![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ছিল,স্বর্ণযুগ বটে!!পান থেকে চুন খসলেই আম্মু ধরে এমন ছ্যাচা দিত!আমি একটু কম বান্দর ছিলাম বলে মাইর আমার উপর দিয়ে কম যেত।কিন্তু,আমার ভাই ছিল বেসম্ভব বদের হাড্ডি।জ্বালাতন করার জন্যে ছেলে হোক ,মেয়ে হোক একটা বদের হাড্ডিই যথেষ্ট।আমার আম্মুও আবার সেই মাপের সিরিয়াস মাদার।আমার উপর চড় থাপ্পরের বেশি কখনও এ্যাপ্লাই করা লাগে নাই।কিন্তু ভাইয়ার পিঠে যে কিসের বাড়ি না পরেছে সেটাই বরং গবেষণার বিষয়বস্তু।জুতার বাড়ি,ঝাড়ুর বাড়ি,হাংগার,চামচ,খোন্তা,ডাল-ঘুটূনি কোনটাই বাদ যায় নাই।মাইরের ফলশ্রুতিতেই কিনা কে জানে,আমার ভাই এখন পর্যন্ত একজন অতি ভদ্রলোক।মা-বউ-বোন-বাপ এবং বাকি সমাজের কাছে সে খুবই সুশীল লোক বলে পরিচিত।আমার মা এবং ভাই উভয়েরই ধারনা,আমার ভাইয়ের সকল ক্ষেত্রে এত সাফল্যের পিছনে যে প্রধান নিয়ামক,সেটা হল মাইর।
তবে এখন আর সেই যুগ নাই।এখন মা-বাবারা অনেক ভালো হয়ে গিয়েছেন।সেদিন আমাদের বাসায় এক দম্পতি আর তাদের সন্তান আসলেন।বাচ্চাটা যে কি ডেঞ্জারাস বদ তা বলে বোঝাতে পারবো না।এই বাচ্চা কাউকে মানে না।বাসায় ঢোকার ১৫ মিনিটের মাথায় পুরা বাসা এলো মেলো করে ফেলল।আমি অবাক হয়ে দেখলাম,তার মা-বাবা কেউ কিছু বলছে না।বরং এমন ভাব করে হাসছে যেন,তার সন্তান এক বিরাট কৃতিত্বপূর্ণ কাজ করছে।
গুণীজনেরা বলেন,মার-ধর করলে নাকি শিশুদের মেধা বিকাশ হয় না।আমি আসলে একজন আমজনতা।তাই গুনীজনেরা কি বলেন তা কখনও যাচাই করে দেখিনি।তবে হ্যা,গুনীজনেরা যদি বলে থাকেন,তবে অবশ্যই এটা সত্য।কিন্তু তাই বলে কি বাচ্চাদের ভাল-মন্দ শেখানোর দায়িত্বটাও মা-বাবা ছেড়ে দেবেন?মা-বাবা যদি সন্তানদের সভ্যতা-ভভ্যতা না শেখান তাহলে সে মানুষ হতে হলে যেসব জ্ঞান দরকার তা পাবে কোথায়।
মাইরের উপর ঔষধ নাই-এটা অবশ্যই ভুল কথা।তবে অন্তত ভাল-মন্দটা তো শেখানো যায়,তাই না?
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
শুঁটকি মাছ বলেছেন: কি আর করা!!!কোন এক আজব দেশের পোলাপানেরা নাকি তাদের মা-বাপের ঝাড়ি খাইলেই ৯১১-এ ফোন দিয়া মা-বাপ্রে পুলিশের হাতে সোপর্দ করে!!
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
ক্ষণিক বলেছেন: এইসব বিয়াদপ পিচ্ছিকে পিটায়ে ঠান্ডা করা দরকার............... হাংগার,চামচ,খোন্তা,ডাল-ঘুটূনি
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
শুঁটকি মাছ বলেছেন: আজকাল আবার মা-বাপ পোলাপানরে ডরায়
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
আমিও যে আমজনতা ! সক কিছুতেই ভারসাম্য রাখা উচিত ...
কিছু বিষয় অনুধাবন করানোর জন্য ঔষধ প্রয়োগ করা যেতে পারে তবে তা যেনো অসুস্থের কারন না হয়ে দাড়ায় ...
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
শুঁটকি মাছ বলেছেন: সেটাই।কোন কিছুরই বাড়াবাড়ি ভাল না
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: হুমম... আমিও মাইর মোটামুটি ভালৈ খাইসি। নষ্টালজিক হইলাম। মা'কে ডাইকা আইনা আপ্নের লেখাটা পড়াইলাম
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
শুঁটকি মাছ বলেছেন: ও মা!!!!!আন্টিও লেখা পড়ছে?আন্টিরে সালাম দিয়েন ভাই!!!
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
আমি কবি নই বলেছেন: আমার একটা ভাইস্তা আছে, ঐটা মাইরপ্রুফ হয়ে গেছে মাইর খাইতে খাইতে, কিন্তু দুস্টামী কমে নাই। যে কোনো বাসা উলট পালট করতে তার ১০ মিনিটের বেশি লাগেনা, আপনাদের বাসায় নিয়ে আসব নাকি ?
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
শুঁটকি মাছ বলেছেন: লাগবো না।আমগো বাসায়ও একটা পয়দা হইছে।বয়স মাত্র চার মাস।কিন্তু যেই তেড়িবেড়ি করে,তাতে আমি এক অন্ধকার ভবিষ্যত দেখতে পাইতেছি
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
না পারভীন বলেছেন: আপা, চিমটি আমিও সেই যুগ এর ই , পারথক্ক হল, আপনি কম খাইছেন, আর আমি আপনার ভাই এর দলে র
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
শুঁটকি মাছ বলেছেন: কম খাইছি বলতে আমার ভাইয়ের তুলনায় কম খাইছি।বাট তাই বইলা এক্কেরে কমও না।ভালাই মাইর খাইছি বইন!
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
শেলী বলেছেন: ভাি, বাংলাদেশে থাকলে অনেককিছু শোনা যায়। ৯১১ কল করে এি বাংলাদেশী বাচ্চারাই। সাদা আমেরিকানরা যেভাবে মানুষ করে দেখলে আপনার ডাক ছেড়ে কাদতে িচ্ছা হবে। মাবাবা হবার শখ মিটে যাবে। আর ওদের বাচ্চাদের ব্যব হার খুব সুন্দর।
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬
শুঁটকি মাছ বলেছেন: তাই নাকি আপু?আসলেই জানতাম না।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: রুহের জগতে বেশি সময় ধরে থাকতে থাকতে এরা বেশি বুদ্ধিমান হয়ে পৃথিবীতে আসে, কাজেই একটু বেশি একটিভতো হবেই
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহহাহা!!!!!!!!!!
ভাল কথা বলছেন ভাই!রূহু পাইক্কা গ্যাছে!
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: আমার বাসায় এখন ও স্বর্ণ যুগ ই চলে :#>
বাচ্চা দের শিশুতোষ পাকামো দুস্টমি সব সহ্য হয় ...
বাবা মা এর বোকামি সহ্য হয় না ...।
লেখা মারাত্মক হইছে ...।
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ আপু!
আমার মা সব সময় বলে,গায়ে যতক্ষণ জোর থাকবে ততক্ষণ ছেলেমেয়েরে মাইর দেয়া দরকার!আকাম কুকাম সহ্য হবে না।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
বোকামানুষ বলেছেন: পোস্ট ভাল লাগছে
এই ব্যাপারটা আমার নিজেরও অনেক মেজাজ খারাপ করে দেয়
এখনকার বাবা-মা অনেকেই মনে করেন বাচ্চা কে আদর করা মানে তাকে শাসন না করা যা ইচ্ছা তাই করতে দেয়া
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
শুঁটকি মাছ বলেছেন: আমার কথা হইল,মা-বাবার উচিত আদরের পাশাপাশি একটু শাসনও করা।প্রয়োজন হলে মাইর দেয়া।কারণ আজকে যদি মা-বাবা মাইর না দেয় তাইল হয়তো কিছুদিন পর নিজের স্বভাবের কারণে রাস্তার মানুষের মাইর খাবে।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায়রে তাইলে আর আমার কথা কি কমু!!! আমি মায়ের হাতে যে পরিমাণ মাইর খাইছি সেটা খালি আমি জানি।
তয় বাপে জীবনেও পিটায় নাই।
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
শুঁটকি মাছ বলেছেন: কি কন!বাপের পিটান খাও নাই তো খাইলা ডা কি ভাই?
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
আমি কবি নই বলেছেন: এইটা কিছু হইল? ডিরেক্ট না করে দিলেন । ভাইস্তা না হয় খানিকটা দুষ্টু, তার চাচ্চুতো ভালো। এক কাপ চা (কফি) খাওয়ার জন্য হলেও আসতে বলতে পারতেন
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
শুঁটকি মাছ বলেছেন: ভাই ডরের চোটে ভদ্রতা করতে ভুইলা গেছিলাম।আইসেন ভাই!গরমের মধ্যে চা কফির চেয়ে মিল্কশেক ভালো লাগবে!
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫
বাংলার হাসান বলেছেন: মাইরের উপর ঔষধ নাই-এটা অবশ্যই ভুল কথা।তবে অন্তত ভাল-মন্দটা তো শেখানো যায়,তাই না? সহমত
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০
শুঁটকি মাছ বলেছেন: সেটাই.।।।সেটাই!!!!!!
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৪
পড়শী বলেছেন: ধুমায়া কিলানীর বিপক্ষে। তবে সীমানা অতিক্রম করলে হাল্কা কিলানী ভাল।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
শুঁটকি মাছ বলেছেন: সহমত পড়শী!!!!!!!
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: পড়শী বলেছেন: ধুমায়া কিলানীর বিপক্ষে। তবে সীমানা অতিক্রম করলে হাল্কা কিলানী ভাল।
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায়রে তাইলে আর আমার কথা কি কমু!!! আমি মায়ের হাতে যে পরিমাণ মাইর খাইছি সেটা খালি আমি জানি।
তয় বাপে জীবনেও পিটায় নাই।
আমি দুই জনেরই পক্ষে। মাইর ছাড়া আবার পোলাপাইন ঠিক হয় নাকি। আমার ভাইগ্নাএই বছর নাইনে উঠছে, এরই মইধ্যে আমার ৩ খান মোবাইল খাইছে। তার বাপের কিইন্না দেওয়া ২ খান লাল রঙ্গের বাই সাইকেল খাইছে। এখন আর তার সাইকেলে পোষায় না। পালসার চাইতাছে। তার বাপে দেয় না। রাগ করে হেটে হেটে স্কুলে, প্রাইভেটে, কোচিং এ যায়। ২টা সাইকেল একটাও ধরে না। শার্টে বিদেশী বোতাম কিইন্না লাগায়। শার্ট হয় ডাবল কলার, হাফ কলার ইত্যাদি মডেলের। প্যান্ট জিন্সের উনিশটা গত নভেম্বর পর্যন্ত আমি জানি। সবগুলি হাটু বরাবর কাটা, কিছু আবার স্টিকার মারা বা রিফু করা। চুল সবসময় খাড়া থাকে জেল ব্যবহারের কারণে।
আমার মতে ধুমায়া একদিন পিটাইলেই ঠিক হইয়া যাইবো।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শুঁটকি মাছ বলেছেন: ভাই আমার মনে হয় আপনার ভাইগ্নারে মাইর থেরাপী দিলে কামে দিবো না।তার বয়সটা আসলে খুব খারাপ একটা বয়স।এই বয়সের পোলাপানের ধরনা,তারা অনেক কিছু বোঝে।আসলে তারা অনেক কিছুই বোঝে না।মাইর-পিট করলে হয়তো বিগরায়ে যাইতে পারে।তাই এই বয়সী ছেলেমেয়েদের মা-বাবাদের উচিত সহনশীল হওয়া।আস্তে ধীরে বোঝানো!খুব বেশী চাহিদা থাকলে মা-বাবার আর্থিক সঙ্গতির ব্যাপারটা ছেলেমেয়েকে বোঝানো উচিত।সব চেয়ে বড় কথা,তাকে কখনই বোঝানো যাবে না যে তাকে ছোট চোখে দেখা হচ্ছে।ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
(ভাই অনেক পাকনা কথা বলে ফেললাম।কিছু মনে নিয়েন না।আসলে এই বয়সটা একটু খারাপ তো!!!সেইটাই একটু স্মরণ করায়ে দিলাম)
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
পথহারা সৈকত বলেছেন:
শেখার কোন শেষ নাই,
মাইরের কোন বয়স নাই।
[ আমি এখনো মাইর খাই আপুর হাতে..... ]
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
শুঁটকি মাছ বলেছেন: ভাই মাইর বেশী খাইলে তো ধ্যাতা হইয়া যাবেন!!!!!!!
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমিও আপনার মত একই যুগের প্রতিনিধি। তবে আমি মার কাছে ব্যপুক মাইর খাইছি
তবে আমি ভাই `মাইরের উপর ঔষধ নাই` এই মতে বিশ্বাসী
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
শুঁটকি মাছ বলেছেন: আমিও ভাই বিশ্বাস করতে চাই।বাট গুনীজনের কথা আবার ফালায়ে দিতেও পারিনা।ঝামেলা!!!!!!!!
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো!
শুভ কামনা।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মা,খালা, ভাই, নানা,নানি, ক্যাডেট কলেজের সিনিয়র কারো হাতেই কম খাইনাই। ফলাফল লাইফে অনেক ভাল একটা অবস্থানে আছি।
মাইর হইল ভাইটামিন
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শুঁটকি মাছ বলেছেন: হাহ!!!!!!!সেই যুগ আর নাইরে ভাই!আজকালকার পুলাপানগুলা যে কি হইতেছে!!!!!!!!!
২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
দ্য েস্লভ বলেছেন: কিছু ছেলের কথা শুনেছি তারা বাপের গলায় পিস্তল ধরে টাকা নেয় এবং নেশা খায়। তাদের বাপেরা বা মায়েরা একতরফা আদর করত। তাদের অতিরিক্ত স্বাধীনতা ভোগ করা অভ্যাস তাদেরকে স্বেচ্ছাচারী করেছে। একারনে আদরের পাশাপাশি বাচ্চাদের শাস্তির আওতায়ও আনতে হবে। অনেক পিতামাতা অযথা বকা দেয় এবং কঠোর হয় এটা তাদের মানুষিকতা বিকাশে অন্তরায়। ভালভাবে বুঝাতে হবে এবং নার্সিং করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই শাস্তি দরকার হয়না যদি বাপমা সচেতন হন। শিশুকে সকল ক্ষেত্রে হ্যা বলা ঠিক নয়
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শুঁটকি মাছ বলেছেন: এইত্তো একটা দামি কথা বললেন জনাদ।সহমত
২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
বাংলাদেশী দালাল বলেছেন:
ডাল ঘুটনির ব্যাবহার বারাতেই হবে বেয়াদবি প্রশ্রয় দেয়া যাবেনা।
সুন্দর পোস্ট।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
শুঁটকি মাছ বলেছেন: শুধুই কি ডাল ধুটনী?পাখার ডাট বাদ দিলে হবে?
২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার লিখেছেন +++
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
দুঃখিত বলেছেন:
হায়রে মাইর মনে পড়লে এখনও কলিজা কেঁপে উঠে
পুরানো সৃতি মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শুঁটকি মাছ বলেছেন: এখন আর কইলজা কাপে না ভাই!!!!!বরং সেই কথা মনে পড়লে মজা পাই
২৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
সুপান্থ সুরাহী বলেছেন:
ধুমায়া মাইর যারে কয় হেইডাই খাইছি...
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শুঁটকি মাছ বলেছেন: হ্যান্ডশেক ভাই!!!!!!!
২৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
প্যাপিলন বলেছেন: সকালে ঘুম থেইকা দেরীতে ওঠার জন্য বাপের মাইর, তারপর ছিপাড়া পড়াতে আসা হুজুরের মাইর, নেক্সট স্কুলের জন্য রেডি হতে দেরী হওয়ায় মায়ের মাইর, তারপর স্কুলে স্যারের মাইর, বিকালে খেলতে গিয়ে পাড়াতো মাইর (অকেশনাল) বাসায় ফিরা বড় ভাই, মেজ ভাই, বড়বোন, মেজবোন নামক সিরিয়াল কিলারদের হাতে মাইর, রাতে পড়তে বসে ঝিমানোর কারণে বাপের মাইর, সর্বশেষ কোন কারণ ছাড়াই মায়ের আরেকদফা মাইর....মাইরে মাইরে জীবনটা ভরপুর........
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শুঁটকি মাছ বলেছেন: ভাই আমাদের যৌবন যদি হয় স্বর্ণখচিত,তাইলে আপ্নের টা তো পুরাই হীরক খোচিত!কান্দেন কোন দুঃখে?
২৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আহা সেই মাইর খাওয়া দিনগুলি......
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শুঁটকি মাছ বলেছেন: সেই........................সেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
হাসান নাঈম বলেছেন: আট ভাইবোনের মধ্যে সবার ছোট হওয়ায় মারের ভাগ কম পেয়েছি। তবে বড় ভাই এর হাত থেকে রেহাই ছিল না।
বাচ্চাদের অতিরিক্ত আদর এবং অতিরিক্ত শাষণ কোনটাই ভাল নয়। বরং মধ্যম পন্থা হিসেবে 'সময়মত ও পরিমানমত' শাষনের পথই শ্রেয়।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
শুঁটকি মাছ বলেছেন: সহমত ভাই !!!!!!!!!!!!!!!!!
২৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
দি সুফি বলেছেন: গুনীজনের কথা শোনার টাইম নাই; মাইরের উপর ঔষধ নাই
আমার মা এবং ভাই উভয়েরই ধারনা,আমার ভাইয়ের সকল ক্ষেত্রে এত সাফল্যের পিছনে যে প্রধান নিয়ামক,সেটা হল মাইর। - একমত
আমিও বেপুক মাইর খাইছি ইন্টার পাশ করার আগ পর্যন্ত। ইন্টার পরীক্ষার পর থিকা আর মাইর খাইনাই
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
শুঁটকি মাছ বলেছেন: উরি মা...।ইন্টারের পর কি লায়েক হইয়া গেসিলেন নাকি ভাই?
২৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ইসপাত কঠিন বলেছেন: মা-বউ-বোন-বাপ এবং বাকি সমাজের কাছে সে খুবই সুশীল লোক বলে পরিচিত।আমার মা এবং ভাই উভয়েরই ধারনা,আমার ভাইয়ের সকল ক্ষেত্রে এত সাফল্যের পিছনে যে প্রধান নিয়ামক,সেটা হল মাইর
বোনের কথায় নিশ্চিত হলাম এই আইডি আমার ছোট ভাইয়ের না। নাহলে কনফিউজড হয়ে যেতাম।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শুঁটকি মাছ বলেছেন: আমিই সেই হতভাগিনী বোনটি!!!!!!!!!!!!!!
৩০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
মাইর খাইসিলাম ছোটবেলায় তবে কম।মাইর ছাড়া বাচ্চাগুলা লাইনে থকেনা।
আপনি সাধা-সিধাভাবে খুব মজা করে লিখেন, পড়ে মজা পাই ||
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
শুঁটকি মাছ বলেছেন: মাইর যে একটা ভালো থেরাপী-আমি নিজেই তার প্রমান।প্রশংসার জন্য ধন্যবাদ ভাই!!!!!!!!
৩১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: ইন্টারের পর কি লায়েক হইয়া গেসিলেন নাকি ভাই?
ইন্টারের পর বাড়ি ছেড়ে ঢাকা চলে আসছি! আর বড় হইয়া গেছিলাম না !
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
শুঁটকি মাছ বলেছেন: হাহাআহহাহাহাহ!!!!!!!
কপাল ভাল যে ঢাকা আসছিলেন!!!!!!!
৩২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
গৃহ বন্দিনী বলেছেন: হুম দিন বদলায় গেসে,
তবে বদের হাড্ডির জন্য যে মাইরের উপর ওষুধ নাই এই থিওরিতে আমিও ১০০ ভাগ বিশ্বাসী।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
শুঁটকি মাছ বলেছেন: বিশ্বাস না করে তো কোনো উপায় দেখতেছি না!!!!!!!জীবনের বিশাল একটা টাইম পাস করছি তো আম্মুর কিলানী খাইয়াই!!!!!!
৩৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩
ভুং ভাং বলেছেন: আমার মতে কিছু ব্যাতিক্রম ছাড়া মাইরের উপর যে ওষুধ নাই এই থিওরিতে না চললে বাচ্চা গেছে ।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শুঁটকি মাছ বলেছেন: বাচ্চা মানুষ করতে চাইলে মাইরের দরকার আছে।বাট বান্দর বানাইতে চাইলে লাগবে না!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
লিন্কিন পার্ক বলেছেন:
কথা সত্য আজকালকার বাপ-মারা ছেলে মেয়েদের অতিরিক্ত আদর করে ! আদর ভাল তবে অতিরিক্ত কোন কিছুই ভাল না