![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার ঈদ করতে নানাবাড়ি গেলাম।সেদিন আমি আর আমার খালাতো বোন এক সাথে খেলছিলাম।হঠাৎ কোথা থেকে সাহা নানা এসে হাজির।
সাহা নানা ছিল ঐ এলাকার পাগল সমাজের অন্যতম সেরা পাগল।পাগল বলতে যেই-সেই পাগল না।কথায় কথায় কামড় মারা টাইপ পাগল।তাকে সবাই সাহা-পাগলা বলে ডাকত।আমার আম্মু অতিরিক্ত সুশীল মহিলা বলে আমাদের শিখিয়ে দিলেন যেন আমরা সাহা পাগলা না বলে সাহা নানা বলে ডাকি।সে যাই হোক,সাহা নানাকে দেখে তো ভয়ের ঠেলায় আমি শক্ত হয়ে গিয়েছি।নড়তেও পারছিনা।ওদিকে আমার খালাতো বোন “সাহা পাগলা আসছে,আপুরে কামড়াইয়া দিলরে…” বলে পড়িমরি করে ছুটছে।আর আমি তখনও ভাবছি এখন আমার কি করনীও।আমি কি দৌড় দিব?দৌড় দিলে যদি নানাজান কামড়ে দেয়?
কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাহা নানা আমাকে জিজ্ঞাসা করলেন, “গেরামে আইছো কবে?”
আমি তো অবাক!!!সাহা নানা দেখি আমাকে চেনে।আমি কোনো মতে বললাম, “পরশু দিন আসছি।”
তারপর সাহা নানা আমার হাত ধরে টানাটানি শুরু করে দিল আর বলতে লাগল যে আমাকে সে বিয়ে করবে(আমার বয়স তখন খুব বেশি হলে সাত বছর)।আমি তখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি।কিছুক্ষণ পর আমার এক আন্টি এসে আমাকে উদ্ধার করল।তারপর অনেকদিন আমাকে সবাই “সাহা-পাগলার বউ বলে ক্ষেপাতো!!!!!
এরকম ইতিহাস আমার আরো আছে।
আমার চাচার বাসায় এক কাজের মহিলা ছিল।বয়স পঞ্চাশের মত।তার মাথায় সমস্যা আছে কিনা জানা নাই।কিন্তু আমার দৃঢ় ধারনা উনার মাথায় ছিট আছে।ঘটনা তাহলে শোনেন।
আমরা কুরবাণী ঈদের পরের দিন সবাই মিলে চাচার বাসায় গিয়েছি।বাসায় ঢোকা মাত্র সেই বুয়া গ্রেনেডের মত ঝাপিয়ে পড়ে আমাকে সালাম করতে শুরু করলেন।আমি হায়হায় করে উঠে বুয়াকে বললাম, “বুয়া করেন কি?করেন কি?সালাম করেন ক্যান?”
বুয়া আমাকে জবাব দিলেন, “চিন্তা নাই।অতো ভয় পাইয়েন না।সালামী দেয়া লাগবে না।”
আমি বুয়ারে কেমনে বুঝাই যে ব্যাপারটা সালামীর না।তার চেয়েও অবাক হয়ে খেয়াল করলাম সে আম্মু-আব্বু-দাদুকে বাদ দিয়ে কেবল আমাকে সালাম করেছে।
সেই থেকে আমি ঐ চাচার বাসায় গেলেই বুয়া আমার পা ধরে সালাম করত।শুধু তাই না।সে কাজ বাদ দিয়ে আমার সাথে সুখ-দুখের আলাপ শুরু করত।আমি পরলাম মহা জ্বালায়।উনি আমাকে কি ভাবে?পীর-দরবেশ নাতো?
যাই হোক,আমি ঐ বাসায় আর পারত পক্ষে যেতাম না।এর কিছুদিন পরের কথা।তখন ভার্সিটি এডমিশুনের জন্য কোচিং করছি।আব্বু প্রতিদিন বিকালে বাসায় ফেরার সময় আমাকে কোচিং থেকে বাসায় নিয়ে যেতেন।আব্বু গাড়ির ভিতরে বসে থাকতেন আর আব্বুর পিওন এসে গাড়ির কাছে আমাকে নিয়ে যেত।কিন্তু সমস্যা হল,আব্বুর সেই পিওন ইমাম ভাই আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকত।আমি অনেকবার তাকে এই সম্মোধন করতে নিষেধ করেছি।তারপরও সে ম্যাডামই ডাকত।সেদিন ক্লাস শেষ করে ফ্রেন্ডরা মিলে বাইরে দাঁড়িয়ে স্যারের সাথে পড়া নিয়ে কথা বলছিলাম।হঠাৎ ইমাম ভাই দূর থেকে আমাকে দেখে চিৎকার করে বলতে লাগল, “ম্যাডাম,তাড়াতাড়ি আসেন।স্যার গাড়িতে বইস্যা আছে।”
সবাই ইমাম ভাইয়ের কথা শুনে একজন আর একজনের দিক তাকিয়ে ইমাম ভাইয়ের ম্যাডামকে খুজতে লাগল।আমি কোনো কথা না বলে এমন ভাবে স্যারের কথা শুনতে লাগলাম যেন আমি ব্যাপারটা একদম খেয়াল করিনি।কিন্তু ইমাম ভাই হল দেশের অন্যতম অধৈর্য লোক।সে ম্যাডাম-ম্যাডাম বলে চিৎকার করেই চলেছে।শেষ কালে স্যার বিরক্ত হয়ে বলল, “ঐ লোক কারে ম্যাডাম বলে ডাকতেছে?”
আমি বললাম, “স্যার,উনি আমাকে ডাকতেছেন।”
স্যার তখন মুচকি হেসে বললেন, “তাইলে আপনি যান ম্যাডাম।”
সেদিন চলে আসলাম।কিন্তু আমি ঠিকই বুঝতে পারলাম পরদিন থেকে আমার কপালে দুঃখ আছে।যা ভাবলাম একদম ঠিক।আমার ফ্রেন্ডরাই শুধু না,স্বয়ং স্যার পর্যন্ত আমাকে ম্যাদাম বলে ডাকছে। :-& :-& :-&
তার বহুদিন পর ইমাম ভাইকে বহু রিকোয়েস্ট করানোর পর সে আমাকে আপু বলে ডাকা শুরু করল।কিন্তু ততদিনে ইজ্জত যা যাওয়ার চলে গেল।আমি সবার কাছে ম্যাডাম বলে পরিচিত হয়ে গেলাম।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
শুঁটকি মাছ বলেছেন: ছিঃ ছিঃ বড় ভাই এইসব কি কচ্ছেন?শরম লাগতেছে তো!!!!
২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বোকামন বলেছেন: ম্যাডাম পোস্টে গ্রেনেড পাওয়া গেছে....
পড়ে ভালোই লাগলো
ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
শুঁটকি মাছ বলেছেন: বোকা ভাই সাবধানে থাইকেন।যেকোনো সময় আপ্নের মস্তকে গ্রেনেড পইরা যাবে।
কষ্ট কইরা পড়ার জন্য ধইন্যবাদ !!!!!!!!!
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মাক্স বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
শুঁটকি মাছ বলেছেন: :-< :-< :-< :-< :-<
৪| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ
১মটায় বেশী মজা পাইসি ||
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১
শুঁটকি মাছ বলেছেন: সাহা নানা নাকি এখনও বাইচা আছে।তারে বড় দেখতে মুনচায়!!!পড়ার জন্য ধন্যবাদ!!!!!
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭
যোগী বলেছেন: আমরা কামলারা সাধারনত বসদের ছেলে মেয়েদের স্যার বা ম্যাডাম বলেই ডাকি। তাতে বসসহ পুরা ফ্যামিলি খুশি থেকে। আর জানেনিতো ম্যাডাম, বস খুশি থাকলে আমাদের পুলা-মাইয়ারা দুইডা খাইতে পায়।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
শুঁটকি মাছ বলেছেন: ভাই আসেন হাত মিলাই।আমি নিজেও একজন কামলা শ্রেনী।আসন্ন ভবিষ্যত কামলাগিরি কইরাই কাইটা যাবে।কবে যে আমলা হমু কে জানে?আমারে ম্যাডাম কইয়া পেটে ভাত জুটবো না ভাই।আমার পুলাপানও না খাউগ্যা!!!!!
৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০
লিন্কিন পার্ক বলেছেন:
সাহা পাগলার বউ !! হা হা হা হা
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
শুঁটকি মাছ বলেছেন: বহুদিন সাহা নানার কোনো খবর পাই না।
কষ্ট কইরা পড়ার জন্য ধইন্যা।
৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
ক্ষণিক বলেছেন: “সাহা পাগলা আসছে,আপুরে কামড়াইয়া দিলরে…”
নানার কামড়ানির অভ্যাস কি এখনো আছে?
+++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
শুঁটকি মাছ বলেছেন: অবশ্যই আছে।যতদিন বেচে থাকবেন ততদিন থাকবে
৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
শুভ্রনীল_প্রতীক বলেছেন: সাহা পাগলার ম্যাডাম
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
শুঁটকি মাছ বলেছেন: হুমমমম.।.।.।.।।আর আমার বসের বস!!!!!!!
৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
হাসানুর বলেছেন: শুঁটকি ম্যাডাম !
লেখা ভাল ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
শুঁটকি মাছ বলেছেন: ভাই ধন্যবাদ।কিন্তু ম্যাডাম ম্যাডাম কইয়া ডাকলে কিন্তু আমিও আপ্নাগোরে আউলা-ঝাউলা নামে ডাকুম।
১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
মাহমুদুল হাসান অনিক বলেছেন: বড়রা অতিরিক্ত স্নেহ বা আদর থেকে এমন সব করে না মানুষের সামনে লজ্জা পেতে হয় মায়ের কথাই ভাবেন যখন আপনি না খেয়ে কলেজ বা ভার্সিটি যান দেখবেন অনেকের সামনে খাবার মুখে দেয় আবার অনেক সময় ক্লাসের টাইমে ক্লাসের বাইরেও নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
শুঁটকি মাছ বলেছেন: সবচেয়ে হাসি আসে যখন দেখি আমাদের ইয়া মোটা কোনো ক্লাসমেটকে তার মা বাবু-বাবু বলে ডাকে!!!!!
১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
যোগী বলেছেন: আপনাকে টিটকিরি করিনি, বিলিভ মি
কেন যেন আমি সহনশীল না। যদি আপনাকে আমার জীবনটা বোঝাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন।
যাক সে কথা, আজকাল কি যে হইছে, খেয়াল করে দেখেছেন কিনা, নাটক সিনেমাতে পর্যন্ত সব সময় উচু শ্রেনীর কোন দের দেখানো হয়। কেও বোধহয় সমাজে নিচু শ্রেনীর লোকদের দেখতে চায় না।
খুব কষ্ট লাগে।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
শুঁটকি মাছ বলেছেন: ভাই আপনাকে একটা কথা বলি।নাটক সিনেমায় কেন উচু শ্রেণী দেখানো হয় জানেন?কারন আমরা ওটা দেখতেই ভালবাসি।নাটক সিনেমা যারা বানায় তারা বানানোর আগে চিন্তা করে পাবলিক আসলে কি খাইতে চায়।পাব্লিকের কাছে নাটক সিনেমা মানে এক প্রকার ফ্যান্টাসি।আমরা ফ্যান্টাসির জগতটাকে কখনও সাদা কালো বানাতে পারিনা।বরং রঙ্গিন বানিয়ে রাখতেই ভালবাসি।একারনে যারা নাটক সিনেমা বানায় তারাও ঐ দিকটা খেয়াল রাখে।
আপনাকে আমি কষ্ট দিচ্ছি না।আপ্নি নিজেকে গরীব ভাবতে পারেন তাতে সমস্যা নেই।কিন্তু দয়া করে ছোটলোক ভাববেন না।
আপনি নিশ্চয়ই গরির আর ছোটলোকের ভিতরকার পার্থক্যটা জানেন
১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
যোগী বলেছেন: আমি জানি দুনিয়াতে মানুষ দুই প্রকারের এক ধনী আর এক গরিব। আপনি যতই বলেন আর অন্য কিছু চিনিনা।
আমার এক বন্ধু কয় "আরে ব্যাটা গাধা তুই কিছুই জানিসনা, দুনিয়াতে মানুষ শুধু এক প্রকারের সেটা হল ধনী মানুষ।"
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
শুঁটকি মাছ বলেছেন: কথা আপনার বন্ধু ভুল বলে নাই।
আসলেই মানুষ শুধু এক প্রকার।তারা হইল ধণী মানুষ।আর বাকিরা সব হল মহা মানব।
বিঃদ্রঃদারিদ্র তো আমাদের আর কিছু বানাতে পারুক আর না পারুক ,মহান বানিয়েছে।নাকি?
১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
যোগী বলেছেন: এই বার গরিবরে আপনি খোচাখুচি শুরু করলেন
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
শুঁটকি মাছ বলেছেন: আমিও তো গরীব।তাই নিজেকে খোচাতে খারাপ লাগে না
১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
যোগী বলেছেন: রিয়েলি??
আমি গরিব এটা রিয়েল লাইফে কখনোই প্রকাশ করিনা। কারন প্রকাশ করলেই আমি পিছিয়ে যাবো। আমি কখনোই গরিব থাকতে চাইনা।
সেই জন্যে আমি যতটা গরিব ততোটাই ধ্রুত বা অসৎ
১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪
ক্ষণিক বলেছেন: @যোগী: যতদূর দেখলাম আপনি বিভিন্ন পরস্পরবিরোধী বক্তৃতা দিচ্ছেন। আপনি নিজেকে গরীব দাবি করছেন ঠিকিই কিন্তু আপনি আপনার কমেন্টে গরীবদেরই অবমাননা করছেন। গরীবরা শুধুমাত্র বড়লোকদের সাথে টার্গেট কোরে বন্ধুত্ব করে, গরীবরা নিজেদের পরিচয় গোপন করে বেড়ায়, গরীবরা ধূর্ত, অসৎ এবং গরীবরা অসহিস্নু, আপনার এইসব দাবী আমি মানতে পারছি না। আপনি গরীব কি না ধনী অথবা আমরা গরীব কি না ধনী এ প্রসঙ্গ বাদ দেই। এ কথা পরিষ্কার যে ধনীর ছেলে-মেয়েদের সামুর মত সাইটে পদধূলি পড়ে না। আপনি বরং নিজে গরীবদের একপেশে কটুক্তি করা থেকে বিরত থাকুন। মানুষ শুধু মাত্র অর্থের দিকদিয়েই গরীব হয়না, অনেকে মনের দিকদিয়েও গরীব হয় এবং তারা স্বভাবতই অন্যকে কটুক্তি করে মনতুষ্টি অর্জন করে থাকে।
১৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
যোগী বলেছেন: বোন, এই আওলা-ঝাওলা যোগীর কথায় মাইন্ড কইরেন না, প্লিজ।
বিলিভ মি, আমি আপনাকে হার্ট করার জন্য কমেন্টগুলা করিনি। আমি শুধু আমার নিজের কিছু ধ্যান ধারনা আপনার পোষ্টে প্রকাশ করেছি। আর সেটা প্রকাশ করার জন্য আপনার পোষ্টকে বেছে নেওয়াটা বোধহয় ঠিক হয়নি।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
শুঁটকি মাছ বলেছেন: বাদ দেন ভাই!!!!!!!!গরীবের দেশে কে গরীব বে ধনী তার খোজ কে রাখে?
১৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমেৎকার ম্যাদাম!!! চমেৎকার!!!!
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
শুঁটকি মাছ বলেছেন: ধইন্যা মূর্খভাই
১৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
লেখক বলেছেন: ছিঃ ছিঃ বড় ভাই এইসব কি কচ্ছেন?শরম লাগতেছে তো!!!! :!> :#> :!>
লজ্জা পাইলে হবে? করনীয়র পথে ধাবিত হওয়াই তো চূড়ান্ত!
তাই ঠিকানা!!!!!!!
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
শুঁটকি মাছ বলেছেন:
১৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আপনার পায়ের কিছু ধুলা কুরিয়ার করে বুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্ট এ পাঠিয়ে দেন। পোলাপানরে দিব।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
শুঁটকি মাছ বলেছেন: পাঠিয়েছি।বাট বড়রা পায়ের ধুলা নেবে ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে।যাই হোকে,এত করে বললেন তাই না পাঠিয়ে আর পারলাম না!!!!!
২০| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
রবি কিরণ বলেছেন: ম্যাডাম বলব না সাহা পাগলার বউ বলব বুঝতেছিনা। পোস্ট ভাল হয়েছে।
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
শুঁটকি মাছ বলেছেন: মা-শেফা বলেন ।
২১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭
লিন্কিন পার্ক বলেছেন:
শুভজন্মদিন
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
শুঁটকি মাছ বলেছেন: dhoinnobad!!!!!!gift koi?
২২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
লুছিফার বলেছেন: হিহিহি...... ম্যাঢাম
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
শুঁটকি মাছ বলেছেন: চিন্তা করছি,আমলাগো মাইয়া পোলার দামারক নিয়া একটা লেখা লিখুম!!!!!!!!
২৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩
লুছিফার বলেছেন: কিবোর্ড যতদিন সচল আছে লেখেন... কেউ তো মানা করে নাই ।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
শুঁটকি মাছ বলেছেন: উখি!!!!!
২৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩
আমি কবি নই বলেছেন: ম্যাঠাম, আফনারে ছালাম করবার চাই, সালামী আবশ্যক
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
শুঁটকি মাছ বলেছেন: সালামী!!!!!!!!!!!!!!!
এইটা আবার কি জিনিস?
২৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭
কাজী মামুনহোসেন বলেছেন:
উল্লেখ্য, পোস্ট পড়ি নাই, মন্তব্য দেউখা হাসতাছি......
২৬| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ম্যাডাম ভালো আছেন?????
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৯
শুঁটকি মাছ বলেছেন:
২৭| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩
দোলাভাই বলেছেন:
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫
শুঁটকি মাছ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ম্যাডাম, আপনার ঠিকানা টা দ্যান না, কদমবুছি কইরা দোজাহানের কামিয়াবি হাসিল করি??
প্লীজ লাগে কিন্তুক!!!!