| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলগুলোতে মানুষই নেই, আছে হনুমান।
আমেরিকায় যদি ট্রাম্প ক্ষমতায় না'আসতো, বাংলাদেশে হ্যাঁ/না ভোট দিয়ে ইউনুসকে দেশের প্রেসিডেন্ট করে, দেশ চালাতো প্রাক্তন মিলিটারী অফিসারেরা ও বর্তমান জামাতী অফিসারা মিলে। দুতাবাস দেশে সরকার বসায়ে, দেশ স্বাভাবিক আছে দেখানোর আপ্রাণ চেষ্টা করছে।
ইউনুসের ক্যু'তে বিএনপি'কে প্রত্যক্ষভাবে যোগ করা হয়নি; কিন্তু দেশে বিএনপি সাপোর্টারেরা দৃশ্যমান। বিএনপি দল হিসেবে ভোট করার পজিশনে নেই; তাদের প্রতিটি লোক চুরি ডাকাতীতে মত্ত। তাদেরকে ক্ষমতা দিলে আওয়ামী লীগের জন্য বের হওয়া সহজ হবে, সেটা ইউনুস ও পাকিস্তানকে অশান্তিতে রেখেছে।
জামাতকে ক্ষমতা দিলে, ট্রাম্প কিভাবে রিএ্যাকশান করবে, দুতাবাস ও সেনাবাহিনী নিশ্চিত নয়। ইউরোপ এখন চরম ডানপন্হী, বাংলাদেশ ও আফ্রিকা নিয়ে তাদের সোজা নীতি, "জাহান্নেমে যাও, শুধু ইউরোপের দিকে রওয়ানা দিও না"।
এমপি হওয়ার মত কোন জীব বাংলাদেশে এখন নেই; জামাত থেকে যাদের নাম যাবে লিষ্টে এগুলো হবে রাজকারের চেয়েও ভয়ংকর; বিএনপি থেকে হবে বর্গীরা।
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৩
জেন একাত্তর বলেছেন:
এই মহুর্তে দুতাবাস জামাতকে বেশী সীট দিয়ে বিএনপির সাথে কোয়ালিয়ন করাতে পারে আওয়ামী ঠেকানোর জন্য; উহা হবে ভয়াবহ
২|
১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগ টিম বেশ একটিভ দেখি! নালিশ দিলাম দুইটা আইডি ডি-একটিভেট করিয়া দিয়েছে। রাজিব নুরের ব্লগে অশ্রাব্য ভাষায় কমেন্ট করেছে। আবার নোংরা ছবি পোস্ট করেছে।
এবার বুঝলাম কিভাবে আপনি ব্যান খান! ![]()
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৬
জেন একাত্তর বলেছেন:
টিম আছে তা'হলে?
৩|
১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মাসের শুরু! যে পে চেকের জন্যে আমেরিকায় পড়ে আছেন, সেটা নিয়ে ভাবুন...
আন্তর্জাতিক বিষয়াবলী আপনার রাখাল মগজে ধরবে না।
@কুতুব: এসব মাল্টি নিক চাঁদা মিয়ার কাজ। ওনার পুর্বে এমন অনেক রেকর্ড আছে।
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
জেন একাত্তর বলেছেন:
আমার রেকর্ড এডমিন সাহেব জানেন; উনি কাসার থালা-বাটির ব্লগারকে চিনেন না।
৪|
১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ জাপা নির্বাচনে আছে।
।
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৯
জেন একাত্তর বলেছেন:
কাসার থালা, বাটি ব্লগার বুটের দলের নাকি?
৫|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪১
জ্যাক স্মিথ বলেছেন: বর্তমানে দেশে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো খুব সক্রিয় হয়ে উঠেছে, এদের প্রতিহত করা উচিৎ। ইতিমধ্যে দেশের জনগণ তাদের জাবাব দেওয়া শুরু করেছে।
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৭
জেন একাত্তর বলেছেন:
অনেক কিছুই উচিত; আওয়ামী লীগের কেহ ১ জন কি আছে, যে কিছু বললে মানুষ শুনবে?
৬|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসুস্হ গরু গাড়ীর ড্রাইভার থেকে প্লেন চালানো
সবই ধাপে ধাপে আসে ।
.............................................................................
তাই দেশের লোকজন দিয়েই নির্বাচন করতে হবে,
ট্রেন চলতে শুরু হলেই ধীরে ধীরে
যোগ্যতর লোকজন আসতে থাকবে ।
.............................................................................
আমেরিকাও কি একদিনে বর্তমান পর্যায়ে আসতে পেরেছে ???
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৯
জেন একাত্তর বলেছেন:
আপনি কিছু ব্যাপারে জেনারাইলেজেশান করেন; ১৯৭১ সাল থেকে ভিয়েতনাম কি করেছে, বাংগালীরা কি করেছে ও ইয়েমেন কি করেছে?
৭|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
নতুন নকিব বলেছেন:
দেশে এমপি হওয়ার মতো ১ জন মানুষও নেই।
-আসলেই দারুণ একটা কথা বলেছেন। এমন নিদারুণ সত্য আর হয় না। ডোডোরা এসব সত্য ভুল করেও বলবে না।
দেশের এই ক্রান্তিলগ্নে আপনার উচিৎ দেশে এসে নির্বাচনে প্রার্থী হওয়া। দেশটা একজন হলেও যোগ্য এমপি পেয়ে যাবে।
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৯
জেন একাত্তর বলেছেন:
আসবো।
৮|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
১৯৭১ সাল থেকে ভিয়েতনাম কি করেছে, বাংগালীরা কি করেছে ও ইয়েমেন কি করেছে? ভিয়েতনামের কতজন স্বাধীনতা-কামী বৃদ্ধ বয়সে আমেরিকান ডলারে জীবন চালাচ্ছে; ব্লগে বাল-ছাল লিখছে?
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫১
জেন একাত্তর বলেছেন:
আমাকে বিদেশে আসতে হয়েছে আপনাদের মতো লোকজনের কারণে। আপনারা রাজাকারদের উত্তরসুরী, ভয়নাক লোকজন।
৯|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫০
নতুন নকিব বলেছেন:
পোস্ট দিয়ে জিংজিংয়ে ব্যস্ত হয়ে পরেন না কি? উত্তর দিচ্ছেন না যে!
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ১৮ সিট থেকে ১৫১ সিট জেতা প্রায় অসম্ভব ব্যাপার। জামাতের সর্বনাশ করেছে আওয়ামী লীগের ৪০০ ইউটিউবার। গত ছয়মাসে এরা জনমত গঠন করেছে। জামাত বিএনপি কোয়ালিশন হলেও বিএনপি মানবে না। হেরে গেলে লীগের সাথে হাত মিলায়ে সরকার পতন ঘটাবে। মিলিটারি আর দূতাবাস কি চাইবে আগুন নিয়ে খেলতে?
পিনাকী এবং ইলিয়াস শিক্ষিত নারীদের ক্ষেপিয়ে তুলেছে স্লাটশেমিং করে। উহা জামাতের বিপক্ষে যাবে। ছাত্র- জনতা ইমেজ এখন সংকটে। বিএনপি বেটার পজিশনে আছে। চুরি সবাই করছে। এগুলো বাংলাদেশে কোনো ম্যাটার করে না। জামাত এখন চাঁদাবাজী করে। জানি না কোন ফরমুলায় নির্বাচন জয়ী হবে!