নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

উদাসী হইয়্যা কিছু প্যাচাল পাইড়া গেলাম!!!!!!!/:)/:)/:)/:):-/:-/:-/:-/:-/

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

গতবছর মার্কেটিং কোর্সে স্যার এসাইনমেন্ট হিসাবে বিজ্ঞাপণ বানাতে বলেছিলেন।স্যারের এই এসাইনমেন্ট পেয়ে আমরা সবাই দারুন খুশি।অবশেষে একটা ক্রিয়েটিভ কিছু করতে যাচ্ছি!

আমরা শুরুর দিকে মজার টাইপ কোনো বিজ্ঞাপণ বানানোর প্লান করেছিলাম।প্রথমেই গ্রুপের সবাই মিলে চিন্তা করতে লাগলাম কি ধরনের পণ্য নিয়ে বিজ্ঞাপন করা যায়।আমাদের ভিতর ফাজিল টাইপ কোনো এক পোলা বলল, “দোস্ত,বডি স্প্রের এ্যাড বানাবি?”

সাথে সাথে আমরা সবাই-“ধুর হালা,এই সব কি কস?”-টাইপ ঝাড়ি দিয়ে তাকে থামিয়ে দিলাম।একটু পর আরেকজন বলল, “চল,এনার্জি ড্রিংকের এ্যাড বানাই!”

আমরা তাকে বললাম-কাহিনী কি হবে এ্যাডের?

তারপর সে যেই কাহিনী বর্নণা করল তা যদি আমি এখন জাতির সামনে পেশ করি তাহলে সবাই নাক-কান চোখ বন্ধ করে পালাবে।

হঠাৎ আমার এক বান্ধবী বলল-ঐ লাইটের এ্যাড বানাবি?

আমি তার কাছে জানতে চাইলাম-কাহিনী কি নিয়া?

সে খুব অদ্ভুত একটা লাইটের বিজ্ঞাপনের স্ক্রীপ্ট শোনালো।

বলল-ধর,দুই বান্ধবী মিলে অনেকদিন পর এক বান্ধবীর বাসায় বেড়াতে গেল।দুই বান্ধবীর এক বান্ধবী যার বাসায় বেড়াতে গিয়েছে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, “কিরে তুই হঠাৎ এত ফর্সা হয়ে গেলি কিভাবে?রহস্য কি তোর সৌন্দর্যের?”

আমি আমার বান্ধবীকে তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, “ঐ তুই না একটু আগে লাইটের বিজ্ঞাপনের কথা বলছিলি?এখন চেহারার কাহিনী শুরু করলি কেনো?ফেয়ার এণ্ড লাভলীর বিজ্ঞাপনে চলে গেলি নাকি?”

সে আমাকে ধমক দিয়ে বলল-কথার মাঝখানে কথা বলবি না।আগে আমাকে শেষ করতে দে।

এই কথা বলে সে আবার বলতে শুরু করল-যাকে গায়ের রঙের কথা জিজ্ঞাসা করা হয়েছে সে তখন বেড়াতে আসা অপর দুই বান্ধবীকে নাক উচিয়ে বলল, “কি যে বলিস না তোরা!আমার রঙ তো আগে থেকেই অনেক ফর্সা!”

কিন্তু কৌতূহলি বান্ধবী বলল, “নাহ আগে তো এত ফর্সা লাগেনি।”

-কি জানি বাবা!হয়তো তোরা খেয়াল করিস নি।যাই হোক তোরা বস।আমি নাস্তা নিয়ে আসি।

ওই বান্ধবীর প্রস্থানের সাথে সাথেই কৌতূহলী বান্ধবীর সাথে থাকা কূটনা বান্ধবী চোখ টিপে কৌতূহলী বান্ধবীকে বলবে, “আরে বোকা,ওকে ফর্সা দেখানোর আসল রহস্য বুঝিসনি?ঐ দেখ,ওর বাসার লাইটের আলো কত ফকফকা!ঐ আলোর কারণেই ওকে এত ফরসা দেখা যাচ্ছে!”

আমি তখন কাহিনী ধরে ফেলেছি।আমি পাশ থেকে আমার বান্ধবীর কাহিনীর সাথে আরো যোগ করে বললাম, “ইয়েস,বিজ্ঞাপনের লাস্টে বলা হবে,নিজেকে সুন্দরী প্রমান করতে চাও?তাহলে ঘরে আবুল লাইট জ্বালাও!”

সাথে সাথে আমার বান্ধবী ঝাঝিয়ে বলে উঠল, “ঐ তুই লাইটের নাম আবুল লাইট বললি ক্যান?”

-ক্যান সমস্যা কি?

-নাহ এই নাম দেয়া যাবে না।

-ওকে তাইলে লাস্টে বলি যে, “নিজেকে সুন্দরী প্রমান করতে চাইলে ঘরে কাশেম লাইট লাগাও।”

-আবার তুই লাইটের নাম কাশেম দিলি ক্যান?

-আজিব তো,স্ক্রীপ্ট তুই বানাইছিস বইলা কি আমি লাইটের নামটা দিতে পারব না?

-নাম দিবি।কিন্তু এই আবুল কিংবা কাশেম দিবি না।

-ক্যান?সমস্যা কি?

-সমস্যা আছে!

অনেক জোরাজুরির পর সে জবাব দিল, “দোস্ত,আমার আব্বুর নাম আবুল কাশেম!”







(বিঃদ্রঃযাই হোক,পরে আর আমরা ঐ লাইটের বোকা বোকা বিজ্ঞাপন বানাইনি।পরে বায়োডিগ্রেডেবল পলিথিন নিয়ে জ্ঞানী-জ্ঞানী একটা বিজ্ঞাপন বানিয়েছিলাম।কিন্তু আজকে অনেক দিন পর ব্যাপারটা মনে পড়তে একা একাই বেশ কিছু সময় হাসলাম।কয়েকদিন ধরে মন-মেজাজ খুবই উদাস-উদাস।পুরানো মজার ব্যাপার গুলো মনে করলে উদাসী ভাবটা কিছুটা কমে।এই আর কি!!!!!)

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক জোরাজুরির পর সে জবাব দিল, “দোস্ত,আমার আব্বুর নাম আবুল কাশেম!”- পান্চ লাইনটা চমৎকার। হাহাশে। হাহাশে।হাহাশে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D :D :D :D

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: ভালো লাগা

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
:P
“দোস্ত,আমার আব্বুর নাম আবুল কাশেম!” - আমার মনে হয় এন্ডিং এটুকে হলে হাসির রেশ আরো বেশী সময় থাকতো ||

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

শুঁটকি মাছ বলেছেন: লিখছি তো লিখছিই।পরের বার চিন্তা ভাবনা কইরা লিখুম নে!!!!!!

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: :-/ :P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

রিমন রনবীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: মজা পাইলাম। !:#P !:#P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শুঁটকি মাছ বলেছেন: ;) ;) ;) ;) ;)

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহা

আবুল লাইট লাইক হইছে :দ

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

শুঁটকি মাছ বলেছেন: আবুল লাইটেরে লাইক না দিয়া আবুল কাশেম লাইটের মেয়েরে লাইক দেন।তিনি না থাকলে এই কাহিনী কে বানাইতো?

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ :P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শুঁটকি মাছ বলেছেন: :P :P :P :P :P :P :P

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বায়োডিগ্রেডেবল পলিথিন জিনিসটা কি :P :P

লাইটের বিজ্ঞাপনের আইডিয়া শুনে তো প্রথমে ভিমড়ি খাইছিলাম!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শুঁটকি মাছ বলেছেন: বায়োডিগ্রেডেবল পলিথিন কি জিনিস তা কইতে পারুম না ভাই!ম্যালা প্যাচাল।তয় পরে বিজ্ঞাপণডা এক্কেরে খারাপ হয়নাই

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

বোধহীন স্বপ্ন বলেছেন: :D :D :D :D :D :D :D :D

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D :D :D

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হে হে হেহে হেহে হে! বডি এনার্জি ড্রিংকের কাহিনীও জানতে মন চায়!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শুঁটকি মাছ বলেছেন: ভাইরে ঐডা সভ্য সমাজের কাছে কইলে তাদের হজম করতে কষ্ট হবে।তাই বকাদ দিছি!!!!!!!!!!!! :P :P :P :P

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

শীলা শিপা বলেছেন: কাহিনী অর্ধেক বলা ঠিক না...সবটা বলতে হয়!!! :( :P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শুঁটকি মাছ বলেছেন: আপুরে সবই তো বলতে মুঞ্চায়,কিন্তু সব বলতে শরম লাগে।পোলাপানের মাথার ঠিক নাই।উল্টা পালটা আইডিমা মারতেছিল।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

সমুদ্র কন্যা বলেছেন: লাইটের বিজ্ঞাপণের আইডিয়াটা কিন্তু ইউনিক ছিল। নাম চেঞ্জ করে বানাইলেই হইতো :P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

শুঁটকি মাছ বলেছেন: ঐ বিজ্ঞাপন বানাইলে বাশ খাইয়া আর কূল পাওয়া যাইত না বোন!!!!!!!!!!!!!!

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভিডিও আপলোড করে দেন। দেহি কিরম হৈসিলো আপনার বিজ্ঞাপন।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শুঁটকি মাছ বলেছেন: জ্বেনা জিপি নেট চালাই।ভিডীও আপ্লোড দিয়া বিলাসিতা করা সাজেনা।তয় এক্কেরে খারাপ হয়নাই।আমার কথা বিশ্বাস করতে পারেন।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D :D


বিজ্ঞাপন দেখবার চাই........

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শুঁটকি মাছ বলেছেন: ঐ পড়তে বস!!!!!!!!!!!!!

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

নেক্সাস বলেছেন: বিজ্ঞাপন দেখান

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

শুঁটকি মাছ বলেছেন: কত কথা কইলাম।আবার বিজ্ঞাপন দেখতে চায়!!!!!!!!!!!! X((

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পাঞ্চ লাইনটা আসলেই জোস হয়েছে, “দোস্ত,আমার আব্বুর নাম আবুল কাশেম!”" :-B :-B

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

শুঁটকি মাছ বলেছেন: :) :) :) :)

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: :-B :-B

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

শুঁটকি মাছ বলেছেন: :P :P :P :P :P

১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

অশ্রু কারিগড় বলেছেন: সব বদ পোলাপাইন =p~ :P =p~

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

শুঁটকি মাছ বলেছেন: আমার দোস্ত-দোস্তাইন বইলা কথা! B-) B-) B-) ভাল পোলাপান হইব কোন জায়গা দিয়া কন ভাই??????

২০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আবুল - কাশেম বিজ্ঞাপন এভাবে বন্ধ হয়ে যাওয়া ঠিক হয় নাই :)

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

শুঁটকি মাছ বলেছেন: নেক্সটে বানায়ালামু ইনশাল্লাহ!!!!!!!!!!! B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.