| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এফ.কে আশিক
বাংলাদেশী

জানি একদিন
আমি তোমার খুব কাছাকাছি পৌঁছে যাব।
হয়তো বা ক্ষনিকের জন্যে খুব গোপনে সবার অলক্ষে
তোমার চোখের দু ফোটা জল হব।
হয়তো বা খুব যতনে লেখা
প্রিয় ডাইরিটায় দু লাইনের বিরহ হব।
ভুল করে মনে রাখবার
হৃদয়ের এক কোনে একটু খানি স্মৃতি হব।
সেদিন আমি দুর থেকে আকাশের সাথে মেঘেদের সাথে
তোমার যত মিথ্যে আয়োজনের সাক্ষি হব।
সর্বস্বত্ব সংরক্ষিত
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ.....+++ মোটা ফ্রেমের চশমা
২|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮
কবীর বলেছেন: আমি তুমি যত ঝামেলা ভাই!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫
এফ.কে আশিক বলেছেন: হুমমম অনেক.....
অস্থিরতা তোলপার এসব কখনো যায় না.... শাহরিয়ার কবীর, ভাইয়া।
৩|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
নোমান প্রধান বলেছেন: আহারে
৪|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৮
কবীর বলেছেন: চলার পথে বাধা আসবেই
তবুও চলতে হয় যে !
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২
এফ.কে আশিক বলেছেন: শুধু চলার ধরনটা খানিক বদলে যায়.........।
৫|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
রায়হানুল এফ রাজ বলেছেন: কথাগুলো সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ........ রায়হানুল এফ রাজ, ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: লেখার অভিমানগুলো ভালো লেগেছে। প্লাস।