![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চা্ই এমন কিছু করতে যা মানুষকে সত্যের সন্ধান নিতে পারি। ভাবি এমন কিছু করতে যা আগে কখনো কেউ ভাবেনি। ভালবাসি আমার এই মাতৃভূমিকে, দেশের হয়ে কিছু করতে চাই। বিশেষ করে কষ্টকে সবচেয়ে বেশী ভালবাসি আমি, কারন আমি বিশ্বাস করি কষ্টের মাঝেই লুকিয়ে আছে সব ধরনের সুখ। সত্যিই আমি কষ্টকেেআপন করে নিয়েছি। বিশেষ করে এর ফলে আমার কাছে কোন কিছ বা কোন ধরেনের কষ্ট পেলে তা কিভাবে, কেন, কি কারনে হল সেটা খুঁজতে চেষ্টা করি। যখন এর সঠিক ফল পাই তখন আমি খুব সচেতন হয়ে নিজেকে নিজের মত গরি।
১.তুমি SOFT & SLOW SONG
শুনবে।
২. তুমি তার নাম
যেখানে দেখবে সেখানেই দাড়িয়ে পরবে।
৩.FRIEND
রা তাকে নিয়ে খুচালে তুমি রাগবে না।
৪. তুমি রাস্তাতে উদাস
হয়ে আস্তে আস্তে হাটবে।
৬.তোমার বৃষ্টিতে ভিজতে ভাললাগবে। ৭.তোমার প্রকৃতি দেখতে ভাললাগবে।
৮. তুমি বুঝতেই পারবে না যে,এই
STATUS
এর ৫ম পয়েন্টটা মিস হয়েছে।
৯. এবার মনে মনে হাসবে আর ভাববে
১০.এরপর ভাববেন তাহলে কি আমি সত্যিই প্রেমে পড়েছি :o
©somewhere in net ltd.