![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন ধরেই খুব ভোরে উঠে ভার্সিটির বাস ধরতে হচ্ছে।সকাল বেলা ঘুম থেকে উঠে দৌড় দেই বলে কেমন ঘুম-ঘুম একটা ভাব থাকে।বেশীর ভাগ ছেলেমেয়েই চুপ করে বসে থাকে।কেউ হয়তো গান শোনে,কেউ পড়ে আবার কেউ কেউ হালকা গল্প-গুজবও করে।তবে অন্য সময় বাসে যত চ্যাচামেচি হয়,এই সময়টায় থাকে না।
সেদিন ভার্সিটি বাসে বসে ঝিমাচ্ছিলাম।এমন সময় এক আপুকে দেখি সমান তালে কথা বলে যাচ্ছে।ভাবলাম একটু পরে হয়তো থেমে যাবে।কিন্তু কিসের কি?থামেই না।আমারো শালার কপালটা এমন খারাপ না!!!!!বসছি একদম প্যাচাইল্যা আপুর পরের সিটেই।
যাই হোক,চুপচাপ বসে বসে আবার ঝিমানি মারার চেষ্টা চালাচ্ছি।কিন্তু ক্যাচকেইচ্যা পাখির জ্বালায় ঘুমানোর সাধ্য কার আছে।তাই বসে বসে আপু তার বান্ধবীর সাথে কি গল্প করে শুনতে লাগলাম।
উনার গল্পের বেশির ভাগই হল,উনি কোন জায়গায় কি চালাকি করেছে,কাকে কিভাবে বাঁশ মেরেছে,কি কি কৃতীত্ব উনার আছে,ওনার বাপের বড়লোকি ইত্যাদি ইত্যাদি।
আমি যে এইসব গল্প শুনলেই একদম বিরক্ত হই ,তা কিন্তু না।মানুষের চাপাবাজি হজম করার অসীম ধৈর্য আমার আছে।তারপরও আপুর কথায় আমার হাস-ফাস লাগা শুরু হয়ে গেল।আমি আপুর বান্ধবির দিকে তাকালাম।সেও খুব বিরক্ত চেহারা নিয়ে বসে আছে।একটু আগে ঐ বেচারি হু-হা করছিল।এখন ওটাও বন্ধ হয়ে গেছে।
এদিকে প্যাচাইল্যা আপুর থামাথামির কোনো লক্ষন নাই।বরং গলার স্বর আরো উচুতে উঠে গেছে।আমি আসে-পাশে তাকিয়ে দেখি,সবাই উনার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকাচ্ছে।এভাবে পুরো এক ঘন্টা আমরা সবাই বসে বসে তার প্যাচাল সহ্য করলাম।
সারাদিন ক্লাস করে বিকাল বেলা বাসে উঠে দেখি প্যাচাইল্যা রানী আবারো আমার কয়েক সিট পরে বসে আছে।আমি আমার বান্ধবী অর্পিতাকে সকাল বেলার কাহিনী বললাম।কাহিনী শুনে অর্পিতা বলল,ও নাকি গত এক বছর ধরে বাসে উঠলেই এই প্যাচাইল্যা রানীকে প্যাচাল পাড়তে দেখে।
আমি খেয়াল করে দেখলাম,প্যাচাইল্যা আপুর কথা কেউই খুব একটা মনোযোগ দিয়ে শুনছে না।প্যাচাইল্যা আপু তাতে তেমন অপমানিতোও না।আমি প্যাচাইল্যা আপুর জন্য একটু দুঃখ বোধ করলাম।তারচেয়েও বেশী দঃখিত হলাম তাদের জন্য,যাদেরকে এই প্যাচাইল্যা রানীর কথা সইতে হচ্ছে।
আমার কথা হল,একটা নির্দিষ্ট বয়সের পর আর কারো বেশী কথা সহ্য করতে ভালো লাগে না।একটা পাচ বছরের শিশু যদি ফোকলা দাত বের করে পটর-পটর করে,সেটা শুনতে খারাপ লাগে না।একটা দশ বছরের শিশু যদি বানিয়ে বানিয়ে তার স্বপ্নপুরী জয় করার গল্প শোনায় সেটাও বেশ ভালো লাগে।একটা দুই বছরের শিশু যদি আধো আধো করে কথা বলে,তাহলে সেটা অনন্ত কাল ধরেও শুনতে ভাল লাগে।কিন্তু একটা এ্যাডাল্ট মেয়ে যদি নিজের ব্যাক্তিত্ব বিসর্জন দিয়ে পট-পট করে সারা দেশের মানুষকে বিরক্ত করে তাহলে কি বলার আছে?নিজের মুল্য নিজে না জানলে রাস্তার মানুষ কিভাবে তা শিখিয়ে দেবে?
আমার ওইদিন প্যাচাইল্যা আপুকে খুব বলতে ইচ্ছা করছিল,"প্লিজ,আপু চাপাবাজি অফ করেন।রাস্তা ঘাটে এভাবে মুরগীর মত পক-পক করেন না।ভাল্লাগেনা।"
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২১
শুঁটকি মাছ বলেছেন: ধইন্যা ভাই
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
ক্ষণিক বলেছেন:
প্যাচালের তো দাম নাই! বাংলালিংক দামে আরকি............
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
শুঁটকি মাছ বলেছেন: বাংলালিংকরে ফেরেসতা ভাইবো না।অরা কলরেট কম রাখে না।তবে কলরেট প্যাচাল শোনার থেকে সহনীয়
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
মাক্স বলেছেন: এত্ত প্যাচাল!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
শুঁটকি মাছ বলেছেন:
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
পেন্সিল চোর বলেছেন: এমন বহুত আছে ।খালি কলসি বাজে বেশি আর কি!!!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
শুঁটকি মাছ বলেছেন: কথা ভুল বলেন নাই চোরা ভাই।খালি কলসিটারে বাড়ি মারতে মুঞ্চাইছিল।বাট ডরের চোটে মারিনাই।যদি আরো জোরে বাইজা উঠে।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: মাক্স বলেছেন: এত্ত প্যাচাল!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
শুঁটকি মাছ বলেছেন:
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
রূপস আমীন বলেছেন:
একটা প্রেমিক ধরায় দেন। পেচাল বন্ধ হবে। যখন ছ্যাঁক খাইব। চিরদিনের জন্য অফ যাইব। নিরবে নির্জনে নিরালায় মনে মনে কথা বলবে। প্রেমে পড়লে সব শালাই চেঞ্জ হইয়া যায়।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
শুঁটকি মাছ বলেছেন: প্রস্তাবটি মন্দ নয়।অতিশয় উত্তম প্রস্তাব
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
নাহিদ সৈকত বলেছেন: প্যাঁচাল কি বাংলালিংক দামে পাইসে ??
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
শুঁটকি মাছ বলেছেন: বাংলালিংকের কলরেটও কি কম নাকি>?
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
শান্তা273 বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: মাক্স বলেছেন: এত্ত প্যাচাল!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
শুঁটকি মাছ বলেছেন:
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
মাহবু১৫৪ বলেছেন: একদিন নিজেই বলে ফেলুন ওনাকে । তাতে যদি একটু কাজে দেয়
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
শুঁটকি মাছ বলেছেন: না ভাই,আমার ডর লাগে।প্যাচাইল্যা মানুষ ঝগড়াঝাটিও ভাল পারে।শেষে ঝগড়া শুরু করলে আমি একটা বিপদে পরুম।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: উনারে ব্লগে প্যাচাইতে পরামর্শ দিতে পারতেন।
ত্যানা প্যাচানোর জন্য ডয়েচভেলে প্রাইজ পাইয়া যাইতো
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
শুঁটকি মাছ বলেছেন: এইটা ভালা কইছেন।লোকজন সব উনার প্যাচাল শুইনা বাপ-বাপ কইরা দৌড় দিত
১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
লুছিফার বলেছেন: মাজ্ঞো মা!!!
প্যাচাইল্যা আপুর কাহিনী কইতে আপনে কম প্যাচাল পাড়েন নাই । :> :> :>
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
শুঁটকি মাছ বলেছেন: মিয়া লুসিফার,শয়তানি কম করেন।ভালা হয়া যান।ভালা হইতে পয়সা লাগে না।
১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
রুদ্র মানব বলেছেন: পুরাই প্যাচাইল্লা দেখা যায়
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
শুঁটকি মাছ বলেছেন: তা আর কইতে!!!!!
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লুছিফার বলেছেন: মাজ্ঞো মা!!!
প্যাচাইল্যা আপুর কাহিনী কইতে আপনে কম প্যাচাল পাড়েন নাই । :> :> :>
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
শুঁটকি মাছ বলেছেন: মূর্খভাই আপ্নে কবে যে শিক্ষিত হবেন?মানুষ মুর্খ না হইলে লুসিফারের সাথে তাল মিলায়>?
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
s r jony বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: একদিন নিজেই বলে ফেলুন ওনাকে । তাতে যদি একটু কাজে দেয়
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
শুঁটকি মাছ বলেছেন: লেখক বলেছেন: না ভাই,আমার ডর লাগে।প্যাচাইল্যা মানুষ ঝগড়াঝাটিও ভাল পারে।শেষে ঝগড়া শুরু করলে আমি একটা বিপদে পরুম।
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
দূর্ভাষী বলেছেন: প্যাচাল থামাতে আপনারা জোটবদ্ধ হয়ে উনার সামনে প্যাচাল শুরু করেন, দেখবেন শ্রোতা না পেয়ে এমনিতেই প্যাচাল বন্ধ করবে।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
শুঁটকি মাছ বলেছেন: ভাই আপ্নের বুদ্ধি ভালো।কিন্তু সকালে যখন যাই তখন চোক্ষে ঘুম থাকে।আর বিকালে যখন বাসায় ফিরি তখন ক্লান্ত থাকি।কথা বলারই শক্তি থাকে না।
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
লুছিফার বলেছেন: খ্রাপ হৈতে ম্যেলা সময় লাগচিলো, ভালা হৈতে ও সময় লাগবো ।
প্যাঁচাল কমান.. ভালা হৈয়া যামু
আর গন্ডমূর্খ কি মূর্খ আমি তার থেকে বেশী মূর্খ ।
তাল তো মিলাইবেই ।
তাছাড়া নাড়ির টান বলে একখান কথা আছে
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
শুঁটকি মাছ বলেছেন: ভালো হইবেন না মানে?কেনু দিলেই সব ঠিক হইয়া যাইবো।
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
আল ইফরান বলেছেন: এই কাহিনীগুলা লং রুটের বাসে (ক্ষনিকা, ঈশা খা বা আনন্দ) বেশী ঘটে।
বিশেষ করে বছর দুয়েক আগেও যখন আনন্দের রেগুলার প্যাসেঞ্জার ছিলাম, এই ধরনের সিচ্যুয়েশান হাসিমুখে মেনে নিতে হইতো। শত হইলেও একই এলাকার ভাই-ব্রাদার।
তবে এই ধরনের বিচিত্র পরিস্থিতি (আই মিন মুখরা রমণীর আত্নকেন্দ্রিক প্যাচাল ) কখনও দেখি নাই।
সিমপ্যাথি রইলো
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
শুঁটকি মাছ বলেছেন: ভাই মুখরা রমণীর আত্নকেন্দ্রিক প্যাচাল আরো ভয়াবহ।সওয়া যায় না।
সিম্পেথির জন্য ধইন্যা!!!!
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সাবাশ লুছিফার!!! একদম ঠিক্কৈছেন। এই যে দেখেন প্যাঁচাইল্লা আফার শুটকির দুকান
ছবি: আমাদের শুটকি আফা এবং উনার প্যাচাইল্লা আপু
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
শুঁটকি মাছ বলেছেন: লুসিফাররে কি কইছি চাইয়া দেখেন।বড় ভাই হইয়া যদি কেনু খান তাইলে শরমের আর শেষ থাকব না।
যাউক গা,বড় শখ আছিল একটা দুকান দিমু।দুকানডা দেয়ার জন্য ধইন্যাপাতা।এই কারনে আপ্নেরে নিস্বঃর্থ ক্ষমা।
আর ভাই,আপ্নের সাথে আমার একটু আপ্নের পিকচারের ব্যাপারে পারছোনাল কথা আছিল।
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
অন্য হিমু বলেছেন: আপনি বললেননা কেন ?
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
শুঁটকি মাছ বলেছেন: কি বলুম????????????আমি কি নিয়া গল্প করুম।আমার তো চাপার জোর কম ভাই!
২০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কুন পিকচার গো শুটকি আফা??
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
শুঁটকি মাছ বলেছেন: ঐ যে দড়ির ফটুকটা দেখলেই ক্যান জানি মনে হয়,আমার গলা এখনি ঐ দড়ির ভিতর ঢুইকা যাবে।ডড় লাগে।দিস ইজ নট এ জোক।আম ছিরিয়াছ!!!!!!!
২১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উমা কন কি???
আমার বুক ক্যান জানি ধরফর কর্তাছে
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
শুঁটকি মাছ বলেছেন:
জান্তাম,ছিরিয়াছলি নিবেন না।
২২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দাঁতের ভেটকি দুইটা দেইখ্যা ভাবতাছেন আমি ছিরিয়াসলি নেই নাই। ড্যাম শিট
রাগ কর্ছি
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
শুঁটকি মাছ বলেছেন: ঐ মিয়াভাই,আপ্নে তো দেখি স্ক্রিপ্টই বুঝেন নাই।এই অংশে তো আমার রাগ করনের কতা আসিল।আপ্নে রাগ কর্ছেন ক্যান?
২৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
লুছিফার বলেছেন: শুটকি আম্রে কেনু দিবো?!!!!!
শুটকি আমার অপছন্দের তালিকায় ১ নাম্বার খাওয়া, নাইলে চাবাইয়া খাইয়ালাইতাম
হুনেন ভাই ।
সবাই খ্রাপ হৈতে পারেনা, কথাটা খেয়াল কৈরা চিন্তা কৈরা দেইখেন
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
শুঁটকি মাছ বলেছেন: কপাল ভালা যে আপ্নের শুটকীডা অপছন্দের!!!!!!!!আর না হইলে পুরাই কলেরা হইয়া যাইতো!!!!!!!!
২৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
ফালতু বালক বলেছেন: প্লিজ,আপু চাপাবাজি অফ করেন।রাস্তা ঘাটে এভাবে মুরগীর মত পক-পক করেন না।ভাল্লাগেনা।"
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
শুঁটকি মাছ বলেছেন:
২৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
লুছিফার বলেছেন: @গন্ডমূর্খ
ভাই । শুটকি আফা খুব খ্রাপ আম্রে উনি ভালা বানাইতে চায়
আপনে উনারে কিসু কন....
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
শুঁটকি মাছ বলেছেন: ঐ মিয়া,আপ্নে নিজে তো খারাপ,আবার আমার মূর্খ ভাইটারেও আপ্নের জইন্য দালালি কর্তে কইতেছেন।কত্ত খারাপ,বাব্বা!!!!!!!!! :-& :-& :-& :-& :-&
২৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @ লুছিফার , আন্নে বুজেন না ক্যান খারাপ কিছু থেকেই ভালো কিছুর সূচনা। টেনচন লইয়েন না সব ঠিক হইয়া যাইব।
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
শুঁটকি মাছ বলেছেন:
২৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
কামরুল হাসান শািহ বলেছেন: আমার তো ধারণা জগতে বেশীর ভাগ মাইয়া মানুষই প্যাচাইল্যা
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
শুঁটকি মাছ বলেছেন: ভাই।পোলারা প্যাচাইল্যা নাকি মাইয়ারা প্যাচাইল্যা সেই ভোদাই-মারকা গবেষণা আসলে এই খানে করিনাই।তবে ওই ধারণা পোষন করলে ভুল করতেছেন।
২৮| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
অ্যামাটার বলেছেন: কী এমুন প্যাচাল শুনতে মঞ্চায়
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
শুঁটকি মাছ বলেছেন: এত্তো শখ!!!!!!!!!!!!!!!!
২৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
লুছিফার বলেছেন: //লেখক বলেছেনঃ ঐ মিয়া,আপ্নে নিজে তো খারাপ, আবার আমার মূর্খ ভাইটারেও আপ্নের জইন্য দালালি কর্তে কইতেছেন।
কত্ত খারাপ,বাব্বা!!!!!!!!!//
.
ছুডু ভাই বড় ভাইয়ের হয়ে দালালী করবো নাতো কার হৈয়া করবো? হুঁ?
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
শুঁটকি মাছ বলেছেন: লুসিফার মুরখো ভাইয়ের দেয়া ফটুকখান দেখেন।আমার ঘুষি খাইয়া আপ্নের দাত পইরা গেছে!!!!!!!!!!!!
৩০| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায় হায় পড়লাম নি মহাবিপদে!!!! দুইডাই অখন ঝামেলা কইরা আমারে ডাকে।
ঐ তোমরা ঝগড়া থামাও। আইজ থেইক্কা আমরা দুই ভাই এক ভইন, উখে। এই লও আমাগো পিচ্চি আমলের একখান ফডু,
বাঁ থেকে এক দাঁত নাইওয়ালা লুছিফার, শুটকি আফা তারপরে মহান জনৈক গণ্ডমূর্খ
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
শুঁটকি মাছ বলেছেন: ওয়াউ!!!!!!!আমিতো ছুডোকালে মেলা সোন্দর আছিলাম।বাট চুল সাদা হইল কেম্নে!!!!!!!!!!
যাউগা,দেখছনি বড় ভাই,ছোডকালেই আমি ঘুষি মাইরা লুসির দাত ফালায়া দিছিলাম!!!!!
৩১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
লিন্কিন পার্ক বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
শুঁটকি মাছ বলেছেন:
৩২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা হা। আমি জানতাম আপ্নে লুছিফার ভাইরে ঐ কথাটাই কৈবেন।
লুছিফার ভাই কাইন্দো না, তুমার ত অখন দাঁত উইঠ্যা গেছে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০
শুঁটকি মাছ বলেছেন: কি কন ?আমি ঐ দিন দেখলাম যে লুসির সাম্নের দাত নাই!!!!!!!!!
৩৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কৈতে ত ভুইল্যা গেছিলাম আমার চুল দেখি মেন্দি করা!!!
ক্যামতে কি
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
শুঁটকি মাছ বলেছেন: মিয়া আপ্নে যখন মুন্দি লাগাইছেন তখন আমার মাথায় একটু দিয়া দেলেন না ক্যান?
৩৪| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
লুছিফার বলেছেন: ঐত্তেরী...
আমার লগে দূর্নিতি হৈসে, আমার সব দাঁত ঠিক আছে ।
আমি আর খেল্মু না ।
মূর্খ ভাই।
আপনেরে আমি পরে দেইখা নিমু। হুঁহ.!
যাউকগা ।
একটা কথা কন....
শুটকি মাছ বুজি মাইয়া??????
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭
শুঁটকি মাছ বলেছেন: লুসি ভাই,তুমি কিন্তু আইজকাইল খুব বেশি চাপা মারতেছো।আমি অইদিনও দেখছি তোমার সাম্নের দাত নাই বইলা তোমার হায়রে আফসুস!আর তুমি এখন চাপা পিটাও!!ভাল!!!!
যাউক গা,লুসিফার হইছ দেইখা কি বান্দরামীতে পি-এইচ-ডি কইরালাইছো?এতক্ষন আফু আফু ডাইকাও আমি মাইয়া কিনা তুমার সন্দেহ?????
৩৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
লুছিফার বলেছেন: ধুর ।
সন্দেহ করার কুনো কারণ ই পয়দা হৈতো না যদি না মূর্খ আপনেরে আপু ডাকতো
আমি তো এতোক্ষন মূর্খ ভাইয়ের লগে তাল মিলাইসিলাম
একচুয়ালি আমি পর্থমে ভাবচিলাম আপনে বুজি পোলা ।
যাউকগা।
আপনে এখন থেকে মাইয়া
আমার আপু :-)
আর হ্যাঁ,..
আইডি নামটা ছুডু পুলাইনের মত লাগ্লে ও আমি কিন্তু ছুডু না ।
আমারে আপনি সম্বোদন করে ভাইয়া বলে সম্মান করবা ।
আমি তোমার বড় ।
মূর্খ ও আমার থেকে ছোট ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
শুঁটকি মাছ বলেছেন:
চাপা মারতেয়াছেন নাকি আসলেই বড়?আমি ভাবছিলাম,নাইন টেনার পুংটা পুলা!! আইডিয়া করছিলাম যে মুরখো ভাই বড়,আমি মাইজ্যা,আর আপ্নে ছোডো।এখন তো পজিশন চেঞ্জ হয়া গেল দেখতেয়াছি!!!!!!যাউজ্ঞা,ব্যাপারজ না।তবে কথা হইল,বড় হইছেন ভালা কথা,ভাই বইলাই ডাকুম।কিন্তুক,একবার যখন তুমি কইয়া ডাকছি আর আপ্নেতে পোস্টিং দিমু না!!!!!!
৩৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪
লুছিফার বলেছেন: হেঁহেঁহেঁ.....
আমি এটম খাইনা যে চাপাবাজি করুম ।
মনে হৈতাছে তুমি ও নাইন টেন এর পুংটি মাইয়া
আর আম্রে আপনে কৈরা কউ...........
আইচ্ছা থাক.. কউয়া লাগবো না ।
মাফ দিলাম
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
শুঁটকি মাছ বলেছেন: না ভাই!!!নাইন-টেন মেলা আগে শেষ করছি।এখন বুড়া ভাম!!!!!!
৩৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
লুছিফার বলেছেন: বুড়া?? আরে মাইয়া লিঙ্গ তো বুড়ি হওয়ার কথা । :>
মাথা পুরাই আওলাইয়া গেলো
কিসে পড়?
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
শুঁটকি মাছ বলেছেন: ঢাকার একটা পাবলিকে ইউনিভার্সিটিতে বিবিএ পড়ি বড় ভাই।
৩৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
লুছিফার বলেছেন: বাঁইচা থাকো ছোড বইন
জীবনে ম্যেলা বড় হউ ।
দোয়া রইলো ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
শুঁটকি মাছ বলেছেন: ভাই পড়া লেখা করলে মনে হয় বড় হইতে পারতাম।কিন্তু এখন মনে হয়না আর বড় হইবার পারুম।পড়া লেখা এখন কইতে পারেন বাদ দিয়া দিছি
৩৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
লুছিফার বলেছেন: ভালা কইচ্চো।
পড়া লেখা করে বোকারা।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩
শুঁটকি মাছ বলেছেন: ঠিক।আমি ভার্সিটিতে ভরতি হওয়ার আগে বোকা ছিলাম।এখন বিশাল চালাক হইছি!!!!!!!
৪০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯
লুছিফার বলেছেন: অতি চালাক বেশী ফাঁন্দে পড়ে।
সাবধান!!!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
শুঁটকি মাছ বলেছেন: উখিই!!!!!!!!!!!
৪১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটুনা কি??? আমার দুষ্টু ভাই ভইম দুইডা পড়াশুনা থুইয়া কি অকাম কর্তাছে। এ্যাই তুমাগো পড়ালেহা নাই???
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
শুঁটকি মাছ বলেছেন: আমিতো পড়াশুনা ছাইড়া দিছি ভাই।এখন খালি ভারসিটিতে আসানং-যাওয়ানং।পড়ালেখার অবস্থা ঘন্টা।সপ্তাহে চাইর দিন টিচারগো চেহারা মোবারক দেখায়ে উদ্ধার কইরা আসি।এর থেকে আর বেশি কি করুম?
৪২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
লুছিফার বলেছেন: কইলাম তো পড়া লেখা করে বোকারা
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
শুঁটকি মাছ বলেছেন: দ্যাট মিনজ ,আমাদের মধ্যে মূরখো ইজ দা বেকুব ওয়ান
৪৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
লুছিফার বলেছেন: এই আইডি আর চালান যাইবো না, পুলাপাইন আম্রে ছুডু ভাবে ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
শুঁটকি মাছ বলেছেন: আরো আইডি আছেনি????????তাইলে অই আইডী দিয়া একটা গুতা দিইয়া যাইয়েন বিগ ব্রো!
বাই দা ওয়ে,এই আইডীখান তাইলে আপ্নের পুলার জন্য থুইয়া দেন
৪৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খালি বড় ভাইয়ের মুখে মুখে তর্ক!!!
আদর দিয়া দিয়া সবডিরে মাথায় তুইল্লালছি!!!! চটকাইয়া পিডের ছাল তুইল্লালমু।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
শুঁটকি মাছ বলেছেন: উমা!!!!!বড় ভাই আসলে কেডা!!!!লুসি নাকি মুরখো????আমি তো আউলায়ে ফালাইতেছি!!!!!
৪৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
লুছিফার বলেছেন: ছাল তুইল্লে ভাবির কাছে আপনের নামে খোঁচ কমু @ গন্ডমূর্খ।
৪৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
লুছিফার বলেছেন: নয়া আইডি খুল্মু ।
পরে গুতা দিমুনে।
তয় আমি যে হেইটা সেটা বুঝলে বুঝ না বুঝলে তরমুজ ।
আমি ই বড় ।
কুনো সন্দেহ নাই ।
চোখের পানির লাহান ফক ফকা ।
৪৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
লুছিফার বলেছেন: আম্রে না জিগাইয়া আমার আইডি দিসেন ।
আমি চরম মাইন্ড খাইসি ভাই ।
এখন শুটকিরটা ও দ্যেন, নাইলে আর কথা নাই
৪৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খাইছে রে এবার ত আমিও বিপদে পইড়া গেলু। ধুর ছাই কে বড় কে ছোড এত কিছু বুঝার দরকার নাই। আমরা দুই ভাই এক ভইন। উখে!!
আমরা নিজেগোরে তুমি কইরা সম্বোধন করমু, দ্যাটস ফাইনাল।
৪৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
দি সুফি বলেছেন: এটা এক রকম মানষিক অসুস্থ্যতা। তাকে বকাবকি করে চুপ করাতে পারবেন না।
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
শুঁটকি মাছ বলেছেন: তাই নাকি???????????জানতাম নাতো!!!!!
৫০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
লুছিফার বলেছেন: জ্বি না।
শুটকির আইডি না দিয়া পার পাবেন না, আর আমার আইডি লিংক ওয়ালা কমেন্ট রিমুভ কর্তে কন @গন্ডমূর্খ।
৫১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাই তুমারে ফেবুতে গুতাইছিলাম। পাই নাইক্কা নাইলে অনুমতি নিতাম। শুটকির ফেবু লিংক আমার কাছে নাই। আর সেটা বড় কোন ব্যাপারও না।
মাইন্ড ইট, আমাদের তিনজনকেই বলছি@ এটা কিন্তু ওপেন প্লেইস। সো আমরা খুব সর্তকতার সাথে মজা করবো।
৫২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
লুছিফার বলেছেন: উকে।
তয় আমার আইডি না দিলে ও চলতো ।
যাউকগা ।
ঐ কমেন্টটা রিমুভ করলেই আমার আর কুনো আপত্তি নাইক্কা ।
৫৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
লুছিফার বলেছেন: আর একটা মিছা কতা কইসেন।
ফেবুতে আম্রে গুতা দ্যেন নাই @গন্ড
৫৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আইচ্চা ঠিকাছে। আমি শুটকির কাছে অনুরোধ করলাম ৪৬ নাম্বার কমেন্ট যেন মুছে দেয়।
আর একটা কথা এটা কিন্তু এ পোস্টের জন্য আমার লাস্ট কমেন্ট। একটা পোস্টে একজনের বেশি বেশি কমেন্ট খারাপ দেখায়। এতে লেখকের পোস্টের মান অনেক হালকা হয়ে যায়।
কিন্তু আমরা মজা করবো। আমাদের সামনের অন্য পোস্ট গুলোতে। উখে ব্রো, রাগ করোনা।
শুটকি আমিও বিদায় লইলাম। পরে আবার কথা হবে। প্রত্যেকটা কমেন্টের চমৎকার রিপ্লাই আশা করছি। আমি এসে দেখে যাব।
টা টা বাই বাই ছুডু ভাই-ভইনদ্বয়।
৫৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
লুছিফার বলেছেন: গুড নাইট ।
আমি ও যাইগা ।
হুদাই প্যাচাল ।
৫৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন:
আননোন নম্বর দিয়া তারে একটা মেসেজ দেন ।
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
শুঁটকি মাছ বলেছেন: তামশা দেখ!!!!!!!!!!!!
৫৭| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩
মিষ্টি মেয়ে বলেছেন: শুঁটকি মাছ খাই না ইয়াক..!!
তবে প্রফাইল পিক্চারটা কিউট!
আমার সোনামনি
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
শুঁটকি মাছ বলেছেন: মিষ্টি বোন আমার।এককালে আমারো একটা সোনামনি ছিল।তার করুন কাহিনী নাহয় আর একদিন বলি।
৫৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
ক্ষণিক বলেছেন: @লুসিফার, গন্ডমূর্খ: ভাই শুঁটকির তো কোনু ফেবু একাউন্ট নাই,
এককালে একটা ছিলো তাও ব্লক হয়া আছে
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
শুঁটকি মাছ বলেছেন:
৫৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ক্ষনিক ভাই আপনে একটু বেশি বুঝলেন
৬০| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
লুছিফার বলেছেন: শুধু বেশী না, ভুল ও বুঝছে ।
৬১| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
শুঁটকি মাছ বলেছেন: বড় ভাই এন্ড ছুটো ভাই,আমার নেট প্যাকেজ শেষ হইয়া গেছে বইলা তোমরা আমারে বাদ দিয়াই সব আলাপ করলা।
বাই দা ওয়ে তোমাগো লগে কথা কইয়া কিন্তু মজা পাইছি।মাঝখান দিয়া লুসি ভাইয়ের বান্দরামি ওপেন হইয়া গেল।
বাই দা ওয়ে,ক্ষনিক কিন্তু ভুল কয়নাই।শুটকী বহু আগে ফেবুর মায়া ত্যাগ কইরা বাস্তব জগতে পারি দিছে!!!!!!!!!!
৬২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬
লুছিফার বলেছেন: গন্ডমূর্খের বোকামী ও ওপেন হইসে ।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
শুঁটকি মাছ বলেছেন: বড় ভাইগুলান বোকাই থাকে।তার উপর সে তো নিজেই লিখছে বোকা আর বোবার কোন শত্রু নাই।তাছাড়া আমি নিজেও আবার বড় ভাইর মতই বেকুব কিসিমের
৬৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
লুছিফার বলেছেন: ওত্তেরী... ।
দুই বোকার নিচে পৈড়া আমি ও বোকা হৈ যামু মুনে লয়
অসুবিধা নাই ।
দুইটারেই সেয়ানা বানাইলামু
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
শুঁটকি মাছ বলেছেন: :!> :#> :!>
৬৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: কথা তো চালাইতে হইব, চাপাবাজী না কইরা উপায় কি বলেন। লাইফে আর কথ ঘটনাই ঘটে যে একটানা বলা যাবে!!
যাইহোক, মিষ্টি মেয়ের মত আমিও বলি আপনার প্রোপিকটা সুন্দর নিচের ছবিটা আপনাকে ডেডিকেট করলাম।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ব্যাং ভাই!!!!!!আমার আবার বিলাই খুব পছন্দ!!!!!!!!!
৬৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু কি যে বিরক্তি কর এই প্যাঁচাল , ভুক্তভোগী বলেই জানি ।
আমাদের বাসে এমন কয়েকজন আপু ছিল , আমি আর আমার ফ্রেন্ড তাদের বলতাম বকবকানি আপু ।
উনারা যেদিন বাসে যেত সেদিন দূরে বসার ট্রাই করতাম , দরকার হলে দাড়িয়ে যেতাম , তবুও ধারেকাছে বসতাম না । এত্ত কথা বলতে পারে মাথা ধরিয়ে দেয়। একটু আস্তে কথা বললেই কিন্তু হয় ।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
শুঁটকি মাছ বলেছেন: আস্তে কথা বললে কেমনে হবে বল আপু?উনাদের বড়লোকির গপ্প সবাইর কানে পৌছায়ে দিতে হবেনা???????
৬৬| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
মিষ্টি মেয়ে বলেছেন: আপনার সোনামনির কি হয়েছে? ভালো আছেতো?
আপনার সোনামনি তো দারুন বুদ্ধিমান! @কুনোব্যাঙ
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
শুঁটকি মাছ বলেছেন: সেই গল্প নিয়ে একটা ব্লগ লেখার ইচ্ছা আছে।তখন বলবনে।তোমার সোনামনিটাকে আমার ভালোবাসা দিও
৬৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কয়েকদিন আই নাইক্কা। তাই বইল্লা আমার মানইজ্জত লয়া এভাবে ছিনিমিনি??
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
শুঁটকি মাছ বলেছেন: সাধারণ মানিজ্জত ব্যবহার করলে তো এভাইবেই ছিনিমিনি খেলা হবে।এই নাও,এখন থেকে ফেয়ার এন্ড লাভলীর মানিজ্জত ব্যবহার কর।দেখবা,মানিজ্জত পুরা চান্দে লাহাল গেলেছ মারতেছে।
৬৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
লুছিফার বলেছেন: মাইরালাইছেরেএএএ.....।
শুটকি গন্ডমূর্খ ভাইরে মাইয়াগো ক্রিম দিয়া মাইরালাইছে...
তেব্র প্রেতিবাদ জানাই
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
হৃদয় জিনিয়াস বলেছেন: Like a boss.
+++