁধানো এবং সেই সুযোগ নেওয়া। আর এই প্রয়াসে নিজেদের আড়াল করে নতুন প্রজন্মের ব্যনারের এই আন্দোলন যা দিয়ে ওরা একদিকে যেমন ওরা আওয়ামীলীগের মন রক্ষা করে চলছে অপরদিকে পরোক্ষভাবে ট্রাইব্যুনালের রায়কে বিতর্কিত করে শিবিরের আন্দোলনে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে । যার চুড়ান্ত ফলাফল গৃহযুদ্ধ। আসুন নিজের বুদ্ধি বিবেক দিয়ে তাদের ব্যাপরে সর্তক হই।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
রিমন০০৭ বলেছেন: বাড়ি কৈ?
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
খাঁটি মাটির বাংলা বলেছেন: বুঝলাম
আপনিও জামাত শিবির
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
হিমূ বলেছেন: ভাই আপনি কি চান?? জামাত-শিবির তো গৃহযুদ্ধের ঘোষনা আগেই দিসে।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
হিমূ বলেছেন: ভাই আপনি কি চান?? জামাত-শিবির তো গৃহযুদ্ধের ঘোষনা আগেই দিসে।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে যেই বেটার সাক্ষাতকার এইখানে প্রকাশ করা হৈছে সে তো আমাদের প্রতিনীধী নাকি ? আমরা ছাগু এবং ছুপা চিনতে ভুল করিনা ।
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: তুই রাজাকার! তুই রাজাকার !!!
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
সমকালের গান বলেছেন: রাজনৈতিক দল গুলোকে এই আন্দোলনে সাথে চাই, কিন্তু তারা যেন অন্য কোন এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
রাজাকারদের ফাসিঁ চাই।
এর কোন বিকল্প নাই।
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার
জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
মোঃ ওমর শরীফ বলেছেন:
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
খুব সাধারন একজন বলেছেন: সবাই কান পেতে শোন!
এটা লীগ-দল-জাপা-বামের আন্দোলন না!
এটা দেশের আন্দোলন।
সব রাজাকারের ফাঁসির আন্দোলন।
জামাত শিবির পুরোপুরি নির্মুলের আন্দোলন।
এখানে রাজনৈতিক দল করার জন্য আসিনি। সরকার পতনের জন্য আসিনি।
কুত্তা মারার শপথে এসেছি। কুত্তার দল বিনাশে এসেছি।
এই লক্ষ্য থেকে সরে আমি আমার টাকায় পোষা পুলিশের সাথে যুদ্ধ করব না।
কুত্তা মারার আন্দোলনে শত্রু বাড়াবো না। শত্রু মাত্র একটা। জাশি।
৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
খুব সাধারন একজন বলেছেন: ওদের কানে হৃদয়ের কথা যাবে না।
ওদের কানে একাত্তরে যায়নি।
মানুষকে এইভাবে পশু করা যায়? এইভাবে? হাজার শুকরিয়া, ছেলেবেলায় কোন জামাতির কবলে আটকে যাইনি। পড়েছিলাম। সরাসরি কথা শুরুই হয়েছিল তিনটা মিথ্যা দিয়ে-
১. শিবির কিন্তু জামাতের কেউ না।
২. বাসায় জিগ্যেস করলে বলো নামাজ শিখতে গিয়েছিলাম, মসজিদে বড়ভাইরা নামাজ শিখাচ্ছিল।
৩. বাসায় গিয়ে বলো, পাড়ার ভাইয়ারা ক্লাসে কীভাবে ফার্স্ট হওয়া যায় তা শিখাচ্ছে।
নয় দশ বছর বয়স তো কম না। স্পষ্ট দেখতে পেলাম, যাদের শুরু মিথ্যা দিয়ে, তাদের সবই মিথ্যা।
কিন্তু এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
নামেকি আসেযায় বলেছেন: