নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

১৮+ বলে কথা!!!!!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

আমাদের বাসায় আমার কাজিনরা বেড়াতে এসেছে।বাসায় মোটামুটি ভালই মানুষজন।সাহিত্যের ভাষায় বাসাটাকে চাঁদের হাট বলা যেতে পারত।কিন্তু সেটা বলা সম্ভব হচ্ছেনা।কারণ,কাজিনরা যে যার মত মোবাইল নিয়ে ভিষন ব্যস্ত।অনেকদিন পর সবাই একত্র হয়েছি।সবাই মিলে যে একটু গল্প-গুজব করব,সেই সময় কারো নাই।সবাই মোবাইলে যার যার প্রেমিক-প্রেমিকার সাথে পুতুর পুতুর প্রেমের আলাপ করছে।অবশ্য এতে আমার তেমন কোনো অভিযোগ নাই।কারণ,আমার সব কাজিনদেরই বলতে গেলে বয়স ১৮-এর উপরে।এই বয়সে ওরা যদি প্রেম না করে তাহলে কি বুড়াভাম হলে প্রেম করবে নাকি?এখনিতো প্রেম করার উপযুক্ত সময়।তবে আমি বিরক্ত হচ্ছি তাদের কথা বলার ধরন দেখে।



আমার এক কাজিন বারান্দার দরজা ভিতর থেকে লাগিয়ে অন্ধকারের মধ্যে কথা বলছে।আমি বুঝতে পারছি যে তাকে ভীষন মশা কামড়াচ্ছে।কিন্তু সে ম্যালেরিয়া,গোদ,ডেঙ্গু ইত্যাদি নানান রকম রোগের ঝুঁকির ভিতর বসে কথা বলছে।কি এমন গোপন কথা কে জানে?আমি একবার তোয়ালে আনতে বারান্দায় যেতে চেয়েছিলাম।কিন্তু তার ঝাড়ি খেয়ে আবার ফিরে আসতে হয়েছে।(বেয়াদব পোলাপাইন।বড়দের সাথে ভাল ব্যবহার করতে শেখেনি।)

অন্য কাজিনটাকে বাসার কোথাও খুজে পেলাম না।পরে খোজাখুজির পর দেখি শীতের ভিতর বাসার ছাদে উঠে মোবাইলে কথা বলছে।

অতপর আসি আমার সব থেকে প্রিয় বন্ধুতুল্য কাজিনটার কাছে।সে কানে হেডফোন লাগিয়ে প্রায় ২ ঘন্টা ধরে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।তার চেহারা দেখেই বুঝলাম,কথা বলতে বলতে সে বিরক্ত।কিন্তু ওই পাশ থেকে ফোন ছাড়ছে না।সে আমাকে হেডফোনের একটা অংশ দিল তার বয়ফ্রেন্ড কি বলে সেটা শোনার জন্য।

আমি শুনলাম,তার বয়ফ্রেন্ড বলছে, “চিন্তা করোতো,এখন যদি আগের কালের মতোন কবুতর পাঠিয়ে প্রেম পত্র দেয়া-নেয়ার ব্যবস্থা থাকত তাহলে কেমন হত?”

আমার কাজিন ভ্রু কুচকিয়ে জবাব দিল, “খুবই ভাল হইত।তুমি আমাকে প্রতিদিন কবুতর পাঠাইতা আর আমি ওগুলা জবাই দিয়া খায়া ফালাইতাম”

তাদের কথোপকথন শুনে আমি হাসব নাকি কাদব বুঝতে পারিনা।চুপচাপ সেই স্থান পরিত্যাগ করে ডাইনিং রুমে আসি পানি খাওয়ার জন্যে।সেখানে দেখি আরেক নাটক চলছে।আমাদের গৃহ-পরিচারিকা সুন্দর মত পাশের আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং-এর মিস্ত্রীর সাথে জানালা দিয়ে ইশারায় ভাব বিনিময় করছে।দেখেই আমার মেজাজ চরে যায়।খুব সাহস করে ওকে একটা ঝাড়ি দিয়ে দিলাম।আমার ঝাড়ি শুনে সে ভয় তো পেলোই না,বরং আমার দিকে এমন হিংস্র দৃষ্টিতে তাকাল যেন তার প্রেম করার দৃশ্যটা দেখে ভয়াবহ অন্যায় করে ফেলেছি।নিজের অন্যায়টা বুঝতে পারলাম।আমি কেন ওকে বকা দিতে যাবো?সেও তো একজন ১৮+ মানুষ।প্রেম করার অধিকার তো এখন তারও আছে।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

বিডি আইডল বলেছেন: লোলজ

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

শুঁটকি মাছ বলেছেন: :P :P :P :P :P :P

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

অচিন.... বলেছেন: lol

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

শুঁটকি মাছ বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

শুভ্রনীল_প্রতীক বলেছেন: কইতর দিয়া লাব লেডার ফাঠাইবো :D লুলাইত হইলাম :D :-B

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শুঁটকি মাছ বলেছেন: amr ak bondhu tar darling-re blood dia love ltr likhar plan korse...se jodi koitorer system-ta janto taile bhalo hoito :P :P :P :P

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: আপনার পোস্ট পড়ে হাসবো না কাদবো বুঝতে পারছি না :D :(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

শুঁটকি মাছ বলেছেন: পোসট পইড়া এই কথা।আমার জায়গায় খ্যাতে গিয়া কানতেন!!!!!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

রিফাত হোসেন বলেছেন: এইটা ঠিকমত করাই হইল না :(

খালি কাজ ,পড়া ও দৌড়ের উপর :(

আমার নসিবে এসব নাই , তবে মজা পাইলাম । :D

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

শুঁটকি মাছ বলেছেন: বিয়া শাদি কইরা যা করার কইরেন।এখন কইরা আর পড়া লেখার ১৮টা বাজান লাগবে না B-) B-) B-) B-) B-) B-)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

নিরপেক্ষ মানুষ বলেছেন: খিকস্

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

শুঁটকি মাছ বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

সমকালের গান বলেছেন: হি হি হি...

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

শুঁটকি মাছ বলেছেন: :P :P :P :P :P :P :P :P

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

ক্ষণিক বলেছেন: :D পুরাই ১৮০+ হইচে.......
কবুতরের জোড়া ১৮০ টাকা কি না B-) B-) B-)
+++++++++ প্লাস....

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

শুঁটকি মাছ বলেছেন: এইসব করা হয় তাইলে?কোবুতর কিনে কারে লাভ লেটার পাঠান?হুমমমমমমমম :-B :-B :-B :-B :-B :-B

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

ক্ষণিক বলেছেন: :| :| না ঠিক তা না। বাজার করার দ্বায়িত্বটা তো আমারই, তাই দাম জানি। :) :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

শুঁটকি মাছ বলেছেন: ar bola lagbe na...sob-e bujhsi.................

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

বিডি আমিনুর বলেছেন: আপনাগো বাসায় পিরীতির মেলা বইছে মনেহয় :-P :-P :-P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

শুঁটকি মাছ বলেছেন: hmmmmmm..brindabon hoye gese

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

অণুজীব বলেছেন: :P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

শুঁটকি মাছ বলেছেন: :P :) :-B

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

রূম্মান বলেছেন: /:) /:)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

শুঁটকি মাছ বলেছেন: :-< :-< :-< :-< :-<

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

তাসজিদ বলেছেন: প্রেম ছাড়া কি দুনিয়ায় কিছু নেই।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শুঁটকি মাছ বলেছেন: কৈতারিনা।হেতিরে জিগান

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

আমি হীরা বলেছেন:
হাস্তে পার্লাম না বইলা দু:খিত

পোষ্টা যে আপনি হিংসা কইরা দিছেন সেইটা তো বলাই বাহুল্য। আপনিও একটা পুলা জুটায় ফেলান মানা করছে কে?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

শুঁটকি মাছ বলেছেন: আপনেরে হাসতে কৈছে কেডা?এইটা কি কোনো হাসির পোসট?এইটা একটা খুব সিরিয়াস পোসট।
পুলা জোগার কৈরা আমি কি করতাম???????????

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

লজিক মানুষ বলেছেন: “চিন্তা করোতো,এখন যদি আগের কালের মতোন কবুতর পাঠিয়ে প্রেম পত্র দেয়া-নেয়ার ব্যবস্থা থাকত তাহলে কেমন হত?”
আমার কাজিন ভ্রু কুচকিয়ে জবাব দিল, “খুবই ভাল হইত।তুমি আমাকে প্রতিদিন কবুতর পাঠাইতা আর আমি ওগুলা জবাই দিয়া খায়া ফালাইতাম”


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

শুঁটকি মাছ বলেছেন: ২ ঘণটা কথা কইয়া সে তো কবুতর জবাই দিসে,আমি হইলেতো কবুতরের মালিকরেই জবাই দিতাম

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

রিফাত হোসেন বলেছেন: লোল । :) আমি পড়াশুনা বিয়ে করলেও করব না করলেও করব আর জবও । :)

এমনিতেও দৌড়ের উপর থাকতে হবে ওমনতেও হবে ...

বিয়ে মনে হয় করা হবে না, কারউ উপর বিশ্বাস রাখতে পারি না , আমি আবার একরোখা কিনা এক বনে ২ সিংহের উতপাত পছন্দ করি না =p~ , সবাই সুযোগ বুঝে পুরান প্রিয় বা প্রিয়াকে নিয়ে মশগুল থাকে ! মানে পরকীয়া ।

এইটাই বাস্তবতা

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

শুঁটকি মাছ বলেছেন: দেখুমনে।কিছুদিন পর এই আইডি থেকেই হ্য়ত অনেক রোমানটিক পোসট পাবো।যার পুরাটাই থাকবে বাস্তবতার নীরিখে।আসলে এইটাই বাস্তবতা :) :) :) :) :) :) :) :) :)

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আপেক্ষিক বলেছেন: আপত্তিকর ... মডু ভাইরা দেখলে হয় :P +

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

শুঁটকি মাছ বলেছেন: আ্য়হায় ,মডু ভাই আপনে কই?কে জানি আমার পোসটে আপত্তিকর মন্তব্য কইরা গেসে। :( :( :( :( :( :( :( :( :( =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

হেডস্যার বলেছেন: ;) ;) ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

শুঁটকি মাছ বলেছেন: ;) ;) ;) ;) ;)

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ :P
গৃহ-পরিচারিকাকে ঝাড়ার কারণ ক্লিয়ারলি বুঝিনাই ;) ||

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

শুঁটকি মাছ বলেছেন: কি কন।??????বুঝেন নাই?থাক বুঝা লাগবে না।এইটা ১৮ প্লাসরা বুঝবে।আপনি মনে হয় ১৮ মাইনাস :) :) :) :) :) :)

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

জনি_ইংলিশ বলেছেন:
সবার কথাই শুনলাম, এবার আপনের কথা কন ;) ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

শুঁটকি মাছ বলেছেন: ami sobair kotha koisi...akhn sobair kase amr kotha jigan.........amr kotha ami komu kan???????? B-) B-) B-) B-) B-) B-) B-)

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

শুভকথা বলেছেন: তুমি ১৮+ তো.।.।.।। ;) ;) ;) ;) !:#P !:#P !:#P !:#P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

শুঁটকি মাছ বলেছেন: confusion ase bhai!!!!!!

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

আমি হীরা বলেছেন:
কিয়ার কর্বেন প্রেম কর্বেন

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

শুঁটকি মাছ বলেছেন: দরকার নাই।আমারে অত সুখে থাকলে ভূতে কিলায় না

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

শ্রাবণ জল বলেছেন: এখন যদি আগের কালের মতোন কবুতর পাঠিয়ে প্রেম পত্র দেয়া-নেয়ার ব্যবস্থা থাকত তাহলে কেমন হত?” :) :) :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

শুঁটকি মাছ বলেছেন: অসামশালা হইত

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

তারছেড়া লিমন বলেছেন: সেও তো একজন ১৮+ মানুষ।প্রেম করার অধিকার তো এখন তারও আছে। :-B :-B :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শুঁটকি মাছ বলেছেন: আবার জিগায়

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


=p~

“চিন্তা করোতো,এখন যদি আগের কালের মতোন কবুতর পাঠিয়ে প্রেম পত্র দেয়া-নেয়ার ব্যবস্থা থাকত তাহলে কেমন হত?” ;)

:D :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

শুঁটকি মাছ বলেছেন: সুপার হইত

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

আমি ব্লগার হইছি! বলেছেন: উকি মেরে মেরে মানুষের প্রেম করা দেখার জন্যে আপনাকে মাইনাস।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

শুঁটকি মাছ বলেছেন: X( X( :( :( :(( :((

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: ;) =p~ :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

শুঁটকি মাছ বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

২৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

রোহান খান বলেছেন: হহাহাহাহাহাহা.....।বেচারা...।একটু নিজে পেরেম কৈরা দেখেন...অননের টা দেইখা কি লাভ...হাহাহাহহাহাহাহ

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

শুঁটকি মাছ বলেছেন: না ভাই!!!!!!!!!!!!আমার ডড় করে। :|| :|| :||

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

রোহান খান বলেছেন: ডর করলে চুপাই চুপাই বড়ো আপুদের টা দেখেন কেন? হাহহাহা...। বোলেন করতে ইছছা করে কিনতু সুযোগ পাই না..... ভাইবা দেখেন কথা টা ভুল বললাম কিনা....

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

শুঁটকি মাছ বলেছেন: ভাইরে আসলেই ডর করে।আর যাদের কথা বলছি তারা সবাই আমার থেকে বয়সে ছোট।
সুযোগ পাই কি না পাই সেইটা বড় কথা না।সবাইরই তো একটা আলাদা চিন্তা থাকে।সেই চিন্তা-ভাবনার কারনেই করা হয় না।

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

রোহান খান বলেছেন: কি চিনতা..? জানতে পারি>?!?

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

শুঁটকি মাছ বলেছেন: নারে ভাই।চিন্তা-ভাবনাটা নিজের কাছেই রাখি।সবার কাছে প্রচার করে লাভ নাই

৩২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রোহান খান বলেছেন: hmm

৩৩| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কুন জাগায় লেখা আছে ১৮- হইলে প্রেম করা যাইবো না?????


B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭

শুঁটকি মাছ বলেছেন: তোমারে নিয়া তো সন্দেহে পড়ে গেলাম ছোট ভাই!!!!!!কি করো সত্য কইরা বল!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.