নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫


শুনছ মেঘ বালিকা ?
এক মুহুর্ত সময় হবে কি ?
কিছু কথা ছিলো বলবার,
যে কথাটি বলতে গিয়ে হয়নি বলা
নির্বাক দাঁড়িয়ে থাকা মুখোমুখি,
যে কথাটি বলতে গিয়ে থমকে গেছি অহর্নিশি,
সেই কথাটি বলবো এবার।
বুকের ভেতর জ্বলতে থাকা পিদিমটাকে
আপন আলোয় ভাসাও যদি,
সেই কথাটি বলবো এবার।
হাতের ভিতর হাত রেখে আজ
চোখের ভাষায় প্রেম খুঁজে আজ
অনন্ত সে তৃষ্ণাটুকু বাড়াও যদি,
সেই কথাটি বলবো এবার।
উষ্ণ মেঘের আলতো ছোয়ায়
সলজ্জ সে সাহসটুকু বাড়াও যদি,
আমার বুকের কাপনটাকে
তোমার বুকে বাজাও দেখি,
সেই কথাটি বলবো এবার।
ভালবাসি ভীষন রকম ভালবাসি।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ..... শাহরিয়ার কবীর ভাইয়া।

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
"মেঘবালিকা" নামে আমারও একটা কবিতা আছে, সেটা পড়া যাবে এখানেঃ
মেঘবালিকা

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭

এফ.কে আশিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে...।

আপনার “মেঘবালিকা” কে দেখলাম অসাধারণ লেগেছে.....।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার “মেঘবালিকা” পড়ে সেখানে মন্তব্য রেখে আসার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

এফ.কে আশিক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও...
অনেক অনেক ভালো থাকুন....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.