নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ডোডোরা আমার পোষ্টে এসে আমাকে ভৎসনা করেন।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৬



ব্লগ এখন নিস্তব্ধ, মাঝে মাঝে ১/২টা পোষ্ট আসে, মৃতের মতো পড়ে থাকে, সামনের পাতা থেকে পেছনে পাতায় যায় না। তবে, আমার পোষ্টগুলো সেইদিক থেকে কিছুটা সুখী, জন্ম নেয় পেছনে পাতায়, সেখানে ছায়ার মাঝে থাকে।

আমাকে বাকী ব্লগার থেকে দুরে রাখতে সামুটিম সফল হয়েছে। ব্লগের যেই ৪/৫ জন ভালো ব্লগার আছেন, তাঁরা আমার পোষ্টে আসেন সময় করে; আমি খুশী।

আমাকে আমাকে বেশ ব্যস্ত রাখেন কয়েকজন ডোডো ব্লগার; এরা আসেন, আমাকে ভৎসনা করার জন্য; এরা এখনো নিজেদের কার্যকলাপ নিয়ে সন্তষ্ট নন, বারবার ফিরে এসে প্রায় একই ধরণের মন্তব্য করেন। আমি সন্মানের সাথে উত্তর দিই; কারণ, এখন এরাই ব্লগের একটিভ ব্লগার। সামুর সৌভাগ্য যে এসব লোকদের ধরে রাখতে পেরছে; এরাও আনন্দিত, ব্লগিংও চলছে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:২৩

বাজ ৩ বলেছেন: চমৎকার শিক্ষনীয় একটি পোস্ট প্রসব করেছেন

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৬

জেন একাত্তর বলেছেন:



আপনি নাম্বার ওয়ান।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইলেকশন এগিয়ে আসছে
এর নানা ধরনের জোট হচ্ছে
এই বিষয়ে লিখুন ।

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২

জেন একাত্তর বলেছেন:



ইলেকশান নিয়ে লেখার মতো কিছু নেই, রেজাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও সেনাবিনীর প্রাক্তন অফিসারেরা মিলে; ফলে, প্রেডিকশান করা সম্ভব নয়।

যারাই ক্ষমতায় যাক, দেশকে তারা ধ্বংস করবে।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৬

কামাল১৮ বলেছেন: পুতিনের ভারত সফরে বাংলাদেশকে কি বার্তা দিলো।

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

জেন একাত্তর বলেছেন:



বার্তা দিলো যে, পুটিনের দেশের অবস্হা সংগীন, ভারতের সাহায্য লাগবে, ডলার দরকার।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: জেন৭১ আইডি সবচেয়ে কম সময়ে কমেন্ট ব্যান খেয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জেন একাত্তর বলেছেন:




সামুটিমের সারাদিনের কাজ ১ জন ব্লগারকে কেন্দ্র করেই, ইহাই ডোডোদের একামত্র আনন্দ। পেঁয়াজু, সিংগারা ও চমুচার খাদ্যগুণ ভালো।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: অনেক ঝড় ঝাপটার পরেও আপনি টিকে আছেন। এটাই আপনার সার্থকতা আর অপব্লগারদের ব্যর্থতা।

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

জেন একাত্তর বলেছেন:



ব্লঘিং ছেড়ে দিয়েছি সোনাগাজিকে ব্যান করার পর, আমি চেয়েছিলাম সামউর ডোডোদের বুঝাতে যে, ওরা অদক্ষ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সবচেয়ে বেশি ডিস্টার্ব করি আমি। আমার নাম ডোডো পাখির লিস্টে প্রথমে নাকি? :)

কি আর করা বলেন, আপনার সাথে খোচাখুচি করতে মজাই লাগে। =p~

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

জেন একাত্তর বলেছেন:



না, আপনার নাম ডোডো লিষ্টে নেই।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৩

মাথা পাগলা বলেছেন: রস মিশিয়ে কিছু ডোডোদের দেখলাম ফ্যান্টাসির জগতে থেকে কিস্তি হিসেব পোস্ট লিখে প্রোপাগান্ডা ছড়াচ্ছে; মনে হয় সিনেমার স্ক্রিপ্ট। তাদের ব্যাপারে আপনার কি মত?

যতোই ব্যান করুক মন খারাপ করবেন না, আপনার বানী ডোডোদের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩১

জেন একাত্তর বলেছেন:



ডোডোরা ডোডো, ব্লগারেরা ব্লগার।

যেই কয়জন জামাত-শিবির-রজাকরী ব্লগার আছে, তাদের লেখার শক্তি থেকে বুঝা যায়, দলের লোকেরা হায়েনা; তবে, আশার কথা হচ্ছে, মানুষ তাদেরকে দুষ্ট হায়েনা হিসেবেই জানে।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮

নতুন নকিব বলেছেন:



ডোডোদের একটা তালিকা করতে পারেন। মডুকে অনুরোধ করে সেই তালিকাটা সামুর নোটিশবোর্ডে ঝুলিয়ে দিতেও চেষ্টা করতে পারেন। এর ফলে সামুতে নতুন পুরাতন সকলে সহজেই ডোডোদের চিনতে পারবে। তাহলে আর ডোডোদের নিয়ে আপনার বারবার পোস্ট দিতে হবে না।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২২

জেন একাত্তর বলেছেন:



১) নতুন নকিব
২) ভুয়া মফিজ
৩) দফাদার
৪) বাজ৩
৫) আলআমিন

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৩

নতুন নকিব বলেছেন:



ধুর মিয়া, ৫ জন, এইডা একটা তালিকা হইলো! আমি তো মনে করছিলাম, কমপক্ষে ৫০০/৬০০ ব্লগারের নাম তালিকায় স্থান পাবে!

এরপরে প্রশ্নফাঁস জেনারেশন, ম্যাঁওপ্যাঁও, লিলিপুটিয়ান - এগুলোরও আলাদা আলাদা তালিকা করতে পারেন।

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২

জেন একাত্তর বলেছেন:


৫০০/৬০০ ব্লগারের সাথে কোন সালে ব্লগিং করেছিলেন?

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৯

আঁধারের যুবরাজ বলেছেন: আপনি ব্লগ অন্তপ্রাণ,ভীষণ প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি ব্লগে রয়েছেন। অনেকেই বলেছে যে ,আপনার কোনো কাজ নাই ,অবসরে রয়েছেন তাই ব্লগে পরে থাকেন। সম্পূর্ণ ভুল কথা ,সময় কাটানোর হাজারো উপায় রয়েছে ,বিশেষ করে প্রবাসে যারা রয়েছে। আপনার অনেক মন্তব্য এবং পোস্টের বক্তব্যের সাথে আমি দ্বিমত করলেও ,আপনার লেখা আমি আগ্রহ সহকারে পড়ে থাকি। যদিও আপনার অনেক আচরণ বিব্রতকর।

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৭

জেন একাত্তর বলেছেন:



সোনাগাজী নিক নিয়ে এডমিনের সাথে আমার কথা হয়েছিলো; তিনি বলছিলেন যে, আমি "বিপ্লব"কে ক্যু বলে জনতার বিপক্ষে ও নিহতদের অপমান করছি; আমি যদি ইহাকে ক্যু বলে লিখি, আমাকে ব্যান করা হবে। আমি জানতাম, উনি বুঝতেন না দেশে কি হচ্ছে। এরপর সবকিছু উলটপালট হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.