![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বৈকাল্য। জাতির ক্রান্তিকালে মুরি চিবাইতে চিবাইতে টিভি দেখতেছিলাম দেখিলাম আন্ডালিভ ম্যা ম্যা করতাছে...
তো টেলিভিশন চ্যানেল চেইঞ্জ করিয়া দেখিলাম সেখানেও ম্যা ম্যা করতাছে।
তারপরে আমি কিছুক্ষন হিন্দি চ্যানেল থেকে পাক দিয়া আসলাম। সেখানে দেখিলাম শাশুড়ি বউ কে কথা দিয়া কথা রাখে নাই। তাই তার ছেলে মায়ের সকল বাধন ছিন্ন করিয়া চলিয়া গেল। এমন সময় বাংলা চ্যানেলে আবার যাইয়া দেখিলাম বেগম জিয়া।
উনার চেহারার সাথে কেন জানি শাশুড়ির চেহারার মিল খুঁজে পাইতেছিলাম বারে বার।
উনি বলিলেন হাসিনার সরকারের দরূন আমার ঘরে চাইল ডাইল তেল নূন সব কিছুর অভাব দেখা দিছে। কাইল্কে আমি নিজে রাধিয়া খাইতে অপারগ। এদিকে আমার রেড ফুনটাও বন্ধ। তারেকরে ফুন দিয়া চাইল ডাইল আনিতে বলব সে উপায়ও নাই। অতয়েব হাসিনা আমাকে ভাত খাইতে ডাকিতে হইবে। নহিলে হরতাল।
এরপরে শুনলাম হাসিনা আপা নাকি একা ভাত খাইতে ডরান তাই খালেদাকে ভাত খাইতে ডাকিলেন।
অতঃপর
বেগম জিয়ার বেঈমানী এবং তেনার রাজাকার ও জঙ্গী বাহিনী দ্বারা দেশের পরিস্থিতি হইল এইরূপঃ
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: আপনার কথা ক্লিয়ার না। সাধারণ পাবলিক হিসাবে উনার মিথ্যা কথা তুলে ধরলাম তাতে আপনার সমস্যা কোথায়?
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮
ইলুসন বলেছেন: নিজ মুখে বলছে যে দুইদিন সময় দিলাম এর মধ্যে আলোচনার ব্যাবস্থা না করলে আমরা প্রাথমিক কর্মসূচি দিলাম। আলোচনার জন্য তো ডাক দেয়া হইছে এখন কেন হরতাল হচ্ছে? কেন আলোচনা না করে হরতাল করতেছে বিএনপি!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: একই প্রশ্ন এখানে।
নিজে কথার বরখেলাপ করে আর যারে তারে আস্তিক নাস্তিক ডাকে।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
ইমরুল_কায়েস বলেছেন: ঠিক আছে, সে মিথ্যাচার করলে আপনার প্রতিবাদের অধিকার আছে। কিন্তু সে ক্ষেত্রে একজন ব্যক্তির নাম বিকৃতি করাটা কতটুকু যুক্তি পূর্ণ। আশা করি আপনি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় এবং কার।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: কারো নামের সংক্ষেপণ বিকৃতি? জানা ছিল না।
বাংলাদেশে সব ভার্সিটির নাম বিকৃতির অভিযোগে ওই ভার্সিটির সবাইরে বহিস্কার করা হোক তাইলে
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
মতিউর রহমান মিঠু বলেছেন: মিথ্যা ধরলে দুই নেত্রীরটা ধরেন, শুধু খালেদা কেন?
চোখ দুটাই খোলেন, আপনার নেত্রী গত ৫ বছর ধরে মিথ্যা আর মিথ্যই বলে যাচ্ছে তা চোখে পরেনা নাকি?? নির্বাচনের ইসতেহার দিয়ে যে মিথ্যার শুরু তা ৫ বছরে আর বন্ধ হয় নাই।
আঁতলামী কম করলেই ভাল হয় ভাইজান.........
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হাসিনা খারাপ তাই খালেদার খারাপ কার্যকলাপ বৈধ। হাইরে এইট পাশ মহিলার মুর্খ দালাল।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
দখিনা বাতাস বলেছেন: এই বেটির কয়েকটা জন্মদিন। এর যেমন জম্মের ঠিক নাই তেমন কথারও কোন আগামাথা নাই। তার উপরে বাড়ি হইলো ফেনী, নোয়াখাইল্লা।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হে হে হে
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
মোমেরমানুষ৭১ বলেছেন: কয়েকটা হাম্বার পাদুর্ভাব লক্ষ করা যাইতাছে..........
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: এইট পাশ পতিতার দালালের পাদুর্ভাব লক্ষ করা যাইতাছে..........
৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
গান পাগলা বলেছেন: আপনি ভুলে গেসেন উনি আর যাই হোক বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রি, আপনি ওনার নাম বিক্রিত করেছেন, শুধু এটা মনে রাখবেন এই দিন দিন নয় আরও দিন আছে, ওয়ল্ভারিন (জিমি) আপনি লিস্টেড হলেন।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ওনার নাম বিক্রিত কোন যায়গায় করা হইল দেখান এট্টু। পিলিজ
৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৩
গান পাগলা বলেছেন: এডিট করছেন ভাল করছেন।আপনার জন্যই মংগল।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩২
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: আগে যেটা ছিল ওটাতেই সমস্যা কি? সংক্ষেপিত রূপ। আমি যেটা সেটাই লিখেছি। বিকৃত করিনি।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮
এই আমি সেই আমি বলেছেন: জিমি লিস্টেট হলেও ভয় নেই । কারণ আপনি উনার এডভান্স ক্ষমা পেয়ে গেছেন
এটা বাংলাদেশেই সম্ভব চোরে চুরি করে গৃহস্তকে বলে যা ক্ষমা করে দিলাম ।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: যে দেশে চোরের মায়ের বড় গলা সে দেশে সবই সম্ভব।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৫
উড়নচন্ডী ডটকম বলেছেন: লেখক বলেছেন: এইট পাশ পতিতার দালালের পাদুর্ভাব লক্ষ করা যাইতাছে..........
খালেদা জিয়া মনে হয় আপনার মা।না হলে আপনি জানলেন কিভাবে উনি পতিতা?
খালাদে জিয়া যদি পতিতা হয় তাহলে আপনার মা'কে একশ জন ধর্ষন করে আপনাকে জন্ম দিয়েছে এটাই সত্য হবে।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: কি সুন্দর যুক্তি। আপনের নিজের মায়ের এমন নিখুত বর্ণনা শুনে প্রিত হইলাম
১১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৫
ম.র.নি বলেছেন: মুরি চিবাইতে চিবাইতে টিভি দেখতেছিলাম
আরো বেশি করে মুড়ী খা।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
ইমরুল_কায়েস বলেছেন: বেজিকে সবচেয়ে বেশি ঘৃণা কে সেটা করে জানেন তো?
কাউকে অপমান করলে নিজেকে বেশ উচুমানের মানুষ মনে হয় তাইনা?