| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে; উনি বলছেন, ১৯৭১ সালে যৌথ-বাহিনীর বিজয়ের পর, ভারতের সাথে চুক্তি করে নাকি ভারতীয় বাহিনীকে আমাাদের দেশে কয়েক বছর রাখার দরকার ছিলো!! এই তুঘলগীয় ভাবনা যার মাথায় আসে, সে রাজনৈতিক পোষ্ট লিখতে চায় সামুতে।
ইন্দিরা গান্ধী ১ কোটী শরণার্থীকে নিজদেশে রেখে ভরণপোষণ করতে হাঁপিয়ে উঠেছিলেন; সাথে উনি ১ লাখ ২০ হাজার বাংগালীকে যু্দ্ধের ট্রেনিং দেয়াচ্ছিলেন। তখন আমেরিকা ও চীন কার পক্ষে? বাংলাদেশ নাকি পাকিস্তানের পক্ষে?
ইন্দিরা যদি বাংলাদেশে ভারতীয় সৈন্য "কয়েক বছর" রাখার চেষ্টা করতো, কোল্ডওয়ারের সেই সময়ে আমেরিকা ও চীন কি বসে বসে আংগুল চুষতো?
এইসব পন্ডিতরা দেশ, জাতি গঠন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বুঝতে পারার কথা? উনার ব্লগিং ছিলো থাইমেয়ে, বিয়ার, ইত্যাদি নিয়ে; এখন উপর মেজাজ খারাপ করে রাজনীতিতে চলে এসেছেন!!!
একই পোষ্টে তিনি মিলিটারী সরকারের ( জিয়া, এরশাদ ও বেগম জিয়ার ) অধীনে চাকুরীরত ডিপ্লোমেট খায়রুল আহসানের সুনাম করেছেন; খায়রুল আহসানের আজকের পোষ্ট "মায়াময় হজ্বের স্মৃতি (৭)"। ১ জন ডিপ্লোমেটের থেকে আপনি জাতির ডিপ্লোমেসীর অভিজ্ঞতার কথা শুনতে চান, নাকি শয়তানকে ঢিল মারার গল্প শুনতে চাণ?
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
জেন একাত্তর বলেছেন:
দেশে যখন এনার্খী শুরু হয়, উহা থামাতে পপুলার সরকার দরকার হয়; বর্তমান অবস্হা আরো অনেক খারাপের দিকে যাবে।
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
জেন একাত্তর বলেছেন:
বাংলাদেশে সৈন্য রাখলে, ইন্দিরা গান্ধী আমেরিকা, চীন ও ইউরোপের চাপের মাঝে পড়তেন; তিনি সেটা বুঝার মতো বুদ্ধিমান ছিলেন।
২|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত বাংলাদেশে তাদের সৈন্য পাঠানোর পূর্বে রাশিয়ার সাথে মৈত্রি চুক্তি করে যাতে আমেরিকা-পাকিস্তান ভারত কে কিছু করতে চাইলে রাশিয়া বাধা দেয়। রাশিয়া মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে ভালোই সাহায্য করেছিলো।
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
জেন একাত্তর বলেছেন:
মুক্তিযোদ্ধাদের ব্যবসারের জন্য কিছু স্পেশাল হালকা অস্ত্র ও মর্টার শেলের দরকার ছিলো; সেগুলো সোভিয়েত দিয়েছিলো।
সোভিয়েতের সাথে ভারতের চুক্তি হয়েছিলো; কিন্তু ইন্দিরা বুঝতেন যে, সেই চুক্তিতে আমেরিকা খুশী ছিলো না; চুক্তিকে উনি নিজের ফেভারে ব্যবহার করেছেন; কিন্তু উহাকে সম্বল করে, আমেরিকার সাথে উনি বিতন্ডায় যাবার মতো বেকুব ছিলেন না।
৩|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
পাকিস্তানে পক্ষে আমেরিকা, চীন থাকার পরে ও এদেশের ভুখন্ডে ৬০ হাজার ভারতীয় সৈন্য যুদ্ধ করেছে। আপনি আধুনিক মানুষ নন, পাহাড়ী-টাহাড়ী কিছু হবেন!
"Treaty of Friendship" ও Anglo-Malayan Defence agreement নামক কিছু চুক্তি আছে, ইহা আপনার ছাগল চড়ানো রাখাল মস্তিষ্কে ঢুকবে না। ইহা বুঝলে ব্লগে এসে পাগলের প্রলাপ লিখতেন না। আজকের বাংলাদেশের অবস্থা দেখলে আপনাদের মতো পন্ডিতের জ্ঞান কেমন বুঝা যায়......
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
জেন একাত্তর বলেছেন:
আপনি প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ, থাই নারী ও বিয়ারে অভ্যস্ত; ১৯৭১ সালের বিশ্ব পরিস্হিতি, পশ্চিম পাকিস্তানের ভারত আক্রমণ ( ৩রা ডিসেম্বর ), আমেরিকা ও চীনের হুশিয়ারীর মুখে ইণ্দিরা বিশ্বের সমর্থন নিজের পক্ষে রাখতে সমর্থ হয়েছিলেন; এসব আপনার মাথায় ঢুকবে না।
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জেন একাত্তর বলেছেন:
নিজের পোষ্টকে "আধা রাজাকারী" বলেছেন; লেখা কিন্তু পুরো রাজাকারী মগজ থেকে বের হয়েছে।
৪|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০
নতুন নকিব বলেছেন:
আপনার সমস্যাটা আসলে কোথায়? ব্লগে ক্যাচাল ম্যাচাল না করলে ভালো লাগে না?
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১
জেন একাত্তর বলেছেন:
আমার সমস্যা হলো, আমাদের অতীতের জেনারেশনগুলো থেকে নতুন জেনারেশনগুলো দুর্বল, অসৎ, ধর্মান্ধ, অসৎ, প্রশ্নফাঁস, সন্ত্রাসী ধরণের। ব্লগার দফাদারের ষ্টেইটমেন্টটা আপনার কাছে কেমন লাগছে?
৫|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান কি আমেরিকার নেক নজরে পড়ার জন্য কোনো পদক্ষেপ নিয়েছিলেন? নাকি প্রো সোভিয়েত পন্থী হওয়াটাই বেটার মনে করেছিলেন?
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬
জেন একাত্তর বলেছেন:
উনি ও আওয়ামী লীগ ছিলো আমেরিকনপন্হী; কিন্তু পাকিস্তান আমেরিকার ঘনিষ্ট হওয়ায় ও আমেরিকা "পিএল-৪৮০" চুক্তির চাল না'দেয়ায় উনি বেজার হয়ে, অকারণে ফিদেল ও মার্শাল টিটোর উপদেশে "বাকশাল" করার চেষ্টা করছিলেন; আমেরিকা ভুল বুঝে যে, তিনি সোভিয়েত ব্লকে চলে গেছেন।
৬|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫
কামাল১৮ বলেছেন: শেখ মুজিবের কথায়।
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
জেন একাত্তর বলেছেন:
শেখ মুজিবও চেয়েছিলেন যে, ভারতীয় বাহিনী নিজেদের দেশে চলে যাক।
৭|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬
আদিত্য ০১ বলেছেন: হাসিনার কট্টরভাবে সমালোচক ও ৫ আসস্টের আন্দোলনের পৃষ্ঠপোষ্ক সিনিয়র সাংবাদিক আনিস আলমগির খাওয়ার ভিডিও দেয় সবসময়। হাদির গুলি খাওয়ার দিনবে নেহারি খাওয়ার ভিডিও দেওয়াতে আনিস আলমগিরকে গ্রেপ্তার করেছে।
ইউনুসিয়াত যুগে প্রতিটা বাড়ি করা হবে জেইলখানা; বাদ যাবে একটা শিশুও
আজ থেকে দেশে নেহারি নিষিদ্ধ খাবার
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৭
জেন একাত্তর বলেছেন:
উহা সাংবাদিক, নাকি ইডিয়ট?
৮|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
আদিত্য ০১ বলেছেন: উহা সাংবাদিক, নাকি ইডিয়ট?
মোটামোটি ধাচের সাংবাদিক, এখন দেশে সাংবাদিক ইলিয়াসের মতই- জামাতের পেইড এজেন্ট। কিন্তু মজার বিষয় হল, ৫ আগস্টের পক্ষের লোকারা নিজেরা নিজেরা কাইজ্জা লাগছে। কে কার পশ্চাত দেশে আগুন লাগাইতে পারবে। আর এইগুলা লাগানোর ইন্ধন দেয় ইলিয়াস আর পিনাকি। পিনাকি একসময় সামুতে লিখতো জামাতে বিরুদ্ধে
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩১
জেন একাত্তর বলেছেন:
পিনাকি কি লিখেছে, ইলিয়াস কি লেখে এগুলো কি আসলে কোন ব্যাপার?
ইউনুস পাকিস্তানকে নিয়ে বাইডেনের কাছে লবিং করেছে হাসিনাকে সরাতে; পাকিস্তানের প্রতিসোধ নেয়ার শেষ হয়নি; একই সময়ে বাইডেনকে ক্ষেপায়েছে আমেরিকান দুতাবাস, শেখ হাসিনা পুটিনকে আনবিক চুল্লীর জন্য ডলারে পে করছে, বাইডেনের দেয়া সেংশান মানছে না; বাইডেন বাংলাদেশ মিলিটারী বলেছে শেখ হাসিনাকে বের করতে; জামাত-শিবির কে মাঠে নামায়েছে টাকা দিয়ে ও দেশ দখলের আশ্বাস দিয়ে।
ইউনুস/পাকিস্তান/আমেরিকা সবাই খুশী; জামত-শিবিরও খুশী।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে এখন চলছে খেরো -রাজনীতি। সবাই ফেইসবুক স্টাটাস দিয়ে দিয়ে ভারচুয়াল মাঠ গরম করছে। ওসমান হাদির ঘটনাটি আর কিছুই না গত ১৪ মাস ধরে চলমান ধারাবাহিক আইনশৃংখলা পরিস্থিতির অবনতি। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন গাম্বাট এবং চেয়ারের সাথে উনার পাছা মনে হয় সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে কেউ।