নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

মন ভালো নেই

২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬


মন ভালো নেই এমন রিমঝিম বৃষ্টির দিনেও
আমার মন ভালো নেই,
তুমি পাশে নেই বলে।

বুক জুরে বাধানো তোমার জল ছবিটায় মেঘ জমেছে,
বড় অভিমানের মেঘ
তুমি পাশে নেই বলে।

ভালোবাসার এই অযুত নিযুত আর ভালো লাগেনা,
ভুল না হয় বেশী আমারি ছিল
এবার তো ক্ষমা করে ফিরে এসো।

তোমার প্রিয় বরষা, বৃষ্টি আবারো ফিরে এসেছে,
কয়েক দিন হলো অবিরাম ঝড়ছেই।

এমন বৃষ্টির দিনেই তোমার ফিরে যাওয়া,
আজো আবার বৃষ্টি সেদিনের মতোই
হয়তো তুমি ফিরবে বলে,
হয়তো ফিরবে না।

ব্যালকনিতে লাগানো
তোমার প্রিয় গোলাপ গাছটায় কলি এসেছে,
সেও তোমার অফেক্ষায়
তোমার হাতের স্পর্শ পেলেই ফোটে উঠবে।

তুমি কি ফিরবে না?
এই মুখর বৃষ্টির দিনেও তুমি কি ফিরবে না?

ইট পাথরের এই প্রাসাদটা জুরে কোথাও প্রাণের অস্তিত্ব নেই
তুমি নেই বলে।

আমি আর আধেক প্রাণে কতকাল বাঁচতে পারি বলো?
এবার তো অভিমান ভুলে ফিরে এসো।

কত দিন তোমার হাতে হাত রাখিনা
কত দিন পাশাপাশি দারিয়ে বৃষ্টি ছুয়ে দেখি না,
আজো বৃষ্টির দিন
তোমার ফিরে যাবার দিন যেমন ছিলো।

এতো বেশী অভিমান করো না
আমিও মেঘের উপারে মেঘ হয়ে যাবো,
আর দেখা হবে না
শুধু বৃষ্টি হয়েই ফিরবো
তোমার প্রিয় কোন এক বরষায়।


সর্বস্বত্ব সংরক্ষিত


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: হায়রে বিরহ, অভিমান, না পাওয়া!! সবাইরে ছারখার কইরা দিলো।

কবিতা ভালো হইছে।

২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:২০

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাইয়া, আমাকে একটু হেল্প করেন আমি মনে হয় একটা পাইপের মদ্ধে ডুকে গেছি, সব লেখা একি রকম হচ্ছে, বিরহ, অভিমান, না পাওয়া!! ছারখার, আর ভালো লাগে না, আমি এখন কি করিবো ওহে প্রিয় শতদ্রু ভাইয়া?

২| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৫০

উর্বি বলেছেন: ইসসসসসসসস ... আমারো মন ভালো নাই :(
ক্ষেত্র বিশেষে

২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:২৫

এফ.কে আশিক বলেছেন: আহা, আপনার আবার কি হইল?

৩| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৫১

উর্বি বলেছেন: কবিতা ভালো হইসে

২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:২৯

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ উর্বি আপু, কবিতা পড়ে মন্তব্য করার জন্য.....।

৪| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: কিছু করার নাই যদিও। তারপরেও যা ইচ্ছা একটা টপিকে মুক্তগদ্য লেখা শুরু করেন। এরপ্র কিছু একটা দাড়াইলে ওইটা কবিতার রুপ দেন। যদিও সবকিছু নিয়াই লিখতে হবে এমন কোন কথা নাই

২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৮

এফ.কে আশিক বলেছেন: সুপরামর্শের জন্য ধন্যবাদ শতদ্রু ভাইয়া।

৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৭

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ প্রামািনক ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.