নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

আজকাল বড্ড বেশী জাবর কাটছি :| :| :|

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

মৌ ছিল আমার আম্মুর মামাতো বোনের মেয়ে।আমার থেকে বছর দেড়েকের বড় হবে।খুব বেশী দুষ্ট প্রকৃতির মেয়ে ছিল।আমি ওকে প্রচন্ড ভয় পেতাম।কারণ ওর কথার বাইরে গেলেই ও হয় ঝগড়া করত নয়তো ধরে মাইর বসিয়ে দিত।মৌ যখনি আমাদের বাসায় বেড়াতে আসত আমার অন্তর আত্মা কেপে উঠত।কারন সে সব সম্য বাসায় যাওয়ার সময় আমার কোনো না কোনো জিনিস নিয়ে চলে যেত।

তখন আমার বয়স চার কিংবা পাচ হবে।আম্মু-আব্বু আমাকে উঠতে-বসতে নৈতিকতার শিক্ষা দেয়।আম্মুর কাছ থেকে শিখলাম যে কারো বাসায় গিয়ে কোনো কিছু ধরতে হয়না।কিন্তু মৌ আমাদের বাসায় এসে সবার আগে যে কাজটা করত তা হল ফ্রিজটা খুলে যা সামনে পেত খেয়ে ফেলত।

একদিন মৌমিতা আমাদের বাসায় এসে প্রতিদিনের মত ফ্রিজ খুলতেই আমি ওকে বললাম, “মৌ,তুমি কি জানো না যে কারো বাসায় গিয়ে কোনো কিছুতে হাত দিতে হয়না?”

সামনে তখন আমার আর মৌ-এর আম্মু বসেছিল।আম্মু আমার কথায় লজ্জা পেয়ে বলল, “আরে ও তো আমাদের ঘরের মানুষ।ও ফ্রিজ ধরলে কিছু হবে না”।

কিছুদিন পর আমাকে মৌদের বাসায় রেখে আমার আম্মু আর মৌমিতার আম্মু কই যেন গেলো।অনেক সময় পর আমার ক্ষুধা পেল।আমি ভাবলাম,মৌ যদি আমাদের ফ্রিজ ধরতে পারে তাহলে আমিও হয়ত মৌদের ফ্রিজ ধরতে পারব।সেই কথা চিন্তা করে আমি ফ্রিজ খুলে খাবার খুজতে লাগলাম।আমাকে ফ্রিজ খুলতে দেখেই মৌ রেগে গিয়ে আমাকে ধুম-ধুম করে কয়েকটা মাইর বসিয়ে দিল।

তারপর থেলে লজ্জায়-অপমানে আমি আর মৌ-দের বাসায় যেতাম না।

আজকাল এইসব ঘটনা মনে পড়লেই হাসি আসে।কিছুদিন আগে শুনলাম,মৌ-এর নাকি বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গিয়েছে।শুনে খুবই অবাক লাগল।বেশ কম বয়সেই ওর বিয়ে হয়েছে।ও এখন কেমন হয়েছে কে জানে?আগের মত দুষ্টই আছে নাকি সুগৃহিণী হয়েছে?

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

শায়মা বলেছেন: তোমার লেখাগুলো অনেক মজার আপুনি!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

শুঁটকি মাছ বলেছেন: তোমার কবিতা গুলাও কম না আপু!!!!!!!পুরাই বস কবিতা!!!!!

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

ফারহান ফারদিন বলেছেন: আপুনি শুটকি মাছ থেকে কি একটু মোটা হয়েছ ? নাকি আগের মতই আছ ?

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ভাইরে,এখনও শুটকীর লেভেলে আছি।কিন্তু অচিরেই শুটকী মাছ থেকে তিমি মাছ হয়ে যার বলে সন্দেহ করছি।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

ক্ষণিক বলেছেন: কিছু স্ম্বতি আজীবন সাথে থাকে!!! এটাও কি তেমন কোন স্ম্বতি?
পোস্টে +++

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শুঁটকি মাছ বলেছেন: তোমার কি ধারনা আমি ধোলাই খাওয়ার এই দঃসহ স্মৃতি আজীবন বয়ে বেড়াবো? :P :P :P

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

বোকামন বলেছেন: আম্মু-আব্বুর শিক্ষা দেওয়া নৈতিকতা ভুলে যাবেন না...........

লেখায় +

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

শুঁটকি মাছ বলেছেন: মাথা খারাপ?আর কখনও ভুলে যাই?একবার ভুলে গিয়ে ধোলাই খেয়েছি।আর না

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর গল্প! :) স্মৃতিচারন।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ আপু

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

শুভ্রনীল_প্রতীক বলেছেন: মো রে ধইরা দুইডা কেনু দিয়ো আমার পক্ষ থেইকা X(

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

শুঁটকি মাছ বলেছেন: তুমি নিজে গিয়া দিয়া আসো।আমার ডড় করে

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

মাক্স বলেছেন: মাঝে মাঝে এমন হয় খালি জাবর কাটতে ইচ্ছা করে :| :|

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শুঁটকি মাছ বলেছেন: আপ্নেও আমার মত জাবর কাটেন নাকি?খেয়াল করিনাই।খাড়ান আপ্নের লেখাগুলান পড়তে আছি

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাক্স বলেছেন: প্রায়ই জাবর কাটা হয়

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

শুঁটকি মাছ বলেছেন: আপনার শহরদর্শন পড়লাম।আমার ব্যাপারটাও এমন।ছোটো বেলায় মফস্বল শহর ছেড়ে এই ইট-কাঠের ঢাকায় এসে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

( ট্রোজান হর্স ) বলেছেন:
:)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

শুঁটকি মাছ বলেছেন: হাসেন কেন?

১০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

( ট্রোজান হর্স ) বলেছেন: এখন

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

শুঁটকি মাছ বলেছেন: এই তো খাটি ভদ্দরনোক।মানুষের দুক্কে দুক্কিত অয়। :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.