নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

বান্দরের ছাও!!!!!!!X(X(X(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

ঘটনা একঃ

আমাদের বাসায় আমার কতিপয় কাজিন এসেছে।আমি তাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছিলাম।এর ভেতর একটা ছিল-বেডরুম মুভির একটা গান।আমি মুভিটা দেখিনি।আমি আমার ইন্টার পড়ুয়া এক কাজিনকে জিজ্ঞাসা করলাম, “ঐ মুভিটার কাহিনী কি?” আমার সেই কাজিন জবাব দেয়ার আগেই আমার ক্লাস থ্রীতে পড়া পুচকা এক কাজিন মুখ ঝামটা দিয়ে বলে উঠল, “ঐ মুভির আবার কাহিনী শুনতে চাওয়া লাগে নাকি?নাম শুইনা বোঝোনা?

আমি বলার মত কিছু ভেবে পেলাম না।এই পিচ্চি এতটা পাকনা আমার তা ধারণাতেও ছিল না।

অনেক পরে বিড়বিড় করে গালি দিলাম-ছ্যাংড়া!X(



ঘটনা দুইঃ

ক্লাস ফোরে পড়া পুচকা মামাতো বোনটা ফেসবুক একাউন্ট খুলেছে।তাকে জিজ্ঞাসা করলাম, “ঐ তোরে ফেসবুক একাউন্ট খুলে দিছে কে?

-নিজে খুলছি।

-ক্যান খুলছিস?ফেসবুকে তোর কাজ কি?আর তার চেয়েও বড় কথা,তুই অপরিচিত লোকদের এড রিকোয়েস্ট পাঠাইতেছিস ক্যান?

-ইদানীং খুব লোনলি লাগে।টাইম পাস করার জন্য ফেসবুক খুলছি।

আমি হতবাক।সে এইসব কি বলতেছে??:-/



ঘটনা তিনঃ

আমার খালার ছেলে রাফিন।বয়স ৯।সে নতুন নামাজ পড়া শিখেছে।জুম্মার দিন একটা জায়নামাজ বগলের তলে নিয়ে হন-হন করে মসজিদে যায়।কদরের রাতে ও আমাদের বাসায় ছিল।আমি ওকে জিজ্ঞাসা করলাম, “আজকে আমার জন্য কি দোয়া করবা ভাইয়া?”

ও লজ্জা পেয়ে হেসে জবাব দিল, “আমি তো তোমার থেকে ছোটো।আমি ক্যান দোয়া করব?”

আমি বললাম, “দোয়া সবাই সবার জন্য করতে পারে।তুমি আমার জন্য কি দোয়া করবা সেটা বল।”

সে অনেক সময় চিন্তা ভাবনা করে জবাব দিল, “রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।”(যারা জানেন না তাদের জন্য বলছি,এটা বাবা-মার জন্য সন্তানের দোয়া)

আমি তার কথায় হাসবো নাকি কাদবো বুঝতে পারলাম না।:-*:-*



ঘটনা চারঃ

আমার কাজিন সারাফ বিশাল চাল্লু পোলা।কেবল কলেজে উঠেছে।কিন্তু এত কম বয়সেই সে প্রেম করে ছ্যাকাও খেয়ে ফেলেছে।তার ধারণা সে জীবনের অনেক অংশ দেখে ফেলেছে।বিশাল অভিজ্ঞ লোক হয়ে উঠেছে।তার কাছে আমরা এখন নস্যি।সমস্যা সেখানে না।এখানেও সমস্যা করেছে ফেসবুক।পোলা সারাদিন ফেসবুক গুতায়!

সেদিন তার ফেসবুক স্টাটাসে লেখা দেখলামঃ

ম্যাথ কিছুই পারিনা।আমার কি হবে?



আমি তার স্টাটাস দেখে তাকে নক দিয়ে বললামঃসারাদিন ফেসবুকে থাকলে কখনই ম্যাথ পারবিনা।ফেসবুক বাদ দিয়ে একটু পড়তে বস!

সে আমাকে হাইকোর্ট দেখিয়ে বলেঃআমি পড়ার কাজেই ফেসবুকে বসি।

-তাই নাকি?তা ফেসবুকে কি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি কর?

-হ্যা আপু।ব্যাপারটা অনেকটা সেরকমই!

-শোন সারাফ,হাংকিপাংকি বাদ দিয়া পড়তে যা।

-হাংকিপাংকি না আপু।তুমি বুঝবা না এইগুলা!

-মানে?কি বুঝবোনা?

-এইসব ইন্টার মিডিয়েট লেভেলের পড়ালেখা!

-ঐ ছ্যামড়া,আমি কি ইন্টার মিডিয়েট না পইড়া ডাইরেক্ট এস-এস-সি দিয়াই বিবিএ পড়া শুরু করছি?

-না তানা।তবে এখন আর আগের মত পড়ালেখা নাই আপু!

-মাত্র তিন-চার বছরের ব্যাবধানে সব চেঞ্জ হয়ে গেছে নাকি পাখি?

-না ঠিক তা না।আপু আমার খুব টয়ালেট চাপছে।আমি আসতেছি।

-যাও!

দশ মিনিট পর দেখলাম সে আবার ফেসবুকে বসেছে।আমি আবার ঝাড়ি দিলামঃঐ তুই আবার ফেসবুকে ক্যান?

-আরে আপু কি হইছে বললে তো বিশ্বাস খাবা না।

-কি হইছে?

-তোমারে বলছিলাম না যে টয়ালেট চাপছিল?

-হুম।তো কি হইছে?

-হইছে কি টয়ালেটে যাওয়ার আগে কি মনে কইরা ম্যাথ বইটাও সাথে নিয়া গেছিলাম।ওমা সেইখানে গিয়া তো আমি তাজ্জব।একটার পর একটা অংক মিলে যাইতেছে।যেইটাই করি সেইটাই তড়াং-তড়াং মিল্লা যায়।এক টানে দুই চ্যাপ্টার ম্যাথ শেষ করে ফেললাম।আজব ব্যাপার!তাইনা আপু।

আমি তার চাপার জোর দেখে তাজ্জব!এই পোলা এত চাপাবাজি কোথা থেকে শিখেছে?X((X((X((



মন্তব্য ৬৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: ক্লাসে ফোরের বাচ্চা লোনলি ফীল করে...........আজীব কান্ড কারখানা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

শুঁটকি মাছ বলেছেন: কলিকাল্ মনে হয় শুরু হয়ে গেছে আপু!!!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইন্টার পড়ুয়া পোলাপাইনের বহুত অভিজ্ঞতা থাকে........
বুজঝেন??????/



১,২ এ দারুন মজা পাইলাম।

=p~ =p~ =p~ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

শুঁটকি মাছ বলেছেন: হুম তাতো আমি বর্ষণ মিয়ার সাথে কথা বললেই টের পাই!!!!!! ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

মাক্স বলেছেন: আমার ভাগিনা ভাগ্নি মাঝে মাঝে বাসায় আসে।

তখন আমার একটা শব্দই মাথায় আসে


বান্দরের ছাও X(( X(( X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

শুঁটকি মাছ বলেছেন: কি আর বলব ভাই,এরা আসলে ডিজিটাল যুগের তো,এই জন্য এত পেকে গিয়েছে!!!!!

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

রাখালছেলে বলেছেন: কি আর বলব...!
একেই বলে পুলাপাইন... B-)

বাইদাওয়ে ...শুঁটকি মাছ নিতান্তই শুঁটকি মাছ।শুঁটকি মাছ নামে তার আর কো্নো শাখা-প্রশাখা নাই!!!!

লাইটগুলা মারাত্মক ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

শুঁটকি মাছ বলেছেন: কেমন মারাত্মক ভাই?বিষক্রিয়া হইতেছে নাকি? :P :P :P :P

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

রাখালছেলে বলেছেন: দু:খিত লাইনগুলা মারাত্মক । কিন্তু কিছুই বুঝলাম না :||

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

শুঁটকি মাছ বলেছেন: এত্ত মারাত্মক কথা এখন বুঝা লাগবে না ভাই।বড় হন,তারাপর বুইঝেন।আগে বুঝলে পাইকা যাবেন গিয়া।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: চরম সত্য কথা........

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

শুঁটকি মাছ বলেছেন: সে আর কইতে!!!!!!!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: দুনিয়ার আলুবাতাস তো সুবিধার মনে হইচ্ছে না। আমাগো পুলাপানগুলানের কি যে অবস্থা হবে আল্লাহ্‌ মালুম #:-S

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

শুঁটকি মাছ বলেছেন: জ্বি ভাই।কলিকাল সমাগত!!!!!!পুলাপান বড় বেশী পাকনা!!!!!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

বোকামানুষ বলেছেন: B:-) B:-)


ওরে খাইসেরে :-/

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

শুঁটকি মাছ বলেছেন: কি আর বলব!!!!!!!!!!!!!!!! :-/ :-/ :-/ :-/

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩

বটের ফল বলেছেন: হায়রে দুনিয়া!!! পুলাপাইনে খেলার সুযোগ পায়না। সারাদিন ঘরে বসে থাকা আর পড়াশুনা, কম্পুটার। আরে ভাই এই বয়সে যদি পুলাপান ছুটাছুটি না করতে পারে তাইলে তো লোনলি ফিল করবেই , নাকি। দোষটা আসলে আমাদেরই। আমরা তাদের তথাকথিত ভদ্র, সুশীল বানাতে গিয়ে বানিয়ে ফেলছি একপ্রকার প্রতিবন্ধি ও অকালপক্ক শিশু।

অনেক অনকে ভালো থাকবেন শুটকি মাছ, আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে আপনার সুন্দর হাসিমাখা মায়ার বাঁধনে।

শুভ সকাল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

শুঁটকি মাছ বলেছেন: সেইটাই।দোষটা আমাদেরই।আমরাই তাদেরকে পরিবেশ দিতে পারিনাই।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

রিফাত হোসেন বলেছেন: + দিতে ঢুকলাম । :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!!!!!!!!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: মজা হৈসে :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

শুঁটকি মাছ বলেছেন: থ্যাংকু মামুন ভাইয়া!!!!!!!!!

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ।
১ এ বেশী মজা পাইসি ||

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D :D :D

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

তাসজিদ বলেছেন: আমার ধরণা ব্যাপারটা সিরিয়াস। We cannot take this type of things easily.

আজকাল বাচ্চারা ফেসবুক খুলছে। খোলার সময় তারা তাদের বয়স বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি?

শুরুতেই মিত্থে! এবং এ মিত্থে দিন দিন বাড়তে থাকবে। এবং নিশ্চিত থাকতে পারেন এরা একসময় পর্ণে আসক্ত হবে।

বাচ্চাদের বোঝানঃ What is right and what is wrong. তাদের বয়সের জন্য কোনটা ঠিক আর কোনটা নয়।


আর যদি না বোঝতে চায়, কষে থাপড় মারুন বা মারতে বলুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

শুঁটকি মাছ বলেছেন: ভাই,দয়া করে বাচ্চাদের নিয়ে এতটা নিরাশার কথা শুনাবেন না।আর বাচ্চাদের গায়ে হাত তোলার তো প্রশ্নই ওঠে না।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

তাসজিদ বলেছেন: বাচ্চাদের পাকনামি একদম সহ্য করবেন না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

শুঁটকি মাছ বলেছেন: এতটা পাকামো নিশ্চয়ই কোনো বাচচা করেনা যা আমাদের বড়দের পক্ষে সহ্য করা খুব কঠিন।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

শীলা শিপা বলেছেন: শিরোনাম বেশি পছন্দ হইছে... ওরা আজকালকার পোলাপাইন!!!

ভাল লাগল...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

শুঁটকি মাছ বলেছেন: হ্যারে আপু,এক্কেরে ডিজিটাল পুলাপান!!!!!!!

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

শুঁটকি মাছ বলেছেন: ঐ জ্বিহবা বাইর করে ভেঙ্গাস ক্যান্রে??

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

আপেক্ষিক বলেছেন: যার কাজিন এমন সে কেমন কে জানে ভাই :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

শুঁটকি মাছ বলেছেন: যে লিখেছে সে আসলে তার ছোটোবেলার আপেক্ষিকের মতন! B-) B-) B-) B-) B-)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: উপযুক্ত বিশেষণ- পাকা কদবেল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

শুঁটকি মাছ বলেছেন: বিশেষনটা খারাপ হয়নি।তবে কদবেলের ব্যাপারে আমার কিছুটা অনীহা আছে।তাই পাকা কাঠাল বেছে নিলাম। ;)

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

শান্তির দেবদূত বলেছেন: হাসতে হাসতে শেষ, কি লিখছেন এইগুলা ! এই সব পুলাপাইন তো আমাদের এক হাটে কিনে আরেক হাটে বেচতে পারবে!! সবগুলাই কি আপনার কাজিন? খাইছে আমারে !!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

শুঁটকি মাছ বলেছেন: জ্বি ভাই আমার বিশাল কাজিনের কন্টিনজেন্ট আছে।দাদাবাড়ির দিকে দুই ডজনের কাছাকাছি,আর নানাবাড়ির দিকে পুরো এক ডজন।নানাবাড়ির দিকের গুলা আবার একটু ফাজিল বেশী।তাদের আসলেই আমার মত দুই-চাইরটারে এক হাটে কিনে আরেক হাটে বেচার এলেম আছে।খুব ট্যাটনা

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: বিরাট ক্যারফা!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

শুঁটকি মাছ বলেছেন: হ ভাই,বড় বেশী ক্যারফা।
বাইদাওয়ে,ভাই ক্যারফা মানে কি বুঝলাম না!!!!!!!! B:-) B:-) B:-) B:-)

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

স্বাধীন মন বলেছেন: বাচারা যে কি সব করে! এক পিচ্চিরে দেখতাম নামাজের মধ্যে লুকায় লুকায় ফেচবুক চালাইটে :-< :-< , থাপ্পর মারারতে চাইসিলাম, কিন্তু সবার মত আমিও নামাজ পরতেছিলাম তাই বেচারা বেচে গেছিল। :D :D :D
আপনার "যদি আবার কখনও সে আসে ফিরে!!!!" গল্পটা অনেক ভাল লাগল, একটা কমেন্টও দিয়ে আসলাম, দেখবেন.......

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

শুঁটকি মাছ বলেছেন: আজকালকার পোলাপানই এমন।থাবড়াইলেও কাজ হবেনা.।। :-< :-< :-< :-<
হ্যা কমেন্টটা দেখেছি।উত্তরও দিয়েছি।ভাল থাকবেন।শুভকামনা!

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: লোনলি আর শেষের টা পড়ে বড় মজা পাইছি :D :D

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

শুঁটকি মাছ বলেছেন: সব পাকনা পুলাপানরে ভাই!
বাই দা ওয়ে,নামের সাথে ১৪ লাগাইলেন কেনে বাহে?

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

ড. জেকিল বলেছেন: কেম্নে লিখেন এইসব ? :(( :(( হাসতে হাসতে জান শেষ।

পুরাই অস্থির, এইগুলা পাকতে পাকতে পঁচে গেছে ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

শুঁটকি মাছ বলেছেন: ভাই বাস্তব ঘটনা।যেই ঘটছে আমি ডাইরেক্ট তড়াং তড়াং মাইরা দিছি!!!!!!!!!!!! ;) ;) ;) ;)

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: নামের সাথে ১৪ লাগানোর কথা আর কইয়েন না, মজার ব্যাপার হল এটা অনেকে মনে করে আমার বয়স। আসলে এটা আমার বয়স না, বয়সের ঘটনা নিচে বলতাছি। আগে শুনেন আসল ঘটনা - আমি যখন রেজি করি তখন আমার নামটা এভেলএবল ছিলনা। এর জন্য নামের পিছনে জন্মতারিখ লাগাইয়া দিলাম। ব্লগে একজন জুনাপু আছেন না, উনি একদিন ফান করে একটা কমেন্টে বলছিলেন এইটা আমার বয়স। উনার কমেন্ট কিছু পাবলিক দেখছেন, সেটা দেখে পাবলিকরা উনার কমেন্ট সত্য ভাইব্যা নিছে :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

শুঁটকি মাছ বলেছেন: ভাই ভুয়া কথা কইতাছেন ক্যা?আপনের বয়স ১৪-এইটা স্বীকার কইরা লইলেই হয়।খালি নিজেরে বড় বানাইনার শখ!!এক্কেরে আমার কাজিনগুলার মত করতাছেন!!!!!!!!!!!

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: “ঐ মুভির আবার কাহিনী শুনতে চাওয়া লাগে নাকি?নাম শুইনা বোঝোনা? =p~ =p~ =p~ =p~

আর সারাফ তো দেখছি বিশাল প্রতিভা , তার সাথে সুসম্পর্ক রাখুন , সে যে আগামী দিনের মন্ত্রী তা চোখ বন্ধ করে বলে দেয়া যায় । :P :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

শুঁটকি মাছ বলেছেন: হ্যা,সারাফের সাথে আমি খুব ভাল সম্পর্ক বজায় রেখে চলতেছি ভাই।বলতে পারেন সেই আমার উপদেষ্টা!!!!!!!!!!!!

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

দি সুফি বলেছেন: :| :| :|

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

শুঁটকি মাছ বলেছেন: ;) ;) ;) ;)

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আচ্ছা স্বীকার করে নিলাম, তাহলে এখন চকলেট দেন, নেক্সট পোস্টে আইসক্রিম খাইতে আসমু :P :P :D :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

শুঁটকি মাছ বলেছেন: ধুর পুলাপান,ওইগুলা খাইলে দাতে পুকা হয়!!!!!!!!!!!!!! :-P

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

রাশেদ অনি বলেছেন: ক্লাস এইট এ পরা আমাদের ভারাতিয়ার ছেলে একদিন আমাকে বলতেছে, ভাইয়া তোমাদের চেয়ে আমরা অনেক বেশি পড়াশুনা করি কারন আগে তোমরা ১০ বছর পড়ে A+ পাইতা এখন আমরা আট বছর পর পাবো। :#>

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

শুঁটকি মাছ বলেছেন: হেইডাতো আমিও আমার কাজিনগো কই।
কি কই জানেন?
কই যে আমার A+ আছে।তোমগো কিচ্চু নাই।ফকির।
তখন তারা কয়,আমাগো সময় আছিল,স্টার-স্টান্ড।তোগোর জিপিএ ফাইভের চেয়ে বহুত বেশী।
আমি তখন ওগোর কথা না শুইন্যা ফকির ফকির বইল্যা চিল্লাইতে থাকি।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ডিজিটাল পোলাপাইন সব :|

=p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

শুঁটকি মাছ বলেছেন: হ আপু,সবডি এক্কেরে বান্দরের ছাও!!!!!!!

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

জুন বলেছেন: আজকাল ঘরে ঘরে এমন ছেলে মেয়েই দেখা যায়। আমার বোনের ফেবু অপারেট করে তার ক্লাস থ্রীতে পড়া মেয়ে :!>
অনেক মজা পেলাম আপনার কাহিনীতে =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

শুঁটকি মাছ বলেছেন: আমার ছোটমামা আমারে একবার বলছিল-এত ফেবু গুতাইয়ো না।ফেবু দুনিয়ার জন্য একটা অভিষাপ।
এইসব কথা বইলা মামুজান আমার ফেবু গুতানো বন্ধ করতে পারেনাই।বাট এখন মনে হয়-পুলাপান পাকানোর পিছনে ফেবুর একটা হালকা পাতলা হইলেও অবদান আছে।

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ, বেশ তো! এগুলি নিয়ে সময়োপযোগী একটা গল্প লিখে ফেলেন। অনেক ভাল হবে গল্পটা।

পড়ে কিন্তু মজা পেয়েছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

শুঁটকি মাছ বলেছেন: :) :) :) :)

৩২| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৬

আমিই মিসিরআলি বলেছেন:

কি কোন এইগুলান মামু :-*
আপনেরও দেহি মাথা নষ্ট হইছে পলাপাইনের লগে বাহাস করতে করতে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.