নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াহো

াহো › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনে না বলিলাম ----- আমার রায় পছন্দ না হতে পারে-আমি আরো কঠিন শাস্তি আশা করতে পারি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আন্দোলনে না বলিলাম -----

আমার রায় পছন্দ না হতে পারে-আমি আরো কঠিন শাস্তি আশা করতে পারি- কিন্তু আমি কোনভাবেই সর্বাত্মক আন্দোলন কিংবা ট্রাইবুনালের বিরুদ্ধে কোন আন্দোলনে যাবোনা আর ৭-৮ টি মামলা আছে আমাকে সেটা মনে রাখতে হবে- এ মুহুর্তে ট্রাইবুনালের বিরুদ্ধে যাওয়া মানে সেই ৭-৮টি মামলাকে দুর্বল করা- একটু হুশিয়ার দয়া কইরা! যে কোন ধরনের আন্দোলন জামাতের যুক্তি ট্রাইবুনাল একটি ব্যর্থ্য বিচার ব্যবস্হা সেই ধারনাই শক্তিশালী করবে- জামাতের মিডিয়া সেল এই আন্দোলনকে বাইরের বিশ্বে বিক্রি করবে বলবে যে এমন কি বিচার দাবী করা জনগন পর্যন্ত এ ট্রাইবুনালের উপর ভরসা রাখেনা- এর ফলে জামাতের দাবী গ্রহনযোগ্য হয়ে উঠবে-



আপনার আন্দোলনের ছবি ব্যবহার হবে জামাতি মিডিয়া সেলে- সো একটু হিসাব করুনরায়ের বিরুদ্ধে আমিও কিন্তু আপনাকে আমাকে এমন কিছু করা যাবেনা যাতে এই বিচারকদের সিদ্ধান্ত নেবার বিচারিক ব্যবস্হা ব্যহত না হয়!



আমরা আন্দোলন করতে পারি সরকারের বিরুদ্ধে -বিচারকের রায়ের বিরুদ্ধে নয়-আমরা দাবী করতে পারি আর ইফেকটিভ প্রসিকিউশনের জন্য কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে পারিনা বিচার ব্যবস্হা- আমাদের মনে রাখতে হবে বিচারকদের সকল প্রকার প্রভাবমুক্ত রাখার দাবী আমরা করে আসছি-সেখানে যে কোন প্রকার আন্দোলন যা কিনা ট্রাইবুনালের স্বাধিনতার বিরুদ্ধে যায় সেটা ট্রাইবুনালের বিচারকদের আরো দুর্বল করে তুলবে- ফলাফল হতে পারে আরো খারাপ।



আজকে জামাত ঝাপিয়ে পড়েছে সারা দেশের উপরে-বিচারকদের উপরে- সরকারের উপরে- আর আমরা তা প্রতিহত করার বদলে এখন আন্দোলন করব ট্রাইবুনালের বিরুদ্ধে সেটা কি জামাতকে শক্তিশালী করবেনা-জামাত চায় ট্রাইবুনাল ভেন্গে যাক- আর আপনার আন্দোলন দিনের শেষে তাকেই বাস্তবায়ন করবে- আমি যে কোন প্রকার রায়ের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে - আমি চাই সরকারকে বাধ্য করতে আরো শক্তিশালী প্রসিকিউশন দিতে- আমি চাই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে- বিচার ব্যবস্হা যে কোন প্রকারের প্রভাবমুক্ত সেটা বিশ্ববাসীকে দেখাতে!



আপনাকে শান্ত থাকতে হবে-প্রতিহত করতে হবে জামাতকে- ট্রাইবুনালকে নয়-!! এমন কিছু করবেন না যাতে জামাতের ট্রাইবুনাল নিয়ে জামাতের অপপ্রচার প্রতিষ্ঠিত হয়- আজকের রায় হতাশাজনক তবে তার জন্য আমি রায়কে প্রশ্নবিদ্ধ করে -আরো ৮ টি মামলাকে পানিতে ফালাতে চাইনা-ট্রাইবুনালর পুর্নগঠন করার নামে জামাতি সময় নষ্টের কৌশল বাস্তবায়ন করতে চাইনা!!



হুশিয়ার থাকুন- জামাতকে প্রতিহত করুন-!! হতাশাকে ভুল চ্যানেলে প্রবাহিত করে জামাতকে সুযোগ করে দিবেন না- বিচারিক ব্যবস্হাকে প্রশ্নবিদ্ধ করে গোলাম আজমকে সুযোগ করে দিবেন না- আমি রাজনীতিবিদ নই -আপনি জামাত চান না- আমিও চাইনা - আমি হতাশ তবে সে হতাশতা আমি জামাতি এজেনডা বাস্তবায়নে খরচ করবোনা- একটু হুশিয়ার হউন!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

াহো বলেছেন: আন্দোলনে না বলিলাম

লিখেছেনঃ ডাক্তার আইজুদ্দিন (তারিখঃ মঙ্গলবার, ০৫/০২/২০১৩ - ১৪:০০)
http://www.amarblog.com/doctor/posts/158780

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

াহো বলেছেন: আজকে জামাত ঝাপিয়ে পড়েছে সারা দেশের উপরে-বিচারকদের উপরে- সরকারের উপরে- আর আমরা তা প্রতিহত করার বদলে এখন আন্দোলন করব ট্রাইবুনালের বিরুদ্ধে সেটা কি জামাতকে শক্তিশালী করবেনা-জামাত চায় ট্রাইবুনাল ভেন্গে যাক- আর আপনার আন্দোলন দিনের শেষে তাকেই বাস্তবায়ন করবে- আমি যে কোন প্রকার রায়ের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে - আমি চাই সরকারকে বাধ্য করতে আরো শক্তিশালী প্রসিকিউশন দিতে- আমি চাই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে- বিচার ব্যবস্হা যে কোন প্রকারের প্রভাবমুক্ত সেটা বিশ্ববাসীকে দেখাতে!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

ফাহীম দেওয়ান বলেছেন: আমার মনে হয়, আপনার আশঙ্কা সঠিক হলোনা। কারন আন্দোলন ট্রাইবুনালের বিপক্ষে নয়, রায়ের বিরুদ্ধে। কথাটা কেমন জানি সাংঘর্ষিক মনে হলেও এই আন্দোলনই হবে সেতু বন্ধন। এই আন্দোলনের ছায়া তলে যারা আসবে তারা বুকে নিয়ে আসবে একটা চরম হতাশা, বিচার না পাওয়ার হতাশা, জামাত- শিবিরের প্রতি ঘৃনা।
আপনি কি মনে করেন না, যুদ্ধাপরাধীদের বিচার চাইলেও বিএনপির সিদ্ধান্ত গ্রহনে চরম দৈন্যতা, বিভ্রান্তিকর কথা বার্তা আর শিবিরের চক্রান্তের ধুম্রজালে পড়ে এদেশের সাধারন মানুষদের একটা বিরাট অংশ দিধান্বিত হয়ে আছে, বিশেষ করে তরুনরা, তাদেরকে এই আন্দোলনে নিয়ে এসে মুলত বিচার প্রক্রিয়াটাকেই সর্বজনগৃহীত এবং শক্তিশালী করা যাবে। তাই আমি আসবো।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ডাক্তার আইজু একটা ছাগু। কাদের মোল্লাকে কেউ বাচাতে পারবে না। জনতা ওকে মেরে ফেলবে। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.