নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদুল হাসান অভি'র বাংলা ব্লগ

লিখতে পারিনা বলেতো ভাবনা গুলোকে অন্তরবন্দি করে রাখতে পারিনা।

ফরহাদুল হাসান অভি

studying Electrical Power Engineering(Electrical power system and networks ফেইসবুকে আমি www.facebook.com/ovi.bd

ফরহাদুল হাসান অভি › বিস্তারিত পোস্টঃ

মাননীয় স্পীকার ১ টা প্রশ্নোত্তর পর্ব না করলেই নয়। কিছু প্রশ্নের জবাব চাই এবং গর্ব করার মত আজ সামুর তৎপরতা

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

-জনৈক অভিঃ রানা প্লাজা দুর্ঘটনার(হত্যাকাণ্ড) পর PM, HM মখা,বি চৌ, আজমী (গো আজম পুত্র)-মাঈনুদ্দীন রুহীদের বক্তব্যে আমি *** হয়ে গেলাম মাননীয় স্পীকার।



~~জনাব আবদুল হামিদঃ আমি এখন আর স্পীকার নই, বাংলাদেশের নব্যনিযুক্ত রাষ্ট্রপতি, দেশের সর্বচ্চ অভিভাবক।

--জনৈক অভিঃ দেশের এই দুর্দিনে বঙ্গভবনে শপথ গ্রহন অনুষ্ঠানে আপনার হাসিমাখা মুখ দেখে আমি আবারো *** হয়ে গেলাম মাননীয় স্পীকার।



##ঢাকার অদূরে যেখানে হাজার মানুষ বাঁচার জন্য তীব্র আর্তনাদ করছিল সেখানে কমলাপুরে+বঙ্গভবনে দেশের সর্বচ্চ কর্তাব্যাক্তি হিসেবে কিভাবে আপনারা পেরেছিলেন হাসিমুখে পজ দিতে???



মাননীয় স্পীকার আমি জানতে চাই

where is the government and BGMEA?? and what really they are doing??



অক্সিজেন, ঔষধ, উদ্ধারকাজে ব্যবহৃত মেশিনারিজের জন্য আজ সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করবে কেন? এতোগুলো জীবনকে মৃত্যুর মুখে রেখে কেন আমাদেরই সব করতে হচ্ছে? কেন দেশ- বিদেশ থেকে সাধারণ জনগণকে অর্থ সংগ্রহ করতে হচ্ছে?????? কোটি কোটি টাকা ব্যবহৃত হয় বেক্তিগত চিকিৎসায় আর এইখানে ১ টা কোটি টাকা দেয়ার ক্ষমতা আপনাদের নাই মাননীয় সরকার



মাননীয় স্পীকার আমি আরও জানতে চাই

#দুর্যোগ মোকাবেলায় কোটি কোটি টাকার অনুদান আসে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে। কোথায় সেই টাকা?

# দুর্যোগ এবং ত্রান বিভাগের ৪,৫০০ কোটি টাকার বাজেটে 'দুর্যোগের সময়ে উদ্ধারের কাজে যন্ত্রপাতি কেনার কাজে ব্যয়'। কোথায় সেই যন্ত্রপাতি?

#লক্ষ-কোটি টাকা চাদা দেয় শিল্পপতিরা দলীয় ফান্ডে।কেন আসেনা আজ তারা সাহায্য নিয়ে?

# দলীয় কর্মসূচীতে লক্ষাধিক লোকের গাড়ি ভারা, খাবার, পানির বেবস্থা করা হয়। কোথায় আজ দলগুলা?

#টিভি চ্যানেল খবর দেখায় ঔষধ,গ্লাভস, মাস্ক, পানি দরকার। অথচ চ্যানেল আই-এর ইনসেপ্টা, মাছরাঙ্গা-এর স্কয়ার বা ইন্ডিপেন্ডেন্ট-এর বেক্সিমকো চাইলে অনায়াসেই এগুলোর যোগান দিতে পারে।

#কোথায় জাগো ফাউন্ডেশন, ব্লু-ব্যান্ড কল নামের দলগুলা?

#প্রথম-আলো কিভাবে পারবে কাল "মেরিল প্রথম আলো পুরস্কার ২০১২-ঝলমলে তারার মেলা" আয়োজন করতে।



নিরন্তর ভাবে কাজ করে, রক্ত,পানি,ঔষধ সহ অন্যান্য মেটেরিয়াল দিয়ে সাহায্য করে যাচ্ছেন সাধারণ জনতা। আমি বারবার *** হচ্ছি মাননীয় স্পীকার।

# হাজার হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান, সাবমেরিন, অত্যাধুনিক অস্ত্র কেনা হয়,বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন হয়, কিন্তু নিয়মিত অঘটনের দেশে কেনা হয়না সুউচ্চ ক্রেন, মই, ভেঙ্গেপরা দালান থেকে জনবল উদ্ধারের,ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের আধুনিক মেশিনারিজ।



#প্রতি দিন একজন প্রধানমন্ত্রী ও অতিথি আপ্যায়নে গড়ে ব্যায় মিনিমাম ১ লক্ষ টাকা, যা ২০১১-১২ অর্থ বছরে সংশোধিত বাজেটে ছিল দৈনিক ২ লক্ষ ১৪ হাজার টাকা। কিন্তু জোর করে ডেকে এনে মালিক, প্রশাসন সবার দুর্নীতির মাশুল দেয়া ১ টা গরীব পোশাক শ্রমিকের জীবনের দাম দেয়া হল ২০ হাজার টাকা। মানতে পারলাম না মাননীয় স্পীকার।



এসব দেখে আমি নিজেই স্পীকার হয়ে যাই মাননীয় ***রা।

এইমাত্র শরত দার স্ট্যাটাসটি দেখে আমারও গর্বে বুক ফুলে গেল



"১৪০ ব্যাগ অক্সিজেন, প্রচুর হ্যান্ডগ্লাভস, বিল্ডিং এর মেশিন টুল, টর্চ লাইট, মাথায় হেলমেট, তার, অন্যান্য গেজেট পৌছে দিলেন ব্লগার জাদিদ, শিপু, আমিনুর এবং আরো অনলাইন একটিভিস্ট এবং এখন তাঁরা বিল্ডিং এ ঢুকে উদ্ধার কাজে নিযুক্ত হচ্ছেন। গর্বে বুকটা ফুইলা গেল রে......"

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

দিশার বলেছেন: বাংলায় জাতি আজ চোদনা হয়ে গেসে রাজনীতিবিদ দের কান্ড কারখানা দেখে।

আশার কথা তরুণ প্রজন্ম ঝাপিয়ে পরেছে কাজে।

এখন দরকার কাজ, কথা কম .

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

ফরহাদুল হাসান অভি বলেছেন: এজন্যই গর্বে বুকটা ফুলে যায় তরুন প্রজন্ম ফেসবুক, ব্লগের মাধ্যমে নিজেদের কোঅরডিনেট করে দেখিয়ে দিয়েছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কতো ভালবাসা আমাদের অন্তরে
অবশ্যই কাজ জারি রাখতে হবে

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

হুমায়ুন তোরাব বলেছেন: ruhi kharap ki boleche ??
btw amio **** hye glam

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

ফরহাদুল হাসান অভি বলেছেন: চট্টগ্রাম: সাভার ট্র্যাজিডিকে সরকারের উপর আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী। তিনি বলেন, ‘সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারই পরিণামে এ গজব’

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

ফরহাদুল হাসান অভি বলেছেন: শরত দার স্ট্যাটাস
"১৪০ ব্যাগ অক্সিজেন, প্রচুর হ্যান্ডগ্লাভস, বিল্ডিং এর মেশিন টুল, টর্চ লাইট, মাথায় হেলমেট, তার, অন্যান্য গেজেট পৌছে দিলেন ব্লগার জাদিদ, শিপু, আমিনুর এবং আরো অনলাইন একটিভিস্ট এবং এখন তাঁরা বিল্ডিং এ ঢুকে উদ্ধার কাজে নিযুক্ত হচ্ছেন। গর্বে বুকটা ফুইলা গেল রে......"

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

ফরহাদুল হাসান অভি বলেছেন: পারভেজ আলম
ফেসবুকে সারা দিয়ে আজকে উদ্ধার কাজে যারা এগিয়ে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা সাভারে দুটি টিমের মাধ্যমে প্রথম দফায় ধুলাবালির মধ্যে স্বেচ্ছাসেবীদের কাজের সুবিধার্থে ৪০০ মাস্ক
ভবন ধ্বসের মধ্যে থাকা ও স্বেচ্ছাসেবীদের জন্য ৫০টি টর্চ বাতি
রড কাটার জন্য ১৪০ টি হ্যাচকো ব্লেড
আধা লিটারের ৪৮০ বোতল পানি
এবং প্রয়োজনমাফিক কেনাকাটার জন্য ৮ হাজার নগদ টাকা

দ্বিতীয় দফায় পাঠিয়েছি
টর্চ বাতি ১০৪ টি
মাস্ক ৭৮ টি
হাতের গ্লাভস ১০০টি
অক্সিজেন মাস্ক ১২টি
হ্যাচকো ব্লেড ৩০টি
আধালিটারের পানি ৯৬ বোতল
গগলস ৫টি
বিস্কুট ১০ কার্টুন
জুস ৩৬ প্যাকেট
স্যালাইন-গ্লুকোজ (গুণতে পারি নাই)
এবং নগদ ২ হাজার টাকা

তবে উদ্ধার সরঞ্জামএর অভাব ছিলো। রাতে ব্লগারদের একটি টিম বেশকিছু উদ্ধার সরঞ্জামসহ উপস্থিত হওয়ায় উদ্ধার কাজ আরো বেগবান হয়েছে। এধরণের উদ্যোগ এই মুহুর্তে সবচেয়ে বেশি দরকার, উদ্ধারকাজের উপযোগীর সরঞ্জাম যতো বেশি হবে ততো বেশি মানুষ বাচানো যাবে।

বিকালে রাজু ভাস্কর্যের প্রতিবাদ সমাবেশ থেকে মিছিল নিয়ে গেছি আমরা বিজিএমইএ ভবন ঘেরাও করতে। শোক পালন করতে গেলে প্রতিবাদ করা যাবেনা এমন কোন বাধ্যবাধকতা নাই। খুনি রানার ফাঁসি চাই। গার্মেন্টস মালিকদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি চাই।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

বাংলার হাসান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংদে দাড়িয়ে বলেলন “রানা প্লাজার“ মালিক সোহেল রানা তার দলের কেউ নয়, তাহলে যুবলীগ কেন সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে বহিষ্কার করবে কেন্দ্রীয় যুবলীগ। এ জন্য আগামীকাল জরুরি ভিত্তিতে দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। বলে প্রথম আলোতে নিউজ আসলো?
প্রতি দিন একজন প্রধানমন্ত্রী ও অতিথি আপ্যায়নে গড়ে ব্যায় মিনিমাম ১ লক্ষ টাকা, যা ২০১১-১২ অর্থ বছরে সংশোধিত বাজেটে ছিল দৈনিক ২ লক্ষ ১৪ হাজার টাকা। কিন্তু জোর করে ডেকে এনে মালিক, প্রশাসন সবার দুর্নীতির মাশুল দেয়া ১ টা গরীব পোশাক শ্রমিকের জীবনের দাম দেয়া হল ২০ হাজার টাকা।

Click This Link

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

ফরহাদুল হাসান অভি বলেছেন: এদের কথা বলার কোন সেন্স নাই, এইজন্য এদের কথার কেউ দামও দেয়না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.