নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

মহাকালের স্মৃতি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫


এত দিন পর আজ কেন মনে পরে
পুরোনো তানপুরা,
সময়ে অসময়ে বেজে উঠা সেই চেনা সুর।
বেদনার বাণী ভরা সে আসর থেমে গেছে সেই কবে
সেখানে আজ ব্যথা ভরা স্মৃতির অথৈ সমূদ্দূর।

কেটে গেছে কত কাল, কেটে গেছে সেই রেশ
ভুলেও যায়নি ভোলা কথা কিছু দুজনার,
আজো বাজে মনের কানে
ভুলে ভরা সেদিনের বেদনা বিদুর।

কত বার পিছু ফিরে ফিরে দেখেছি
ছলোছলো দুটি চোখ কত নদী জল নিয়ে ফিরে যায়
তুমি তার কিছু কি বুঝোনি ?
কত মহাকাল ব্যথা আজো বয় এই বুকে
জানতে চায়নি কেউ, আর কোন দিন।

ঢেউয়ে ঢেউযে ভেঙ্গে যায় পুরোনো অতীত যত
আমি হেটে যাই শূন্যতার দিকে অবিরত
বড় একা একা লাগে আজো তুমি হীন।



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার লিখেছেন কবি...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

এফ.কে আশিক বলেছেন: প্রথম মন্তব্য...
অনেক ধন্যবাদ ভাইয়া,
শুভ কামনা জানবেন .....।।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো!

ব্যথা ঝেরে ফেলে দিন, কেউ একদিন পাশের স্থান দখল করবেই!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত হলাম ভাইয়া।
ব্যথা গুলো লিখতে সাহায্য করে...
মেঘবালিক‘র কোন বিকল্প নেই.........।।

ভালো থাকবেন ধ্রুবক আলো ভাইয়া।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

এফ.কে আশিক বলেছেন: মন্তব্য প্লাসে অনুপ্রাণীত হলাম ভাইয়া,
শুভ কামনা নিরন্তর....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.