নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট মেয়েটা হাস মার্কা নারিকেল তেলের বিজ্ঞাপন আর গায়ক হাশেমের সেই গানটা খুব পছন্দ করত!!!:-/:-/:-/

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

পনের-ষোল বছর আগের কথা।মেয়েটা তখন বেশ ছোট ছিল।বয়স পাচ কিংবা ছয় হতে পারে।টিভিতে যত বিজ্ঞাপন দেখাতো সব মেয়েটার মুখস্থ ছিল।সে সেগুলোই সারাদিন গুনগুন করে গাইত।কিন্তু সত্যিকারের কোনো গানই সে খুব একটা পারত না।সেবার ঈদে মেয়েটা দাদার বাড়ি বেড়াতে গেল।সব কাজিনরা এসেছে।বড়রা ঈদের দিন রাতে সব বাচ্চাদের ডেকে একটা প্রতিভা যাচাই অনুষ্ঠান করল।সব বাচ্চাদেরকেই কিছুনা কিছু করতে হল।কেউ কবিতা বলল,কেউ নাচল,কেউ আবার অভিনয় করে দেখাল।মেয়েটার যখন ডাক পড়ল তখন মেয়েটার ত্রাহি ত্রাহি অবস্থা!!!সে তো কোনো গানই সম্পূর্ণ মূখস্থ গাইতে পারেনা।তাহলে কি সে বিজ্ঞাপন শুনাবে?যা হোক,সে অনেক চিন্তা ভাবনার পর তার প্রিয় বিজ্ঞাপন হাঁস মার্কা নারিকেল তেলের বিজ্ঞাপনটা গাইল।



“কোথা হতে আনলে গো এমন চুলের বন্যা?????আ…আ…আ……।যাহ বোকা!!”



সবাই মেয়েটার কাণ্ড দেখে হেসে উঠল।মেয়েটার বড় চাচা খুব গম্ভীর কন্ঠে চশমার ফাক দিয়ে চোখ বের করে বললেন, “সত্যিকারের একটা গান গাও দেখি।”

মেয়েটা বললঃচাচা,আমার কোন গান পুরা মুখস্থ নাই।

বড় চাচা বললঃযতটুকু পারো ততটুকু গাও।

মেয়েটা আবার চিন্তায় পরে গেল।সে কোন গান গাইবে?একবার সে বেইজ্জত হয়েছে,এবার তাকে খুব সুন্দর করে গান গাইতে হবে।

সুতরাং অনেক চিন্তা করে মেয়েটা বলল, “আমি এখন হাশেমের গাওয়া একটি গান গাইবো!”

ছোটো চাচা বললেন, “ঐ হাশেম কেরে?”

মেয়েটার বড় চাচা ছোট চাচাকে থামিয়ে দিয়ে বলল, “আহ,ওকে গানটা গাইতে দাও।বাকিদেরকেও তো কিছু করতে হবে।”

মেয়েটা প্রানপনে গাইল,



“আজক্যা রাতে তুমি অন্যের হব্যে ভাবতেই জল্যে চোখ ভরে যায়্য!হ্যাএ এ এ……হ্যাএ এ এ……হ্যাএ এ!!!!!এত কষ্ট ক্যানো ভালোবাসায়………?এ্যা…।এ্যা……।এ্য………।



মেয়েটা যথাসাধ্য চেষ্টা করছিল যাতে গানটা হুবহু গায়কের মত হয়।কিন্তু এই বারও সে দেখল সবাই হাসছে।বিশেষ করে তার ভাইয়া,কতিপয় কাজিন আর ছোট চাচার হাসি কিছুতেই থামছে না।এই বার বাচ্চা মেয়েটার প্রচন্ড রাগ আর দুঃখ হল।সে এত কষ্ট করে গাইল আর সবাই কিনা হাসছে?

বাচ্চা মেয়েটা চিৎকার করে বললঃঐ তোরা হাসিস ক্যান?

কথাটা শেষ করেই সে হাউমাউ করে কাদতে শুরু করল।মেয়েটার কান্না দেখে সবাই তখন হুলূস্থূল করে মেয়েটাকে কোলে নেয়ার চেষ্টা করছে।কিন্তু মেয়েটা খুবই অভিমানী।সে কারো কোলেই যাবেনা।



মেয়েটা তার অনেক দিন পরেও বুঝতনা কেনো সেদিন সবাই তাকে নিয়ে হেসেছিল।তারপর যখন যখন বুঝতে পেরেছিল তখন বড্ড দেরী হয়ে গেছে।আসলে গায়কের নাম ছিল হাসান।কিন্তু মেয়েটা ভুল করে বলেছিল “হাশেম”।তারপর অনেক দিন মেয়েটার ভাই আর ছোটচাচা মেয়েটাকে ডেকে বলত, “এই হাশেমের গানটা একটু শোনা দেখি!”



তারপর অনেক দিন পার হয়ে গিয়েছে।মেয়েটা রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল।হঠাৎ শুনলো কোথায় যেন তার সেই গানটা বাজছে।সে দৌড়ে বারান্দায় যেতেই পনেরো বছর আগের ঘটনাটা তার মনে পরে গেল।বহুকাল যেটা তার কাছে খুব অপমানজনক একটা ঘটনা মনে হত,সেটাই সেদিন খুব হাস্যকর লাগল।

মেয়েটার শৈশব বহুকাল আগেই হারিয়ে গিয়েছে।টেলর সুইফট,ব্রুনো মারস,রিহান্নাদের ভীরে গায়ক হাসানের জায়গা হয়না।কিন্তু মেয়েটা শৈশবটা বড্ড মিস করে।হাস মার্কা নারিকেল তেল কিংবা গায়ক হাশেম- কোনোটাই মন্দ ছিল না!!!!!!!

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ছোট্ট মেয়েটা হাশেম মিয়ার গানটা কেমনে গাইসিলো ওটা ভেবে হাসতেসি :P :P
ছোটবেলায় ক্যামেলিয়া সাবানের একটা অ্যাডের গান ছিল আমার অনেক প্রিয়-
বেলী ফুলের কোমল পরশ হৃদয় পাগল করা,
ক্যামিলিয়া সাদা সাবান, ক্যামিলিয়া আহা।
(মডেলটাও যে আমার পছন্দের ছিল সেটা বলা বাহুল্য ;)) ||

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২২

শুঁটকি মাছ বলেছেন: ছোট্ট মেয়েটা মধুমতি লবনের বিজ্ঞাপনটাও খুব পছন্দ করত।ওটার বিজ্ঞাপনে বউটা ছিল দজ্জাল ধরনের আর তার স্বামী তার ভয়ে কেমন কম্পমান থাকত,সেটা দেখেই বেশী মজা পেতাম।

২| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৫

বাংলাদেশী দালাল বলেছেন:
শুটকি মাছের থেকে ১০০ হাত দুরে থাকি তবে লেখাটা ভাল লাগছে।

ভালো থাকুন।

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

শুঁটকি মাছ বলেছেন: ধুর মিয়া,এইটা একটা কথা কইলেন?
যাউগ গা,ধন্যবাদ!!!!

৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫২

চানাচুর বলেছেন: নস্টাল্‌জিক 8-| 8-|

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩১

শুঁটকি মাছ বলেছেন: থোড়া থোড়া!!!!!!!!!!!!!!!!!!

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: এত কষ্ট কেণ ভালবাসায় ...............।। :)

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহাআহাহাহাহা

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৫০

গৃহ বন্দিনী বলেছেন: পড়লাম ,প্লাস দিলাম টা টা বাই |-) |-)

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ বান্ধবী!!!!!!!!!

৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৫

s r jony বলেছেন: “আজক্যা রাতে তুমি অন্যের হব্যে ভাবতেই জল্যে চোখ ভরে যায়্য!হ্যাএ এ এ……হ্যাএ এ এ……হ্যাএ এ!!!!!এত কষ্ট ক্যানো ভালোবাসায়………?এ্যা…।এ্যা……।এ্য………। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

শুঁটকি মাছ বলেছেন: ছোট ছিলাম তো!!!!!!মাথায় ঘেলুও কম ছিল!!!!!!!!!!!!!

৭| ২০ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

দুঃখিত বলেছেন:
চানাচুর বলেছেন: নস্টাল্‌জিক

সহমত :) ভালো থাকবেন। শুভকামনা থাকলো :)

২০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!আপ্নিও ভাল থাকবেন!!!!!!!!!

৮| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬

নীল-দর্পণ বলেছেন: ha ha haaaa

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০২

শুঁটকি মাছ বলেছেন: :P

৯| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

বোকামন বলেছেন:





শেষ লাইনগুলো মন ছুঁয়ে গেল।
এই জন্যই কী আমার প্রাণ ভরে হাসতে ভুলে যাচ্ছি !!!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫২

শুঁটকি মাছ বলেছেন: শৈশবে ফিরে যেতে খুব ইচ্ছা করে!!!!!!!আর ভাল লাগে না

১০| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অহন_৮০ বলেছেন: নস্টাল্‌জিক হয়ে গেলাম

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫৩

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শৈশব আসলেই মিস্করি!!!! :( অনেক কথা মনে পইড়া গেল!
কিশোরী কালে পেয়ারা গাছে উঠে পেয়ারা পেড়ে খেতে গিয়ে ধপাস করে পড়ে যাওয়া অথচ টসটসে পেয়ারাটা পাড়ার আনন্দের কাছে সব ব্যাথা গৌণ হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু!!!!!!
প্লাস দিয়ে গেছি।

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

শুঁটকি মাছ বলেছেন: বরিশালে থাকতে আমিও গাছে উঠতাম!বাসার সামনে একটা ডুমুর গাছ ছিল।সেই ডুমুর গাছে সবাই মিল্যা উইঠা কখনও বাস-বাস খেলতাম,কখনও ট্রেন-ট্রেন খেলতাম,কখনো প্লেন-প্লেন খেলতাম।দুলানীর ধরন একরকম থাকলেও কখনো বাসে চড়তেছি,কখনো ট্রেনে চড়তেছি আবার কখনো প্লেনে চড়তেছি-এইটা ভাবলেই সেই রকম একটা ফিলিংস পাইতাম!!!!!!!!!!!!কি যে দিন ছিল এক একটা!!!!!!!!!পুরাই সেইইইইইইইই!!!!!!!

১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাশেম =p~ =p~ =p~ নাহ শৈশবটা আসলে অসম্ভব সুন্দর ছিলো, রুপকথাও এতো সুন্দর হতে পারে না !

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

শুঁটকি মাছ বলেছেন: আপনাদের শৈশব কেমন ছিল জানি না, তবে আমার শৈশব পুরাই পাংখা!!!!!! !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.