![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার বাবা তখন বিএনপি করতেন --- ২০০১ সালের দিকে আবদুল খালেকের ছেলে সোহেল রানা আমার সীমানা প্রাচীর ভেঙে ২৭ শতাংশ জমি দখল করে নেয়।
বাবা তখন বিএনপি করতেন।
২০০১ সালের দিকে আবদুল খালেকের ছেলে সোহেল রানা আমার সীমানা প্রাচীর ভেঙে ২৭ শতাংশ জমি দখল করে নেয়। ওই ঘটনায় একটা মামলা করি। ওর বাবা তখন বিএনপি করতেন। এর পরই আমাকে সাভারছাড়া হতে হয়। ছয়-সাত মাস বিভিন্ন জায়গায় কাটাতে হয়েছে। সাভারে আসতে পারিনি। ঢাকায় হোটেলে হোটেলে কাটাতে হয়েছে। আত্মীয়স্বজনের বাসায় থাকতে হয়েছে। ওই সময়ে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে ধরে সাভারে ফিরি। কিন্তু দখল হওয়া জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হই। আমার ঘটনা সাভারে এমন কোনো লোক নেই যে জানে না। যে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। আমার কাছে শুনতে হবে না।
সত্য কথা বললে এবার আমাকে পৃথিবীছাড়া হতে হবে
* রানার দখলবাজির শিকার রবীন্দ্রনাথ সরকার
* তাঁর জায়গায়ই গড়ে তোলা হয় রানা প্লাজা
অমিতোষ পাল, সাভার থেকে
'ওরা যখন আমার জায়গা দখল করে তখন প্রতিবাদ করেছিলাম। আর সেটা করতে গিয়ে আমাকে সাভারছাড়া হতে হয়েছিল। সাত মাস সাভারে আসতে পারিনি। ঢাকায় হোটেলে বা আত্মীয়স্বজনের বাসায় বাসায় থাকতে হয়েছে। লোক ধরাধরি করে সাভারে ফিরতে হয়েছে। এসব নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। সত্য কথা বললে এবার ওরা আমাকে পৃথিবীছাড়া করে ছাড়বে।'
কথাগুলো বলছিলেন রবীন্দ্রনাথ সরকার। তাঁর জায়গা দখল করেই বহুতল 'রানা প্লাজা' গড়ে তোলেন সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাভার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা। রানা প্লাজার ধ্বংসস্তূপের পাশেই (খসরুবাগান, ৩৯বি মজিদপুর) রবীন্দ্রনাথের ব্যবসাপ্রতিষ্ঠান এস এস সরকার ব্রাদার্স। গতকাল শনিবার দুপুরে সেখানে তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কথা বলার সময় তাঁর চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। কোনো কথাই তিনি বলতে চাচ্ছিলেন না। দখল ও সোহেল রানার প্রসঙ্গ তুললেই তিনি এড়িয়ে যাচ্ছিলেন।
এক পর্যায়ে রবীন্দ্রনাথ বলতে থাকেন, 'সাংবাদিক দাদা, আপনিও হিন্দু মানুষ। আমিও হিন্দু মানুষ। আপনি আমার আর কোনো ক্ষতি করবেন না। আপনি তো জানেন, এই দেশে হিন্দুদের কিভাবে বেঁচে থাকতে হয়। রানা প্লাজা ধসে আমার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর এসে পড়ে। আমার চারজন স্টাফ ও তিনজন কাজের লোক মারা গেছে। দুর্ঘটনার পর আমার বাড়ির মালামাল লুট হয়ে গেছে। নিজের বাড়িতেই এখন আমি ঢুকতে পারছি না। উদ্ধারকারীরা আমার বাড়ি সিল করে রেখেছে। আমার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনের বাড়িতে থাকছে।'
এখনো বাংলাদেশটা মগের মুল্লুক হয়ে যায়নি। সোহেল রানাই তো আজ পলাতক। তাকেই তো পুলিশ খুঁজছে- এ কথার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেন, 'ও এখন পলাতক থাকলেও দেখা যাবে, কিছু দিন পরই বেরিয়ে এসেছে। তখন আপনারা থাকবেন না। আপনাদের সমস্যাও হবে না। সমস্যা হবে আমার।'
এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলেন, '১৯৮৯ সালে বাসস্টান্ডসংলগ্ন ছোট বলিমেহের মৌজার ১৫, ১৬, ১৭ ও ২৩ নম্বর দাগের ১২৬ শতাংশ জমি কিনি। জমির মালিক ছিলেন গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু, তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী। এসব দাগের কিছু অংশের জমি কিনে সোহেল রানার বাবা আবদুল খালেক। আমার জমি মাপজোক করে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে দেই। ২০০১ সালের দিকে আবদুল খালেকের ছেলে সোহেল রানা আমার সীমানা প্রাচীর ভেঙে ২৭ শতাংশ জমি দখল করে নেয়। ওই ঘটনায় একটা মামলা করি। ওর বাবা তখন বিএনপি করতেন। এর পরই আমাকে সাভারছাড়া হতে হয়। ছয়-সাত মাস বিভিন্ন জায়গায় কাটাতে হয়েছে। সাভারে আসতে পারিনি। ঢাকায় হোটেলে হোটেলে কাটাতে হয়েছে। আত্মীয়স্বজনের বাসায় থাকতে হয়েছে। ওই সময়ে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে ধরে সাভারে ফিরি। কিন্তু দখল হওয়া জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হই। আমার ঘটনা সাভারে এমন কোনো লোক নেই যে জানে না। যে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। আমার কাছে শুনতে হবে না।'
রবীন্দ্রনাথ সরকার বলেন, 'পরে ওই জায়গায় ভবন নির্মাণ শুরু হয়; দেখলাম ভবনের নির্মাণকাজ খুবই খারাপ। এ ব্যাপারে সাভার পৌরসভা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে অভিযোগ করেছিলাম। রাজউকের লোক এসে দুদিন কাজ বন্ধ রেখেছিল। পরে দেখি, আবার কাজ শুরু হয়ে গেছে। ওর (রানা) সামনে বড় বড় নেতারাও পাত্তা পায় না। রাজউক তো দূরের কথা।'
রবীন্দ্রনাথ বলেন, 'আমার বাড়ির ওপর রানা প্লাজা ধসে পড়ায় আমার বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ি। পাশেই আমার ব্যবসাপ্রতিষ্ঠান। সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুদামের মালামালও নষ্ট হয়ে গেছে। আমার বসতবাড়িতেও ফাটল ধরেছে। ওটাতে আর বসবাস করা যাবে না। দুর্ঘটনার পর বাড়িতে গিয়ে দেখি, সব মালামাল লুট হয়ে গেছে।'
kaler kontha
Click This Link
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা। ধরেনিলাম আপনার রিপোর্টার স হ চামচা লীগের কুকুর গুলা সত্যি কথাই বলছে তাহলে কিছু প্রশ্ন:
১) বিএনপি থাকাকালীন সময়ে সে এসব জবর দখল লুট করেছে তারপরও মুরাদ জং তাকে কিভাবে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় (এটা বলেছেন সাভারের আওয়ামী লীগের সাধারন সম্পাদক)?
২) তাকে নিয়োগ দেয়ার পর সে যুবলীগের পদের সোল ডিস্ট্রিবিউটর শীপ নেয় এবং সেই পদগুলো বিক্রি করে খোদ এমপির প্রত্যক্ষ এবং পরোক্ষ স হযোগীতায় তাহলে এমপি সাহেবের কি কোনোই দায় দায়িত্ব নাই একে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার (সেম রেফারেন্স)?
৩) যুবলীগের লিস্টে তার নাম ছিলনা বলে মিথ্যুক ডাইনি শয়তান হাসিনা যে মন্তব্য করলেন অথচ শেষবারের যুবলীগের কাউন্সিলের এই বাটপার সোহেল রানার নাম ছিলো (রেফা: প্রথম আলো, মানবজমিন), এবং বিল্ডিং এর এসব পাশের জন্য আওয়ামী নেতারাই চাপ প্রয়োগ করেছিলো মেয়রের উপর, এখন আওয়ামী চ্যালাচামুন্ডারা ঠিক কতটাকায় বিক্রি হয়েছেন এবং আপনার রেট কত যদি আমার পা চাটাতে চাই আপনাকে দিয়ে?
শুনেছি আপনি নাকি আয়োডিন স্বল্পতায় ভুগেন বলে আপনার পোস্টে কেউ প্রশ্ন করলে উল্টা পাল্টা কপি পেস্ট করেন। তো বাজারে লবনের দাম কি বেশী (যতদূর জানিা বঙ্গবল্টুর চোর চোট্টা নেতা আমু মিয়া এখন আর লবনের ব্যাবসা করেন না)
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা। ধরেনিলাম আপনার রিপোর্টার স হ চামচা লীগের কুকুর গুলা সত্যি কথাই বলছে তাহলে কিছু প্রশ্ন:
১) বিএনপি থাকাকালীন সময়ে সে এসব জবর দখল লুট করেছে তারপরও মুরাদ জং তাকে কিভাবে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় (এটা বলেছেন সাভারের আওয়ামী লীগের সাধারন সম্পাদক)?
২) তাকে নিয়োগ দেয়ার পর সে যুবলীগের পদের সোল ডিস্ট্রিবিউটর শীপ নেয় এবং সেই পদগুলো বিক্রি করে খোদ এমপির প্রত্যক্ষ এবং পরোক্ষ স হযোগীতায় তাহলে এমপি সাহেবের কি কোনোই দায় দায়িত্ব নাই একে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার (সেম রেফারেন্স)?
৩) যুবলীগের লিস্টে তার নাম ছিলনা বলে মিথ্যুক ডাইনি শয়তান হাসিনা যে মন্তব্য করলেন অথচ শেষবারের যুবলীগের কাউন্সিলের এই বাটপার সোহেল রানার নাম ছিলো (রেফা: প্রথম আলো, মানবজমিন), এবং বিল্ডিং এর এসব পাশের জন্য আওয়ামী নেতারাই চাপ প্রয়োগ করেছিলো মেয়রের উপর, এখন আওয়ামী চ্যালাচামুন্ডারা ঠিক কতটাকায় বিক্রি হয়েছেন এবং আপনার রেট কত যদি আমার পা চাটাতে চাই আপনাকে দিয়ে?
শুনেছি আপনি নাকি আয়োডিন স্বল্পতায় ভুগেন বলে আপনার পোস্টে কেউ প্রশ্ন করলে উল্টা পাল্টা কপি পেস্ট করেন। তো বাজারে লবনের দাম কি বেশী (যতদূর জানিা বঙ্গবল্টুর চোর চোট্টা নেতা আমু মিয়া এখন আর লবনের ব্যাবসা করেন না)
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা। ধরেনিলাম আপনার রিপোর্টার স হ চামচা লীগের কুকুর গুলা সত্যি কথাই বলছে তাহলে কিছু প্রশ্ন:
১) বিএনপি থাকাকালীন সময়ে সে এসব জবর দখল লুট করেছে তারপরও মুরাদ জং তাকে কিভাবে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় (এটা বলেছেন সাভারের আওয়ামী লীগের সাধারন সম্পাদক)?
২) তাকে নিয়োগ দেয়ার পর সে যুবলীগের পদের সোল ডিস্ট্রিবিউটর শীপ নেয় এবং সেই পদগুলো বিক্রি করে খোদ এমপির প্রত্যক্ষ এবং পরোক্ষ স হযোগীতায় তাহলে এমপি সাহেবের কি কোনোই দায় দায়িত্ব নাই একে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার (সেম রেফারেন্স)?
৩) যুবলীগের লিস্টে তার নাম ছিলনা বলে মিথ্যুক ডাইনি শয়তান হাসিনা যে মন্তব্য করলেন অথচ শেষবারের যুবলীগের কাউন্সিলের এই বাটপার সোহেল রানার নাম ছিলো (রেফা: প্রথম আলো, মানবজমিন), এবং বিল্ডিং এর এসব পাশের জন্য আওয়ামী নেতারাই চাপ প্রয়োগ করেছিলো মেয়রের উপর, এখন আওয়ামী চ্যালাচামুন্ডারা ঠিক কতটাকায় বিক্রি হয়েছেন এবং আপনার রেট কত যদি আমার পা চাটাতে চাই আপনাকে দিয়ে?
শুনেছি আপনি নাকি আয়োডিন স্বল্পতায় ভুগেন বলে আপনার পোস্টে কেউ প্রশ্ন করলে উল্টা পাল্টা কপি পেস্ট করেন। তো বাজারে লবনের দাম কি বেশী (যতদূর জানিা বঙ্গবল্টুর চোর চোট্টা নেতা আমু মিয়া এখন আর লবনের ব্যাবসা করেন না)
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা। ধরেনিলাম আপনার রিপোর্টার স হ চামচা লীগের কুকুর গুলা সত্যি কথাই বলছে তাহলে কিছু প্রশ্ন:
১) বিএনপি থাকাকালীন সময়ে সে এসব জবর দখল লুট করেছে তারপরও মুরাদ জং তাকে কিভাবে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় (এটা বলেছেন সাভারের আওয়ামী লীগের সাধারন সম্পাদক)?
২) তাকে নিয়োগ দেয়ার পর সে যুবলীগের পদের সোল ডিস্ট্রিবিউটর শীপ নেয় এবং সেই পদগুলো বিক্রি করে খোদ এমপির প্রত্যক্ষ এবং পরোক্ষ স হযোগীতায় তাহলে এমপি সাহেবের কি কোনোই দায় দায়িত্ব নাই একে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার (সেম রেফারেন্স)?
৩) যুবলীগের লিস্টে তার নাম ছিলনা বলে মিথ্যুক ডাইনি শয়তান হাসিনা যে মন্তব্য করলেন অথচ শেষবারের যুবলীগের কাউন্সিলের এই বাটপার সোহেল রানার নাম ছিলো (রেফা: প্রথম আলো, মানবজমিন), এবং বিল্ডিং এর এসব পাশের জন্য আওয়ামী নেতারাই চাপ প্রয়োগ করেছিলো মেয়রের উপর, এখন আওয়ামী চ্যালাচামুন্ডারা ঠিক কতটাকায় বিক্রি হয়েছেন এবং আপনার রেট কত যদি আমার পা চাটাতে চাই আপনাকে দিয়ে?
শুনেছি আপনি নাকি আয়োডিন স্বল্পতায় ভুগেন বলে আপনার পোস্টে কেউ প্রশ্ন করলে উল্টা পাল্টা কপি পেস্ট করেন। তো বাজারে লবনের দাম কি বেশী (যতদূর জানিা বঙ্গবল্টুর চোর চোট্টা নেতা আমু মিয়া এখন আর লবনের ব্যাবসা করেন না)
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা। ধরেনিলাম আপনার রিপোর্টার স হ চামচা লীগের কুকুর গুলা সত্যি কথাই বলছে তাহলে কিছু প্রশ্ন:
১) বিএনপি থাকাকালীন সময়ে সে এসব জবর দখল লুট করেছে তারপরও মুরাদ জং তাকে কিভাবে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় (এটা বলেছেন সাভারের আওয়ামী লীগের সাধারন সম্পাদক)?
২) তাকে নিয়োগ দেয়ার পর সে যুবলীগের পদের সোল ডিস্ট্রিবিউটর শীপ নেয় এবং সেই পদগুলো বিক্রি করে খোদ এমপির প্রত্যক্ষ এবং পরোক্ষ স হযোগীতায় তাহলে এমপি সাহেবের কি কোনোই দায় দায়িত্ব নাই একে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার (সেম রেফারেন্স)?
৩) যুবলীগের লিস্টে তার নাম ছিলনা বলে মিথ্যুক ডাইনি শয়তান হাসিনা যে মন্তব্য করলেন অথচ শেষবারের যুবলীগের কাউন্সিলের এই বাটপার সোহেল রানার নাম ছিলো (রেফা: প্রথম আলো, মানবজমিন), এবং বিল্ডিং এর এসব পাশের জন্য আওয়ামী নেতারাই চাপ প্রয়োগ করেছিলো মেয়রের উপর, এখন আওয়ামী চ্যালাচামুন্ডারা ঠিক কতটাকায় বিক্রি হয়েছেন এবং আপনার রেট কত যদি আমার পা চাটাতে চাই আপনাকে দিয়ে?
শুনেছি আপনি নাকি আয়োডিন স্বল্পতায় ভুগেন বলে আপনার পোস্টে কেউ প্রশ্ন করলে উল্টা পাল্টা কপি পেস্ট করেন। তো বাজারে লবনের দাম কি বেশী (যতদূর জানিা বঙ্গবল্টুর চোর চোট্টা নেতা আমু মিয়া এখন আর লবনের ব্যাবসা করেন না)
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
মুণণা বলেছেন: সেই পুরান কথা.. ঐ মিয়া দোষী তো দোষী কোন পার্টি কি না কি এই সব কেন বলবো আমরা. "অপরাধী যে দল এর ই হোক না কেন বিচার হবে" এই জাতিয় কথা সুনতে ভালো লাগে না. অপরাধী ধরবো বিচার করবো... কথা শেষ...
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
মুণণা বলেছেন: সেই পুরান কথা.. ঐ মিয়া দোষী তো দোষী কোন পার্টি কি না কি এই সব কেন বলবো আমরা. "অপরাধী যে দল এর ই হোক না কেন বিচার হবে" এই জাতিয় কথা সুনতে ভালো লাগে না. অপরাধী ধরবো বিচার করবো... কথা শেষ...
৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
খেজুরে আলাপ বলেছেন: শেখ হাসিনার বেয়াই রাজাকার, শেখ সেলিমের বেয়াই বি এনপি নেতা। তো বাপ বি এন পি করলে আপনার সমস্যা কোথায়? নাকি সাভার হত্যাকান্ডে বি এন পির যোগসূত্র খুজছেন।আবাল কোথাকার!!!!!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
কালবৈশাখীর ঝড় বলেছেন: Click This Link
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
নষ্ট ছেলে বলেছেন: হুমম যা বুঝতে পারলাম, বিএনপি গু খাইলে আওয়ামী লীগের লাইগাও গু খাওয়া হালাল হয়ে যায়।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
বাঙলি বলেছেন: ২০০১ সালে বিএনপি নেতা আবদুল খালেকের ছেলে সোহেল রানা জোর করে নামমাত্র মুল্যে ২৭ শতাংশ জমি দখল করেন। জমির মালিক রবীন্দ্রনাথ সরকার মামলা করলে বিএনপি-জামাতের ক্ষমতার প্রভাবে সাভার ছাড়া হতে হয় তাকে।
পরে বিএনপি-জামাতের প্রভাবে এই হিন্দু পরিবারের কাছ থেকে নামমাত্র অর্থ দিয়ে এই জলাভূমিটি নিজের নামে লিখে নেন। জলাভূমিতেই নির্মাণ শুরু করেন রানা প্লাজার কাজ।
রানা প্লাজার অনুমোদন পায় ২০০৫ সালে, পৌরসভার নির্মান অনুমতি পায় পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের সুপারিশে সাভার পৌরসভার মাধ্যমে ।
২০০৬ সালে ৬ তলা ভবনের কাজ শুরু, কিন্তু ডেভোলপারের সাথে দন্ধে ২তালার পর কাজ বন্ধ হয়ে যায়। ২০০৭এ কাজ শুরু হয়, তার আগে নিয়ম ভঙ্গ করে ৬ তলা থেকে ৯ তলায় পরিনত করা হয় বিএনপি সমর্থক পৌরসভার মাধ্যমে।
এই অনিয়মকে বৈধ করতে বিএনপি সমর্থক পৌরসভা, মির্জা আব্বাস ও স্থানীয় বিএনপি নেতাদের কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল। রানা বিয়েও করেছিলেন প্রভাবশালি বিএনপি নেতা ও সাভার পৌর কমিশনার (কাউনসিলার) এর মেয়ে কে।
রানাপ্লাজায় ভাড়ানেয়া নিউ ওয়েভ বটমস লিমিটেডের মালিক বজলুস সামাদ আদনান, নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান, এরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
২০০৯ এ আওয়ামীলীগ নির্বাচনে জয়লাভ করলে ছাত্রদলের হেলালুদ্দিনের ক্ষমতা খর্ব হয়, তখন রানা কিছুদিন নিষ্ক্রিয় থাকে।
২০১০এ রানাপ্লাজার দোকান ভাড়ার এডভান্স নিয়ে শালিশি বৈঠকে স্থানীয় MP মুরাদ জং এর সাথে তার পরিচয়, এর পর হয়েযায় যুবলীগের ক্যাডার,
হতেই হবে। আত্নসাত করা অবৈধ সম্পদ রক্ষা করার এটাই সর্বত্তম উপায়। কিছুদিন পরে বনে যান যুবলীগের নেতা।
********
সন্ত্রাসী, লুটেরাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকে না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা সব সময় ক্ষমতাশীলদের দলে ভিড়ে যায়। ব্যর্থতা রাজনৈতিক নেতাদের যারা এ সব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেন।
এভাবেই রানা বিএনপি আমলে বিএনপি'র আশ্রয়ে জমি দখল করেছে, নিয়ম না মেনে ভবন নির্মাণ করেছে এবং বর্তমানে আ.লীগের আশ্রয়ে নিজের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে।
মাঝখান থেকে মারা পড়ল শত শত নিরীহ সাধারণ মানুষ।
তাই রানার রাজনৈতিক পরিচয় না খুঁজে, সন্ত্রাসী রানার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
াহো বলেছেন:
kaler kontha
Click This Link