| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেরে বাংলার নিজস্ব দল ছিলো, কৃষক প্রজা পার্টি; তিনি সেই দলের নেতা ছিলেন। একই সময়ে, তিনি পুরো বাংগালী জাতির নেতা ছিলেন, সব দলের মানুষ উনাকে সন্মান করতেন। মওলানাও জাতীয় নেতা ছিলেন, উনার নিজের দল থাকা সত্বেও সব দলের মানুষ সন্মান করতো। শেখও ২ বাংলার মানুষের আস্হা পেয়েছিলেন।
এই মহুর্তে জাতিতে কেহ নেই যাকে জাতি সন্মান করতে পারে; মির্জা ফখরুল দেশের সবচেয়ে বড় দলের নেতা হলেও, মানুষের আস্হা তিনি কখনো পাননি; কারণ, তিনি নিজ দলের লোকদের সন্মান পাননি, বিএনপি'র লোকজন উনাকে তেমন পাত্তা দেয় না।
জামাতের নেতারা এই মহুর্তে বেশ সক্রিয়, অনেক কৌশল করছে, অনেক কথা বলছে; কিন্তু মানুষ ওদেরকে ভয় করে, ওরা মানুষের ক্ষতি ছাড়া ভালো করেনি অতীতে, ওরা বড় বড় হত্যাকান্ডের সাথে জড়িত ও ওদের চলাফেরা সভ্যতার বিপরিতে।
আমাদের জুলাই "বেপ্লবের" নেতা ইউনুস সাহেবের বড় বড় কয়েকজন সাপোর্টার ছিলেন ব্লগে; এখন এরা সবাই থেমে গেছেন; ইউনুস বদলে গেছে, নাকি উনার সাপোরটারদের মাথায় এনালগ প্রসেসর ছিলো?
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
জেন একাত্তর বলেছেন:
এদের একজনও ব্লগার হওয়ার মতো জ্ঞানী নন, এগুলো অপব্লগার, গার্বেজ লিখেন।
২|
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি থেকে সালাউদ্দিন হতে পারেন প্রধানমন্ত্রী জিতলে। তারেক রহমান নাও আসতে পারে।
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫
জেন একাত্তর বলেছেন:
বিএনপি নেতা বাদ দেন, সাধারণ ভোটারের আচরণও দেশ-বিরোধী; তারেক যে ডাকাত, বিএনপি'র সবাই সেট জানে, কিন্তু তার জন্য অপেক্ষা করছে; বেগম জিয়া যে ইডিয়ট সবাই জানতো, কিন্তু সবাই উনাকে ভোট দিতো; জিয়া যে শেখ হত্যা করে আমাদের জাতিকে ধ্বংস করেছে, সেটা যেকোন ইডিয়টের বুঝার কথা, কিন্তু তারা বুঝে না; এগুলো জাতীয় পংগোপাল।
৩|
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ ভোটার দেশ বিরোধী নাকি শোষণ হতে হতে নিজেদের হারিয়ে ফেলেছে? মানুষ তো এখন অনিয়ম কে স্বাভাবিক মনে করে।
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪
জেন একাত্তর বলেছেন:
বিএনপি যারা করে, তাদের মাঝে ৯০ ভাগ পাকী সংস্কৃতির মানুষ; এরা দেশ ও জাতীর ভালো মন্দ বুঝার মতো বুদ্ধিমান নয়; এদের ধারণা, শেখ ও মওলানার কারণে, আমরা পাক-ভুমি হারায়েছি; এসব বানরেরা বেগম জিয়াকে ৫ সীটে জয়ী করেছে; এরা নিজের ভালোমন্দ বুঝে না, জাতীর কথা কি বলবো!
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪
জেন একাত্তর বলেছেন:
ইউনুসের গুনগ্রাহী মহামতি "শ্রাবধারা" এখন কি বলছেন? ২০২ইউনুস৪ সালে জুলাই আগষ্টে আমাকে অনেক কটু কথা বলছেন, যখন আমি বলেছি যে, ইহা আমেরিকান/পাকিস্তানী ক্যু; ইউনুস ও পাকিরা জাশি জল্লাদদের মাঠে নামায়েছে।
৪|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শ্রাবনধারা সৎ এবং সাহসী মানুষ; তাই সমর্থন দিয়ে ও ইউনুসের সমালোচনা করতে পেরেছেন।
৭১-৭৫ সময়ের অরাজকতা, অস্থিতিশীলতা, দুর্ভিক্ষ নিয়ে আপনি শেখের ভুল ও
আওয়ামীলীগের সমালোচনা করতে পারবেন না।
কারন আপনি আদর্শিক ও ব্যক্তি জীবনে সৎ নন।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
জেন একাত্তর বলেছেন:
শেখের প্রাণ হারানোর ১টা বড় ফ্যাক্ট ছিলো ১৯৭৪ সালের দুর্ভিক্ষ; ইহা আমি ব্লগে বলেছি; তখন ব্লগ আপনাকে চিনতো না, আপনি গত ১ মাসে কিছুটা পরিচিতি পেয়েছেন; কারণ ব্লগ এখন ইডিয়টদের আড্ডাখানা।
আপনি সেই দুর্ভিক্ষের কারণ গুলো ২/৩ লাইনে লিখতে পারবেন?
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
জেন একাত্তর বলেছেন:
শ্রাবনধারা হচ্ছে বানর, গাছে কলা দেখলে লাফালাফি করে; কলা কে খাবে, সেটা বুঝে না।
৫|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: হাদীর মতো নিরীহ সাধারণ একজন গুলি না খেয়ে-
বিকাশ নুরুর মতো অসৎ সুযোগ সন্ধানী কিংবা এনসিপির সারজিস-হান্নানের
মতো কেউ গুলি খাইলে পরানডা একটু ঠান্ডা হয়তো।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
জেন একাত্তর বলেছেন:
জামাত/শিবির ও তাদের অংগ সংগঠনগুলো দেশকে বধ্যভুমিতে পরিণত করেছে অতীতে এখনো সেটা চালিয়ে যাচ্ছে।
৬|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ হাদির গুলি খাওয়ার কারণ রাজনৈতিক ! এখানে সাদেক কাইয়ুম প্রার্থী হবে । নুরুল হক একদিন বাংলাদেশের.... হতে পারে।
। তিনি আওয়ামী লীগ - সেনাবাহিনী সবার হাতে মাইর খেয়েছেন। সারজিস-হান্নান যদি এমপি হতে না পারে উহাদের খবর আছে।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
জেন একাত্তর বলেছেন:
হাদি হচ্ছে জংগী, জংগীরা অন্যদের হত্যা করে, নিজেরা নিহত হয়; ইহা সামান্য শুরু মাত্র।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
জেন একাত্তর বলেছেন:
যথাসম্ভব, জুলাই "বেপ্লবে" সে ১ জন জল্লাদ ছিলো।
৭|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বড়ো ব্লগার ঢাবিয়ান, মেঠোপথ, জটিল ভাই, সাহাদাত উদরাজি, তানভীর জুমার, আমি লেখালেখি শুরু করার পর বেশিদিন পেলুম না। উনার ব্লগে লিখলেই ভিউ আর ভিউ !
এরা ভালো ব্লগার নন।
এরা ব্লগের বোঝা বলতে পারেন।
আপনি অযোগ্যদের, বাহবা দিলে আমি সেটা মেনে নিবো না।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
জেন একাত্তর বলেছেন:
ঢাবিয়ান, ফাবিয়ানরা পড়ালেখা করেনি, ছাত্র জীবনে ক্যাডার ছিলো
৮|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
দুর্ভিক্ষের প্রধান ও অন্যতম কারন আপনাদের মতো অসৎ/ডাকত শ্রেনীর কম্বলচোর লোকজন।
@কুতুব: নুরু দেশের প্রধানমন্ত্রী হলে আমি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ সোমালিয়া যেয়ে থাকবো।
যাওয়ার পুর্বে দেশের উপর মুত্র বিসর্জন করিবো কয়েকবার।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
জেন একাত্তর বলেছেন:
১) যুদ্ধের কারণে, পাকী সরকার ১৯৭১ সালে খাদ্য কিনেনি রিজার্ভের জন্য; যুদ্ধের শুরুতে কিছু কিছু গুদাম থেকে মানুষ খাবার নিয়ে গেছে।
২) ১৯৭২ সালে, সরকারের হাতে টাকা নেই অজুহাতে খাদ্য কিনেনি।
৩) '৭২/'৭৩ সালে গুদামের ফুড অফিসারেরা ডাকাতী করেছে, গুদাম থেকে খাদ্য সরায়েছে।
৪) যুদ্ধের পর, শেখ নিজে কোন গুদামের হিসেব বই'এর সাথে খাদ্যের পরিমাণ মিলায়ে দেখেনি; সময় মতো ইন্দিরা ও সোভিয়েতের সাহায্য চাহেনি।
৯|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
রাজীব নুর বলেছেন: আমাদের আসন থেকে হাদি দাঁড়িয়ে ছিলো।
সাথে আছে মির্জা আব্বাস। স্যলুট দেওয়া রিকশা চালককেও এনসিপি নমিনেশন দিতে চেয়েছিলো। সেই আসন থেকে আজ গুলি খেয়েছে হাদি। তাকে গুলি করলো কে?
মির্জা আব্বাস গুলি করাবে না। জামাত কি গুলি করালো?
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
জেন একাত্তর বলেছেন:
হাদি ছিলো জুলাই'র জল্লাদ; তাকে তার সাথী জল্লাদেরা গুলি করেছে।
১০|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেবের ক্ষমতার অনেক লোভ।
উনি মনে মনে রাষ্ট্রপতি হতে চাইছেন। আজ হাদি গুলি খেয়েছে। যারা রাজনীতি করবে ত্যারা সকলেই গুলি খাবে- সারজিস, হাসনাত আব্দুল্লাহ সফ সকলেই। কারন আমাদের দেশের রাজনীতি, নষ্ট রাজনীতি।
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
জেন একাত্তর বলেছেন:
জল্লাদেরা পরস্পরকে গুলি করবে; ওরা ইউনুসকেও হ্ত্যা করতে পারে।
১১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: বিএনপি যারা করে, তাদের মাঝে ৯০ ভাগ পাকী সংস্কৃতির মানুষ; এরা দেশ ও জাতীর ভালো মন্দ বুঝার মতো বুদ্ধিমান নয়; এদের ধারণা, শেখ ও মওলানার কারণে, আমরা পাক-ভুমি হারায়েছি
- আমার আত্মীয় এবং বন্ধুদের মাঝে আওয়ামীলীগ এবং বিএনপির সমর্থক এবং কর্মী আছে। আমি বিএনপির একজনকেও দেখিনি পাকি প্রেমিক ,আওয়ামীলীগের মধ্যেও দেখিনি ইন্ডিয়ার প্রেমি। আপনি নিজের মনগড়া এবং অনেক অযৌক্তিক কথা লিখে থাকেন। আমি কখনো ব্লগে দেখিনি আপনি বা রাজীব বা আওয়ামীলীগের কেউ এই ব্লগে ভারতের কোনো মানুষের বা তাদের সকারের কোনো দোষ ,অন্যায়কে স্বীকার করেছেন। আপনাদের অতি ভারত প্রীতি প্রচন্ড বিরক্তিকর। আপনার মাথায় ঢুকে আছে একাত্তরের ভারত , সেই ভারত আর বর্তমান ভারত এক না ,একই সাথে ৭১ এর আওয়ামীলীগ আর বর্তমান আওয়ামীলীগ বা হাসিনালীগ এক না।
মৌলানা ভাসানীকে বাংলাদেশের অধিকাংশ মানুষই শ্রদ্ধা করে।
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১১
জেন একাত্তর বলেছেন:
১৯৭১ সালের ভারত মানেই ছিলো ইন্দিরা; সেটা আমি বুঝি। আমি আজকের বিজেপি'র ধর্মীয় উন্মাদনার সাপোর্টার নই, কোন বাংগালী সেটাকে সাপোর্ট করে না। আমি বিএনপি'র লোকজনকে পাকী প্রেমী ভাবি না।
কিন্তু তারা "পাকি সংস্কৃতির" পৃষ্ঠপোষক: তারা মনে করে যে, পাকিস্তান থেকে আলাদা হওয়া ভুল ছিলো; যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা ভারতের পক্ষে খেটেছে ও মুসলমানদের পুণ্যভুমিকে দুর্বল করে দিয়েছে, এতে ভারত উপকৃত হয়েছে।
এসব গর্দবী ভাবনা তাদেরকে "মিলিটারী শাসনের" সাপোর্টারে পরিণত করেছে।
১২|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ কুতুব বলেছেন: 
আপনার কথা সঠিক বলে মনে হচ্ছে। নিজের লোকেরাই কাম করি দিছে !
দফাদার@গুপ্ত দলের লোকেরা এসব ঘটিয়েছে।
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৩
জেন একাত্তর বলেছেন:
হাদী মাদী হচ্ছে জল্লাদদের কমান্ডার; হাদী নিজেই জল্লাদ ছিলো।
১৩|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৭
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমি বিএনপি'র লোকজনকে পাকী প্রেমী ভাবি ন কিন্তু তারা "পাকি সংস্কৃতির" পৃষ্ঠপোষক: তারা মনে করে যে, পাকিস্তান থেকে আলাদা হওয়া ভুল ছিলো; যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা ভারতের পক্ষে খেটেছে ও মুসলমানদের পুণ্যভুমিকে দুর্বল করে দিয়েছে, এতে ভারত উপকৃত হয়েছে।
- এই ধরণের ভাবনা জামাতিরা করে ,তাদের মনমানসিকতার লোকজন এবং ভুল ধর্মীয় শিক্ষিত মানুষেরা মনে করে। ভারত আমাদের তুলনায় অনেক অগ্রসর এবং শক্তিশালী একটি দেশ। তাদের অনেক কিছুই আছে যা প্রশংসার দাবি রাখে ,একই ভাবে তাদের অতি উন্নাসিক দাম্ভিকতা এবং অন্যায় আচরণ অগহণযোগ্য। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে হয় গাজী ভাই। আপনি ঢালাও ভাবে ,অন্ধদলিও দৃষ্টিকোণ থেকে ভুল ভাল মন্তব্য করে থাকেন।
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৫
জেন একাত্তর বলেছেন:
জামাত ও মুসলিম লীগ সাপোর্টারেরা (৩০ ভাগ ) মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো; জামাতীরা দিয়েছে রাজাকার, মুসলিম লীগ করেছিলো শান্তি কমিটি; ওরা উভয়ে ছিলো পাকিস্তানের সাপোর্টার; এদের থেকেই বিএনপি জন্ম নিয়েছে।
১৪|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই কি শতাব্দীর সেরা নির্বাচনের নমুনা ?
তফশীল ঘোষনার ২৪ ঘন্টা পার হলো না ???
.......................................................................
প্রতিবাদী কন্ঠকে যুগে যুগে এভাবেই থামায়ে দেয়া হয়
আমরা বেঈমান, আমাদের চরিত্র বদলাবে না ।
ঐ আসনে তার জেতার কিছুই ছিলো না
আমার মনে হয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে
আর কতজন বলীর পাঠা হবে ???
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮
জেন একাত্তর বলেছেন:
এই নির্বাচনটা করছে আমেরিকান দুতাবাস; তারা চাচ্ছে ট্রাম্পকে দেখানে যে, বাংলাদেশ নির্বাচিত সরকার আছে।
১৫|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫০
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: জামাত ও মুসলিম লীগ সাপোর্টারেরা (৩০ ভাগ ) মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো; জামাতীরা দিয়েছে রাজাকার, মুসলিম লীগ করেছিলো শান্তি কমিটি; ওরা উভয়ে ছিলো পাকিস্তানের সাপোর্টার; এদের থেকেই বিএনপি জন্ম নিয়েছে।
- না এদের থেকে বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্মের সাথে মুক্তিযোদ্ধারাও ছিল,তাদের নিয়ে সমালোচনা আছে ,বিতর্ক রয়েছে। তেমন আওয়ামীলীগেও বিতর্কিত মুক্তিযোদ্ধা ছিল। জামাতিরা পরে বিএনপির ছায়াতলে আশ্রয় পেয়েছিলো। জামাতিরা কালসাপ ,বিএনপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে !
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৫
জেন একাত্তর বলেছেন:
বিএনপিতে মুক্তিযোদ্ধা ছিলো, মেজের জিয়া, ক্যা: ওলি ও মেজর মির শওকত আলী। যুদ্ধের সময় যেসব বাম ছাত্ররা যুদ্ধ নাম লিখায়েছিলো ওরা পরে গেছে।
ক্যা: ওলি (মুসলিম লীগ পরিবারের সন্তান ) ১,০০০০০ মানুষকে সার্টিফিকেট দিয়ে "ভুয়া মুক্তিযোদ্ধা" সৃষ্টি করে।
১৬|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামাতিরা পরে কি আওয়ামী লীগের প্রশ্রয় পায়নি ?
ক্ষমতার লোভে সবাই কালসাপও পোষে !
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৯
জেন একাত্তর বলেছেন:
না, জামাত কখনো আওয়ামী প্রশ্রয় পায়নি; বিএনপি'র বিপক্ষে জামাত ১৯৯৬ সালে তত্বাবধায়ক সরারের জন্য আন্দোলন করেছিলো।
১৭|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৬
আঁধারের যুবরাজ বলেছেন: আর ভিন্নদেশের সংস্কৃতি প্রেমী হতে হলে সেই দেশের প্রতি ভালো বাসাও থাকতে হয়। বিএনপির লোকজন কিকথায় কথায় উর্দুতে কথা বলে ?তারা কি তাদের ধরণের পায়জামা পাঞ্জাবি পরে ? তাদের মতো মসজিদে বোমা মারে ? আমি তো দেখেছি দোল মতো নির্বিশেষে তরুণ প্রজন্মের অনেকেই হিন্দিতে কথা বলে ,মেয়েরা ইন্ডিয়ান নাটকের পাগল ,ইন্ডিয়ার কাপড়ের ভক্ত ! বিএনপির সবাই ( আপনি সকলকে বুঝিয়েছেন ) ঠিক কোন "পাকি সংস্কৃতির" পৃষ্ঠপোষক ? বিএনপির কে কবে বলেছে যে , " পাকিস্তান থেকে আলাদা হওয়া ভুল ছিলো; যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা ভারতের পক্ষে খেটেছে ও মুসলমানদের পুণ্যভুমিকে দুর্বল করে দিয়েছে, এতে ভারত উপকৃত হয়েছে।" ?
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩২
জেন একাত্তর বলেছেন:
আমাদের মুক্তিযুদ্ধ ভারতকে উপকৃত করেছে, ইহা প্রতিটি বিএনপি সাপোর্টার বিশ্বাস করে ও বলে থাকে; আপনি বিএনপি পন্হি পরিচিত ব্লগার জুল ভার্ণ, ভুয়া, প্রমুখ থেকে প্রতিদিন শুনবেন।
১৮|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৯
সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@বিএনপির প্রথম দোষ হলো তারা প্রচারবিমুখ দল। এবার বেগম রোকেয়া পদক পেয়েছে জাশির আস্থাভাজন নাবিলা ইদ্রিস । তিনি গুম তদন্ত কমিশনের সদস্য। উনার কোন ট্রেক রেকর্ড নাই মানবাধিকার নিয়ে কাজ করার। এদিকে ঢাকা ১৪ আসনের সানজিদা তুলি আপু দশ বছর ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন। তিনি যতজন লীগের আমলে হুম হয়েছে তাদের জন্য লড়াই করেছেন। নেদারল্যান্ডস থেকে পুরস্কার পেয়েছেন। কিন্তু উনাকে বেগম রোকেয়া পদক দেয়া হয় নি। বিএনপির বড়ো নেতাদের মধ্যে ঐক্য নেই। সালাউদ্দিন-ফখরুল একদিকে, মিরজা আব্বাস- রিজভী অন্যদিকে। অনলাইনে পিছিয়ে আছে ! এই দলের যে পরিমাণ জনসমর্থন রয়েছে তাদের একটিভিজ দেখলে মনে হয় না। জাশি এই সুযোগ টা নিতে চায়।
১৯|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬
আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব আপনার সাথে আমি একমত। বিএনপির নেতৃত্বে রয়েছে অযোগ্যরা ,বিএনপির নীরব ভোটার অনেক আছে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ দলটি। গাজী ভাই ভালো মানুষ ,দেশকেও ভালো বাসেন। কিন্তু শেখ হাসিনা পালানোর পর থেকে অন্য সব আওয়ামীলীগারদের মতো এলো মেলো হয়ে গিয়েছেন !
২০|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:বিএনপিতে মুক্তিযোদ্ধা ছিলো, মেজের জিয়া, ক্যা: ওলি ও মেজর মির শওকত আলী। যুদ্ধের সময় যেসব বাম ছাত্ররা যুদ্ধ নাম লিখায়েছিলো ওরা পরে গেছে। ক্যা: ওলি (মুসলিম লীগ পরিবারের সন্তান ) ১,০০০০০ মানুষকে সার্টিফিকেট দিয়ে "ভুয়া মুক্তিযোদ্ধা" সৃষ্টি করে।
-আপনার এই বক্তব্য আপনার পূর্বের বক্তব্যের স্বপক্ষে প্রমান হয় না। বিএনপির জন্ম জিয়াউর রহমানের হাত ধরে ,তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার উল্লেখিত ব্যক্তিবর্গগণ ছাড়াও খেতাব প্রাপ্ত আরো মুক্তিযোদ্ধাও ছিলেন। মেজোর হাফিজ ছিলেন ,সেনাবাহিনীর শাহজাহান সাহেব ছিলেন ,শেখ হাসিনার শেষ সময়ে আওয়ামীলীগে যোগ দিয়েছিলেন। আরো অনেকেই ছিলেন এবং আছেন। তাদের সবাইকে নিয়ে তর্ক /বিতর্ক রয়েছে ,সেটা ভিন্ন বিষয়। আপনি " কুতর্ক " করতে চাইলে করতে পারেন তাতে সত্য বদলায় না।
একবার বলেছিলেন বিএনপি কোনো অধিকারই রাখে না নির্বাচনে অংশ গ্রহণের ! এই ধরণের বক্তব্য কেউ যদি আওয়ামীলীগ নিয়ে করতো , আপনি আপনার ভাষায় বলতেন "বালছাল " বক্তব্য ! আপনার বিভন্ন বক্তব্য এবং কিছু কিছু পোস্টের কথা আমার মনে আছে ,সেগুলি ধরে ধরে এখানে উল্লেখ করতে গেলে আপনার পোস্টের চাইতে আমার বক্তব্য বড় হয়ে যাবে।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৬
জেন একাত্তর বলেছেন:
মেজর জিয়া শেখ হত্যা করে যেই অপরাধ করেছিলেন; যেভাবে ক্যান্টনমেন্টে বিএনপি গঠন করেছে, যেভাবে স্বাধীনতা-বিরোধী মুসলিম লীগ ও জামাতীদের সাপোর্ট নিয়ে বিএনপি করেছে; যেভাবে তাজ্উদ্দিনকে হত্যা করেছে; বিএনপি দল কোন অবস্হায় দেশে থাকা উচি্ত নয়।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫১
জেন একাত্তর বলেছেন:
ক্যু করে জিয়া, ক্যা ওলি, মীর শওকত আলী ও আরো কয়েকজন অফিসার দেশের "শপথ ভেংগে" যেই অপরাধ করেছিলো ও ক্যান্টনমেন্টের অফিসারদের নিয়ে যেইভাবে দল গঠন করে জিয়া, সেটার বিচার হয়নি; সেটার বিচার হলে এই ভয়ংকর দল থাকার কথা নয়।
২১|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শ্রাবনধারা হচ্ছে বানর, গাছে কলা দেখলে লাফালাফি করে; কলা কে খাবে, সেটা বুঝে না।
গাছে কলা আপনি ও দেখেছেন সেটা ৭১ সালে; সেই কলা ৭৫ মুজিব খেয়েছিল।
আপনি ৭১ সালের বানর।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৭
জেন একাত্তর বলেছেন:
১ম শ্রেণীর বাচ্চার মতো, আমার কথা নকল করবেন না; নিজে কিছু গঠন করুন।
২২|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধ ভারতকে উপকৃত করেছে, ইহা প্রতিটি বিএনপি সাপোর্টার বিশ্বাস করে ও বলে থাকে; আপনি বিএনপি পন্হি পরিচিত ব্লগার জুল ভার্ণ, ভুয়া, প্রমুখ থেকে প্রতিদিন শুনবেন।
-আপনি যাদের কথা বলছেন ,তারাই কি বিএনপির মুখপাত্র ? আওয়ামীলীগের অনেকেই অনেক কথা বলে সেটা কি আওয়ামীলীগের কথা ?আপনি যাদের কথা বললেন তারা কোন পোস্টের কোথায় বলেছেন ? লিংক দিতে পারবেন ,তাহলে পড়তে পারবো ঠিক কি লিখেছেন বা মন্তব্য করেছেন।
লেখক বলেছেন:মেজর জিয়া শেখ হত্যা করে যেই অপরাধ করেছিলেন; যেভাবে ক্যান্টনমেন্টে বিএনপি গঠন করেছে, যেভাবে স্বাধীনতা-বিরোধী মুসলিম লীগ ও জামাতীদের সাপোর্ট নিয়ে বিএনপি করেছে; যেভাবে তাজ্উদ্দিনকে হত্যা করেছে; বিএনপি দল কোন অবস্হায় দেশে থাকা উচি্ত নয়।
- এই সিদ্ধান্ত দশের জনগণ নেবেন ,আপনারা কি করে নেবেন ? আপনারা প্রচার চালাতে পারেন ,যাতে মানুষ তাদেরকে ভোট না দেয়। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে ,কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে সে দলকে আপনাদের দৃষ্টিতে "পাপিষ্ঠা ,নির্বোধ ," খালেদা জিয়া দেশের বিপুল মানুষের দলে পরিনিত করেছিলেন। তার বা তাদের নানা অপকর্ম নিয়ে আলোচনা করতে পারেন ,কিন্তু সেটা এখন এখানে অপ্রাসঙ্গিক। অন্যদিকে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নেতা শেখ হাসিনা , স্বঘোষিত "জাতীয় বেঈমান " রূপে নিজেকে পরিচিত করেছিলেন !
আপনি নির্দিষ্ট প্রসঙ্গে থাকেন না ,একটি সুনির্দিষ্ট বক্তব্যকে কেন্দ্র করে যখন প্রশ্ন করা হবে সেটা শেষ করে নতুন প্রসঙ্গে যাওয়া উচিত।
২৩|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৮
আঁধারের যুবরাজ বলেছেন: উপরন্ত জেলহাজতে যখন জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছিল তখন বিএনপির জন্মই হয়নি। তখন মোস্তাকের সরকার ছিল এবং সেই সরকারে যারা ছিল , প্রায় সবাই আওয়ামীলীগের লোকজনই ছিল। মন চাইলো আর বলে দিলেন ! সারাদিন অন্যদেরকে বা তাদের লেখাকে ডোডো ,গার্বেজ ,ইডিয়ট ইত্যাদি বলতেছেন। অথচ নিজে কি বলেন সেদিকে খেয়াল রাখেন না।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: বড়ো ব্লগার ঢাবিয়ান, মেঠোপথ, জটিল ভাই, সাহাদাত উদরাজি, তানভীর জুমার, আমি লেখালেখি শুরু করার পর বেশিদিন পেলুম না। উনার ব্লগে লিখলেই ভিউ আর ভিউ !