নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলে কোন শব্দ নেই

মহান আল্লাহ পাক আছেন আমার সাথে , আমি ভয় করি না কোন কিছু। সত্যের পথে সব-সময় সচল আমি। আমি জানি আমি পারবো, কোন কাজই কঠিন নয়। সকলের কাছে দোয়া প্রার্থী।

চিন্তিত ভাবুক

আমি চা্ই এমন কিছু করতে যা মানুষকে সত্যের সন্ধান নিতে পারি। ভাবি এমন কিছু করতে যা আগে কখনো কেউ ভাবেনি। ভালবাসি আমার এই মাতৃভূমিকে, দেশের হয়ে কিছু করতে চাই। বিশেষ করে কষ্টকে সবচেয়ে বেশী ভালবাসি আমি, কারন আমি বিশ্বাস করি কষ্টের মাঝেই লুকিয়ে আছে সব ধরনের সুখ। সত্যিই আমি কষ্টকেেআপন করে নিয়েছি। বিশেষ করে এর ফলে আমার কাছে কোন কিছ বা কোন ধরেনের কষ্ট পেলে তা কিভাবে, কেন, কি কারনে হল সেটা খুঁজতে চেষ্টা করি। যখন এর সঠিক ফল পাই তখন আমি খুব সচেতন হয়ে নিজেকে নিজের মত গরি।

চিন্তিত ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মজার কাহিনী

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬

এক লোক বৃষ্টি মধ্যেই রাস্তা দিয়ে হাঁটতেছে.

তো খুব সুন্দর

একটি মহিলা সে রাস্তা দিয়ে ছাতা মাথায়

দিয়ে যাচ্ছিল .

এই

লোকটি কে বৃষ্টিতে ভিজতে দেখে মহিলাটি তাকে বলল,

আপনি চলে আসুন আমার ছাতার নীচে.

ছাতাটা বড় আছে দুজনে শেয়ার করতে পারব, কোন

সমস্যা হবে না .

চলে আসুন দুজনে এক সাথে যাই.

লোকটি বলল, না বোন!!!! THANK U.

আপনি যান আমি ভিজেই যেতে পারব !!!!!!

এ কথা বলে সে তার মতে হাঁটতে লাগল!!!!

মোরাল : MORAL-টোরাল কিচ্ছু নাই,

লোকটির পিছনে লোকটির বউ ছিল যে!!!!!!!:P:P:P:P:P:P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.