নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলে কোন শব্দ নেই

মহান আল্লাহ পাক আছেন আমার সাথে , আমি ভয় করি না কোন কিছু। সত্যের পথে সব-সময় সচল আমি। আমি জানি আমি পারবো, কোন কাজই কঠিন নয়। সকলের কাছে দোয়া প্রার্থী।

চিন্তিত ভাবুক

আমি চা্ই এমন কিছু করতে যা মানুষকে সত্যের সন্ধান নিতে পারি। ভাবি এমন কিছু করতে যা আগে কখনো কেউ ভাবেনি। ভালবাসি আমার এই মাতৃভূমিকে, দেশের হয়ে কিছু করতে চাই। বিশেষ করে কষ্টকে সবচেয়ে বেশী ভালবাসি আমি, কারন আমি বিশ্বাস করি কষ্টের মাঝেই লুকিয়ে আছে সব ধরনের সুখ। সত্যিই আমি কষ্টকেেআপন করে নিয়েছি। বিশেষ করে এর ফলে আমার কাছে কোন কিছ বা কোন ধরেনের কষ্ট পেলে তা কিভাবে, কেন, কি কারনে হল সেটা খুঁজতে চেষ্টা করি। যখন এর সঠিক ফল পাই তখন আমি খুব সচেতন হয়ে নিজেকে নিজের মত গরি।

চিন্তিত ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আমি তোমাকে ভালোবাসি ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

এক গুচ্ছ গোলাপ হাতে ধরিয়া ছেলেটা বলল:

~আমি তোমাকে ভালোবাসি ।

অপর জনের

চোখে পানি দেখে একটু

মুচকি হেসে ছেলেটা আবার বলল__

~কই ফুল গুলো দেখি ,,,

আমি আসলে দুষ্টুমি করছিলাম ।

আমি তোমাকে ভালোবাসি না ।

মেয়েটা অবাক ।



বলল : কি বলছো এসব ?



ছেলে : তোমাকে সারাজীবন

ভালোবাসার

কথা না বলে থাকতে পারব ,

কিন্তু তোমার চোখের

পানি আমি সইতে পারব না,,

বলে দিলাম ।



মেয়ে : আমি প্রতিদিন

হাজারটা বার কাঁদতে চাই সুখে,,

তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে♥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.