নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা ব্লগ। ম্যা ম্যা করলে লাত্থি দেয়া হয়।

দেশ প্রেমিক শুধু কথায় নয় কাজে হতে চাই।

ওয়ল্ভারিন (জিমি)

ওয়ল্ভারিন (জিমি) › বিস্তারিত পোস্টঃ

আমি কেন বি এন পি কে ভোট দেব না? [একটি নিরেপেক্ষ ইতিহাস আওড়ানো পোস্ট।] -০১

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

০১) বিএনপির সূচনাকালে নেতা ছিল শীর্ষ যুদ্ধাপরাধী শাহ্ আজিজ। সে দেশের প্রধান মন্ত্রীও হয়েছে। জিয়া তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলো।

০২) জিয়া রাজাকারদের বিচারের আইন 'দালাল আদেশ' বাতিল করে তাদেরকে ছেড়েও দিয়েছিলেন।

০৩) বিএনপির জন্ম দেশের শ্রেষ্ট কিছু মুক্তিযোদ্ধার হত্যার মাধ্যমে।

০৪) জিয়া রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন নিষিদ্ধ জামায়াতে ইসলামিকে।

০৫) মহিলা জিয়ার শাসনামলে বাংলাদেশে প্রবেশের অনুমতি পেয়েছিল একাত্তরের গণহত্যার মাস্টারমাইন্ড নব্বই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত রাজাকার গোলাম আজম।

০৬) মহিলা জিয়ার শাসনামলেই বাংলাদেশের নাগরিকত্ব পেল গোলাম আজম।

০৭) মহিলা জিয়া মন্ত্রিত্ব দিয়ে জাতীয় পতাকা তুলে দিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলি আহসান মুহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামিদের গাড়িতে!

০৮) মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আরেক ঘৃণ্য জানোয়ার সালাউদ্দিন কাদের চৌধুরী খালেদা-শাসিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য।

০৯) আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আবদুল আলিমও বিএনপিরই সাবেক নেতা।

১০) মহিলা জিয়া ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় রীতিনীতি ভেঙে চুরমার করে নিজের অবস্থানকে তোয়াক্কা না করে পাকিস্তানি সেনাকর্মকর্তা জানজুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন নজিরবিহীনভাবে। মহিলা জিয়া শোক প্রকাশ করলেন একজন পাকসেনার মৃত্যুতে, যে পাকসেনাটি একাত্তরে নিয়োজিত ছিল বাঙালিনিধনে ও ধর্ষনে।

১১) রাজাকারদের বিচার বানচাল ও তাদের মুক্তির জন্য যা-যা করা সম্ভব, এর সবই করে যাচ্ছেন মহিলা জিয়া ও তার দল। রাজাকারদের মুক্তির জন্যে যে যুদ্ধ, হতে পারে সেটিই আসল মুক্তিযুদ্ধ এবং এই হিশেবে খালেদা ও তার দলের নেতারা নিঃসন্দেহে আসল মুক্তিযোদ্ধা!

১২) গতকালই মহিলা জিয়া বলেছেন মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ-নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের লোকজন মুক্তিযোদ্ধা না, মুক্তিবাহিনী।(তাজউদ্দীন ও তার সরকার কি মাছি মারছিল X( তাছাড়া 'মুক্তিবাহিনী' ও 'মুক্তিযোদ্ধা' নিয়ে যে অভিনব তত্ত্ব তিনি কি ভিত্তিতে উত্‍পাদন করলেন? )



এই পয়েন্ট ছাড়াও আরো অনেক পয়েন্ট আছে যা বুঝলে নির্দিধায় পরিষ্কার হবে বিএনপি দল হিসাবে বাংলাদেশের নাগরিকের ভোট পাবার যোগ্য কিনা।X( (পাকিস্তানের নাগরিকের কথা বলিনাই কিন্তু B-))

দুর্নীতি ঘাটালে সেখানে হয়ত লীগ বি এন পির সাথে প্রতিযোগিতা করতে পারে তাই তা নিয়ে লিখলাম না।

ধর্মের কথা বলার দরকার নেই। বিএনপির সকল মহিলা নেত্রী আমার কাছে অপেক্ষাকৃত অধিক লালাময় তেতুলের মত :P। তাছাড়া বিএনপি যতবছর ক্ষমতায় ছিল ইসলামের জন্যে কিছুই করতে পারেনি। বরঞ্চ ইসলামের বদনাম হয় এমন কাজে সদা তৎপর ছিল।



[আমার প্রতিটা পয়েন্ট ইতিহাসে পাতায় পাতায় আছে। যারা জানেন না তারা দূরে গিয়া মরেন। কমেন্ট যুক্তিদিয়ে করুন। ম্যাতকার করবেন না। ]

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

রাজীব বলেছেন: গতকালই মহিলা জিয়া বলেছেন মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ-নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের লোকজন মুক্তিযোদ্ধা না, মুক্তিবাহিনী।(তাজউদ্দীন ও তার সরকার কি মাছি মারছিল X( তাছাড়া 'মুক্তিবাহিনী' ও 'মুক্তিযোদ্ধা' নিয়ে যে অভিনব তত্ত্ব তিনি কি ভিত্তিতে উত্‍পাদন করলেন? )

তাজউদ্দীন মাছি মারছিল বলেইতো সোহেল তাজকে এখন অপমানিত হয়ে মন্ত্রীত্ব ছাড়তে হয়।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ভাই তাজুদ্দিন ঘুইরা ঘুইরা দেশে একটা সরকার গঠন করছিল। যা না হইলে হইতো কুটনৈতিক মার প্যাচে আমরা এখনো যুদ্ধ করতাম।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

শাহ আশরাফ বলেছেন: আপনি কাকে ভোট দেবেন..................?

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ইহাই প্রশ্ন... কাকে দিবেন ভোট?

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

রাজ্জাক রাজ বলেছেন: আমি কেন হাম্বালীগ কে ভোট
দেব না?
উত্তর : সালাগো দাঁড়ি টুপি দেখলেই পুটকি চুলকায়। আর নাস্তিকদের জামাই আদর করে।

তাজউদ্দীন মাছি মারছিল
বলেইতো সোহেল তাজকে এখন
অপমানিত হয়ে মন্ত্রীত্ব ছাড়তে হয়।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ওহ দাড়ি টুপি দেখলে চুল্কায় কিনা জানিনা। আমি অনেক বার দেখেছি জামাতের মার্ক করা লোক গুলারেই ধরা হয়। আমার ৭ জন রুমমেটের সবার দাড়ি আছে। আমারও আছে। কিন্তু পুলিশে ধরছে জামাতি ছাগুটারে। এবং এইটা উচিত।

আওয়ামীলীগের এই কাজটাই ভালো। প্রশংসার দাবীদার।

আর নাস্তিক কি বি এনপি তে নাই? ন্যাপ ভাইঙ্গা সব নাস্তিক গুলা বি এন পিতে আসেনাই? মির্জা ফখ, সালাউদ্দিন আহমেদ, মান্নান ভুঁইয়া ছাড়াও ম্যাক্সিমাম সিনিয়র নেতাই তো কমুনিস্ট নাস্তিক থেকে বিএনপি হইছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: তাজউদ্দীন মাছি মারছিল
বলেইতো সোহেল তাজকে এখন
অপমানিত হয়ে মন্ত্রীত্ব ছাড়তে হয়।

এইটা দিয়া রাজীব ভাই কি বুঝাইছে আপনে মনে হয় বুঝেন নাই।
কইসিলাম না যারা ইতিহাস জানেন না তারা দূরে গিয়া মরেন। X(

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

রাজীব বলেছেন: তাজউদ্দীন মাছি মারছিল বলেইতো সোহেল তাজকে এখন অপমানিত হয়ে মন্ত্রীত্ব ছাড়তে হয়।
এটা তো খুব পুরান ইতিহাস না, এই তাজউদ্দিনকেও মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তার ছেলেকেও অপমান সইতে হলো। কার জন্য???

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: লীগের কচকচানির জন্যে।

কিন্তু এখানে কথা হলো আমরা এটা নিয়ে দুঃখ করতেছি। রাজ্জাক সাব এইটা নিয়া মজা করতেছে। X(

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: রাজাকার বেয়াই কি এখন মুক্তিযোদ্ধা? বেয়াইর গাড়ীতেও পতাকা পতপত করে উড়ছে এটা নজরে পরেনা ভাইজান??
এই একটা কারন যথেষ্ট .............

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হুম বি এন পির রাজাকার প্রীতির ১১...১২... ১০০০ কারণও যথেষ্ট না। কারণ আপনে বিএনপির দালাল গোত্রীয় পাবলিক। জানজুয়ার কাছ থেকে যেমন মেডুম কিছু পাইছিল আপনের মাও হয়ত পাইছিল।

হাসিনার বেয়াই কেমন রাজাকার জানিনা, তবে বিএনপির মধ্যে রাজাকার গুলা সেইরকম নামকরা রাজাকার।

তারপরেও লীগ ভালো বলব না। তবে তাদের প্রশংসনীয় দিক তারা রাজাকারের বিচার করছে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২১

আরফহোস বলেছেন: ভাই আপনে কার লাইগা ভোট চাইতেসেন ? নিজের লিগা নাকি লীগের লিগা ? লীগের বিল বোর্ড তো দেখসি আপনের কোন বিল বোর্ড নাই ?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: কারো জন্যে চাচ্ছি না। বিএনপির ইতিহাস বিএনপিকে কখনই ভোট প্রাপ্তির দাবীদার রাখেনি।

বি এনপির বাইরে চিন্তা মানেই লীগকে নিয়ে চিন্তা নয়।

আর এইসব কি কচকচানি? কথার পেচগি? ইতিহাস কটু লাগলে দূরে যান। আজাইরা যুক্তিহীন কথা অন্যত্র বলেন।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১২

রাজ্জাক রাজ বলেছেন: মহাজ্ঞানী লেখক বলেছেন:হাসিনার বেয়াই কেমন রাজাকার
জানিনা, তবে বিএনপির
মধ্যে রাজাকার গুলা সেইরকম
নামকরা রাজাকার। :D :D :D
হাসিনার বেয়াই কেমন রাজাকার
সেইট জানস না? আর আমারে ইতিহাস পড়তে করতে কস সালা হাম্বালীগ।
বাংলাদেশের লোকের কাছে একটাই
অনুরোধ পাঠা চিনতে কেও ভুল করবেন না| এরাম পাঠা জীব্বনেও দেহি নাই।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ভালো তো ভালো না। বিয়াই দেশের সবচাইতে বড় রাজাকার।

জানজুয়ার কাছ থেকে যেমন মেডুম কিছু পাইছিল আপনের মাও হয়ত পাইছিল।
আর অইখানে রাজাকারি করছিল হাসিনার বিয়াই।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৪

কলাবাগান১ বলেছেন: বেয়াই র বাবা শান্তি কমিটির মেম্বার ছিলেন... তাতে কি উনার ছেলে এখন রাজাকার?

আমাদের সময় পত্রিকার নাঈমুল ইসলামের বাবা একজন রাজাকার ছিলেন, তাই বলে কি নাঈমুল ইসলাম কি রাজাকার???

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হে হে হে... এইগুলা বি এনপির দালাল গুলারে বুঝাইয়া লাভ নাই। এরা স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের রাজাকার নিয়া ঘুরে। আর কয় আপনেরাও তো ঘুরেন। তয় আপনাদেরটা স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের না।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৫

উপপাদ্য বলেছেন: ০৭। মহিলা জিয়া মন্ত্রিত্ব দিয়ে জাতীয় পতাকা তুলে দিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলি আহসান মুহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামিদের গাড়িতে

এই পয়েন্ট টা খুব পছন্দ হৈছে।

সমান্তরালে মহিলা শেখ পৃথিবী খুইজা খুইজা সেরা সব মুক্তিযোদ্ধারে মন্ত্রী বানাইছে।

উদাহরন স্বরপ, নুরুল ইসলাম, মখা আলমগীর, কামরুল ইসলাম ইত্যাদি খালি মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা ভাই।

আপনাকে ধন্যবাদ বিএনপিকে ভোট না দেয়ার জন্য। আপনার মতো একচোখা হাম্বার ভোটের তো বিএনপির দরকার নাই।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: একচোখা বি এন পিরাই খালি তাদের সকল ঘৃনিত কুকীর্তি ভুলে গিয়ে এমন কথা বলে।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯

বশর সিদ্দিকী বলেছেন: বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা হল ইঞ্জি: মোশাররফ আর মহিউদ্দিন খান আলমগির।

শেখ মুজিবের সবচেয়ে বড় ভক্ত হল ইনু( গুগলের কুত্তাডা না)।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: একচোখা বি এন পিরাই খালি তাদের সকল ঘৃনিত কুকীর্তি ভুলে গিয়ে এমন কথা বলে।

খালেদা জানজুয়ার একান্ত মুহুর্ত আপনাকে উতসর্গ করা হল।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

ডাক্তার আমি বলেছেন: ০৭। মহিলা জিয়া মন্ত্রিত্ব দিয়ে জাতীয় পতাকা তুলে দিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলি আহসান মুহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামিদের গাড়িতে!



এই একটি কারণেই ইতিহাস বেগম জিয়াকে ঘৃনা করবে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হুম। খুবই খারাপ লাগে যখন এই কথা মনে আসে।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

চলতি নিয়ম বলেছেন: গ্যালারীতে বৈলাম।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ তুলনা করলে দুইদলের কৃর্তীকলাপ বলতে হইব নই দালাল বইলা চেচামু =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: দুই দলের কির্তি বলতে? লীগের কুকির্তি তো খালি দুর্নিতি, অইটাতো নিচে লেখেই দিছি। তয় আপনে যদি দেশের সেরা রাজাকার হিসাবে হাসিনার বিয়াইরে মানেন তয় আপনরে কিছু বলার নাই। খালেদা জানজুয়ার একান্ত মুহুর্ত আপনাকে উতসর্গ করা হল।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

গেন্দু মিয়া বলেছেন: বি,এন,পি, আর জামাত জোট পুরো পুরিই রাজনৈতিক, আদর্শিক নয়।

আওয়ামী লীগকে ট্যাকেল দেয়ার জন্যই সেই জোট।

আওয়ামী লীগের এই সব তেলেসমাতি কান্ডও কিন্তু পলিটিকাল। পলিটিক্সের কারণেই তারাও একবার জামাতের সাথে জোট বেঁধেছিলো, ভুলে গিয়েছেন কি?

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: তা ভুলে যাই নি তেমনি লীগ বর্তমানে বিচার করছে তা নিয়ে আমি তাদের সাধুবাদ দিব।
তেমনি বিএনপি এমন কিছু করে দেখাক।জামাতের সঙ্গ ছেড়ে
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের সাজা দিক। আমরা সব ভুলে যাবো।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

চাঁন মিঞা সরদার বলেছেন:
আউয়ামী নাস্তিক শুয়োরদের নোংরামী বিএনপি-জামাতী কুকুরদের থেকেও বেশী। তাই বিএনপি-জামাতি কুকুর দিলীয় জোট, আওয়ামী শুয়োরদের থেকে উত্তম।

তাই ধানের শীষ আমার প্রথম পছন্দ। :#) :#) :#)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: নাস্তিক কি বি এনপি তে নাই? ন্যাপ ভাইঙ্গা সব নাস্তিক গুলা বি এন পিতে আসেনাই? মির্জা ফখ, সালাউদ্দিন আহমেদ, মান্নান ভুঁইয়া ছাড়াও ম্যাক্সিমাম সিনিয়র নেতাই তো কমুনিস্ট নাস্তিক থেকে বিএনপি হইছে।
আপনাকে লাত্থি দেয়া হইল...

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

আমি ভূমিপুত্র বলেছেন:
আরো পড়াশুনা কইরা চাপা পিটানির কাম.........

- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী খান এ সবুরকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৫ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85 - http://i.imgur.com/Q0B9v9p.jpg
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পীস কমিটির কনভেনর কুখ্যাত যুদ্ধাপরাধী খাজা খায়েরুদ্দিনকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৭ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85 - http://i.imgur.com/JvxFLZY.jpg
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী গভর্নর মালিককে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 44 - Click This Link
- শাহ আজিজ ও শর্ষিণার পীরের মুক্তিলাভ - দৈনিক বাংলা ১ ডিসেম্বর ১৯৭৩ - http://i.imgur.com/L4QRWPG.jpg
- রাজাকার আবদুল আলীমরে জয়পুরহাট সুগার মিলের পরিচালক নিযুক্ত করেন শেখ মুজিব - Click This Link
- প্রেসিডেন্ট জিয়া ঘু আযমরে/কুনু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরে ছাড়েন ও নাই/নাগরিকত্ব ও দেননাই,সব আগেই ছাড়া পাইছে - একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় - মুরগা কবির ও আইনমন্ত্রী শফিক আহমেদ লিখিত (পৃষ্ঠা ৬৩) - http://i.imgur.com/Bre9XRt.jpg

পাকিস্তানি সেনাকর্মকর্তা জানজুয়ারে ১৯৭১ সালের ২৫-২৬শে মার্চ রাইতের ১টায় মারে মেজর জিয়া....বেগম জিয়া না তুমি ছাগুকুমার শোকবার্তা পাঠাইছিলা তা তুমার ম্যাতকার ই কইয়া দিতাছে ;) ;)
http://i.imgur.com/TeuojlE.jpg

সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৯৪ সাল পর্যন্ত কি মুক্তিযোদ্ধা ছিল ???
http://goo.gl/7e3kGq

Click This Link


২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: এই লিংক গুলা আমি দেখিয়া মুগ্ধ। যে কেও এমন হাজারটা লিংক বানাইতে পারে।
[বাঁশেরকেল্লার ইঞ্জিনিয়ার দ্রষ্টব্য]

আমার গুলো সবই ৭১ পরবর্তি লিখা ইতিহাস বই থেকে নেয়া। বই গুলোর রেফারেন্স চাইলে দিতে পারি।

আপনার নেতা বকুলই তো সেদিন এমন একখান শাহ আজিজ সংক্রান্ত [ওইকিপেডিয়ার] রেফারেন্স দেখাইতে গিয়া ৭১ টিভি তে গদাম খাইছেন।

আপনারেও লাত্থি দেয়া হইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: সাকা চৌধুরী সারা জীবনই রাজাকার। শেখ হাসিনাকে বিয়া করলেও।
দ্বিতীয়ত বঙ্গবন্ধু যাদের ছেড়ে দিয়েছিল তারা ধর্ষন, লুটপাট ইত্যাদির সাথে যুক্ত ছিলনা। কিন্তু আপনে যদি মনে করেন ছেড়ে দেয়া আর প্রধান মন্ত্রী বানানো এক তাইলে আর কি কমু... মাথাত প্রবলেম তো আছেই।
তৃতীয়ত যুদ্ধপরাধীদের জিয়া ছাড়বেন কি উনি তো আইনই করে দিলেন যুদ্ধপরাধের বিচার করা যাবেনা।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগ বিদেশি দালাল,তাই তাদের ভোট দেবার প্রশ্নই আসে না।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: বি এন পি পাকিস্তানী দালাল। যা কিনা বিদেশের মইধ্যে সবচাইতে নিকৃষ্ট বিদেশ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

আমি ভূমিপুত্র বলেছেন:
লাত্থি তুমার পুটুতে তুমি নিজেই মার বুঝলা মদনাছাগুরানী আর দেক তুমার আব্বার লগে তুমার চাচা শাহ আজিজরে লাহোরে ১৯৭৪ সালের ফেব্রুয়ারীর এই ভিডুত(৪৮-৫১ সেকেন্ডে সাদা পাঞ্জাবি/কাল মোটা ফ্রেম চশমা) =p~ B-) ;) :(

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ইহা শাহ আজিজ কিনা তা বুঝিয়া নাও

মিথ্যাকথা বলিয়া ন্যাংটা হয়া বি এন পির দালালদের দেখি স্বভাব।
তারপরেও এইসব বেজন্মার লাজ লজ্জা কিচ্ছু নাই। ভিডিও তে লাজ লজ্জা হায়া বিহীন বিএনপি সাংসদ। এবং এই ব্লগে ইনি পুরাই বেজন্মা বেহায়া।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

আমি ভূমিপুত্র বলেছেন:
দ্বিতীয়ত বঙ্গবন্ধু যাদের ছেড়ে দিয়েছিল তারা ধর্ষন, লুটপাট ইত্যাদির সাথে যুক্ত ছিলনা

=p~ =p~ =p~

উরে উল্ভা ছাগু তাইলে কি তুমি কইতে চাও খান এ সবুর/খাজা খায়েরুদ্দিন/গভর্নর মালিক/শাহ আজিজ/শর্ষিণার পীরেরে বিনাকারনে যাবজ্জীবন সাজা দ্যাওন হইছাল B:-) =p~ :( X( X((

তুমারে বালা বুদ্ধি দেই.....বাঁশের কেল্লাত যাইয়া আরামছে রেপারেন্স ছাড়া চাপা পিটাও.......ঐহানে কুনু ডিস্টার্ব ছাড়া হারাদিন লাদাইতে পারবা X( X( X(

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: প্রথমতঃ
৭২ ও তিহাত্তর সনের অধ্যাদেশটা যেনো কি? জাবুজ্জিবন ক্যামনে জানি হইছিল? এট্টু বালের কেল্লার পেপের কাটিং রেপারেঞ্চ দেন না।

দ্বিতীয়তঃ আবাল পাব্লিকেরে এক কথা দুইবার শুনাইলেও বুঝেনা... ধরে নিলাম এরা ধর্ষক। লুট তাহলে জিয়া ক্ষমতায় বসাইল কেন? আপনে যদি মনে করেন ছেড়ে দেয়া আর প্রধান মন্ত্রী বানানো এক তাইলে আর কি কমু... মাথাত প্রবলেম তো আছেই। পাবনা গিয়া চ**। লাত্থি আগেই দিছি। খাইয়া সাধ দেখি মিটেনাই

২০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ০১ এর পরে ০১) এভাবে দিলে সবাই পড়তে পারত । এখন অনেকেই পড়তে পারছেনা। যেমন - আমি ।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: করে দিলাম ভাই।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

মতিউর রহমান মিঠু বলেছেন: @ওয়ল্ভারিন (জিমি), আমার মন্তব্যে লিখেছিলাম "মতিউর রহমান মিঠু বলেছেন: রাজাকার বেয়াই কি এখন মুক্তিযোদ্ধা? বেয়াইর গাড়ীতেও পতাকা পতপত করে উড়ছে এটা নজরে পরেনা ভাইজান??
এই একটা কারন যথেষ্ট ............. "
,
আর আপনার প্রতিউত্তর হলো " লেখক বলেছেন: হুম বি এন পির রাজাকার প্রীতির ১১...১২... ১০০০ কারণও যথেষ্ট না। কারণ আপনে বিএনপির দালাল গোত্রীয় পাবলিক। জানজুয়ার কাছ থেকে যেমন মেডুম কিছু পাইছিল আপনের মাও হয়ত পাইছিল।

হাসিনার বেয়াই কেমন রাজাকার জানিনা, তবে বিএনপির মধ্যে রাজাকার গুলা সেইরকম নামকরা রাজাকার।

তারপরেও লীগ ভালো বলব না। তবে তাদের প্রশংসনীয় দিক তারা রাজাকারের বিচার করছে। "


আমি কি গালাগাল করেছি?? তাহলে আমার "মা" কে গালি কেন দিলেন?? আমার মা একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে কেন এখানে গালি দিলি মাদার চোদ!!!
তুই কোন মায়ের সন্তান হবার যোগ্য না। যে সন্তান কোন মাকে কারন ছারা জঘন্য গালি দিতে পারে তার জন্মের সমস্যা আছে।

শুধু শুধু কারন ছারা মাকে গালি দিলি তুইতো নটির বেটা। দালালি কর খা...র পোলা আসল রাজাকারের রক্ত তোর শরীরে আছে মনে হচ্ছে।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: জানজুয়ার কাছ থেকে কিছু পাইলে সেটা গালি হবে কেন?
আপনি এত্ত গুলা অশ্লিল কথা বলার পরেও আপনার টা গালি হবে না কেন?

২২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮

মতিউর রহমান মিঠু বলেছেন: হুম, আমার প্রথম মন্তব্যে কোন গালি ছিলনা। আপনি আমার মাকে নিয়ে গালি দিছেন যার কোন কারন ছিলনা আমার মন্তব্যে। আর মাকে নিয়ে কেউ গাল দিলে মাথায় রক্ত উঠে যায়, নিশ্চই আপনারো তাই হয়।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: আপনের আসল মা মাইন্ডি খাইবো তো।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

মতিউর রহমান মিঠু বলেছেন: আপনি আবারো পেচাচ্ছেন। আপনার আসল বা নকল মা থাকতে পারে, তবে আমার মা একজন। দয়াকরে মা নিয়ে আর কোন কথা বলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.