নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

ইটস অল এবাউট মাই ফ্রড বয়ফ্রেন্ড!!!!!!!!X((X((X((:((:((:((

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫১

ফ্যামিলি ট্যুরে কুমিল্লা গিয়েছি।কুমিল্লায় কিছুদিন আগেই মামুজানের পোস্টিং হয়েছে।আমার সফর সঙ্গী হয়েছে আমার ছোট খালা,আমার মামার শাশুড়ী,মামার শা্লী(শাম্মি খালামনি),আর শাম্মি খালার দুই ছেলে-মেয়ে।

আমার কাহিনী শাম্মি খালার ছেলে আরাফকে নিয়ে।অনেক ছোটবেলা থেকেই আরাফের সাথে আমার বেশ খাতির।তবে কুমিল্লায় এসে আরাফের সাথে খাতিরটা “গলায় গলায় পিরীত” টাইপ হয়ে দাড়ালো।:D:D:Dআরাফের বয়স এখন পাচ বছর।বয়স পাচ হলে কি হবে,সে ইতিমধ্যে জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে বেশ চিন্তিত হয়ে পরেছে।:-/এত চিন্তায় পরতো না,যদি বাংলা সিনেমাটা একটু কম-কম দেখত।ভারতীয় বাংলা চ্যানেলগুলোর কল্যানে কিভাবে আই লাভ ইউ বলতে হয়,কিভাবে নায়িকাকে ফুল দিতে হয়,কিভাবে হাটু নিচু করে আংটি গিফট করতে হয়-সব সে মুখস্থ করে ফেলেছে।এই অবস্থায় সে খুব একজন নায়িকার অভাব বোধ করছে।:|আশে পাশে নায়িকা সে খুব একটা পাচ্ছে না।এই অবস্থায় আরাফ আর আমার কুমিল্লা সফর।

কুমিল্লায় যাওয়ার পথে সে আমার পাশে ছাড়া আর কারো পাশেই বসবে না।তার মা বহু চেষ্টা করেও আমার পাশ থেকে তাকে কেড়ে নিতে পারল না।একসময় পাশে বসে থাকতে থাকতে আমার কাধে মাথা রেখে বেচারা ঘুমেয়ে পড়ল।ঘন্টা খানেক পর ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে চোখ চুলকাতে চুলকাতে বলল, “তোমার ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর।সব সময় লাল জামা পরবা।ওকে?”

আমি তার কথা শুনে হেসে ফেললাম।সে আবার বলল, “হাসো ক্যান?”

আমি বললাম, “এমনিতেই হাসি।”

তারপর তার রোমান্টিক কথা শুরু হল।তা আর নাই বলি।:Pবাংলা সিনেমায় বলে এমন কোনো রোমান্টিক কথা সে আর বাদ দিলো না।যাই হোক,রোমান্টিক কথা শুনতে শুনতেই আমারা কুমিল্লা পৌছে গেলাম।

কুমিল্লা গিয়ে সে আর আমার পিছন ছাড়েনা।আমি যেখানে যাবো,সেও সেখানেই যাবে,আমি যা করব সেও তাই করবে,তার চেয়েও ভয়াবহ হল,সে আমাদের সবাইকে অবাক করে ঘোষনা করল যে সে এখন থেকে আর শুটকী আপুর মত করেই হাটবে।:|

আরাফ মিয়ার কর্মকান্ডে আমি যথেষ্ট পুলকিত।সে আমাকে কাচা কাচা অক্ষরে লাভ লে্টারও দিতে শুরু করে দিল।চিঠির কথা প্রতিবারই একরকম।

বিশাল একটা হার্টের ভিতরে আমার নাম।সাথে বাসার সামনে থেকে কুড়িয়ে আনা কাঠগোলাপ!আমি তো আরাফ বাবুর তামশা দেখে সেই মাপের পুলকিত।B-)B-)যাই হোক,শেষ পর্যন্ত একজন প্রেমিক পাওয়া গেল।কিন্তু সমস্যা বাধালো শ্রেয়শী।শ্রেয়শী হল আমার কুমিল্লাইয় বসবাসরতএকজন কাজিন।তার বয়সও আরাফের কাছাকাছি।সেদিন শ্রেয়শী আমাদের সাথে দেখা করতে এসেই ঘোষনা দিল-বড় হয়ে সে আরাফকে বিয়ে করবে।আমার নাগর আরাফও দেখলাম শ্রেয়শীর প্রস্তাবে রাজী!শ্রেয়শী সেদিন খেলা করে চলে গেল।X(

পরের দিন আমার সাথে দেখা করতে আসল আমার বান্ধবী তূর্ণা।তূর্ণাকে দেখে সে আমার কানে কানে বলল, “আপু,তূর্ণা আপু তো তোমার চেয়ে বেশী সুন্দর!”

আমি অবাক চোখে পাকনা পুলার দিকে তাকালাম।ব্যাটার এখনই এই অবস্থা।বড় হইলে তো পুরাই প্লেবয় হবে!:-*

তূর্ণা যতক্ষন বাসায় থাকল ততক্ষন সে তার পিছে পিছে ঘুরল।কিছুক্ষন পর এসে আরাফ মিয়া আমাকে এক কঠিন সিদ্ধান্ত জানিয়ে গেল।সে ভেবেছিল আমাকেই বিয়ে করবে।কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে সে তূর্ণাকে বিয়ে করবে।আমি তার কথা শুনে খুবই মনক্ষুন্ন হলাম।তার কথা শুনে আমার মামি তাকে বলল,তূর্ণা্র তো আর একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে।

তূর্ণার বিয়ে ঠিক হওয়া শুনে আরাফ মিয়া পুরা পল্টি দিল।সে সুন্দরমত আমার গলা ধরে ঝুলাঝুলি শুরু করে দিল।তার ডায়ালগ তখন একটাই, “আপু,আমি শুধু তোমাকে বিয়ে করব।শ্রেয়শীকেও বিয়ে করব না,তূর্ণা আপুকেও বিয়ে করব না।শুধু তোমাকে বিয়ে করব।”X((

তার কথা শুনে আমার আরেক কাজিন সারাফ বল, “আপু গো,এই বাটপার এখনই এইরকম করে,তাইলে বড় হইলে কি করবে?”

আমি সারাফের কথার কোনো জবাব দিলাম না।আমি প্রতারিত হয়ে যথেষ্ট বিরক্ত!!!!!!X((X((X((

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
আরাফের মধ্যে ইমরাজের যথেষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান দেখা যায় ;)
গুড লাক ছোটভাই B-) ||

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩৮

শুঁটকি মাছ বলেছেন: ছোট ইমরোজ নাকি বড় ইমরোজের বৈশিষ্ট ভাইয়া????? B:-) B:-)

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হাহাহা,
ছোট বলে কী তার মধ্যে ভালবাসা থাকতে পারেনা :)

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩৯

শুঁটকি মাছ বলেছেন: ভাই ভালবাসা ভালো।কিন্তু মাল্টিভালবাসা তো ভাল না!!!!

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

হৃদয় জিনিয়াস বলেছেন: শুধু তোমাকে বিয়ে করব। :!> :!> :!> :!>

ব্যাপুক বিনুদুন দেকচি =p~ =p~ =p~ =p~

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৪১

শুঁটকি মাছ বলেছেন: কি আর করবাম!!আমিও রাজী হইয়া গেছি।কইছি,আমি বড় হইয়া নেই তারপর বিয়া করুম

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাফরে ! বিচ্চু ! বড় হয়েই আপ্নার দিওয়ানার মত হতে পারলাম না !

শুটকি আপা :P

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৪৩

শুঁটকি মাছ বলেছেন: পটেনশিয়ালিটি থাকা লাগে ভাই!!!!!!!!!!!

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

আকাশ_পাগলা বলেছেন: হা হা হা। মেয়ে হয়ে এই সুবিধা, এইসব কেইসে অনেক মজা পাওয়া যায়।
ছেলেরা শুধু শুনেই মজা পায়। আমার সাথে আমার পিচ্চী কাজিন এমন করলে, কখন চটকানা মেরে এরপর চকলেট কিনে দিয়ে ঠাণ্ডা বানায়া রাখতাম !!

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১৮

শুঁটকি মাছ বলেছেন: কৈ মজা পাইলাম?দুঃখে তো আমার মরা মরা দশা ভাই!!!!

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৬

বাংলার হাসান বলেছেন: আগামীতে সে পুরুষ জাতির মান উজ্জল করবে। খেক খেক।


বর্ননাটা খুব সুন্দর হয়েছে। পড়ে মজা পেলুম।

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১৯

শুঁটকি মাছ বলেছেন: হ!!!!!!যোগ্য পুরুষ!!!!!!!!!
ধন্যবাদ !!!!!

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ২:১৪

শুভ্রনীল_প্রতীক বলেছেন: Boder haddi 1tai jothesto. Gurujonera ki ei kotha emnei koise!!!

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:২৫

শুঁটকি মাছ বলেছেন: ওতো বদ না বস!!!
ও আসলে একটু প্রেমিকমনা!!!!!!!!

৮| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
ইমরাজ, ইমরাজ ইট ইজ /:)
ছোট ইমরাজ এর শুরুর দিকের বৈশিষ্ট্য।ঐসব ব্যাপারে কোন হেল্প লাগলে নির্দিদ্ধায় জানাতে বৈলেন :-B
আরাফ আশা করি আমার উজ্জ্বল মুখ আরো বেশী উজ্ঝ্বল করবে B-)) ||

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৩২

শুঁটকি মাছ বলেছেন: জি ভাইয়া,আরাফ যে আপনার মুখ রক্ষা করবে এই ব্যাপারে আমি নিশ্চিত।সে রেগুলার ভারতীয় বাংলা সিনেমা দেখে সব শিখে ফেলেছে।এই ব্যাপারে সে নায়ক দেবকেই তার গুরু মানে!!!!!!

৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৫

অপ্‌সরা বলেছেন: +++ :)

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২৩

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!

১০| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ভারতীয় বাংলার নায়কগুলা গুলা চ্যাংড়া।ঐগুলাকে ফলো করতে মানা করেন, ক্যারিয়ার তছনছ করে দিবে হু।এভাবে ১টা জেনুইনের ফিউচার নষ্ট হতে দেয়া যায়না।
আমার পদরেখা অনুসরন করতে বলেন ||

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২৬

শুঁটকি মাছ বলেছেন: ভাইয়া যদি একটা তালিকা দিতেন বড় উপকার হত। B-) B-) B-) B-) =p~ =p~ =p~

১১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৩

s r jony বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ বরাবরের মতই রম্য রসে ভরা পোস্ট ,++++++++++++

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শুঁটকি মাছ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনি ভাই!!!!!!!!!!! :#) :#)

১২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সে ছুটু বইলা তার কি কোন সাদ আহ্লাদ নাই আপু!!!! :P :P =p~ =p~ =p~ =p~

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৫

শুঁটকি মাছ বলেছেন: অবশ্যই আছে।কিন্তু তাই বইলা সে তো ভালবাসারে বিলাসিতার পর্যায়ে নামায়ে দিতে পারে না !!!!!!!!!!!!!

১৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে ...

আসলে সবচেয়ে সুন্দরী কে আছিলো? তূর্ণা না আপনে?

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

শুঁটকি মাছ বলেছেন: ভাই ছোটোকাল থেকেই তূর্ণা কেমনে কেমনে জানি সব দিক দিয়া আগায়ে থাকত!!!!!!!!!! :!> :!> :!> :!>

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আরাফ বুঝেছে, ওর বড় হয়ে যাওয়া পর্যন্ত ওর বয়সী মেয়েরা সিঙ্গেল থাকবে না । তাই এখন থেকেই বুকিং দিচ্ছে । ওর বয়সে যদি বুঝতাম তাহলে এখন আর ফরইভার এলন বলিয়া হাপিত্যেশ করতো হতো না । দূরদর্শী ছেলে, আই লাইক হিম । B-)

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭

শুঁটকি মাছ বলেছেন: হাহহাহা!!!!!!!!!
এই ছেলের সব চেয়ে অবাক করার ব্যাপার হইল সে ভয়াবহ রকম সৌন্দর্য চিনে। সুন্দরী দেখলে কেমন যে করে! পুরাই একটা শিশু লুল!!!!!

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: ফ্রড করা ঠিক না ।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮

শুঁটকি মাছ বলেছেন: হুম এইসব খুপ খ্রাপ!

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫

রাতুল_শাহ বলেছেন: +

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

শুঁটকি মাছ বলেছেন: থ্যাংক্স!!!!!!

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭

ডার্ক ম্যান বলেছেন: দোষ তো আরাফের না! সব প্রকৃতির খেলা।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

শুঁটকি মাছ বলেছেন: হ সবই প্রকৃতির লীলাখেলা!!!!!!!!! B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.