নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

অনন্ত তৃষ্ণা

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪


আর কত বড় হলে মন চাঁদ ছোঁব আমি ?
বুকের সীমানা আর কতটা প্রশস্ত হলে
চরণ ছোঁয়াবে তুমি ?

তোমার দৃষ্টি সমান দূরত্ব বিস্তৃত
বুক পেতে আছি,
এইটুকু স্পর্শের জন্য এতো আয়োজন
এইটুকু ভালোবাসা পেলে চাঁদ ছোঁবে মন।
এ আমার অনন্ত তৃষ্ণা তোমাকে পাবার
এ আমার অনন্ত তৃষ্ণা তোমাকে ছোঁয়ার।

যদি তোমার একটি আঙ্গুলেরও অতি সূক্ষ্ণ
স্পর্শ প্রেমিকের চিবুক ছুঁয়ে যায়
তবে কাঙাল থেকে আরো বেশি কাঙাল হব,
আজন্ম তোমাতে’ই বদ্ধ উন্মাদ রবো
ভালোবাসা দিয়ে তবু ভালোবাসা নিব।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেমের কবিতা সুন্দর হয়েছে।

কিন্তু এতো ছোট কেন?

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ..... শাহরিয়ার কবীর ভাইয়া,
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে.....।।
ভালো থাকুন সবসময় শুভকামনা.....


তারপর আর কিছু মাথায় আসেনি তাই ভাইয়া.....

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯

ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর লেখনি,,,, খুব সুন্দর একটা কবিতা পড়ে ভালো লাগলো.,,
অভিনন্দন,,, প্লাস

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

এফ.কে আশিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ... ভাইয়া,
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো.....
ভালো থাকুন সবসময় শুভকামনা, শুভেচ্ছা রইল.......

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: আপনার কবিতা পড়তে আসলাম এবং ভালো লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

এফ.কে আশিক বলেছেন: কৃতজ্ঞতার সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া,
আমার ব্লগে আপনাকে স্বাগতম....
কবিতা ভালো লাগায় অনুপ্রণিত হলাম......
শুভকামনা সহ ভালো থাকা কামনা করি জীবনের চব্বিশ প্রহরে ভালো থাকুন আপনি............।।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

ইমরান আল হাদী বলেছেন: কবিতা পড়লাম, কবিতার আবেশ নিয়ে গেলাম।
শুভেচ্ছা কবিকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... ভাইয়া,
মন্তব্য সবসময় আরো ভালো লেখার অনুপ্রেরণাদায়ী...
শুভেচ্ছা আপনাকেও......।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: স্পর্শময় কবিতা।
সুন্দর।
++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

এফ.কে আশিক বলেছেন: হুমমম..., অধরা কে ছুঁয়ে দেখবার অনন্ত তৃষ্ণা...
মন্তাব্য এবং প্লাসে...
ধন্যবাদ.....
ভালো থাকবেন সব সময় এই কামনায়.........।।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অনন্ত তৃষ্ণাই জীবন!!!! :)

ভাল লাগল

+++

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২০

এফ.কে আশিক বলেছেন: চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়,
নিখিলের সাথে তব নিত্য বিনিময়।
মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি,
মিশায় তোমার সাথে নিখিল মাধুরী।

... এ অনন্ত তৃষ্ণাই জীবন...........
কবিতা ভালো লেগেছে জেনে আরো ভালো লেখার অনুপেরণা পেলাম,
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ...
শুভকামনা রইল অনেক অনেক ভালো থাকবেন আপনি......।।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো। আরও কিছুটা যত্ন নিলে আরও ভালো হবে। শুভকামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭

এফ.কে আশিক বলেছেন: কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ... ভাইয়া,
আপনাদের সান্নিধ্য পেলে সেটা আরো সহজ হবে,
শুভকামনা রইল ভাল থাকবেন নীরন্তর........।।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: প্রেমকাতর, স্পর্শকাতর, তৃষ্ণার্ত মনের আকুলতা কবিতাকে অনন্য করে তুলেছে। ভাল লাগার চিহ্ন প্লাস + রেখে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

এফ.কে আশিক বলেছেন: আপনাদের মত গুণী মানুষরা যখন আমাদের মত নতুনদের লেখা পড়ে মন্তব্য করেন
সেটা সত্যি খুব অনুপ্রাণীত করে।

আপনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি
ভালো থাকুন সবসময়.....।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.