নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

যাদের পুতুপুতু প্রেম ভাল্লাগে,তারা খবরদার এই পোস্ট পড়বেন না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

প্রেমের আগে ছেলে-মেয়ের ফেসবুক স্ট্যাটাসের ধরনঃ



ছেলের ফেসবুক স্ট্যাটাসঃবাবাগো বাবা,মাইনষে কেমনে প্রেম করে??আমি হইলেতো কবে পাগল হইয়া যাইতাম!! B-) B-) /:) /:) (ভাবটা দেখ)



মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃপ্রেম করে হবেটা কি?একা আছি স্বাধীন আছি!(বিশাল স্বাধীনচেতা নারী) /:) /:)

আমজনতার প্রতিক্রিয়াঃহুহ!!দেখুম নে!!সময় তো আর শেষ হইয়া যায়নাই!! :-/ :-/



প্রেমের প্রতি অনীহা মার্কা অনেক লম্বা-চওড়া স্ট্যাটাস মারার পর তারা প্রেমে পতিত হল।কি জ্বালা!এখনতো আবার স্ট্যাটাস মারা লাগবে।স্ট্যাটাস না দেখলে মানুষ ভালোবাসার পরিধি কতটুকু তা বুঝবে কিভাবে?ছো,আবার স্ট্যাটাস মারামারি শুরু!



প্রেমে পড়ার পর ছেলের ফেসবুক স্ট্যাটাসঃআজকে আমি আমার বাবুটার সাথে সারাদিন ঘুরলাম।কি যে ভালো লাগলো!আইলাভিউ বেবি!!(কার পয়দা করা বাবু কে জানে?) :-& :-&

প্রেমে পড়ার পর মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃবাসার কাজের বুয়া আমার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে।একারনে আমি আমার জানটার সাথে গত ৪ মিনিট ১৩ সেকেন্ড ধরে কথা বলতে পারছিনা।মিস ইউ জান। :P :P



আমজনতার প্রতিক্রিয়াঃওরে মাবুদরে!এইগুলান কি শুরু হইল?এত রঙ্গ-লীলা তো আর সইতে পারিনা! :(( :((



অনেক পুতুপুতু স্ট্যাটাস দেয়া হল,অনেক প্রেমময় ক্লোজ ছবি আপলোড করা হল।তারপরও প্রেম টিকল না।মনে বড় জ্বালা।সেই জ্বালা উপসম করতেই আবার একটু ফেসবুক স্ট্যাটাস মারা দরকার।



ছ্যাকা খাওয়ার পর ছেলের ফেসবুক স্টাটাসঃআমার সাথেই কেনো এমন হল?ভালবাসার মানুষটা আমার সাথে কিভাবে এমন করতে পারল?হয়ত কেউই আমার জন্য নয়।হয়ত আমি ফরেভার এলোন! :( :( (দেখুন,সহানুভূতি আদায়ের কি ভীষন চেষ্টা)

ছ্যাকা খাওয়ার পর মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃপৃথিবীর সব ছেলেরাই ভন্ড।ভালবাসার প্রতিদান হিসাবে ওরা কেবল কষ্টই দিতে জানে।(প্রেম করার আগে মনে ছিল না?) X(( X((

আমজনতার প্রতিক্রিয়াঃযাক…।খোদা আমার কষ্ট বুঝছে।আর রঙ্গিলা-ঢঙ্গিলা মার্কআ স্ট্যাটাস দেখা লাগবে না।শান্তি!!! !:#P !:#P



(এই পোস্টটা আমি আমার এক অতি প্রিয় বন্ধুকে উৎসর্গ করলাম,যার স্ট্যাটাস দেখতে দেখতে আমি বিরক্ত।প্রেম তো প্রচার করে বলার মত কোনো বিষয় না।যাকে ভালোবাসবেন,সে জানলেই হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন।দয়া করে ভালোবাসাটা হাটে বাজারে দেখানোর বস্তু ভাববেন না।এতে যে কেবল আশে-পাশের মানুষ বিরক্ত হয় তা না।বরং আপনার ভালবাসাও চরমভাবে অপমানিত হয়।)



মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

বোকামন বলেছেন: কোইস্যা পেলাস ...........+

পেরেম - ছ্যাকার বাইরেও একখান জগত আছে :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

শুঁটকি মাছ বলেছেন: রাইট!!!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছ্যাকা খাওয়ার পর মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃপৃথিবীর সব ছেলেরাই ভন্ড।ভালবাসার প্রতিদান হিসাবে ওরা কেবল কষ্টই দিতে জানে।(প্রেম করার আগে মনে ছিল না?)


একটু মনে হয় ভুল হয়ে গেল। লিস্টের সব পুলাপান ভাবতে শুরু করে, কাল থেকে এর জন্যে একটু সময় রাখতে হবে। চান্স আছে! ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

শুঁটকি মাছ বলেছেন: আবার জিগায়!!!!!!!!! B-) B-)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ইকরাম উল্যাহ বলেছেন: আমি আমার জুনিওরের স্ট্যাটাস দেখে বিরক্ত! তবে প্রথম ধরনের স্ট্যাটাস দেই আমি =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

শুঁটকি মাছ বলেছেন: এখন থেকে ঐগুলা দেয়াও অফ দেন।কখন কি হোইয়া যায়

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

হাঁসি মুখ বলেছেন: বেশ ভাল মতই ফেসবুকে আছেন তাইলে ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

শুঁটকি মাছ বলেছেন: যুগটা তো ফেসবুকের যুগ।না থেকে পারা যায় না

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অচাম হইছে ব্রো+++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

শুঁটকি মাছ বলেছেন: ধঈন্যা ব্রো!!!!!!!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ক্ষণিক বলেছেন: প্রেমের নামে এই নাটক পাবলিক যে কিভাবে সহ্য করে কে জানে :D :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

শুঁটকি মাছ বলেছেন: খোদা মালুম!!!!!এই গুলারে দেখলেই বাশ দিবা।ওকে???????

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

সিডির দোকান বলেছেন: ঝাতি জানতে চায় আপনি কুন প্রজাতির মইধ্যে পড়ুইন...??

তয় পোস্ট ভালা অইছে রে... B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

শুঁটকি মাছ বলেছেন: আমি ভাই আমজনতা।এইজন্যই তো বিপদে আছি

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

রবি কিরণ বলেছেন: প্রেম তো প্রচার করে বলার মত কোনো বিষয় না।যাকে ভালোবাসবেন,সে জানলেই হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন।দয়া করে ভালোবাসাটা হাটে বাজারে দেখানোর বস্তু ভাববেন না।এতে যে কেবল আশে-পাশের মানুষ বিরক্ত হয় তা না।বরং আপনার ভালবাসাও চরমভাবে অপমানিত হয়।

আপনার সাথে সহমত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

আউলা বলেছেন: আমিও একথা একবার বলেছিলাম কাউকে ভালবাসি এটা ফেসবুকে দেখানোর কিছু নেই। আর কারো সাথে যদি আপনি ভাল সময় কাটান তবে ওই মুহূর্তে আপনার ফেসবুক স্ট্যাটাসের কথা মনে থাকার কথা না। এধরনের কথা বলাতে অনেকেই বলেছিল আমি অন্যের সুখ দেখে হিংসিত /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

শুঁটকি মাছ বলেছেন: আপনারে তেনারা ব্লেম দিসে বোন।আপনারে চুপ মারায়ে দিতে উলটা পালটা কইসে।মাইন্ড নিয়েন না

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: বোকামন বলেছেন: কোইস্যা পেলাস ...........+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

শুঁটকি মাছ বলেছেন: apnader dui jon-rei koissha dhonnobad

১১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:২৩

শাহরিয়ার নীল বলেছেন: পুরাই ফাটায় দিলেন.... সেইরাম হইছে

০৯ ই মে, ২০১৪ রাত ১১:২৩

শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহহা
থ্যাংকু ভাই!!!!!!!!!

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

ইমরান নিলয় বলেছেন: :D =p~ =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

শুঁটকি মাছ বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

ইমরান নিলয় বলেছেন: :D =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

মত।মত বলেছেন: পুতুপুতু প্রেম বর্তমান সমাজের প্রতিচ্ছবি। এগুলোর পরিমানই বেশী। ভাল লাগলো।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাম পোস্ট।

ধুইয়া দিসেন এক্বেবারে....।। :D

১৬| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

বিজন রয় বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.