নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াহো

াহো › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের কর্মীদের সঙ্গে ইমরানের সাক্ষাত্

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১২







পল্টনে সমাবেশ শেষে হেফাজতে ইসলামের সমর্থক ও কর্মীরা দল বেঁধে শাহবাগ দিয়ে যাচ্ছিলেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ কয়েকজন ব্লগার তখন শাহবাগে অবস্থান করছিলেন। হেফাজতে ইসলামের কর্মীদের দেখে ইমরান নিজ থেকেই এগিয়ে যান তাঁদের সঙ্গে কথা বলার জন্য। আজ বুধবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের কর্মীদের কাছে ইমরান জানতে চান, আপনারা কোথা থেকে ফিরলেন? এ সময় একজন কর্মী উত্তর দেন, ‘নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে মিছিলে গিয়েছিলাম।’ ইমরান এবার বলে ওঠেন, আচ্ছা, ব্লগার মানে কি জানেন? উত্তরে তাঁরা হেসে ‘না’ সূচক উত্তর দেন।

ইমরান এ সময় নিজের পরিচয় দিলে হেফাজতের কর্মীরা কিছুটা বিস্মিত হয়ে জানতে চান, ‘আপনিই ব্লগার ইমরান’? ইমরান তখন বলেন, ‘হ্যাঁ ভাই, আমি তো একজন মুসলমান। নামাজ পড়ি। আল্লাহর ওপরে আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে।’

এরপর ইমরান হেফাজতের কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) তো কাফেরদের সঙ্গেও আলোচনা করেছেন। কিন্তু আপনাদের হুজুর আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হচ্ছেন না। আপনাদের হুজুরকে গিয়ে বলবেন। আমরাও মুসলমান। আমরা ওনার সঙ্গে আলোচনা করে ভুল ভাঙাতে চাই। উনি যাতে আমাদের সেই সুযোগ দেন।’ এই অনুরোধের পর হেফাজতের কর্মীরা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্রকে আশ্বাস দেন যে, তাঁরা আল্লামা শাহ আহমেদ শাফির কাছে এই বার্তা পৌঁছে দেবেন।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের কোনো বক্তৃতা ও আলোচনায় ইসলাম বা মহানবী (সা.) নিয়ে কোনো ধরনের কটূক্তি করা হয়নি। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’

পল্টনে সমাবেশ শেষে হেফাজতে ইসলামের সমর্থক ও কর্মীরা দল বেঁধে শাহবাগ দিয়ে যাচ্ছিলেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ কয়েকজন ব্লগার তখন শাহবাগে অবস্থান করছিলেন। হেফাজতে ইসলামের কর্মীদের দেখে ইমরান নিজ থেকেই এগিয়ে যান তাঁদের সঙ্গে কথা বলার জন্য। আজ বুধবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের কর্মীদের কাছে ইমরান জানতে চান, আপনারা কোথা থেকে ফিরলেন? এ সময় একজন কর্মী উত্তর দেন, ‘নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে মিছিলে গিয়েছিলাম।’ ইমরান এবার বলে ওঠেন, আচ্ছা, ব্লগার মানে কি জানেন? উত্তরে তাঁরা হেসে ‘না’ সূচক উত্তর দেন।

ইমরান এ সময় নিজের পরিচয় দিলে হেফাজতের কর্মীরা কিছুটা বিস্মিত হয়ে জানতে চান, ‘আপনিই ব্লগার ইমরান’? ইমরান তখন বলেন, ‘হ্যাঁ ভাই, আমি তো একজন মুসলমান। নামাজ পড়ি। আল্লাহর ওপরে আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে।’

এরপর ইমরান হেফাজতের কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) তো কাফেরদের সঙ্গেও আলোচনা করেছেন। কিন্তু আপনাদের হুজুর আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হচ্ছেন না। আপনাদের হুজুরকে গিয়ে বলবেন। আমরাও মুসলমান। আমরা ওনার সঙ্গে আলোচনা করে ভুল ভাঙাতে চাই। উনি যাতে আমাদের সেই সুযোগ দেন।’ এই অনুরোধের পর হেফাজতের কর্মীরা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্রকে আশ্বাস দেন যে, তাঁরা আল্লামা শাহ আহমেদ শাফির কাছে এই বার্তা পৌঁছে দেবেন।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের কোনো বক্তৃতা ও আলোচনায় ইসলাম বা মহানবী (সা.) নিয়ে কোনো ধরনের কটূক্তি করা হয়নি। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

াহো বলেছেন: হেফাজতের কর্মীদের সঙ্গে ইমরানের সাক্ষাত্

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-০৪-২০১৩
prothom alo
Click This Link

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২০

চিকন আলি বলেছেন: তাইলে মামু হরতাল কেন.......?? :|| :|| :||

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

মাহমুদুর রাহমান বলেছেন: তুইত ব্লগার ই না, তুই কেম্নে নাস্তিক ব্লগার হবি X(( X(( X(( X((

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

নতুন বলেছেন: দুই বার আসছে... এডিট কইরা দেন... :)

পইড়া হাসতেছি কিছুক্ষন ধইরা...

দেশের যারা বলে ব্লগারদের ফাসি চাই... তাদের ৯৯%ই জানে না ব্লগকি... বা কি লেখা হয় তাতে...

হায়রে হুজুগে দেশ আমাদের...

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: কোথাকার পানি কোথায় যায়, তাই দেখছি।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

নিরব বাংলাদেশী বলেছেন: রেসলিং এর আগে হ্যান্ডশেক হয় এমনতো অনেক ই দেখসি। ঘন্টা বাজে টং টং টং আর জামা কাপড় খুইল্লা মামারা(মামীগোটা আমার বেশী পসন্দ B-) ) নাইম্মা পরে, তয় জাতির বিবেকের কাসে এক্খান প্রশ্ন রেফারি কেডা অইবো?

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

আমি ব্লগার হইছি! বলেছেন: দেশের যারা বলে ব্লগারদের ফাসি চাই... তাদের ৯৯%ই জানে না ব্লগকি... বা কি লেখা হয় তাতে...

হায়রে হুজুগে দেশ আমাদের...

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি ঐ একই প্রশ্ন ইমরান সরকার একটু জিগাইতে চাই "ব্লগার মানে কি?"

অতিরিক্ত একটা প্রশ্ন করতে চাই:

সে কোন ব্লগে, কত দিন ধরে ব্লগিং করে ব্লগারদের নেতা হইছে???

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

taarokaraawaj বলেছেন: দাড়ি টুপি পড়লেই হেফাজত হওয়া যায়না। দাড়ি টুপি ওয়ালা ওলামা লীগওতো আছে।


‘হ্যাঁ ভাই, আমি তো একজন মুসলমান। নামাজ পড়ি।
তবে ওযু ছাড়া। নারীপুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীস্টান এক সাথে নামাজ পড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.