নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

ধৈঞ্চারা এমনই হয়!(আতেলদের প্রবেশ কঠিনভাবে নিষিদ্ধ!):|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

পরীক্ষার আগে সবাই কেন যেন আমার সাথে বিমাতা সুলভ আচারণ শুরু করে!যে মানুষগুলো এক সময় মন খুলে কথা বলত,আমার পরীক্ষার ডেট দিলে তারাও কেমন জানি শ্ত্রু-শত্রু ভাব করে।এক মাস বন্ধের পর সম্প্রতি আমাদের মিডটার্মের ডেট দিয়েছে।

আমি ধৈঞ্চা!পরীক্ষার এক্কেবারে আগের দিন ছাড়া আমার পড়ায় মন বসে না।সেদিন চানাচুর-মনি ফোন দিল।আমি তাকে জিজ্ঞাসা করলাম, “খবর কি?ব্লগ-টলগ লিখবা নাকি?”

চানাচুর আমাকে বলল, “না ভাই,কয়েকদিন পর পরীক্ষা,এখন আমি শুধু পড়ব!”

আমি চানাচুরের কথা শুনে কষ্ট পেলাম।এই মেয়েটাও যদি আতেলদের মত সারাদিন পড়া-পড়া করে তাহলে আমি কার কাছে যাবো?ভার্সিটিতে এই মানুষটার সাথে কথা বলেই শান্তি পাই!

কিছুক্ষণ পর বস ফোন দিল।ফোন দিয়েই প্রথম কথা, “ঐ আজকে কি একটুও পড়ালেখা করছো?”

আমি বললাম, “হুমম,করছি।”

সে আবার প্রশ্ন করল, “কতক্ষন?”

আমি বললাম, “ঘন্টা তিনেক”

বস বলল, “ওরে বাবা,এত্তক্ষন পড়ছো?ক্যামনে সম্ভব?”

আমি জবাব দিলাম, “তিন ঘন্টা পইড়া-পইড়া ঘুমাইছি।এই মাত্র উঠলাম”

সে আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল।

যাই হোক,আমি দেশ ও জাতির কাছ থেকে উত্যক্ত হয়ে পড়তে বসলাম।রাফ খাতাটা উল্টা-পাল্টা করে দেখতে দেখতে কিছু আজগুবি জিনিস পেয়ে গেলাম যা আমি নিজেই ক্লাস চলাকালীন সময়ে করেছি।ক্লাসে টিচারদের পড়ানো বিরক্ত লাগলেই তাদেরকে নিয়ে রাফ খাতায় উল্টা-পাল্টা কথা লিখেছি।

সেই সব উল্টা-পাল্টা কথারই কিছু অংশ নিচে তুলে দিলামঃ



১।শরীফ স্যার(ম্যানেজারিয়াল ফিন্যান্স)

ওই শরীফ স্যার একটু আস্তে যান!এত্ত তাড়াতাড়ি পড়াইলে তো সব আমার এ্যান্টেনার উপর দিয়া যাইব গিয়া!!একটু ধীরে-সুস্থে পড়াইলে সমস্যা কি?



২।তাপতী ম্যাম(স্ট্যাটিসটিকস)

ধূরু,এত্তক্ষন বইসা বইসা মোড আর মিডিয়ান পড়াইছে!!!!এত্ত টাইম লাগে এই জিনিস পড়াইতে?ওগুলাতো ইন্টারে থাকতেই পড়ছিলাম!



৩।রবিউল স্যার (বিজনেস ল’)

আরে আজিব তো!একদিনেই সব পড়ায়ে ফেলবে নাকি?এত দিন কই আছিলেন ভাই?হুট কইরা আইসা ধুম-ধুম কইরা পড়ায়ে চইলা গেলে হবে?আমাদেরও তো বুঝতে হবে নাকি?



৪।ঈশিতা ম্যাম (ম্যাক্রো ইকোনোমিক্স)

ম্যাম,আপ্নে কবে মানুষ হবেন?গত সেমিস্টারেও যেই পেইন দিছিলেন,এই সেমিস্টারেও সেই একই ভাবে পেইন দিতেছেন!!



৫।সিমিন ম্যাম(এডভান্সড একাউন্টিং)

আপ্নে যদি জানতেন যে আপ্নে কতটা বেরসিক!আপনি জানেন না,কঠিন সাবজেক্টগুলা একটু রসায়ে রসায়ে পড়াইলে স্টুডেন্টদের মাথায় ঢুকে?আপনি নাকি কয়দিন আগে বিয়ে করেছেন?এখন নাকি হানিমুন করতে অস্ট্রেলিয়া যাবেন?এই বেরসিক মানসিকতা নিয়া তো আপনার হানিমুনে যাওয়াই উচিত না!খালি খালি টাকাগুলা খরচ করবেন!



উপরোক্ত লেখাগুলা অনেক বড় ছিল!খাতার বিভিন্ন জায়গায় অগোছালো করে লেখা!তাই সব দিতে পারছি না।এসব লেখা দেয়াটাও ঠিক না।তবুও দিলাম।কারন।আগেই বলেছি-আমি ধৈঞ্চা।ধৈঞ্চারা এরচেয়ে ভাল হয়না!!

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

শুঁটকি মাছ বলেছেন: ঐ যে হুম-বাবা হাজির!!!!!!!!!

২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চানাচুর আপু দেখতাছি পুরাই আতেল।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

শুঁটকি মাছ বলেছেন: আতেল না।কিন্তু পরীক্ষার আগে কেমন জানি হইয়া যায়!!!!!!!

৩| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪১

একা স্বপ্নীল পথিক বলেছেন: এই গল্প তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির বলিয়া মনে হইতেসে। তা ভাই, আপনি বিবিএ তে না এমবিএ তে?

ঈশিতা ম্যাম বদলাবেন না, শরীফ স্যার ধীরেও পড়াবেন না, আর সিমিন ম্যাম, আহেম আহেম :P

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ভাই বিবিএ-তে পড়ি।আপ্নে কোনডায়?কোন ডিপার্টমেন্ট???????????????

৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

মামুন রশিদ বলেছেন: সময়ে পুরা ধৈঞ্চাই ছিলাম । পাবলিক ইউনি'র আবার পড়ালেহা, এক্সাম যে দিতাম এটাই বেশি ।

আর এহন অসময়, এই বুড়ো বয়সে সিজিপি'র নেশায় পাইছে । আপনার সাথে এডভান্সড একাউন্টিং আর ম্যাক্রো ইকোনোমিক্স মিলছে ।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

শুঁটকি মাছ বলেছেন: ভাই সিজিপিএ-র নেশা বড় খারাপ নেশা!লাইফ হেল করে ছেড়ে দেবে!!!!ভুলেও ওই চিন্তা করবেন না!!!!!!!!!!

৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: চানাচুরকে আমি আরো ফাঁকিবাজ সুডেন্ট ভাবতাম :|


যাইহোক এই পোষ্টে স্যার/ম্যামদের প্রবেশাধিকার উন্মুক্ত ?? :-/

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

শুঁটকি মাছ বলেছেন: ভুল ভেবেছেন ভাই!!!!!!!!!পরীক্ষার আগে কম বেশী সবাই আতেল হয়ে যায়!!!!!
স্যার-ম্যাডামরা আসতে পারবে,বাট আমি যদি দেখি যে একটা আতেল ঢুকছে তাইলে পিটায়ে গিলা আলগা কইরালামু!!!!!!! X((

৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

আশিক মাসুম বলেছেন: ধৈঞ্চারা এমনই হয় :) =p~ :P

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

শুঁটকি মাছ বলেছেন: ধৈঞ্চা বলে কথা!!!!!!!!!!! ;) ;) ;) ;)

৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩১

চানাচুর বলেছেন: আমার নিজেকে স্টুডেন্ট নামের কলংক মনেহয় মাঝেমাঝে। তখন ভীষণ লজ্জা লাগে। তখনই আমি পড়তে বসি। আমি পড়বো বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু পড়া হয়নি। #:-S

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

শুঁটকি মাছ বলেছেন: চানামনি,আমিও মাঝে মাঝেই খুব সিরিয়াচ হইয়া যাই!মনে মনে ভাবি,সজীব-মুন্নিরা যদি পারে তাহলে আমি কেন পারব না?খুব মনোযোগ নিয়ে পড়তে বসি।তারপর ম্যাক্সিমাম ২০ মিনিট এই সিরিয়াসনেস থাকে।এরপর যাহা লাউ,তাহাই কদু!!!!!!!!!!!

৮| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

একা স্বপ্নীল পথিক বলেছেন: এমবিএ

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

শুঁটকি মাছ বলেছেন: সিনিওর ভাই!!!!!!!!! B:-) B:-) B:-) B:-)

৯| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

শুভ্রনীল_প্রতীক বলেছেন: এই বস টা কে? :p

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

শুঁটকি মাছ বলেছেন: তুমি চিনবানা!!!!!!!তুমি ঘুমায়া থাকো!!!! :P :P :P :P :P

১০| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:২৭

কালীদাস বলেছেন: পোস্ট পইড়া টেনশনে পইড়া গেলাম /:)

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫০

শুঁটকি মাছ বলেছেন: কিয়ের টেনশন?????????????????? :-& :-& :-& :-& :-&

১১| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:২৯

বাংলাদেশী দালাল বলেছেন:
জাতীর ভবিষ্যত পরাই ফকফকা B:-)

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

শুঁটকি মাছ বলেছেন: হ ভাই!!!!!!ছোডোকালে প্রমথ চৌধুরীর একটা লেখা আমাদের পাঠ্য আছিল!সেইখানে লেখা ছিল, "স্কুল পালানো ছেলেরাই নাকি কোন দেশের স্বাধীনতা নিয়া আসছিল!
ছো,ব্যাপারটা অনুধাবন করতে পারতেছেন বইলা আপনেরে ধইন্যা!!!!!!! B-) B-) B-) B-)

১২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: কেমন বুড়ো, হিসেব খুব সোজা । রসায়ন ২০তম জাবি । হেহে

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

শুঁটকি মাছ বলেছেন: উমা!
সব সিনিওর ভাইদের পাইতেছি দেখি!!!!!!!!!!!!!!!!!

১৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

:P :P :P

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৩০

শুঁটকি মাছ বলেছেন: জিহবা বাইর কইরা হাসেন কেলা?

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

শীলা শিপা বলেছেন: আমিও লিখতাম এভাবে। তবে এত বড় বড় না ছোট ছোট করে:)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শুঁটকি মাছ বলেছেন: এখন আর লেখেন না আপু?????????

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

শীলা শিপা বলেছেন: এম বি এ ভর্তি হয়ে নেই, তখন আবার লিখব:)

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

শুঁটকি মাছ বলেছেন: ওকে আপু!!!!!
তারপর সেগুলো আমার মত সামুতে পোস্ট করবেন।ঠিক আছে?

১৬| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

যে শহর চোরাবালি বলেছেন: কত ব্যাচ ???? /:)

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

শুঁটকি মাছ বলেছেন: আমি ৪১ ব্যাচ।
আপনি কি আমার ভার্সিটির নাকি?

১৭| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

আমিনুর রহমান বলেছেন:



এখানে দেখি সব জাবি'র ধৈঞ্চারা :P :P :P

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

শুঁটকি মাছ বলেছেন: আপ্নে ভাই কুন জায়গার ধৈঞ্চা?জাবির নাকি?

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

আমিনুর রহমান বলেছেন:



ধৈঞ্চা না হইলে কি আর এই পোষ্ট কমেন্টাই ;)

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

শুঁটকি মাছ বলেছেন: :#) :#) :#)

১৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

যে শহর চোরাবালি বলেছেন: আসিলাম।

৩৪!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০২

শুঁটকি মাছ বলেছেন: ম্যালা বড়!!!!!
সালাম সিনিওর ভাই!!!!!!!!! :D :D :D :D :D

২০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আর আমি কার্টুন আঁকি । স্যার ম্যাডামরা যদি কোনোদিন সেসব দেখেন তাহলে দেশের শিক্ষা ব্যাবস্থা বন্ধ করে দেওয়ার আন্দোলনে নামবেন । =p~ আর আমি যে ক্লাস এইট পাস জানেনই তো , তাই প্রবেশ করলাম । হে হেহ হেহে :-P

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১

শুঁটকি মাছ বলেছেন: আমার বান্ধবী চানাচুরও একই কাজ করে!!!!!!!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.