![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই আকাশ নামের নীরিহ ছেলেটার কথা মনে আছে তো?চিনলেন না?আরে ওই যে সেই ছেলেটা যার চেহারায় একটা ভালোমানুষি ভাব গ্লেইস মারলেও সে সানি লিওনের ছবি দেখতে ভালবাসত আর যে তার সরল হৃদয়টা একটা ফাজিল মেয়ের হাতে সপে দিতে চেয়েছিল!আজো আবার সেই আকাশের কথাই বলতে এসেছি।এবার আর সে কোনো ফাজিল টাইপ ক্লাসমেটের প্রেমে পড়েনি।এবার তার ভাল লেগেছিল,জুনিয়র এক মেয়েকে!বলা বাহুল্য ,এই মেয়েটাও মন্দ না!
জুনিয়র মেয়েটাকে ফ্যাকাল্টির সামনে প্রথম দিন দেখেই আকাশের কলিজাটা কেমন মোচড় দিয়ে ওঠে।আকাশ বুঝতে পারে সে আবার ক্রাশ খেয়েছে।খবর নিয়ে জানতে পারল মেয়েটা একাউন্টিং-এ ভরতি হয়েছে।মেয়েটার নাম তুলতুল।এর আগে আকাশ যে ফাজিল মেয়েটার প্রেমে পরেছিল সেও একাউন্টিং-এ পড়ত।এই তুলতুলও একাউন্টিং-এ পড়ে।আশ্চর্য আর কেবল একাউন্টিং-এর মেয়েদেরই ভাল লাগে কেন?
সে যাই হোক,আকাশ সেইদিন বাসায় ফিরেই ফেসবুক ওপেন করে তুলতুল লিখে খোজ দা সার্চ শুরু করে দিল।খুব একটা কষ্ট করার আগেই সে তুলতুলকে পেয়ে গেল।আর লাগে কি!!!!পাঠিয়ে দিল ফেন্ড রিকোয়েস্ট।তারপর সারাদিন একটু একটু পর পর সে ফেসবুক ওপেন করে দেখে তুলতুল ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করল কিনা।দুদিন পর এক ঝলমলে বসন্তের বিকালে তুলতুল আকাশের রিকোয়েস্টে সারা দিল।
আর যায় কই?আকাশ এখন সারাদিন তুলতুলের জন্য ফেসবুকে বসে থাকে।তুলতুলকে অনলাইনে দেখা মাত্র হাই-হ্যালো দেয়!তুলতুলও বিনয় দেখিয়ে উত্তর দেয়।কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে আকাশ নীরিহ ছেলে।সে মেয়ে পটাতে পারদর্শী না।তাই সে তুলতুলের সাথেও তেমন গল্প জমাতে পারেনা।হাই হ্যালোর পর আর কি বলবে তাও খুজে পায়না।তাই প্রতিদিন একটা কথাই জিজ্ঞাসা করে, “কালকে তোমার ক্লাস কখন?”তুলতুল তার ক্লাস কখন তা আকাশকে জালায়।তারপর আবার আকাশ বাকহারা হয়ে যায়।আর তুলতুলও আকাশ ভাইয়ের উপর বিরক্ত।এই ব্যাটা প্রতিদিন ক্লাস আওয়ার জানতে চায় কেন?এই লোকের উদ্দেশ্য কি?এই লোক কি তার প্রেমে পড়ল নাকি?যদি প্রেমে পড়েই যায় তাহলে একে এড়িয়ে যাওয়ার কৌশলও তুলতুল ভালোই জানে।
সে যাকগে,আকাশ কিছুতেই বুঝতে পারেনা,কি ভাবে সে তুলতুলকে পটাবে।হঠাৎ আকাশের মনে পরল সেই ফাজিল মেয়েটার কথা,ফাজিল মেয়েটা তো আবার তুলতুলের ডিপার্টমেন্টের সিনিয়র।সে কি আকাশের জন্য একটু ফেভার করতে পারেনা?যদিও আকাশ এই ফাজিল মেয়েটার কাছে একবার বাশ খেয়েছিল,তারপরও মেয়েটার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই ফাজিল মেয়েটা আকাশকে ফিরিয়ে দেবেনা।তাই আকাশ্ লজ্জা শরল ভুলে আবার ফাজিল মেয়েটাকে ফেসবুকে নক করল।
আকাশঃকিরে সুন্দরী কেমন আছিস?
ফাজিল মেয়েঃ ভাল।তোর খবর কি?
আকাশঃমোটামুটি।কালকে তোর ক্লাস কখন?
ফাজিল মেয়েঃওই ছ্যামড়া,এই কোশ্চেন ছাড়া আর কোনো কথা থাকলে বল।
আকাশঃদোস্ত,আমি বিপদে পরছিরে!আমারে বাচা।
ফাজিল মেয়েঃক্যান কি হইছে?
আকাশঃতোদের ডিপার্টমেন্টে তুলতুল নামে একটা মেয়ে আসছে,ওরে চিনিস?
ফাজিল মেয়েঃহুম চিনি।সে তোরে কি করছে?
আকাশঃধুর ছাগলী,ও আবার আমার কি করবে?আমার তুলতুলরে খুব পছন্দ হইছে দোস্ত।
ফাজিল মেয়েঃএইটা তো নতুন কিছু না।এখন কি করতে হবে বল।
আকাশঃদোস্ত তুই যেমনে পারোছ,আমারে একটু হেল্প কর।আমি ওর সাথে প্রেম করতে চাই।
ফাজিল মেয়েঃতো প্রেম করতে মানা করছে কে?করবি!
আকাশঃআরে গাধী,বুঝিস না ক্যান,আমি ওরে কেমনে বুঝাবো যে ওরে আমি লাইক করি?
ফাজিল মেয়েঃএক কাজ কর।মেয়েটার সাথে ফেসবুকে কথা বলতে থাক।কিছুদিন কথা বলার পর মেয়েটারেও তুই বুঝতে পারবি আর তখন টাইম মত আইলাভিউ কইয়া দিস।
আকশঃবাট দোস্ত,ও তো গত পরশু ফেসবুক ডিএক্টিভেট করে দিছে।এখন আমার কি হবে?
ফাজিল মেয়েঃতাইলে আর কি করা?দেখি কি করা যায়।
আকাশঃথ্যাকস দোস্ত।আমি জানতাম তোর কাছে বললে তুই কিছু একটা করবি।
এই কথা বলে আকাশ অফলাইন হয়ে গেল।আর ফাজিল মেয়েটা তার ফ্রেন্ডেদের সাথে চ্যাট করতে লাগল।একটু পর মেয়েটা দেখল,তুলতুল ফেসবুকে একটিভ।সে একটু পর পর তার নতুন নতুন ছবি আপলোড মারছে।ফাজিল মেয়েটাতো পুরাই অবাক।একটু আগে না আকাশ বলল যে তুলতুল ফেসবুক ডিএক্টিভেট করেছে।তাহলে এইটা কি?তার মানে কি?মেয়েটা তাড়াতাড়ি আকাশকে তুলতুলের প্রোফাইল লিংক দিয়ে ম্যসেজ করল, “ঐ পোলা,তুই না আমারে কইলি,তুলতুল ফেসবুক ডিএক্টিভেট করছে।তাইলে এইটা কি?”
একটু পর আকাশ মেয়েটার ম্যাসেজের রিপ্লাই দিল, “দোস্ত আমিতো লিঙ্কটা ওপেন করতে পারতেছিনা।তার মানে কি?এসব কি হচ্ছে?”
ফাজিল মেয়েঃতুই এখোনো বুঝোস নাই যে ঐ মাইয়া তোরে ব্লক মারছে?
আকাশঃক্যান ব্লক মারবে?আমার অপরাধ কি?
ফাজিল মেয়েঃআমি কেমনে কমু?তুই লাস্ট দিন ওরে কি কইছিলি?
আকাশঃইয়ে ,সেরকম কিছুনা।জাস্ট ওর মোবাইল নাম্বারটা চাইছিলাম।এই জন্যই কি ব্লক মাইরা দিল|?
আকাশের তামশা দেখে ফাজিল মেয়ে হাসবে নাকি কাদবে বুঝতে পারলনা।মেয়েটার ভয়াবহ হাসি আসছে।কিন্তু ফ্রেন্ডের এমন দুঃখে হাসাহাসি করাটা কেমন অমানবিক।
ফাজিল মেয়েটা হাসি থামিয়ে আকাশকে স্বান্তনা দিতে শুরু করল।আকাশ প্রথমে একটু হা-হুতাশ করে আবার স্বাভাবিক হয়ে গেল।তারপর ফাজিল মেয়েটাকে জিজ্ঞাসা করল, “দোস্ত আমার এখন কি হবে?আমি কি করব?কেন আমার সাথেই এমন হয়?
আকাশের এই আবাল-মারকা প্রশ্ন শুনে মেয়েটার আবার হাসি আসে।এবার আর সে হাসি থামাতে পারেনা।হাসতে অফলাইনে চলে আসে।আর বেচারা আকাশ একা একা অনলাইনে বসে নতুন কোনো জুনিয়রের জন্য অপেক্ষা করে!!!
নীরিহ আকাশের দূ্র্দান্ত প্রথম ছ্যাকা মারা কাহিনী জানতে চলে যান নিচের লিঙ্কে
Click This Link
(সকল চরিত্রই কাল্পনিক।বাস্তবের সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।)
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
শুঁটকি মাছ বলেছেন: ও আল্লাহ!!!!!ছিড়িয়াছলি নিজেকে খুজে পাইছেন???আকাশের মত বেকুবি তাইলে আরো অনেকেই করে!!!!!!
২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
মাক্স বলেছেন: কাহিনী ভাল্লাগসে!
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!!!!
৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭
শুঁটকি মাছ বলেছেন:
৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বুজলাম না একাউন্টিং এর মেয়েরা কি খুব চাল্লু হয়??
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
শুঁটকি মাছ বলেছেন: না ভাই তেমন চাল্লু হয়না।তবে বেশ রস-কষহীন হয়।খটখটা টপিক পড়তে পড়তে পুরাই একটা বৃক্ষ হয়ে যায়!!!!!
৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১
মাক্স বলেছেন: জি একাউন্টের মেয়েরা মারাত্মক চাল্লু হয় @আজ আমি কোথাও.....
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
শুঁটকি মাছ বলেছেন: আপ্নে কেমনে জানলেন ভাইয়া?আমি তো রহস্যের গন্ধ পাইতেছি।ঝাইড়া কাশেন।
৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেচারা আকাশ একা একা অনলাইনে বসে নতুন কোনো জুনিয়রের জন্য অপেক্ষা করে!!!
যে অপেক্ষার শেষ নেই
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহাহ..।ভাল বলছেন।আকশের জীবনে বোধহয় আর পেরেম করা হপে না!!!!!!
৭| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজা পাইসি
দোস্ত আমার এখন কি হবে?আমি কি করব?কেন আমার সাথেই এমন হয়? এইটুক পড়ে পুরান কথা মনে পড়সে। এক বন্ধু ছ্যাকা খেয়ে বলসিলো, দোস্ত আমি কি খুব খারাপ ছেলে? আমার সাথেই কেন এমন হয়? এ লাইন ২টা নিয়ে ব্যাটাকে অনেক জ্বালাইসি।
তুলতুল নামে আমার এক ভেরী গুড ফ্রেন্ড আসে ||
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
শুঁটকি মাছ বলেছেন: এগুলারে আসলে বলা উচিত,"তুই একটা আবাল আর বেয়াক্কেল!!!এই জন্য এমন হয়।
৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
ক্ষণিক বলেছেন: @যোগী: আপনে তাহলে ২ টা ছ্যাক খাইচেন?
৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১
ক্ষণিক বলেছেন: জটিল কাহিনী! ২ টা প্লাস দিলাম + +
আকাশ মনে হয় ফাস্ট এন্ড ফিউরিয়াস..............
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
শুঁটকি মাছ বলেছেন: পানিতে ভালো মত কয়টা চুবানি দিলেই সোজা হইয়া যাইত।
১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাক্স বলেছেন: জি একাউন্টের মেয়েরা মারাত্মক চাল্লু হয় @আজ আমি কোথাও.....
@মাক্স, আপনে জানেন ক্যাম্নে?
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
শুঁটকি মাছ বলেছেন: ম্যাক্স ভাই ধরা খাইছে!!!!!
১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
যোগী বলেছেন:
হুমম আমি সিরিয়াস
বেকুবি না করে আমি এই জীবনে কিছুই শিখতে পারিনি।
তাই বেকুবিকে আমি পজিটিভলি দেখি।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
শুঁটকি মাছ বলেছেন: হুম!হাটিতে শেখে না কেউ না খেয়ে আছাড়!!!
১২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
লেখক বলেছেন: না ভাই তেমন চাল্লু হয়না।তবে বেশ রস-কষহীন হয়।খটখটা টপিক পড়তে পড়তে পুরাই একটা বৃক্ষ হয়ে যায়!!!!!
তথ্যের সুত্র ঝান্তে চাই।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
শুঁটকি মাছ বলেছেন: লেখক নিজেই সূত্র।
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
লেখক বলেছেন: লেখক নিজেই সূত্র।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
যোগী বলেছেন: কাহিনীটা কি আপনি নিজে লিখেছেন !
বাহ! বড় ভালো লিখেছেন !
ঐ আকাশটার মধ্যে আমি আমার নিজেকেই যেন খুঁজে পেলাম