নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

ভুল

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০


কতটা সময় বয়ে গেছে অনর্থক
আমি তার কিছুই ছুঁতে পারিনি
পৌঁছাইনি, সামান্য ছায়ার পরিধিতেও
অহেতুক কিছু ব্যয়-ঋণ তুলে নিয়েছি কাঁধে।
ব্যবহারিক ভাষা আমি তখনো বুঝতাম-
এখনো বুঝি।
দুরে কোথাও অন্ধ বাদকের ফেরার সুর
আমাকে সব ভুলিয়ে দিত- এখনো দেয়।
তন্দ্রাহীন রাত আর চাঁদ ছোয়ার কল্পলোকে
চোখে যখন ধূসর কালো ধরে,
তখন হিসেব কষি- যোগ, বিয়োগ, ভাগ, গুণন
ভুল হিসেবে ভরে উঠে ক্যানভাস।
জানি আত্মহনন মহাপাপ-
আমি নিজের ভিতর গুটিয়ে যাই-
প্রাচীন শামুকের ন্যায়।
বেঁচে যাওয়া সামান্য আলপথ সীমানা নিয়ে
বাকি আয়ুর দিকে হাঁটি- একা একা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: কবিতায় বড্ড বেশি হতাশা।শুভসন্ধ্যা

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
সুপ্রভাত

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

মুসাফির নামা বলেছেন: valo laga roilo

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন- মুসাফির নামা।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: কীবর সুমনের গানের সাইনবোর্ড ঝুলতাছে দেখি B-) আমারও অনেক প্রিয় গানটি।

প্রাচীন শামুকের শামুকের অন্য কোন নাম আছে? আসলে জানতে ইচ্ছে করছে।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ- তারেক ফাহমি ভাই
‘‘প্রাচীন শামুক” শব্দটি কবীর সুমনের গানে আছে জানতাম না। গানটাও মনে হয় শুনিনি কখনো।

প্রাচীনের পরিবর্তে অন্য অনেক শব্দ আাছে।
শামুকের পরিবর্তে শঙ্খ বা অন্য শব্দও ব্যবহার করা যায় যদি সেটা লেখার সাথে মানান সই হয়।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে। তবে আরেকটু গুছিয়ে লেখা যেত।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ- রাজীব নুর ভাই।

অনেক দিন না লেখার ফল- ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.