নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিতারা হয়তো ঈশ্বরের চোখেও জল ঝরাবে!

১১ ই জুন, ২০১৩ রাত ১০:১৫

ওর বয়স মাত্র সতের মাস!ছোট্ট একটা মেয়ে!এখনো কথা বলতে পারেনা বললেই চলে।দুনিয়ার রীতিনীতি বোঝা তো অনেক দূরের ব্যাপার।ওর হয়তো টুকটুক করে সারা ঘর ঘুরে বেড়াতে ভাল লাগত।হয়তো বলছি একারনেই যে ওকে আমি চিনি না!ওর সাথে আমার কখনও দেখা হয়নি।আর কখনও দেখা হবেও না।কারণ ও মারা গিয়েছে।মারা গিয়েছে বললে ভুল হবে!ওকে খুন করা হয়েছে।শুধু খুন করা হয়নি।খুনের আগে ওকে ভয়াবহ ভাবে উপভোগ করে নেয়া হয়েছে।ওকে ধর্ষন করা হয়েছিল।আমি আবার মনে করিয়ে দিচ্ছি,ওর বয়স তো মাত্র সতের মাস!ওর ভিতরে এমন কি নারীত্ব ছিল যে ওকে ধর্ষন করা হয়েছিল আমার জানা নাই!ওর অপরাধ হয়তো এটাই ছিল যে ও মেয়ে!!!ঈশ্বর ওকে মেয়ে বানিয়ে এক ধরাধামে পাঠিয়েছিলেন।



এবার যার কথা বলব,তারও অপরাধ ছিল সে মেয়ে হয়ে জন্মেছিল।অবশ্য মেয়ে হওয়াটাই যে তার সবটুকু অপরাধ ছিল তা নয়!আরো ভয়াবহ একটা অপরাধ সে করে ফেলেছিল!মেয়েটির আর একটি অপরাধ হল,সে হিন্দু!মাত্র এগারো বছর বয়সে মেয়েটা কিভাবে এত বড় অপরাধ করে ফেলল সেটা আমি কোনো ভাবেই ভেবে পাইনা!তবে ব্যাপারটা আরো ভয়াবহ হত যদিনা সে কোনো ত্রানকর্তা না পেয়ে কেবল একটা হিন্দু মেয়ে হয়েই এই জীবনটা পার করে দিত।মেয়েটি বড় ভাগ্যবতী।ত্রানকর্তা তাকে ধরে এনে টানা পঞ্চান্ন দিন একটা ঘরে আটকে রাখল!প্রতিদিন মুহূর্তে-মুহূর্তে ধর্ষিত হল মেয়েটি।ধর্ষিত যখন হয়েই গেল তখন তো অবশ্যই হিন্দু মেয়েটার কিছু পাপ কমলো!কিন্তু সমস্যা দাড়ালো অন্য জায়গায়!যেই ভদ্রলোক(!) এগারো বছর বয়সী মেয়েটিকে পঞ্চান্ন দিন ধরে ধর্ষন করেছে,তার মনে আবার পাপ-পূন্যের জ্ঞানটা একদম টনটনা!তিনি ভাবলেন-“আচ্ছা,ধর্ষন করা কি আবার পাপ না তো?যদি ধর্ষন পাপ হয় তাহলে তো বিরাট বিপদ!উপরওয়ালা তো তাকে কঠিন শাস্তি দিয়ে দেবেন।তার উপর হিন্দু মেয়ে!একে ধর্ষন করলে তো মনে হয় আরো পাপ!তাহলে কি করা যায়?”

তখনই তার মাথায় একটা চরম বুদ্ধি খেলে গেল! “আচ্ছা,মেয়েটাকে মুসলমান বানিয়ে ফেললে তো মনে হয় পাপ হবে না।”

যেই কথা সেই কাজ!মহান ধর্ষক মেয়েটিকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেললেন।অতঃপর কোনোরকম পাপবোধ ছাড়াই পঞ্চান্ন দিন ধরে ধর্ষন করে গেলেন মেয়েটিকে!এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে!



এবার আসি সেই দিল্লির মেডিকেল ছাত্রীর কথায়।তার কথা আমরা সবাই জানি!কত লেখা হল পত্র-পত্রিকায়!তাকে কিছু পশুরা চলন্ত বাসে ধর্ষন করেছিল!তার কথা না বলি।তবে তার অপরাধও কিন্তু ওই একটাই ছিল।ঈশ্বর তাকেও মেয়ে বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন।



আচ্ছা এমন যদি হয়,একদিন সব ধর্ষিতারা ঈশ্বরের কাছে গিয়ে বলল, “সব দোষ ঈশ্বরের!তার কারনেই আমরা ধর্ষিত হয়েছি!তার ইচ্ছাতেই আমাদের মেয়ে হয়ে জন্ম নিয়ে হয়েছিল!”-তাহলে ঈশ্বর কি করবেন?

ঈশ্বর হয়তো সেদিন খুব বেশী অনুতপ্ত হবেন।এজন্য অনুতপ্ত হবেন না যে তিনি নারীজাতিকে সৃষ্টি করেছিলেন।তিনি হয় তো অনুতপ্ত হবেন এই কারণে যে তিনি কিছু পশুকে মানুষের রূপ দিয়ে তার নিজ হাতে তৈরী করেছিলেন।সেদিন হয়তো অনুতাপে ঈশ্বরের চোখ দিয়ে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়বে!সে অশ্রু বড্ড পবিত্র!!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

টানিম বলেছেন: ভালো লাগলো । এটা পড়ে দেখতে পারেন । অনেকটা সিমিলার ।
চোখের বদলে চোখ : আমিনি বাহরামী (ইরানী নারী)

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!

২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো।


বুকমার্ককৃত কয়েকটি মুভি বিষয়ক পোস্ট

দেইখেন সময় পাইলে।

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ হুমম-বাবা!!!!!!!!!! :)

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এরপেরা নাকি দোষ মেয়েদেরই! :(

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

শুঁটকি মাছ বলেছেন: অবশ্যই মেয়েদের দোষ!তারা মেয়ে হয়ে জন্মালো কেনো?

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১:১৪

অিপ পোদ্‌দার বলেছেন: :( :( :(

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪

শুঁটকি মাছ বলেছেন: :( :(

৫| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:২৭

মামুন রশিদ বলেছেন: কিছু বলার নেই, শুধু ধিক !

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫

শুঁটকি মাছ বলেছেন: সেটাই!!!!!!!!!!!!!ধিক সেই পশুদের!!!!!

৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

ঐশীকা বলেছেন: তারপর ও কিছু সুশীলরা বলে যাবে মেয়েরা আধুনিক হচ্ছে আর তাদের পোশাকের জন্য তাদের রেপ করা হচ্ছে, আর এই সতেরো মাসের শিশুটির একই দোষ,

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ওই যে বলেছি,আমাদের আসল দোষ হল আমরা মেয়ে হয়ে জন্মেছি!সে সতের মাসের শিশু হোক আর সত্তুর বছরের বৃদ্ধা হোক,দোষ একটাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.